Bhatpara Municipality – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 04 Jun 2019 06:10:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bhatpara Municipality – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি, চেয়ারম্যান অর্জুনের ভাইপো https://thenewsbangla.com/bjp-took-possession-of-bhatpara-municipality-chairman-arjun-singh-nephew/ Tue, 04 Jun 2019 06:10:16 +0000 https://www.thenewsbangla.com/?p=13522 বিজেপি কাউন্সিলর ২৬ জন; অন্যদিকে তৃণমূলের হাতে মাত্র ৮ জন। চেষ্টা করেও ভাটপাড়া পুরসভা আর হাতে রাখতে পারল না মমতার তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে; অর্জুন সিংয়ের হার হয়। ভোটের পর ফের ভাটপাড়া পুরসভা অর্জুন এর; চেয়ারম্যান অর্জুনের ভাইপো সৌরভ সিং।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই; ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে হার হয় চেয়ারম্যান অর্জুন সিংয়ের। আর তারপরেই রণক্ষেত্র হয়ে ওঠে; গোটা ভাটপাড়া এলাকা। তৃণমুল ও বিজেপি কর্মীদের মধ্যে; সংঘর্ষে উত্তপ্ত হয় গোটা অঞ্চল। এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী।

৩৫ আসনের ভাটপাড়া পুরসভায়; ১ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি ৩৪ জনের মধ্যে ৩৩ জনই ছিল তৃণমূলের। অর্জুন বিজেপিতে যোগ দেবার পর তৃণমূলের দাবি ছিল; তাঁদের হাতে রয়েছে ২২ জন কাউন্সিলর। তারপরেই ভাটপাড়ায় এক সভায়; ১৯ জন কাউন্সিলরকে মঞ্চে হাজির করায় উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব।

এরপর পুরসভায় আস্থা ভোটে; হেরে যান চেয়ারম্যান অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার বোর্ডও ভেঙে যায়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েই; আস্থা ভোটে হেরে যান অর্জুন। ৩৩ জন কাউন্সিলরের ভোটে; ২২/১১ ভোটে হেরে যান অর্জুন। এরফলে পুরপ্রধানের পদ থেকে; সরতে হয় অর্জুন সিংকে।

আস্থা ভোটে অর্জুন সিংয়ের হারের পরই; ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এলাকার বিজেপি কর্মীদের বাড়িতেও ভাঙচুর চলে। গোটা ভাটপাড়ায় উত্তেজনা ছড়ায়। পুরসভায় হেরে গেলেও; বিধানসভায় ছেলেকে জিতিয়ে ও লোকসভায় নিজে জিতে প্রমাণ করে দেন; ব্যারাকপুর ও ভাটপাড়া অঞ্চলে তিনিই সব।

ভাটপাড়ায় ১৮ জন কাউন্সিলরের সমর্থন পেলেই; বোর্ড গঠন করতে পারত বিজেপি। এই মুহূর্তে অর্জুন সিং এর হাতে ২৬ জন কাউন্সিলর। অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই; ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয় রাজনীতির ময়দানে। অর্জুনকে পদচ্যূত করতে; অনাস্থা আনে তৃণমূল। ফলে আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব। সরতে হয় অর্জুনকে।

মঙ্গলবার ২৬ জন কাউন্সিলরের সমর্থন পেলেন অর্জুন সিং। লোকসভা ভোটের পর; ভাটপাড়া পুরসভা ফের ছিনিয়ে নিলেন অর্জুন। বুঝিয়ে দিলেন এই তল্লাটে তিনিই শেষ কথা। দীনেশ ত্রিবেদীর জন্য; অর্জুন সিংকে বলি দিয়ে বড় ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়; মত রাজনৈতিক মহলের।

