Bhatpara – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 11:18:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bhatpara – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নন্দীগ্রামের পর ভাটপাড়া কাণ্ডে ফের বড় মিছিল বাংলার বুদ্ধিজীবীদের https://thenewsbangla.com/west-bengal-intellectuals-took-step-to-stop-bhatpara-violence-join-michil/ Thu, 27 Jun 2019 11:00:42 +0000 https://www.thenewsbangla.com/?p=14552 চলতে থাকা রাজনৈতিক হানাহানি থামাতে; ভাটপাড়া বৃহস্পতিবার বুদ্ধিজীবীদের মিছিল। মিছিলের প্রথম সারিতে ছিলেন চিত্র পরিচালক অপর্ণা সেন; অভিনেতা কৌশিক সেন ও নাট্যকার চন্দন সেন সহ বিভিন্ন স্তরের মানুষ।

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; বৃহস্পতিবার নাগরিক সমাজের প্রতিনিধিরা পৌঁছান ভাটপাড়ায়। ৩টে নাগাদ শুরু হয় ওই মিছিল। মিছিল শেষে চারটে নাগাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে; স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান তাঁরা।

আরও পড়ুনঃ মি টু আন্দোলনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বাংলার বুদ্ধিজীবী সরাসরি কথা বলেন; তাঁরা গ্রামবাসীদের সাথে। গ্রামবাসীরা জানান; সাম্প্রদায়িক হিংসার শিকার তারা। ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদের। স্কুল কলেজ সব বন্ধ ভাটপাড়ায়। ভয় দেখিয়ে বাচ্চাদের স্কুল যেতে দেওয়া হচ্ছে না; বলে অভিযোগ গ্রামবাসীর। অশান্তির জেড়ে দৈনন্দিন; স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে বলে জানান তারা।

আরও পড়ুনঃ Breaking News; ভারত সরকারের চাপে নীরব মোদীর ২৮৩ কোটি টাকার সুইস ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ হল

রাজ্যে আবার সক্রিয়তা বাড়ছে বাংলার বুদ্ধিজীবীদের। সিঙ্গুর-নন্দীগ্রামের অসন্তোষের সময় বিদ্বজ্জনেদের; একত্রে মিছিলে পা মেলাতে দেখা যায়। প্রায় ১২ বছর পর; আবার মিছিলে পা মেলালেন তাঁরা। তবে এই মিছিল সম্পূর্ণ রাজনৈতিক রঙহীন; বলে দাবী করেছেন তাঁরা। শান্তি ফেরানোই একমাত্র উদ্দেশ্য তাঁদের। এই মিছিলকে; পূর্ণ সমর্থন জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ।

আরও পড়ুনঃ কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কর্মসূচি হিসাবে একটি বিবৃতি প্রকাশ করা হয় শিল্পী সাহিত্যিকদের তরফ থেকে। দুজন দিনমজুরের বীভৎস নিষ্ঠুর হত্যার পাশাপাশি; অঞ্চল জুড়ে অবাধে চলা সন্ত্রাস, লুটপাট ও বোমাবাজির বিরুদ্ধে সরকার ও প্রশাসনকে সজাগ হতে নির্দেশ দিয়েছেন তাঁরা।

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; একে একে এগিয়ে আসছে সবাই। বাম-কংগ্রেসরা এক জোট হয়ে উঠে পরে লেগেছেন। কেবল ভাটপাড়া নয়; সারা রাজ্যের শান্তি নিয়ে মাথায় হাত মুখ্যমন্ত্রীর। বুধবার রাজ্যে শান্তি ফেরাতে বাম ও কংগ্রেসকে আহ্বান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মঙ্গলবার পুলিশি ঘোষণার পর; দোকানপাট খুললেও এখনও ১৪৪ ধারা চলছে ভাটপাড়া ও জগদ্দল থানা এলাকায়। রাজনৈতিক হানাহানি অবিলম্বে; বন্ধের কথা বলেন অপর্ণা সেন। বৃহস্পতিবারের এই মিছিল; ভাটপাড়ায় এই অসন্তোষে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার।

