bjp candidate – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 May 2019 06:14:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg bjp candidate – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক ভারতী ঘোষ https://thenewsbangla.com/police-arrested-bjp-candidate-bharati-ghosh-with-lakhs-of-cash-in-her-car/ Fri, 10 May 2019 05:54:07 +0000 https://www.thenewsbangla.com/?p=12653 গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক হন; লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে; লক্ষাধিক টাকা পাচারের অভিযোগে তাকে আটক করা হয়। যদিও রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে পিংলার মণ্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন; একটি গাড়িতে লক্ষাধিক টাকা সহ হাতেনাতে ধরা পড়েন প্রাক্তন এই আইপিএস; এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশই রেখেছে; এমনটাই দাবী ভারতী ঘোষের।

ঘাটালে ভোটের মুখে; আবারও বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে ভারতীর গাড়ি থেকে; লক্ষাধিক নগদ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায়; নাকা তল্লাশির সময় ভারতী ঘোষের গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে নগদ ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়।

বাংলার বিজেপির বাড়ার সম্ভাবনা, মন্তব্য করে নেতা কর্মীদের তোপের মুখে কারাট

প্রথমে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন ভারতী। পরে পুলিশ ভারতীকে আটক করে; থানায় জিজ্ঞাসাবাদ করে। রাত ২টো নাগাদ ভারতীকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, কেন ঘাটালের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হল না; এ নিয়ে পিংলায় অবরোধ করে তৃণমূল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

কোথা থেকে এত টাকা এল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল; তা জানতে ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে ভারতী ঘোষ দাবি করেন; “পুলিশই গাড়িতে থাকা সবার টাকা একটা ব্যাগে রেখে নাটক করছে; আমাকে ফাঁসানোর চেষ্টা করছে”।

আগামী রবিবার ঘাটাল লোকসভা আসনে ভোটগ্রহণ। ভোট প্রচারের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী ঘোষ। সোনা প্রতারণা সহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তার। সোনা প্রতারণা মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শীর্ষ আদালত জানিয়েছে; এখনই বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা যাবে না। ফলে নির্বাচনী প্রচারে; দাপিয়ে বেড়াচ্ছেন এই বিজেপি প্রার্থী।

কয়েক দিন আগে কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে; তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ভারতী। এবার টাকা বিলির ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায়; শেষ দুই দফা ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির।

]]>
সাধ্বী প্রজ্ঞাকে গেরুয়া বসন পরা সন্ত্রাসী বললেন স্বরা ভাস্কর https://thenewsbangla.com/swara-bhaskar-tweeted-on-bjp-candidate-sadhvi-pragya-singh-thakur/ Wed, 08 May 2019 09:59:04 +0000 https://www.thenewsbangla.com/?p=12592 মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্র থেকে বিজেপির সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করাকে তীব্র কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর; একজন সন্ত্রাসবাদীকে কিভাবে টিকিট দিয়েছে বিজেপি; প্রশ্ন তুলে এটাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

স্বরা আরও বলেন; একজন গেরুয়া পোষাক পরিধান করলেই সাধু হয়ে যায় না; সাধ্বী প্রজ্ঞা তাই একজন সন্ত্রাসী। অনেকে বলে থাকেন; সন্ত্রাসের ধর্ম নেই; সেই প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন তিনি। তিনি বলেন; সন্ত্রাসের ধর্ম নেই; কিন্তু সন্ত্রাসবাদীর অবশ্যই ধর্ম রয়েছে। ইসলাম; হিন্দু; খ্রিস্টান; ইহুদী ইত্যাদি সকল ধর্মের সন্ত্রাসবাদী রয়েছে বলে জানান তিনি।

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম; সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি; আর জামিন পেয়েই বিজেপিতে যোগ দিয়ে ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞা ভোটে দাঁড়িয়েছেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে থাপ্পড় মন্তব্যের জের, মমতাকে সংযত হবার বার্তা সুষমার

