BJP Hacked EVMs – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 24 Jun 2019 10:18:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Hacked EVMs – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাম আমলে ইভিএম, রাম আমলে ব্যালটের দাবিতে সংসদে ধর্নায় তৃণমূল https://thenewsbangla.com/tmc-protest-at-parliament-against-evm-want-ballot-paper-in-assembly-election/ Mon, 24 Jun 2019 07:47:59 +0000 https://www.thenewsbangla.com/?p=14322 বাম আমলে; তিনি ছিলেন ব্যালটের বিপক্ষে। ব্যালটে বামেরা ছাপ্পা ভোট দিয়ে জেতে; এমন অভিযোগ প্রায়ই শোনা গেছে তাঁর গলায়। আজ সপ্তাহের শুরুতেই সেই ব্যালট ফিরিয়ে আনার দাবিতে তাঁর দলের সাংসদরা ধর্নায় বসলেন দিল্লিতে।

সোমবার সকাল থেকেই; সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাদের নতুন স্লোগান ‘ইভিএম হঠাও; ব্যালট ফেরাও’। লোকসভা ভোটে; পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাড়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন ইভিএম বাতিলের দাবিতে।

আরও পড়ুন বাংলার বাঘের ছেলে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৈরির ভূমিকার কথা জানুন

বিজেপি; ইভিএম মেসিনে কারচুপি করে জিতেছে বলেও দাবি করেন তিনি। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপির উঠে আসাকে তিনি বলেন; ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে জিতেছে বিজেপি।

লোকসভা ভোটে বিজেপির জয় যে বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত জয় নয় একথাও শোনা গেছে তাঁর মুখ থেকে। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ব্যালট ফিরিয়ে আনার দাবি করেন।

আরও পড়ুন আপনার বাচ্চার মন বুঝতে, তার হাতের লেখা দেখান হস্তরেখাবিদকে

সোমবার দিল্লির গান্ধী মূর্তির সামনে তৃণমূল সাংসদদের ধর্নায়ও উঠে সেই একই দাবি। বিরোধীদের দাবি; লোকসভা ভোটের আগে কমিটি তৈরি করে; ইভিএম এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস।

ব্যালট ফেরানোর দাবিতে নতুন করে শুরু এই আন্দোলনকে আরও বৃহৎ আকারে নিয়ে যাবার কথা শোনা যায় সাংসদদের মুখে। ব্যালটের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করার কথাও শোনা যায়।

আরও পড়ুন তিন নাবালক সহ মোট ছয়জন মিলে লাগাতার গণধর্ষণ নাবালিকাকে

তৃণমূল এর তরফ থেকে জানা গেছে; ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। তারা এই আন্দোলনের মাধ্যমে ব্যালটে ভোট ফিরিয়েই ছাড়বেন বলেই এই আন্দোলন শুরু হল রাজধানীতে।

]]>
এনসিপির বোতাম টিপলেই ভোট পাচ্ছে বিজেপি, দাবি শরদ পাওয়ারের https://thenewsbangla.com/sharad-pawar-complaint-bjp-hacked-evms-in-lok-sabha-election-2019/ Fri, 10 May 2019 07:39:45 +0000 https://www.thenewsbangla.com/?p=12667 ইভিএম নিয়ে অভিযোগ বহুদিনের; বিশেষ করে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একাধিক বার ইভিএম নিয়ে অভিযোগ এনেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলি; ইভিএমের পরিবর্তে পুনরায় ব্যালট পেপারে ভোট করানোর দাবি জানিয়েছেন তারা; যদিও ব্যালট নিয়ে ওঠা অভিযোগ বরাবরই খারিজ হয়ে গেছে।

এবার সেই একই অভিযোগ আনলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ার; বৃহস্পতিবার তিনি দাবি করেন; তিনি নিজেই একবার একটি অভিজ্ঞতার সম্মুখীন হন; যেখানে নিজের দলীয় প্রতীকে ভোট দিলেও ভোট বিজেপি পাচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন তেজ বাহাদুরের ভোটে লড়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

তিনি বলেন; ইভিএম নিয়ে তিনি ওয়াকিবহাল; তাকে গুজরাট ও হায়েদ্রাবাদে ইভিএম পরীক্ষা করার জন্য ডাকা হয়েছিল বলে জানান তিনি; সেখানে তাকে বোতাম টিকে ইভিএম পরীক্ষা করতে বলা হয়; এরপরেই তিনি তার দলীয় প্রতীক চিহ্নের বোতামে প্রেস করেন; কিন্তু লক্ষ্য করেন; সেই ভোট গিয়ে যোগ হচ্ছে বিজেপিতে; এমনই অভিজ্ঞতার কথা জানান তিনি।

যদিও সব ইভিএম মেশিনেই এই ধরনের কারচুপি হচ্ছে না; সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন; পাওয়ারের দাবিকে সমর্থন জানিয়ে অন্যান্য বিজেপি বিরোধী দল গুলোও জানিয়েছে; চাইলেই ইভিএম মেশিনের রেজাল্ট ওলট পালট করা সম্ভব।

আরও পড়ুন গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক ভারতী ঘোষ

শরদ পাওয়ার সহ আরও ২০টি রাজনৈতিক দল গত ৮ই এপ্রিল ইভিএমের কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়; কিন্তু তাদের দাবিকে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কোন ইভিএম মেশিনে কারচুপি হচ্ছে না সুপ্রিম কোর্ট।

]]>