Biplab Deb – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 15:11:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Biplab Deb – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন, মাথা নিচু করে আপনাদের হয়ে কাজ করব”, অভিষেক বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/abhishek-banerjee-in-tripura-election-campaign-said-tmc-will-work-for-tripura-people/ Tue, 21 Jun 2022 15:09:59 +0000 https://www.thenewsbangla.com/?p=15615 “মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন, মাথা নিচু করে আপনাদের হয়ে কাজ করব”; ত্রিপুরায় মানুষকে এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৩ এর এপ্রিল-মে মাসেই; ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন মানিক সাহা। সামনেই ত্রিপুরা-র চারটি বিধানসভা আসনে উপনির্বাচন। এই নির্বাচনে লড়াই করছেন মানিক সাহাও; গত মাসেই বিপ্লব দেবকে সরিয়ে; ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয়েছে মানিক সাহাকে। সামনের উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন; টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে। আর এই চারটি আসনে ভালো ফল করতে; অভিষেকের নেতৃত্বে কোমর কষছে তৃণমূল।

এদিন ত্রিপুরার আগরতলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে ত্রিপুরার ভোটার-দের বলেন; “মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন; মাথা নিচু করে তৃণমূল আপনাদের হয়ে কাজ করবে”। এদিন তিনি আরও বলেন, “প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে ত্রিপুরা; ত্রিপুরায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ২৫ বছরের সিপিএমের স’ন্ত্রাস’কেও হার মানিয়েছে; ৫ বছরের বিজেপি শাসন। ভুয়ো-মিথ্যা মামলা দিয়ে তৃণমূল কর্মীদের; জেলে ঢোকানো হচ্ছে। রুখে না দাঁড়ালে, অবস্থা আরও খারাপ হবে; ঐক্যবদ্ধ হয়ে সবাইকে রুখে দাঁড়াতে হবে”।

আরও পড়ুনঃ প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা

পাশাপাশি এদিন অভিষেক সাফ জানিয়ে দিলেন যে; ত্রিপুরায় মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল। পাশাপাশি বিজেপিকে হারালে; দেশে পেট্রোল ডিজেলের দাম কমবে বলেও মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ যতদিন না ফিরছে; ততদিন এখানে মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল। এই লড়াই ত্রিপুরার জনগণ বনাম বিজেপির; বিজেপি বিরোধী সব ভোট যেন আসে তৃণমূলের কাছে। ভোটের ভাগ কংগ্রেস বা সিপিএম পেলে; তাতে বিজেপির লাভ”।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে

অভিষেক আরও বলেন, “তৃণমূল এখানে পা রাখার পরেই; বিজেপিকে মুখ্যমন্ত্রী বদলাতে হয়েছে। মানুষ যাতে ভোট দিতে না বেরোয়; সেজন্য বাইকবাহিনীকে কাজে লাগানো হচ্ছে। বিজেপির সঙ্গে গু’ন্ডারা রয়েছে; তৃণমূলের সঙ্গে মানুষের শক্তি রয়েছে। বাংলায় গিয়ে সিঙ্গল ইঞ্জিন সরকার দেখুন; আর দেখুন ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার কী করেছে”। “নির্বাচনে বিজেপির জেতা নিয়ে; কোনরকম সন্দেহ নেই”; বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

]]>
ভোটের ফলের পরেই শুভেন্দু সহ ১০০ তৃণমূল বিধায়ক বিজেপিতে, বিস্ফোরক বিপ্লব https://thenewsbangla.com/suvendu-adhikari-with-tmc-mlas-will-join-bjp-after-vote-result-said-biplab-deb/ Sat, 11 May 2019 07:27:22 +0000 https://www.thenewsbangla.com/?p=12709 বিপদে মুখ্যমন্ত্রী। ২৩শে মে ভোটের ফল প্রকাশ হবার পরেই ১০০ তৃণমূল বিধায়ক সহ; বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের তমলুকে; শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে; এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তারপরেই বিপ্লব দেবের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে; ময়নার দেউলির নির্বাচনী জনসভায়; শেষ দিনে এসে চাঞ্চল্যকর অভিযোগ করলেন; ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিপ্লব দেব। লোকসভা নির্বাচনের প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রীই বলে গিয়েছেন; তৃণমূল নেতারা তলেতলে তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবার এক কদম এগিয়ে গেলেন; ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আরও পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার ছক, মমতাকে জানাল কেন্দ্র

প্রধানমন্ত্রী বলেছিলেন ৪০জন তৃণমূল বিধায়ক; গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিপ্লবের কথায় সেই সংখ্যা আরও বাড়ল।
শুক্রবার বিপ্লব দেব বলেন; বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ১০০ বিধায়ক। তারা গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়েই রয়েছেন। শুধু তাই নয় বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারীও।

শুক্রবার পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রচারে এসে বিপ্লবের দাবি; তৃণমূলের একশোর বেশি এমএলএ তৈরি হয়ে বসে আছে। ২৩ মে ফল প্রকাশের পরে; দিদির পিছনে আর এমএলএ-রা থাকবে না। সব মোদীর পিছনে চলে যাবে। তখন দেখবেন আপনাদের শুভেন্দুবাবুও চলে যাবেন। আর এই ঘোষণার পরেই বিপ্লবকে পাগল বলে উল্লেখ করে; ডাক্তার দেখানোর পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ঘর, রাস্তা ও স্কুলের দাবিতে ভোট বয়কটে পুরুলিয়ার শবর গ্রাম

বিপ্লবকে বিঁধে শুভেন্দু এদিন বলেন; ওঁদের তো বাতানুকূল জীবন। তাই রোদে প্রচারে এসে মাথা খারাপ হয়ে গিয়েছে। উন্মাদের মতো কথা বলছেন। শুভেন্দুর কটাক্ষ; ২৩ মে-র পরে ওঁদের নিজেদের লুকোনোর জায়গা দেখতে হবে। বাকিদের কথা ভাবার সময়ই পাবেন না।

তারপরেই ২৩ তারিখ ভোটের ফল বেরোনোর পর; ১০০ জন বিধায়কের সাথে শুভেন্দুবাবু ও চলে যাবে বিজেপিতে; এই ঘোষণার বিরুদ্ধে আদালতের দারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। মানহানির মামলা দায়ের করতে চলেছেন তিনি। বিপ্লব দেব নিঃশর্তে ক্ষমা না চাইলে মামলা করবেন বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটের মধ্যেই বিপদে পড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

]]>