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস; ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত; বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচন এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ মঞ্চ ভেঙে আহত নুসরত জাহান, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ

চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে; ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস।

]]>
ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের https://thenewsbangla.com/arjun-singh-bjp-candidate-cracked-face-by-tmc-workers-at-barrackpore/ Mon, 06 May 2019 04:04:27 +0000 https://www.thenewsbangla.com/?p=12447 ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের; ও পরে পুলিশের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। ব্যারাকপুরের মোহনপুরে চাঁপাডালিয়াতে; তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় অর্জুনের। অবস্থা সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের কর্মীরা তাঁর উপর আক্রমণ করেছে; বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিং গুন্ডাগিরি করছেন; মানুষ জবাব দিয়েছে; পাল্টা জানিয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

ভোট শুরু হতেই উত্তপ্ত ব্যারাকপুর; কাঁকিনাড়া। দলে দলে বহিরাগত ঢোকার অভিযোগ; দুদলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বারাকপুর, হালিশহরে বোমাবাজির অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে মাথা ফেটে যায় দুজনের। তৃণমূলের বিরুদ্ধে; বিজেপির একটি ক্যাম্প অফিসে ভাংচুরের অভিযোগ।

দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস; ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কার্যালয়ের মধ্যে উদ্ধার গুলির খোল। বিজেপির একটি ভোটের ক্যাম্প অফিসে; তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালায় বলেই অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই নিয়ে উত্তপ্ত গোটা এলাকা।

ভোটগ্রহণ শুরুর পরেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর লোকসভা। এমনকি রবিবার রাত থেকেই উত্তপ্ত ছিল; ব্যারাকপুর ও কাকিনাড়ার বিস্তীর্ণ অঞ্চল। দলে দলে বহিরাগত ঢোকানোর অভিযোগ; তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই। দুপক্ষের এই সংঘর্ষে; অনেকেরই মাথা ফেটেছে। তবে তৃণমূল ও বিজেপি দুপক্ষই এলাকায় বহিরাগত ঢুকিয়েছে; বলেই অভিযোগ স্থানিয় বাসিন্দাদের।

এদিন ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসে; ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে। নৈহাটির একাধিক বুথে; সিপিএমের এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে বলেই অভিযোগ ওঠে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

দত্তপুকুরে বিজেপির আরও একটি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। উলুবেড়িয়া লোকসভা আসনে; বিজেপির এজেন্ট হওয়ার অপরাধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

গৌরহাটি কমিউনিটি হলে ২৭ নং বুথে; ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ শুরু হয়নি। বৈদ্যবাটি ফান্ডা মেন্টাল এডুকেশনের ১২ ও ১৪ নং বুথে একই কারণে ভোট শুরু হয়নি। শ্রীরামপুরের চাঁপসরা প্রাথমিক স্কুলের ২১৬ ও ২১৭ পাশাপাশি দুটি বুথে মেশিন খারাপ। ভোট বন্ধ রয়েছে।

বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভার তেঁতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বুথ নম্বর ২০০ তে; ইভিএম খারাপ থাকায় এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। বাইরে ভোটারদের লম্বা লাইন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ ভোটাররা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর বালিকা বিদ্যালয়; বুথের একটা পার্টে ইভিএম খারাপ। ওই বুথে ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।

আজ রাজ্যে ৭ আসনে ভোটগ্রহণ চলছে। ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা আসনে ভোট আজ সোমবার। পঞ্চম দফাতেও রাজ্যে কমিশনের বাহিনী দাওয়াই। সব বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

৩ জেলার ৭ আসনে মোতায়েন রয়েছে; মোট ৫২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথে রয়েছে আধা সেনা। তবে এবারের নির্বাচনে বনগাঁ ও ব্যারাকপুরের ওপর বিশেষ নজর রয়েছে কমিশনের।

