BidyutBaranGayen – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Aug 2022 14:01:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BidyutBaranGayen – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই https://thenewsbangla.com/anubrata-mondal-sukanya-mondal-close-bidyut-baran-gayen-in-cbi-custody/ Wed, 24 Aug 2022 13:49:31 +0000 https://thenewsbangla.com/?p=16415 অনুব্রত ঘনিষ্ঠ, সুকন্যার ‘ওড়না মাথায়’ গ্রেফতার বিদ্যুৎবরণ। কলকাতার বেসরকারি হাসপাতালে লুকিয়ে বিদ্যুৎবরণ, খুঁজে বের করল সিবিআই। সিবিআইয়ের হাতে গরুপাচার কাণ্ডে, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই, বেশ কয়েকটি নাম উঠে এসেছে গোয়েন্দাদের সামনে। তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন। অনুব্রতকে গ্রেফতার করে একেবারেই থেমে নেই, সিবিআই আধিকারিকরা। একের পর এক জায়গায়, হানা দিচ্ছেন তাঁরা। অনুব্রত ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গে সম্পর্ক-যুক্ত ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবরে, উঠে এসেছে বেশ কিছু নাম। যার মধ্যে অন্যতম অনুব্রত ও তার মেয়ে সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ।

বিদ্যুবরণ গায়েন আসলে কে? তাঁর সঙ্গে অনুব্রতর পরিচয়-ঘনিষ্ঠতা হল কীভাবে? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিদ্যুৎবরণের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল, সিবিআই আধিকারিকেরা। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে, অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনকে আটক করেছে সিবিআই। ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি সহ বিভিন্ন জায়গায়, তল্লাশি চালিয়েছে সিবিআই। তাদের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

আরও পড়ুনঃ গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম

২০১১ সালের আগে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসা পর্যন্ত, এই বিদ্যুৎবরণ গায়েন বোলপুর পুরসভায় একজন অস্থায়ী কর্মী ছিল। পুরসভার গাড়ির খালাসির কাজ করত সে। তৃণমূল ক্ষমতায় আসার পরেই, বাড়তে থাকে তার প্রতিপত্তি। বিভিন্ন সময়ে অনুব্রত ও সুকন্যার সঙ্গে ঘনিষ্ঠ-ভাবে দেখা গেছে তাকে। বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে, অনুব্রত মণ্ডলের ঠিক পাশেই বসত এই বিদ্যুৎবরণ গায়েন।

]]>
পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক https://thenewsbangla.com/anubrata-mondal-close-bidyut-baran-gayen-under-cbi-scanner-for-huge-property/ Fri, 19 Aug 2022 05:52:02 +0000 https://thenewsbangla.com/?p=16248 পুরসভার ময়লাফেলার গাড়ির খালাসিও, তৃণমূল আমলে কোটি-কোটি টাকার মালিক। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার নিজের ও ঘনিষ্ঠদের নামে, প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড-ডিপোজিট বাজেয়াপ্ত হয়েছে। সেই সূত্র ধরে সিবিআই স্ক্যানারে এসেছেন, তাঁর একাধিক ঘনিষ্ঠরা। তাঁদেরই একজন বিদ্যুৎবরণ গায়েন, সিবিআই সূত্রে খবর। অনুব্রত ধরা পড়ার পর থেকেই, বিদ্যুৎবরণের নাম ও সম্পত্তি বৃদ্ধি নিয়ে জোর চর্চা বোলপুরে।

কে এই বিদ্যুৎবরণ গায়েন? জানা গেছে, বোলপুরের ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুরের বাসিন্দা বিদ্যুৎবরণ। একটা সময়ে বোলপুর পুরসভার ময়লা-ফেলার গাড়ির খালাসি হিসেবে কাজ করতেন। ওই ওয়ার্ডেরই নিচুপট্টি এলাকার বাসিন্দা অনুব্রতের পরিবারের সঙ্গে, ২০১১ সালের আগে থেকেই তাঁর ঘনিষ্ঠতা। রাজ্যে পালাবদলের পরেই বিদ্যুতবরণের জীবনযাত্রাও, ‘বিদ্যুৎগতিতে’ বদলে গিয়েছে বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন।

২০১১ সালেই বোলপুর পুরসভায় বিদ্যুৎবরণের চাকরি হয়। অভিযোগ, যত দিন গড়িয়েছে তাঁর সম্পত্তিও তত বেড়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, কালিকাপুরে তার তিনটি বাড়ি, একটি দামি গাড়ির পাশাপাশি রয়েছে আরও একাধিক সম্পত্তি ও জমি। অনুব্রত তো বটেই, তাঁর মেয়ে সুকন্যার সঙ্গেও বিদ্যুৎবরণের ‘ঘনিষ্ঠতা’ ছিল বলে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। বহু ছবিতে এক-ফ্রেমে বিদ্যুৎ-সুকন্যাকে দেখা যাচ্ছে।

সুকন্যার নামে দুটি কোম্পানির হদিস পেয়েছে সিবিআই। সেই দুটিতেই সুকন্যার পাশাপাশি যুগ্ম ডিরেক্টর হিসেবে রয়েছে বিদ্যুৎবরণের নাম। তাঁর সঙ্গে অনুব্রতের ঘনিষ্ঠতা কতটা, ব্যবসায়িক সম্পর্কই বা কী—এ সবই খতিয়ে দেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

]]>