]]>
শান্তি ফেরাতে বৃহস্পতিবার ভাটপাড়া যাচ্ছেন বাঙলার বুদ্ধিজীবিরা https://thenewsbangla.com/west-bengal-intellectuals-took-step-to-stop-bhatpara-violence/ Wed, 26 Jun 2019 12:46:03 +0000 https://www.thenewsbangla.com/?p=14497 অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; এবার মাঠে নামছেন বুদ্ধিজীবিরা। বৃহস্পতিবার নাগরিক সমাজের প্রতিনিধিরা যাবেন ভাটপাড়ায়। দুপুর আড়াইটে নাগাদ; তাঁদের ভাটপাড়ায় পৌছনোর কথা। ভাটপাড়ায় মিছিলের পর; তাঁরা যেতে পারেন ব্যারাকপুর কমিশনারেটেও।

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; একে একে এগিয়ে আসছে সবাই। বামেদের পর এবার এগিয়ে এল সমাজের বুদ্ধিজীবিরা। মিছিলের প্রথম শ্রেনীতে চন্দন সেন; অপর্ণা সেন; কৌশিক সেন সহ আরও অনেকে থাকবেন বলে জানা যাচ্ছে। এরপর তাঁরা যেতে পারেন ব্যারাকপুর কমিশনারেটেও।

আরও পড়ুনঃ অসমে আবার এনআরসি-এর খসড়া থেকে বাদ লক্ষাধিক মানুষ

শান্তি ফেরানোর এই আন্দোলনকে; সমর্থন জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ। অবিলম্বে দোষীদের গ্রেফতারেরও দাবী করেন তিনি। বৃহস্পতিবার বুদ্ধিজীবিরা সাধারন মানুষের সাথে কথা বলবেন বলে জানান। প্রাথমিক কথাবার্তায় মূল সমস্যার সমাধানের চেষ্টা করবেন তাঁরা। এরপর স্মারকলিপি দেবার জন্য; তাঁরা কমিশনারেটে যাবেন সাড়ে চারটের সময়।

আরও পড়ুনঃ ফেসবুক আটকে দিল বিজেপি বিরোধী পোস্ট, রাজ্যসভায় তুমুল বিতর্কে ডেরেক ও’ব্রায়ান

ভাটপাড়ার পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। কেবল ভাটপাড়া নয়; সারা রাজ্যের শান্তি নিয়ে মাথায় হাত মুখ্যমন্ত্রীর। বুধবার রাজ্যে শান্তি ফেরাতে; বিজেপির বিরুদ্ধে এক জোটের জন্য; বাম ও কংগ্রেসকে আহ্বান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

মঙ্গলবার পুলিশি ঘোষণার পর দোকানপাট খুললেও এখনও ১৪৪ ধারা চলছে ভাটপাড়া ও জগদ্দল থানা এলাকায়। এর আগেও ভাটপাড়ায়; বাম ও কংগ্রেসের শান্তি মিছিল হয়েছে। মিছিলে হাজির ছিলেন প্রথম শ্রেণির নেতারা। পতাকা ছাড়াই ওইদিন মিছিল করেন তাঁরা।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

কিন্তু ভাটপাড়া পুরসভার সামনেই; শান্তি মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলের উপর হামলা হলে; উত্তেজনা আরও বাড়তে পারে বলে দাবী করেন পুলিশ কমিশনার। বাড়তি উত্তেজনা আটকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয় কমিশনের তরফ থেকে। বৃহস্পতিবারের মিছিলে কি হয়; সেটাই এখন দেখার।