]]>
উত্তরপ্রদেশ থেকে বাংলায় ছেলে ঢোকানর হুমকি ভারতী ঘোষের https://thenewsbangla.com/bjp-candidate-bharati-ghosh-threat-tmc-supporters-mamata-banerjee/ Sun, 05 May 2019 07:09:00 +0000 https://www.thenewsbangla.com/?p=12387 উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে এনে ঘরে ঢুকিয়ে মারবেন; এমনই বিতর্কিত মন্তব্য করে গতকাল সমালোচনার মুখে পড়েন ঘাটালের বিজেপি প্রার্থী তথা ঝাড়্গ্রামের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। তুই তুকারি সহকারে মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গতকাল শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুরের আনন্দপুরে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে যান ভারতী; সেখানেই একটি স্থানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখে মেজাজ হারান তিনি; তাদের উদ্দেশ্যে ভারতীকে বলতে শোনা যায়; ঘর থেকে টেনে বের করে কুকুরের মতো মারব।

তিনি তাদের উদ্দেশ্যে আরও বলেন; “ভোট করতে না দেওয়ার ভয় দেখাবেন না; উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকাব; খুঁজে পাওয়া যাবে না।” এরপরে দুই তৃণমূল কর্মীকে বাড়ি ঢুকে তালা লাগিয়ে রাখতে বলেন তিনি। কমিশন ইতিমধ্যেই জেলা শাসক মারফত ঘটনার বিস্তারিত বিবরন চেয়ে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন মমতা

তৃণমূলের তরফে ভারতীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেন; ভারতীকে চাইলেই রাজ্য সরকার গ্রেফতার করতে পারতো; কিন্তু এখন কোর্টের নিষেধাজ্ঞা আছে বলে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন; তার কাছে ভারতীয় অনেক এসএমএস রয়েছে; যেগুলো প্রকাশ্যে নিয়ে এলে ভারতীকেই সমস্যার মুখে পড়তে হবে।

এরই পরিপ্রেক্ষিতে আজ রবিবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ; ভারতী মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে বলেন যে, ওই মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত; আগে মুখ্যমন্ত্রী ভারতীর মতো শিক্ষার জায়গায় পৌঁছোন; তারপর রাস্তায় দাঁড়িয়ে চমকাবেন; ভারতী পড়াশোনা করে যে শিক্ষাটা প্রাপ্ত করেছেন; সেটা আগে মুখ্যমন্ত্রীকে শিখে আসতে বলেন তিনি।

আরও পড়ুনঃ ফণী মিটতেই সুন্দরবনে ত্রাণ লুঠের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

মুখ্যমন্ত্রীর এসএমএস প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিন তীব্র বিষোদগার করেন ভারতী ঘোষ; মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন; “মহাচোর তো এসএমএস বিনিময় করেছিলি কেনো? দেখা না কী আছে এসএমএস-এ!” এরপরেই তিনি বলে দেন; তাকে ভয় দেখাতে বারণ করার জন্য; চমকানো ধমকানোতে তিনি ভয় পান না বলে জানান ভারতী; মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলেও কটাক্ষ করেন তিনি।

]]>
পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত লোকসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর https://thenewsbangla.com/bjp-candidate-santanu-thakur-seriously-injured-hitted-by-the-police-car/ Sat, 04 May 2019 09:52:55 +0000 https://www.thenewsbangla.com/?p=12333 পুলিশের গাড়ির ধাক্কায় আহত; বনগাঁ লোকসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। শনিবার সকাল ১১টা নাগাদ; পুলিশের স্টিকার লাগান একটি গাড়ি ধাক্কা মারে শান্তনু ঠাকুরের গাড়িতে। তাতেই মাথায় গুরুতর চোট পান বিজেপি প্রার্থী। মাথা ফেটে যায় তাঁর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় ব্যান্ডেজ করতে হয়েছে তাঁর।

