BJP Annonces – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 21 Mar 2019 16:27:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Annonces – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম https://thenewsbangla.com/bjp-annonces-election-candidates-name-28-candidates-for-west-bengal/ Thu, 21 Mar 2019 16:13:52 +0000 https://www.thenewsbangla.com/?p=8952 শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হল। এর মধ্যে বাংলায় ২৮ জন বিজেপি প্রার্থীর নাম রয়েছে। বাংলায় তৃণমূলের ১২ দিন পর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল বিজেপি।

লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। যার মধ্যে নাম ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের ২৮ জন প্রার্থীর৷ প্রথম কয়েক দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হল।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

একনজরে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা:

কোচবিহার: নিশীথ প্রামানিক
আলিপুরদুয়ার: জন বার্লা
জলপাইগুড়ি: জয়ন্ত রায়
রায়গঞ্জ: দেবশ্রী চৌধুরি
বালুরঘাট: সুকান্ত মজুমদার
মালদহ উত্তর: খগেন মুর্ম
মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরি

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

কৃষ্ণনগর: কল্যাণ চৌবে
বারাসত: মৃণালকান্তি দেবনাথ
বসিরহাট: সায়ন্তন বসু
ব্যারাকপুর: অর্জুন সিং
দমদম: শমীক ভট্টাচার্য
ঘাটাল: ভারতী ঘোষ
তমলুক: সিদ্ধার্থ নস্কর

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

কলকাতা উত্তর: রাহুল সিনহা
কলকাতা দক্ষিণ: চন্দ্র বোস
যাদবপুর: অনুপম হাজরা
বীরভূম: দুধকুমার মণ্ডল
আরামবাগ: তপন রায়
হুগলি: লকেট চট্টোপাধ্যায়
মেদিনীপুর: দিলীপ ঘোষ

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

আসানসোল: বাবুল সুপ্রিয়
বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
ঝাড়গ্রাম: কুনর হেমব্রম
জয়নগর: অশোক কান্ডারি
বর্ধমান পূর্বঃ পরেশ দাস
মথুরাপুরঃ শ্যামাপ্রসাদ হালদার
শ্রীরামপুরঃ দেবজিত সরকার

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

তৃণমূল বাম কংগ্রেস, ৩ দল প্রচারে, বিজেপি কর্মী সমর্থকরা বলছিলেন ‘আর কবে’। কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় এটাই প্রশ্ন ছিল, আর কবে? মঙ্গলবারও হয়নি। বুধবার বিকালে ফের প্রার্থী ঘোষণার আশা ছিল বিজেপির তরফ থেকে। তবে সেটাও না হওয়ায় হতাশা গ্রাস করছিল বিজেপি কর্মী সমর্থকদের। শেষ পর্যন্ত দোলের দিন প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

রাজ্যে এবার চার দলের লড়াই। তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই। বাকি তিন দল প্রার্থী ঘোষণা করে প্রচারেও নেমে পড়েছে। ঘরে বসে বিজেপি কর্মী সমর্থকরা জিজ্ঞাসা করছিলেন, আর কবে ঘোষণা হবে? কেউ কেউ হতাশ হয়েছিলেন। এবার সব বিতর্ক সরিয়ে রেখে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হল। তবে এত পরে প্রার্থী ঘোষণা করে বাংলায় ২২ আসন জেতার বিজেপির লক্ষ্য পূরণ করা শক্ত বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ তৃণমূল বাম কংগ্রেস প্রচারে, বিজেপি কর্মী সমর্থকরা বলছেন ‘আর কবে’

তবে প্রার্থী ঘোষণার পরেই কলকাতা সহ জেলা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মত। কাল থেকেই সব জায়গায় প্রচারে নামা হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>