]]>
ভাটপাড়ায় দলীয় কর্মী খুনের প্রতিবাদে, কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল https://thenewsbangla.com/protest-murder-party-worker-bhatpara-police-stop-michil-at-kolkata/ Fri, 21 Jun 2019 12:09:04 +0000 https://www.thenewsbangla.com/?p=14236 ভাটপাড়ায় দলীয় কর্মী খুনের প্রতিবাদে; কলকাতায় বিজেপির মিছিল আটকে দিল পুলিশ। ভাটপাড়া কান্ডের প্রতিবাদে; মিছিল হয় কলকাতায়। বিজেপির রাজ্য দফতর থেকে; এই মিছিল সংগঠিত হয়। মিছিলে যোগ দিয়েছিলেন; বেশ কিছু বিজেপি নেতা। সেন্ট্রাল এভিনিউ থেকে বিজেপি অফিস পর্যন্ত; এই মিছিল চলে। তবে ধর্মতলা চত্বরে পুলিশ; বিজেপির এই মিছিল আটকে দেয়। তারপর বিজেপি নেতারা সেখানেই অবরোধ শুরু করে; একে একে বক্তৃতা রাখেন।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে; ভাটপাড়ায় দুষ্কৃতী কান্ড। এই কান্ডে এক স্থানীয় বৃদ্ধ সহ; মৃত্যু হয় এক বিজেপি কর্মীরও। ঘটনাকে কেন্দ্র করে; যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়; তা সামাল দিতে ব্যর্থ পুলিশ। এমনই অভিযোগ তুলে, ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং; নেতৃত্ব দেন কমিশনারেট ঘেরাওয়ের। ভাটপাড়া ও কলকাতায় শুরু হয়; প্রতিবাদ মিছিল। ভাটপাড়ায়; শুরু হয় বিক্ষোভ।

আরও পড়ুন: উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

মূলত ভাটপাড়া বা গোটা রাজ্যে আর এইরকম পরিস্থিতি যাতে না আসে; তারই প্রতিবাদে মিছিল হয়। এদিকে রাজ্যে শান্তির বার্তা; ঘোষণা করল বিজেপি। বক্তব্যে পরিষ্কার করে বলা হয়; তাদের দাবী। বিজেপির দাবী, ভোট শুরু থেকে এখনও পর্যন্ত; ভাটপাড়ায় মোট ২৫ জন মারা গেছে; তার মধ্যে ১৫ জন-ই বিজেপি কর্মী। এই মৃত্যুর বিরুদ্ধে; তারা প্রতিবাদ মিছিলের ডাক দেয়। তবে এই অস্থিরতার জন্য; বিজেপিকেই পাল্টা দায়ি করেছে তৃণমূল।

বিজেপি সাংসদ অর্জুন সিংকে কেন্দ্র করে; বিজেপি ভাটপাড়ায় আন্দোলন শুরু করেছে। বিজেপির দাবী, এই দুষ্কৃতীর অপশাসন তারা রুখবেই। শনিবারই ভাটপাড়ায় বিজেপির ৩ সদস্যের সংসদীয় দল যাবে। প্রতিনিধি দলে আছেন এসএস আলুওয়ালিয়া; আসছেন সাংসদ সত্যপাল সিং ও সাংসদ বিডি রাম। ফিরে গিয়ে অমিত শাহকে রিপোর্ট দেবেন তাঁরা।

আরও পড়ুন: ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে কমিশনারেট ঘেরাও

ভাটপাড়া নিয়ে সমালোচনা শোনা গেছে রাজ্যপালের মুখেও। অন্যদিকে, ডিসি অজয় ঠাকুরকে ঘিরে; বিক্ষোভ দেখায় সাধারণ বাসিন্দারা। ভাটপাড়ায় চলেছে রাতভর খানাতল্লাসি; ধরপাকড়। শুক্রবার দুটি মৃতদেহ নিয়ে; মিছিলে নামে বিজেপি। থমথমে পরিস্থিতি ও অশান্ত পরিস্থিতিকে; স্বাভাবিক করার বার্তায় বিজেপি পথে নামল। ভাটপাড়ায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

]]>
উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির https://thenewsbangla.com/bhatpara-incident-internet-service-closed-bjp-rally-with-dead-body/ Fri, 21 Jun 2019 07:19:20 +0000 https://www.thenewsbangla.com/?p=14217 শুক্রবারেও উত্তপ্ত ভাটপাড়া। বোমাবাজি হয়েছে কাঁকিনাড়াতেও। ভাটপাড়া থানার বাইরে; গতকাল হয় বোমাবাজি। বৃহস্পতিবার থেকে; শুরু হয় এই ঘটনা। ভোট পরবর্তী হিংসায়; গত এক মাস ধরে; উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায়; বারবার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে। এই মুহূর্তে ভাটপাড়ায়; দলের কর্মীর মৃতদেহ নিয়ে বিজেপির মিছিল শুরু হচ্ছে।