প্রচারে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনায় পড়লেন; বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কল্যাণীতে প্রচারসভায় যোগ দেওয়ার পথে ঘটনাটি ঘটেছে জলেশ্বরের কাছে। দুর্ঘটনায় শান্তনু ঠাকুর ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন৷ তাদেরও বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে, সামনে থেকে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শান্তনুর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে; শনিবার সকাল ১১টা নাগাদ ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে কল্যাণীর উদ্দেশে রওনা দিয়েছিলেন শান্তনু। এরপরই হাঁসখালি নামে একটি জায়গায় তাঁর গাড়িটি কিছুক্ষণের জন্যে দাঁড়িয়ে ছিল। তখনই পুলিশ স্টিকার লাগানো একটি গাড়ি; নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শান্তনুর গাড়িতে। তাতেই মাথা ফেটে যায় তাঁর ও তাঁর সহকর্মীদের।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

তড়িঘড়ি তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ভর্তি আছেন তিনি। যদিও বিজেপি এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তাঁদের দাবি; এটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। নাম না করেও তৃণমূলের দিকে আঙুল তুলেছেন স্থানিয় বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

এরপরেই এলাকায় রাস্তা অবরোধ শুরু করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। এই দুর্ঘটনার নেপথ্যে; ষড়যন্ত্রের অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি। এলাকায় গেছে বিশাল পুলিশ বাহিনী। যদিও তৃণমূল এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

শুধুই ছোট দুর্ঘটনা; এর পিছনে অন্য কোন কারণ নেই; জানিয়েছে পুলিশ। আগামী সোমবার ৬ মে; পঞ্চম দফায় ভোট বনগাঁ; বারাকপুর; হাওড়া; উলুবেড়িয়া; শ্রীরামপুর; হুগলি এবং আরামবাগে। পঞ্চম দফায় সাত কেন্দ্রের ভোটে মোতায়েন করা হয়েছে ৬৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

]]>
তমলুকের বিজেপি প্রার্থীকে এইট পাস বলে কটাক্ষ শুভেন্দুর https://thenewsbangla.com/bjp-candidate-class-eight-passed-do-not-get-vote-said-suvendu-adhikari/ Wed, 01 May 2019 18:06:41 +0000 https://www.thenewsbangla.com/?p=12151 তমলুকের বিজেপি প্রার্থীকে এইট পাস বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আর এই নিয়েই তৃণমূল বিজেপি জোর তরজা শুরু হয়েছে। সৌজন্যবোধ হারিয়েছেন শুভেন্দু, দাবি বিজেপির। সত্যি বলা হয়েছে, আপত্তি কোথায়? দাবি তৃণমূলের।

পূর্ব মেদিনীপুরের রাজনীতি বলতে প্রথমেই যাদের কথা মাথায় আসে, তা হল অধিকারী পরিবার। এই অধিকারী পরিবারের হাতে থাকা পূর্ব মেদিনীপুর জেলা যেন তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য এক দুর্গ। তৃণমূলের এই খাসতালুকে বিজেপি প্রার্থী ভাগ বসাবে, ব্যাপারটাই যেন ভাবা যায় না।

আর সেই সুরেই পূর্ব মেদিনীপুরের তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী আক্রমন করলেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে। প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আর এই নিয়েই তোলপাড় জেলার রাজনীতি।

আরও পড়ুনঃ মোদী সরকারের বড় সাফল্য, মাসুদ আজাহার আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধান্ত নস্কর, যার বাড়ি নদীয়ার নবদ্বীপে। উল্লেখ্য, অধিকারীদের গড় তালুকে অধিকারী পরিবারের দুই সদস্যকে লোকসভার প্রার্থী করেছে তৃণমূল। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন শিশির অধিকারী, অন্যদিকে তমলুক কেন্দ্রে শিশির পুত্র দিব্যেন্দু অধিকারী লড়ছেন ঘাসফুল প্রতীকে।

তমলুকে দিব্যেন্দু অধিকারীর হয়ে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন ক্লাস এইট পাস প্রার্থীকে কেউ ভোট দেবে না। যার যোগ্যতা নেই তাঁকে মানুষ ভোট দেবে কেন? জেলার মানুষ শিক্ষিত মানুষকেই ভোট দেবে বলেই ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুনঃ দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা

এদিন শুভেন্দু বলেন, তমলুকবাসী বহিরাগত প্রার্থীকে এই জেলায় জায়গা দেবে না। এরপরেই বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করা হয়। শুভেন্দু বলেন, পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যে শিক্ষার হারে ও পরীক্ষায় ভালো ফলাফলের বিচারে সবচেয়ে এগিয়ে থাকে।

সেখানে একজন এইট পাস প্রার্থীকে এই জেলার মানুষ গ্রহণ করবে না। কোন ভদ্রলোককে বিজেপি তমলুকে প্রার্থী করার জন্য খুঁজে পায়নি বলে কটাক্ষ করেন তিনি। স্বাভাবিকভাবেই শুভেন্দুর বক্তব্যের নিন্দা করেছে বিজেপি।

আরও পড়ুনঃ মন্দারমনি ও দিঘাতে নিষিদ্ধ হল পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়া

সারা রাজ্যে বিজেপির গ্রাসে তৃণমূলের হৃদয়ে কম্পন শুরু হয়েছে, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দলের নেতারা ব্যক্তি আক্রমণের পথ ধরছেন বলে বিজেপির তরফে বলা হয়েছে। বিজেপির বক্তব্য, এটাই তৃণমূলের সংস্কৃতি ও মানসিকতার পরিচয়।

তবে বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী ঠিক কথাই বলেছেন জানিয়েছেন জেলা নেতারা। ভোটের মধ্যে আপাতত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও মন্ত্রীর কটাক্ষ নিয়েই তোলপাড় বিদ্যাসাগরের জেলা।

]]>
অনুপমের হয়ে যাদবপুরে প্রচারে অংশ নিলেন WWE চ্যাম্পিয়ন গ্রেট খালি https://thenewsbangla.com/great-khali-campiaging-for-bjp-candidate-anupam-hazra-at-jadavpur/ Fri, 26 Apr 2019 10:01:53 +0000 https://www.thenewsbangla.com/?p=11696 জোরকদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। প্রথম তিন দফা নির্বাচন সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গে এখনো বাকি চার দফার নির্বাচন। রাজনৈতিক প্রচারে কোনও দলই চমকের খামতি রাখতে চাইছেন না। শুক্রবার সেরকমই চমক দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। আজ প্রচার সারলেন WWE এর চাম্পিয়ন গ্রেট খালির ওরফে দলীপ সিং রানার সাথে।

নির্বাচনের শেষের দিকের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে। শুক্রবারই আলিপুরে মনোনয়ন পত্র জমা দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। প্রার্থী হিসেবে অনুপমের নাম ঘোষণা হতেই প্রতিদিন দফায় দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচার সেরেছেন তিনি। তবে আজ শুক্রবারের রোড শো করে মনোনয়ন জমা দেওয়ার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তার বড় আকর্ষণ কুস্তিগীর গ্রেট খালির উপস্থিতি।

আরও পড়ুনঃ টার্গেট মুর্শিদাবাদ, অধীরকে হারাতে বহরমপুরে ইমামদের নিয়ে সভা শুভেন্দুর

অনুপমের হয়ে প্রচারে গতকালই শহরে এসেছেন এই চ্যাম্পিয়ন কুস্তিগীর। বিজেপির দলীয় সমর্থকদের অনুরোধেই তিনি আজ অনুপমের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। গ্রেট খালিকে বহুদিনের পুরনো বন্ধু হিসেবে জানিয়েছেন বিজেপি প্রার্থী অনুপম। পেশাদার কুস্তিগীর হিসেবে উত্থানের পূর্বে তিনি পাঞ্জাব পুলিশের একজন পুলিশ আধিকারিক ছিলেন।

আরও পড়ুনঃ প্রচারে বেড়িয়ে দুষ্কৃতীর ভোজালি হামলার মুখে বিজেপি প্রার্থী, কর্মীর গলায় কোপ

