BJP Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 08:13:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে https://thenewsbangla.com/shiv-sena-is-breaking-up-in-maharashtra-bjp-will-form-the-govt-uddhav-thackeray-meeting/ Tue, 21 Jun 2022 08:12:19 +0000 https://www.thenewsbangla.com/?p=15602 মহারাষ্ট্রে কি ভাঙছে শিবসেনা; সরকার গড়বে বিজেপি? ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে; এখন গুজরাতে। ২০১৯ বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পায় ১০৬টি; শিবসেনা পায় ৫৬টি; এনসিপি পায় ৪৪টি ও কংগ্রেস পায় ৪৪টি আসন। সরকার গড়ে শিবসেনা-বিজেপি জোট। এবার সেই জোটেই বড় ভাঙন। এবার কি একাই সরকার গড়বে বিজেপি? কিন্তু কিভাবে? একাধিক ‘উধাও’ হয়ে যাওয়া শিবসেনা বিধায়ক; কি বিজেপিতে যোগ দিচ্ছেন? উঠে গেছে প্রশ্ন। সব নিয়েই চরম ডামাডোল মহারাষ্ট্রে।

শিবসেনার প্রবীণ নেতা ও মন্ত্রী একনাথ শিন্ডে; দলের বিরুদ্ধে বি’দ্রোহী মনোভাব নিয়েছেন। দলের প্রায় ২০ জন বিধায়ককে নিয়ে; মহারাষ্ট্র ছেড়ে তিনি গুজরাতের সুরাটে পৌঁছে গেছেন তিনি। মঙ্গলবার দুপুর ২টার দিকে; একটি সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এই সব বিধায়ক কি বিজেপিতে যোগ দেবেন; সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি কি এবার সরকার গড়বে? এটাই এখন প্রশ্ন দেশ জুড়ে।

আরও পড়ুন; ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু, সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

অন্যদিকে, শিবসেনা প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও; বেশ অ্যাকশন মুডে রয়েছেন। এদিন দুপুরে জোটের বৈঠক ডেকেছেন তিনি। এদিকে, বিভক্তির আশঙ্কায় কংগ্রেসও; তাদের সমস্ত বিধায়ককে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। বিজেপির বিরুদ্ধে ‘ঘোড়া কেনাবেচার’ অভিযোগ করছে বিরোধীরা।

আরও পড়ুন; সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা

সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে, শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে; ক্রস ভোটিংয়ের অভিযোগের পরই বিধায়কদের নিয়ে ‘গা-ঢাকা’ দিয়েছেন শিন্ডে। ওই বিধায়করা গুজরাতের সুরাতের একটি হোটেলে রয়েছেন বলে সূত্রের খবর। এমএলসি নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক আলোড়ন তীব্র হয়েছে। রাজ্যের উধ্বব ঠাকরে-শরদ পাওয়ারের এমভিএ সরকার জোর ধাক্কা খেয়েছে। এই ২০ জন বিধায়কই ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন; বলে সন্দেহ করা হচ্ছে।

শিবসেনায় বিদ্রোহের আশঙ্কায়; মঙ্গলবার বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন না সঞ্জয় রাউত। এই বৈঠক ডেকেছিলেন শরদ পাওয়ার। অন্যদিকে, মঙ্গলবার দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এতে সব বিধায়ককে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে কি শিবসেনা সরকার ভেঙে যাবে? শিবসেনা বিধায়করা যোগ দেবেন গেরুয়া শিবিরে? সরকার গড়বে বিজেপি? এই সব প্রশ্নেই এখন উ’ত্তাল গোটা দেশ।

]]>
হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে স্থানিয় ভাষা ব্যবহারে জোর প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/hindi-english-exclude-pm-modi-insists-to-encourage-local-language-in-state-courts/ Sat, 30 Apr 2022 07:14:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15009 হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে; স্থানিয় ভাষা ব্যবহারে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনকয়েক আগেই অমিত শাহ, দেশে ইংরেজির বিকল্প হিসেবে; হিন্দিকে গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে; দেশের সব মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছিল। এই পরিস্থিতিতে, এবার সম্পূর্ণ ভিন্ন সুর; প্রধানমন্ত্রী মোদীর গলায়। দেশের বিচার ব্যবস্থাকে আরও উন্নত করতে; আঞ্চলিক ভাষা ব্যবহারের উপরেই জোর দিলেন মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে, এক সম্মেলনে এমনটাই বললেন তিনি।