ইতিমধ্যে; ভাটপাড়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দল; পাঠাচ্ছে বিজেপি। বিজেপির প্রতিনিধি দল রিপোর্ট দেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুক্রবার বারাকপুর কমিশনারেট ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। শুরু হয়েছে, দলের কর্মীর মৃতদেহ নিয়ে; মিছিলের প্রস্তুতি পর্ব।

দুপুরের মধ্যে মৃত ব্যক্তিদের দেহ নিয়ে মিছিল শুরু করবে বিজেপি। কেবল ভাটপাড়ায় নয়; বিকালে কলকাতাতেও বিজেপির প্রতিবাদ মিছিল শুরু হবে। সূত্রের খবর, মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে; ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিজেপির।

অপসারিত করা হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরীকে। সেই জায়গায় নিয়োগ করা হল; নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। পুলিশকে কড়া বার্তা দিয়েছেন মাননীয়া।

ভাটপাড়া ও সংলগ্ন এলাকায়; বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ভাটপাড়া থেকে বন্দুক, গুলি, বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই এলাকায় বোমা ফেলে; চম্পট দিয়েছে দুই দুষ্কৃতী। ভাটপাড়ার পাশাপাশি কাঁকিনাড়া বাজার এলাকায়; তৈরী হয়েছে এক যুদ্ধকালীন পরিস্থিতি। ঘটনা যত এগোচ্ছে; পরিস্থিতি আরও বেশি জটিল হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ; “পুলিশ কোন সাহায্য করছে না”। যেখানে বোমা বর্ষণ চলছে; সেখানে পুলিশ যাচ্ছে না। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসন কোথায়? পুলিশ সামাল দিতে পারছে না কেন? যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তৈরী হয়েছে; ভাটপাড়া ও কাঁকিনাড়া এলাকাকে কেন্দ্র করে।

বহিরাগতদের আটকাতে ভাটপাড়ায় নজরদারি; শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে ভাটপাড়া-জগদ্দল প্রবেশপথে নাকা চেকিং। ভাটপাড়া, জগদ্দল, শ্যামনগরে ফেরি সার্ভিসেও চলছে নজরদারি। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভাটপাড়া কান্ডের জের; ছড়িয়ে পরেছে পাশাপাশি এলাকাগুলিতেও।

এই বিষয়ে নজর রেখেছেন রাজ্যপালও। ভাটপাড়ায় হিংসার ঘটনার; কড়া সমালোচনা করেছেন তিনি। বলেছেন, “প্রত্যেকের উচিৎ; শান্তি ফেরাতে ইতিবাচক ভূমিকা নেওয়া। শুধু ভাটপাড়া নয়; সারা রাজ্যে শান্তি ফেরাতে হবে”। ভাটপাড়া ও সংলগ্ন এলাকার পরিস্থিতি সামলাতে; ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু; প্রশাসনের তরফ থেকে।

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে অশান্ত ভাটপাড়ায় বিজেপির কেন্দ্রীয় দল https://thenewsbangla.com/home-minister-amit-shah-instruction-bjp-central-team-bengal-bhatpara/ Thu, 20 Jun 2019 10:33:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14171 অমিত শাহের নির্দেশে শুক্রবার ভাটপাড়ায় আসছে; বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন; শুক্রবার থেকে ভাটপাড়ায় আন্দোলন হবে নন্দীগ্রামের ধাঁচে। বৃহস্পতিবার ভাটপাড়ার সংঘর্ষে বিজেপির তীর মদন মিত্রের দিকে। অর্জুনের দাবি, কামালগাছি থেকে এসে তৃণমূলের দুষ্কৃতীরা অশান্তি সৃষ্টি করছে।

শুক্রবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে ভাটপাড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরো ঘটনার সম্পূর্ণ বিবরণ দেবে; কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই মুহূর্তে ভাটপাড়া ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে চলছে ১৪৪ ধারা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা মদন মিত্র এই ঘটনার পিছনে বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ি করেছেন।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