আজ শুক্রবার সকাল ১১ টা নাগাদ যাদবপুরের রানীকুঠি থেকে নির্বাচনী র‍্যালি শুরু হয়। এরপর টালিগঞ্জ, আনোয়ার শাহ, মুদিয়ালি, রাসবিহারী, হাজরা মোড় হয়ে আলিপুর জেলা শাসকের দফতরে গিয়ে শেষ হয় র‍্যালি। সেখানেই মনোনয়ন জমা দেন অনুপম।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই হচ্ছে ত্রিমুখী। লড়াই তৃণমূল, বিজেপি এবং সিপিএমের মধ্যে। তৃণমূলের তরফে অভিনেত্রী মিমি চক্রবর্তী, সিপিএমের তরফে কলকাতার প্রাক্তন মেয়র তথা পোড় খাওয়া আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপির পক্ষে অধ্যাপক অনুপম হাজরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদবপুর কেন্দ্রে অতীতে বিজেপির সেভাবে উপস্থিতি না থাকলেও এবার সারা বাংলায় একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভের লক্ষ্য নিয়েছে বিজেপি। এই কেন্দ্রেও হেভিওয়েট নিয়ে প্রচার বিজেপিকে অনেকটা অক্সিজেন জোগাবে, তা বলাই বাহুল্য।

]]>
তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর https://thenewsbangla.com/bjp-candidate-locket-chatterjee-threatens-to-lift-tmc-mla-asima-patra/ Fri, 12 Apr 2019 19:26:41 +0000 https://www.thenewsbangla.com/?p=10756 বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। হুগলীর গুরাপে শুক্রবারে ভোট প্রচারে গিয়ে তিনি বলেন, “এখানকার বিধায়ককে তুলে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না”। নাম না করেই নিজের প্রচারে হুগলীর ধনেখালির তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্রকেই টার্গেট করেন লকেট চ্যাটার্জী।

ঠিক কি বলেছেন লকেট চ্যাটার্জীঃ

আরও পড়ুনঃ বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা

লকেট চ্যাটার্জীর ভাষণের ভিডিও নিয়ে গুরাপ থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র। অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন দফতরেও। লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র।

গুরাপ থানায় লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে FIR করেছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্রঃ

গুরাপ থানায় লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে FIR করেছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র/The News বাংলা
গুরাপ থানায় লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে FIR করেছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র/The News বাংলা

দুদিন আগেই ভোট বন্ধ করে দেবার হুমকি দিয়েছিলেন লকেট। যদি সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। হুগলির ধনিয়াখালীতে এক প্রচার সভায় লকেট নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী না দিতে পারলে ভোট বন্ধ করে দেব”।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

এদিনও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র, হুগলীর তৃণমূল প্রার্থী রত্না দে নাগ সহ সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের নাম না করে আক্রমণ করেন লকেট। দুর্নীতি নিয়ে রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র কে খোঁচা দেন লকেট। তাঁকে ও অন্যান্য নেতাদের তুলে নিয়ে যাবার হুমকি দেন। এমনিতেই ভোট বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি জেরে বিপদে লকেট।

ভোট বন্ধ করা নিয়ে ঠিক কি বলেছিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী, শুনে নিন:

আগেও একটি জনসভায় অশালীন মন্তব্য সম্পর্কিত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন হুগলির বিজেপি প্রার্থী তথা মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি মনোজিত মন্ডলের ডিভিশন বেঞ্চে ব্যক্তিগত ১০ হাজার টাকার দুটি বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর হয়। তারপরেও তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি দিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী।

আরও পড়ুনঃ অনুব্রতর নকুল দানার পরিবর্তে মুড়ির মোয়ায় ভরসা লকেটের

লকেটের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত বছরের ১০ নভেম্বর মালদহে বিজেপির রথযাত্রা উপলক্ষে মহিলা মোর্চার কর্মসূচিতে উপস্থিত হয়ে লকেট চট্টোপাধ্যায় দলিয় কর্মীদের চাঙা করতে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, “রথযাত্রা যে আটকাতে চাইবে, তাঁকে সেই রথের তলাতেই পিষে মারা হবে”। যা নিয়ে তীব্র বিতর্ক হয়। আদালতে মামলা হয়। সেই মামলাতেই আগাম জামিন নিতে কলকাতা হাইকোর্ট থেকে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