ঠিক কী বলেছেন মোদী? শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে; বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। যোগ দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল সাড়ে ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতিদের যৌথ সম্মেলনে, মোদী বলেন; “আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের; এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার-ব্যবস্থার প্রতি। বিচার-ব্যবস্থার সঙ্গে আরও বেশি করে; সংযোগ অনুভব করবেন তাঁরা”।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে; হিন্দি আগ্রাসনের অভিযোগ বারবার উঠেছে। সেই বিতর্কই নতুন করে উসকে দিয়েছে; অমিত শাহর সাম্প্রতিক মন্তব্য। বহু ভাষা ও মিশ্র সংস্কৃতির দেশ ভারতে; হিন্দিকে জাতীয় ভাষা করার কথা বলে ক্ষোভের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও শাসক দল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ইংরেজির বিকল্প হিসেবে হিন্দিকে গ্রহণ করার; আবেদন জানাতে দেখা গিয়েছিল তাঁকে। এরপরই ব্যপক সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। দক্ষিণের রাজ্যগুলি, শাহর এহেন হিন্দি আগ্রাসনের প্রতিবাদে সরবও হয়েছিল।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন; কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন; কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মত রাজনৈতিক ব্যক্তিত্ত্ব থেকে শুরু করে সুরকার এ আর রহমানের মতে প্রখ্যাত ব্যক্তিরাও, অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী; পদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীও তীব্র প্রতিবাদ জানান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; এর প্রতিবাদ করেছেন। এরপরই শনিবার প্রধানমন্ত্রী মোদীর এহেন মন্তব্য; সেই বিতর্কে রাশ টানার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
মোদী জমানায় সুরক্ষিত রয়েছে মন্দির, বারাণসীতে বললেন মোদী https://thenewsbangla.com/narendra-modi-says-the-temples-are-protected-in-the-era-of-bjp-govt/ Fri, 26 Apr 2019 09:23:23 +0000 https://www.thenewsbangla.com/?p=11691 বৃহস্পতিবার বারাণসীতে নরেন্দ্র মোদীর রোড শো প্রত্যক্ষ করেছে সারা দেশ। কয়েক লক্ষ মানুষের সমাবেশে ৭ কিলোমিটার লম্বা রোড শো করেন প্রধানমন্ত্রী। গেরুয়া পতাকা, বেলুন আর বিজেপি সমর্থকদের পোশাকে যেনো গেরুয়াময় হয়ে উঠেছিল বারাণসী। শোভাযাত্রার পরেই এক সমাবেশে মোদী বলেন, তিনি ক্ষমতায় ছিলেন বলেই সুরক্ষিত রয়েছে মন্দির।

এদিন বিকেলে লাখো মানুষের মোদীমন্ত্রে শুরু হয় শোভাযাত্রা। সাথে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অমিত শাহ থেকে দলের অনেক হেভিওয়েট নেতা। শোভাযাত্রার শেষে গঙ্গার তীরবর্তী দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতিতে অংশ নেন নরেন্দ্র মোদী। তারপরেই একটি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থামাতে কংগ্রেস ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার করছে

জনসভায় নরেন্দ্র মোদী দাবি করেন, গত ৫ বছরে কোনও মন্দিরে সন্ত্রাসবাদী হানা হয়নি। উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম ইউপিএ সরকারের সময় বারাণসীর সঙ্কটমোচন মন্দিরে বিষ্ফোরনে বহু মানুষের মৃত্যু হয়। ক্ষমতায় প্রত্যাবর্তন হলে দেশের সব মন্দির সুরক্ষিত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসীতে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী

এদিন সন্ত্রাসবাদ প্রসঙ্গেও তাঁর সরকারের কড়া পদক্ষেপের কথা জানান তিনি। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে প্রতিশোধের ঘটনায় তাঁর সরকারের কৃতিত্ব নেন তিনি। সন্ত্রাসবাদ দমনে বিজেপি সরকার বদ্ধ পরিকর বলে জানান তিনি। জম্মু ও কাশ্মীরের কিছু অংশে সন্ত্রাসবাদ সীমাবদ্ধ বলে তিনি মন্তব্য করেন, তাছাড়া সারা দেশ থেকেই সন্ত্রাসবাদের শিকড় উৎখাত করা হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবার মনোনয়নপত্র জমা দেবার আগে কর্মীসভা করেন নরেন্দ্র মোদী। দলীয় কর্মীদের উদ্দেশে এমন একটি বার্তা দেন মোদী, যা তাঁর মুখে খুব একটা শোনা যায় না। বিরোধীদের শত্রু হিসেবে যেন না দেখা হয়, সেই কথাই বলেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “কে কোন দলের প্রার্থী হয়েছে, সেটা নিয়ে বেশি চর্চা করবেন না। বিরোধীরাও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই রয়েছে। ওরা আমাদের শত্রু নয়”। পাশাপাশি কে কত ভোটে জিতল সেটা নিয়েও যাতে বেশি চর্চা না হয়, সেই বার্তাও দেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসীতে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী

বৃহস্পতিবার সন্ধ্যারতির পর গঙ্গায় মহাপুজো। দেশের মঙ্গলকামনায় ত্রিবেণী সঙ্গম আরতি করেন প্রধানমন্ত্রী। সেখানেও জনপ্লাবন। ২০১৪ চেয়েও বেশি। শুক্রবার সকালে আরও একপ্রস্থ শক্তি প্রদর্শন হল। এনডিএ শরিক দলগুলির শীর্ষনেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী। ২০১৪-র সাফল্যের পুনরাবৃত্তি হবে কিনা তার উত্তর পেতে এখনও চার সপ্তাহের অপেক্ষা। তবে ২০১৯ এ মোদীর বারাণসী কিন্তু ছাপিয়ে গেল ২০১৪ কেও।

]]>