বৃহস্পতিবার ফের রণক্ষেত্রের রুপ নেয় ভাটপাড়া; গুলির লড়াইয়ে মৃত দুই; শুন্যে পুলিশের ১০ রাউণ্ড গুলি। নতুন থানা উদ্বোধনের আগেই; রণক্ষেত্র ভাটপাড়া। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই; চলছে বোমাবাজি। চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে; দুজনের মৃত্যুৃ হয়েছে।

বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা; উদ্বোধন হওয়ার কথা। থানা উদ্বোধন করার কথা রাজ্যের ডিজি বীরেন্দ্রর। ভাটপাড়ায় এতদিন পুলিশ ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। কিন্তু ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায়; বারবার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে।

মুসলিম তোষণ না করতে মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চিঠি মুসলিম বুদ্ধিজীবীদের

এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে; ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে হচ্ছে নতুন থানা। নতুন থানার ওসি হচ্ছেন রাজর্ষি দত্ত। নতুন থানা উদ্বোধন করতে ডিজি বীরেন্দ্রর আসার আগেই; নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। নতুন থানার নাকের ডগায় শুরু হয় বোমাবাজি ও গুলি বৃষ্টি।

দুষ্কৃতীদের বাগে আনতে; শূন্যে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। ভাটপাড়ায় কার্যত লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর মিলেছে। অর্জুন সিংহ এর দাবী পুলিশের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে ওই দুই ব্যাক্তির।

এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে; দোকানপাট সমস্ত বন্ধ। ভাটপাড়ায় এভাবে সন্ত্রাস, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে; বলেই অভিযোগ স্থানিয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ; পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। ধরপাকড় চলছে ঠিকই; কিন্তু তাতে দুষ্কৃতীদের তাণ্ডব কমছে না।

]]>
বহিরাগত দুষ্কৃতীদের অবাধ তাণ্ডব, ব্যর্থ রাজ্য প্রশাসন, গুলির লড়াইয়ে মৃত ২ https://thenewsbangla.com/outsider-miscreants-at-bhatpara-bengal-police-administration-failed-2-dead/ Thu, 20 Jun 2019 10:32:50 +0000 https://www.thenewsbangla.com/?p=14170 বহিরাগত দুষ্কৃতীদের অবাধ তাণ্ডব; সম্পূর্ণ ব্যর্থ রাজ্য পুলিশ প্রশাসন; গুলির লড়াইয়ে এখন পর্যন্ত মৃত ২। ভোটের পর বৃহস্পতিবার ফের রণক্ষেত্র ভাটপাড়া; গুলির লড়াইয়ে মৃত দুই; শুন্যে পুলিশের ১৫ থেকে ২০ রাউণ্ড গুলি।

ভাটপাড়ার সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং; এই ঘটনার জন্য তৃণমূলের বহিরাগতদের দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে তৃণমূল নেতা মদন মিত্র; এই ঘটনার পিছনে বিজেপির বহিরাগতদের দিকেই আঙুল তুলেছেন। বহিরাগত তথ্য স্বীকার করে নিয়েছেন; রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

নতুন থানা উদ্বোধনের আগেই; ফের রণক্ষেত্র হয়ে উঠল ভাটপাড়া। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই; চলছে বোমাবাজি। চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে; দুজনের মৃত্যুৃর খবর মিলেছে। মৃতদের নাম রামবাবু সাউ ও সন্তোষ সাউ।

বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা; উদ্বোধন হওয়ার কথা। থানা উদ্বোধন করার কথা রাজ্যের ডিজি বীরেন্দ্রর। ভাটপাড়ায় এতদিন পুলিশ ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। কিন্তু ভোট পরবর্তী হিংসায় একমাস ধরেই উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায়; বারবার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে।