তারপরেও একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন লকেট। এবার তুলে নিয়ে যাবার হুমকির জেরে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র। ভোটের মুখে যে ফের সমস্যায় পড়তে চলেছেন লকেট চ্যাটার্জী, তা বলাই যায়। তবে লকেটের তরফ থেকে বলা হয়েছে, “আমরা ক্ষমতায় এলে দুর্নীতির সঙ্গে যুক্ত সব তৃণমূল নেতাকেই জেলে ঢোকাব সেটাই বলা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-has-given-some-relief-to-bishnupur-bjp-candidate-soumitra-khan/ Fri, 12 Apr 2019 09:52:28 +0000 https://www.thenewsbangla.com/?p=10688 শুধু মনোনয়ন জমা দিতে ১ দিনের জন্য বাঁকুড়ায় ঢুকতে পারবেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঁকুড়ার জেলাশাসক দফতরে আগামী ১৬ই এপ্রিল মনোনয়ন জমা দেবেন তিনি। আর বিষ্ণুপুরে ঢুকতেও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে অনুমতি নিতে হবে বাঁকুড়ার জেলাশাসকের কাছ থেকে। কিন্তু এর বেশি স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। বহাল থাকল কলকাতা হাই কোর্টের রায়।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

সুপ্রিম কোর্ট এর নির্দেশের পর কি বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁঃ

আরও ৩ সপ্তাহ বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। চাকরি প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সৌমিত্রর বাঁকুড়া জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল। এর ফলে বেকায়দায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভার ৭ টি বিধানসভার মধ্যে মাত্র ১ টি বিধানসভায় প্রচার করতে পারছেন সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় লোকসভা নির্বাচনের আগে কীভাবে তিনি প্রচার করবেন, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে, সৌমিত্র খাঁকে নিয়ে হাইকোর্টের এই রায়ের পরই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার এই মামলাতেই রায় দেয় দেশের শীর্ষ আদালত। ‌সম্প্রতি, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি এবারের বিষ্ণপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। চলতি বছরের প্রথম দিকেই একটি বিস্ফোরক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর বিরুদ্ধে বড়জোড়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়।

বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট/The News বাংলা
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট/The News বাংলা

সম্পর্কে সৌমিত্রর পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি ‘দাদা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ‘দাদা’ সৌমিত্র, পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডলকে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা টাকা নেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার চাকরি দেওয়া হবে বলে ওই যুবককে আশ্বাস দেওয়া হয় বলেও অভিযোগ। কিন্তু, দুবছর কেটে গেলেও চাকরি পাননি প্রশান্ত। টাকাও ফেরত পাননি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

এরপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেই মামলায় তাঁর বাঁকুড়া জেলাতে ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়। ভোট প্রচারের জন্য বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ফের হাইকোর্টের দারস্থ হলে, বাঁকুড়া জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়িয়ে দেয় আদালত।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো ১০০ ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

তবে এই সঙ্গে বালি চুরিতে মদত এবং অস্ত্র মামলায় আগাম জামিন মিলেছে সৌমিত্রর। তবে বাঁকুড়ায় ঢুকতে না পারলে সৌমিত্র খাঁ কীভাবে প্রচার করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