এলাকায় শান্তি ফেরাতে ভাটপাড়ায়; নতুন একটি থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটিই বদলে হচ্ছে থানা। নতুন থানার ওসি হচ্ছেন রাজর্ষি দত্ত। থানা উদ্বোধন করতে ডিজি বীরেন্দ্রর আসার আগেই; নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। নতুন থানার নাকের ডগায় শুরু হয় বোমাবাজি ও গুলি বৃষ্টি।

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে; এই মুহূর্তে রণক্ষেত্র ভাটপাড়া। দুষ্কৃতীদের বাগে আনতে; শূন্যে ১৫-২০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। ভাটপাড়ায় কার্যত লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা।। তবে পুলিশ না দুষ্কৃতী; কোন পক্ষের ছোঁড়া গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে; তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। অর্জুন সিংয়ের অভিযোগ; পুলিশের গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে; অস্বীকার করেছে পুলিশ।

এই ঘটনায় এলাকার মানুষ; পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছে। গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দোকানপাট সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। ভাটপাড়ায় এভাবে সন্ত্রাস, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে; বলেই দাবি করছেন স্থানিয় বাসিন্দারাও।

তাঁদের অভিযোগ; পুলিস যথোপযুক্ত কোনও ব্যবস্থা নিচ্ছে না। ধরপাকড় চলছে ঠিকই; কিন্তু তাতে দুষ্কৃতীদের তাণ্ডব কমছে না। এই ঘটনায় সম্পূর্ণ ব্যর্থ রাজ্য পুলিশ প্রশাসন; মত রাজনৈতিক মহলের।

]]>
মুখ্যমন্ত্রীকে নজরবন্দী করার কথা বললেন অর্জুন সিং https://thenewsbangla.com/mamata-banerjee-must-be-house-arrested-says-arjun-singh-at-bhatpara/ Fri, 03 May 2019 06:58:14 +0000 https://www.thenewsbangla.com/?p=12244 গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; জনসভায় কম উপস্থিতি দেখে রেগে যান মুখ্যমন্ত্রী; তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তোলেন মুখ্যমন্ত্রী।

ব্যারাকপুর জুড়ে সন্ত্রাস ছড়ানো ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর হামলার ঘটনায় বহু জায়গায় বিজেপির নাম জড়িয়েছে; বুধবার ভদ্রেশ্বরের জনসভা থেকে মুকুল রায়কে গদ্দার বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী; গতকাল জগদ্দল থেকেও মুকুল রায় ও অর্জুন সিংকে গদ্দার বলে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

এরপরেই অর্জুন সিংও মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেন; অর্জুন বলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকেই তিনি গদ্দারি শিখেছেন; মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় সভা করে জনসাধারণকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন তিনি; এর পরিপ্রেক্ষিতে উল্টে মুখ্যমন্ত্রীকেই নজরবন্দী করার দাবি তোলেন তিনি।

এদিনের জগদ্দলের জনসভা নিয়েও কটাক্ষ করেন অর্জুন সিং; মুখ্যমন্ত্রীর সভায় লোক হয়নি বলে জানান তিনি; বাইরে থেকে সিভিক ভলান্টিয়ার দিয়ে সভা ভরাতে হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি; লোকসভার টিকিট না পেয়েই রাতারাতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন ভাটপাড়ার দাপুটে এবং প্রভাবশালী নেতা অর্জুন সিং।

আরও পড়ুনঃ পুরীতে ঢুকে পড়ল ফণী, চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় ঢুকবে বাংলায়

২০১৪ লোকসভা নির্বাচনেই তিনি দলের তরফে লোকসভার টিকিট পাবেন বলে প্রত্যাশা করেছিলেন; কিন্তু এবারেও লোকসভার টিকিট না মেলায় আর দ্বিতীয়বারের জন্য ভাবেননি তিনি; শিবির বদলে গেরুয়া দলে ভিড়ে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছেন তিনি।

]]>
ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা https://thenewsbangla.com/bhatpara-municipality-may-be-the-first-bjp-run-municipality-in-west-bengal/ Thu, 14 Mar 2019 15:05:05 +0000 https://www.thenewsbangla.com/?p=8437 সদ্য দলত্যাগি অর্জুন সিং এর হাত ধরেই ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা? ইতিমধ্যেই উঠে গেছে প্রশ্ন। রাজ্যে ঠিক তৃণমূল স্টাইলেই কি এবার তাদের কাছ থেকে ভাটপাড়া পুরসভা কেড়ে নিতে পারবে বিজেপি। চলছে জোর বিতর্ক। পুরসভা দখলে আনা হবে অনাস্থা প্রস্তাব, দাবি অর্জুন শিবিরের। পুরসভা তৃণমূলেরই থাকছে, দাবি তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুনঃ মা মাটি মানুষ এখন শুধুই মানি মানি মানি

ভোটের আগে বড়সড় সাফল্য বিজেপির। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং ঘাসফুল ছেড়ে পদ্মফুলে। অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২০০১ সাল থেকে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও। আর তাঁর বিজেপিতে যোগ দেবার পরই ভাটপাড়া পুরসভা দখলে নিতে উদ্যোগ নিয়েছে বিজেপি।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। একসঙ্গে তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও বটে। আর তাই তাঁর বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গেই ভাটপাড়া পুরসভার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।কারণ, অর্জুন সিংয়ের অনুগামী ভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেবেন বলে দাবি উঠেছে। সব ঠিকঠাক থাকলে ভাটপাড়া পুরবোর্ড এবার তৃণমূলের হাত থেকে বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

ভাটপাড়া পুরসভায় আছে ৩৫টি ওয়ার্ড। এই পুরবোর্ডে এক কাউন্সিলরের মৃ্ত্যু হওয়ায় বাকি ৩৪ জন ঠিক করবেন ভাটপাড়া পুরসভার ভবিষ্যত। বাকি এই ৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জনই তৃণমূলের। একজন সিপিআইএম-এর। এখন অর্জুন সিং শিবিরের দাবি মত ২২ জন তৃণমূল কাউন্সিলর যদি অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, সেক্ষেত্রে ১১ জন কাউন্সিলর নিয়ে ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে শাসকদল। ফলে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ভাটপাড়া পুরসভার ভবিষ্যত।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

যদিও অর্জুন সিং শিবিরের এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবারই ভাটপাড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, তাপস রায় সহ অন্যান্য নেতারা। জরুরি ভিত্তিতে ডাকা এই বৈঠকে কাউন্সিলরদের সঙ্গে কথা বলে সমীকরণ বোঝার চেষ্টা করেন তৃণমূল নেতৃত্ব। কোনও কাউন্সিলরই বিজেপিতে যাবেন না বলে জল্পনা উড়িয়ে দেন নির্মল ঘোষ।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

যদিও ওই বৈঠকে অধিকাংশ কাউন্সিলর গরহাজির ছিলেন বলেই জানা যাচ্ছে। অর্জুন অনুগামী ওই ২২ জন কাউন্সিলর এই বৈঠকে আসেননি বলেই জানা যাচ্ছে। অর্জুন অনুগামী কাউন্সিলররা জানিয়েছেন, “অর্জুন সিং আমাদের নেতা। অর্জুন সিং যেদিকে যাবেন, আমরা সেদিকেই যাব”। যদিও বেশ কয়েকজন কাউন্সিলর স্পষ্ট জানিয়েছেন, তাঁরা তৃণমূলের সঙ্গেই আছেন। তাঁদের যুক্তি, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন”।

আরও পড়ুনঃ নাবালিকাকে বিয়ে করে পুলিশের ভয়ে গা ঢাকা দিলেন কাউন্সিলর

তবে অর্জুন শিবিরের দাবি, শুধু ভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর নয়, হালিশহর পুরসভার ১১ জন কাউন্সিলর, নৈহাটির ৬ কাউন্সিলর এবং পানিহাটি পুরসভার একজন কাউন্সিলর অর্জুনের সঙ্গে দলবদল করবেন। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুকুলের সঙ্গে কলকাতায় ফিরে আসবেন। তারপরেই তাঁর অনুগামীরা কলকাতায় বিজেপি শিবিরে যোগ দেবেন। তারপরেই ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনা হবে বলেই খবর।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির
আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক
আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>