নিজের কেন্দ্র বিষ্ণুপুর তথা সমগ্র বাঁকুড়া জেলাতেই ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সৌমিত্র খাঁ। তাঁর বাঁকুড়া প্রবেশের ওপরে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞার উপরেই দেশের । সেই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। সেখানেই মাত্র ১ দিন মনোনয়ন জমা দেবার জন্য ছাড় পেলেন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান
আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রণক্ষেত্র কোচবিহার জেলাশাসক দফতর, বিজেপি প্রার্থীর অবস্থান তুলতে বিশাল পুলিশ https://thenewsbangla.com/police-force-come-to-bjp-candidate-agitation-at-dm-office-coochbehar/ Thu, 11 Apr 2019 14:25:02 +0000 https://www.thenewsbangla.com/?p=10644 রণক্ষেত্র কোচবিহার জেলাশাসক দফতর, বিজেপি প্রার্থীর অবস্থান তুলতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ৮৫৭ টি বুথে পুনরায় নির্বাচনের দাবিতে কোচবিহার জেলাশাসক দফতরের সামনে ধর্নায় বসেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আর বিজেপির সেই ধর্না তুলতে হাজির বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই নিশীথ প্রামাণিক এর নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে পুলিশ কর্মীদের। ফের রাজ্য দেখল, রাজ্য পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনী লড়াই।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

কোচবিহারে ৯৫০ এর বেশি বুথে রিগিং হয়েছে বলে দাবি তুললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এর মধ্যে ৮৫৭ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী। প্রাক্তন তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক এবার কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী। যেখানেই কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেই তৃণমূলের রিগিং এর অভিযোগ তুলেছেন তিনি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আর ভোট শেষের পরেই ১৬৬ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি নিয়ে কোচবিহার জেলাশাসক দফতরের সামনে ধর্নায় বসেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

সকালেই খারাপ ইভিএম নিয়ে ভোটে কারচুপির অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ফোন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। মমতার সঙ্গে ফোনে কথা বলার পরেই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ। হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে তাঁর, দাবি ওঠে বিজেপির তরফ থেকে। এবার ছাপ্পা ভোট ও রিগিং এর অভিযোগ তুলে ৮৫৭ টি বুথে পুনরায় ভোট নেওয়ার দাবি তুললেন নিশীথ প্রামাণিক।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

এদিন সকালেই ভোট দিতে গিয়ে বহিরাগত কিছু দুষ্কৃতীর মুখোমুখি হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদের সঙ্গে তাঁর বচসা হয়। পরে এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। শেষে কোচবিহারে ৯৫০টি বুথে রিগিং, ৮৫৭ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী। আর এই নিয়েই কোচবিহার জেলাশাসক দফতরের সামনে ধর্নায় বসেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

কোচবিহার কেন্দ্র নিয়ে বাড়তি নজর ছিল কমিশনের। ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রায় পুরোটাই রয়েছে কোচবিহারে। কোচবিহারে ২০১০টি বুথের মধ্যে ১০৬০টি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৯৫০টি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্রবাহিনী। আর বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকার কথা ছিল বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের। কোচবিহারে থেকেই ভোট মনিটরিং করবেন তিনি, এমনটাই কথা ছিল।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে কলকাতায় ফিরে গেলেন সকালেই। আর যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেই সেই বুথেই দেখা গেল চরম সন্ত্রাস। ঠিক পঞ্চায়েত ভোটের মতই তৃণমূলের ফের সন্ত্রাস দেখছে রাজ্য। তাও শুধুমাত্র দুটো লোকসভার ভোটে। কোচবিহারে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেই তৃণমূল সন্ত্রাস চালিয়েছে বলেই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলির।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

দেখা যাচ্ছে, যে ৯৫০টি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্রবাহিনী, সেখানেই রিগিং এর অভিযোগ উঠেছে। ৯৫০ বুথে রিগিং হয়েছে বলেই অভিযোগ। এর মধ্যে ৮৫৭ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী। দুই প্রার্থীর কতটা দাবি নির্বাচন কমিশন মানে সেটাই এখন দেখার। এই মুহূর্তে কোচবিহার জেলাশাসক দফতরের সামনে ধর্নায় বসেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আর সেই ধর্না তুলতেই হাজির বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

এরপরেই নিশীথ প্রামাণিক এর নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশের হাতাহাতি শুরু হয়ে যায়। চলছে চরম ধস্তাধস্তি। ফের হাতাহাতি রাজ্য পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনীর।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>