]]>
অর্জুনের দাপটে, তৃণমূলের হাত থেকে ভাটপাড়া পুরসভা কেড়ে নিল বিজেপি https://thenewsbangla.com/arjun-singh-bjp-mp-barrackpore-recover-bhatpara-municipality-from-tmc/ Tue, 28 May 2019 10:40:21 +0000 https://www.thenewsbangla.com/?p=13426 বিজেপি কাউন্সিলর ১৯ জন; অন্যদিকে তৃণমূলের হাতে মাত্র ১৪ জন। চেষ্টা করেও ভাটপাড়া পুরসভা আর হাতে রাখতে পারল না মমতার তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে; অর্জুন সিংয়ের হার হয়। ভোটের পর ফের ভাটপাড়া পুরসভা; দখল করতে চলেছেন সেই অর্জুন সিং।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই; ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে হার হয় চেয়ারম্যান অর্জুন সিংয়ের। আর তারপরেই রণক্ষেত্র হয়ে ওঠে; গোটা ভাটপাড়া এলাকা। তৃণমুল ও বিজেপি কর্মীদের মধ্যে; সংঘর্ষে উত্তপ্ত হয় গোটা অঞ্চল। এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী।

৩৫ আসনের ভাটপাড়া পুরসভায়; ১ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি ৩৪ জনের মধ্যে ৩৩ জনই ছিল তৃণমূলের। অর্জুন সিং বিজেপিতে যোগ দেবার পর তৃণমূলের দাবি ছিল; তাঁদের হাতে রয়েছে অন্তত ২২ জন কাউন্সিলর আছে। তারপরেই ভাটপাড়ায় এক সভায়; ১৯ জন কাউন্সিলরকে মঞ্চে হাজির করায় উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব।

তারপর পুরসভায় আস্থা ভোটে; হেরে যান চেয়ারম্যান অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার বোর্ডও ভেঙে যায়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েই; আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং। ৩৩ জন কাউন্সিলরের ভোটে; ২২/১১ ভোটে হেরে যান অর্জুন। এরফলে পুরপ্রধানের পদ থেকে; সরতে হয় অর্জুন সিংকে।

আস্থা ভোটে অর্জুন সিংয়ের হারের পরই; ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এলাকার বিজেপি কর্মীদের বাড়িতেও ভাঙচুর চলে। গোটা ভাটপাড়ায় উত্তেজনা ছড়ায়। পুরসভায় হেরে গেলেও; বিধানসভায় ছেলেকে জিতিয়ে ও লোকসভায় নিজে জিতে প্রমাণ করে দেন; ব্যারাকপুর ও ভাটপাড়া অঞ্চলে তিনিই সব।

ভাটপাড়ায় ১৮ জন কাউন্সিলরের সমর্থন পেলেই; বোর্ড গঠন করতে পারবে বিজেপি। এই মুহূর্তে অর্জুন সিং এর হাতে ১৯ জন কাউন্সিলর। অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই; ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয় রাজনীতির ময়দানে। অর্জুনকে পদচ্যূত করতে; অনাস্থা আনে তৃণমূল। ফলে আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব। শেষ পর্যন্ত হার হয় অর্জুন সিংয়ের।

লোকসভা ভোটের পরই এবার; সেই ভাটপাড়া পুরসভার ফের দখল নিলেন অর্জুন সিং। বুঝিয়ে দিলেন এই তল্লাটে তিনিই শেষ কথা। দীনেশ ত্রিবেদীর জন্য; অর্জুনকে বলি দিয়ে বড় ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়; মত রাজনৈতিক মহলের।

]]>
ভাটপাড়ায় হার অর্জুনের, বিজেপি অফিসে আগুন, রণক্ষেত্র ভাটপাড়া https://thenewsbangla.com/bjps-arjun-singh-removed-from-chairmanship-of-bhatpara-municipality/ Mon, 08 Apr 2019 11:37:49 +0000 https://www.thenewsbangla.com/?p=10296 ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে হার চেয়ারম্যান ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের। আর তারপরেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা ভাটপাড়া এলাকা। তৃনমুল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত গোটা অঞ্চল। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।

প্রচারে এলে লাশ ফিরবে, বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে খুনের হুমকির অভিযোগ

বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া। এক বিজেপি কর্মীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছে ১ বিজেপি কর্মী। ঘটনাস্থলে গিয়েছেন অর্জুন সিং। বিশাল পুলিশ বাহিনী ঘটানস্থলে।

কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সোমবার সকালেই আস্থা ভোটে হেরে যান চেয়ারম্যান অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার বোর্ডও ভেঙে যায়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েই আস্থা ভোটে হেরে গেলেন অর্জুন সিং। ২২/১১ ভোটে হেরে যান অর্জুন। এরফলে পুরপ্রধানের পদ থেকে সরতে হল অর্জুন সিংকে।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আস্থা ভোটে অর্জুন সিংয়ের হারের পরই ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এলাকার বিজেপি কর্মীদের বাড়িতেও ভাঙচুর চলে। মুহূর্তের মধ্যেই গোটা ভাটপাড়ায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। অভিযোগের তীর তৃণমূল কর্মী সমর্থকদের দিকে।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

অশান্তির আশঙ্কায় এদিন সকাল থেকেই ভাটপাড়া পৌরসভা চত্বর ছিল পুলিশে-পুলিশে ছয়লাপ। এটাই ছিল লোকসভা নির্বাচনের আগে অর্জুন সিংয়ের অ্যাসিড টেস্ট। ১৮ জন কাউন্সিলরের সমর্থন পেলেই বোর্ড গঠন করতে পারত বিজেপি। কিন্তু ২২-১১ ভোটে হেরে যান অর্জুন সিং।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

এদিন ভাটপাড়া মোড় থেকে আর্য্য সমাজ মোড় পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু তারপরও দুপুরের দিকে আটকান গেল না অশান্তি। অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয় রাজনীতির ময়দানে। অর্জুনকে পদচ্যূত করতে অনাস্থা আনে তৃণমূল। ফলে আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব। ৩৫ আসনের ভাটপাড়া পুরসভায় ১ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

বাকি ৩৪ জনের মধ্যে ৩৩ জনই তৃণমূলের। তৃণমূলের দাবি ছিল, তাঁদের হাতে রয়েছে অন্তত ২২ জন কাউন্সিলর। গত মাসে ভাটপাড়ায় এক সভায় ১৯ জন কাউন্সিলরকে মঞ্চে হাজির করায় উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। ভোটের শেষে দেখা গেল তৃণমূল এর দাবিই সঠিক।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

এরপরেই ভাটপাড়া ১৯ নং ওয়াডের বিজেপী পাটি’ অফিস ভাংচুর হয়। পাটি’ অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। অর্জুন ঘনিষ্ঠ এক বিজেপী কর্মীর বাড়িতেও ভাংচুর হয়েছে বলেই জানা গেছে। আহত হয়েছেন এক বিজেপি কর্মী। মুহূর্তের মধ্যেই গোটা ভাটপাড়ায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই https://thenewsbangla.com/no-confidence-in-bhatpara-causes-huge-clash-between-tmc-and-bjp/ Mon, 18 Mar 2019 12:20:01 +0000 https://www.thenewsbangla.com/?p=8713 ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, অর্জুন সিং এর বিরুদ্ধে এবার উঠল পদত্যাগের দাবি। সোমবারই অর্জুন সিং এর বিরুদ্ধে অনাস্থা জানান ভাটপাড়ার ২১ জন কাউন্সিলার। জানা গেছে, অর্জুনের বিরুদ্ধে তারা অনাস্থার চিঠি দিয়েছেন এসডিও-কে। তবে ভাটপাড়ার বিধায়ক ও ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অর্জুন সিং জানিয়েছেন, “বেশিরভাগ কাউন্সিলর তাঁর সঙ্গেই আছেন”।

অর্জুন সিং এর কাছেও চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে তৃনমূলের এক নেতা জানান,”কালই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার চিঠি রেডি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা এতদিন মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তারা এখনও আছে। অর্জুন সিং, যিনি নিজেকে বাহুবলি নেতা বলে দাবি করতেন, তার ক্ষমতা এইবারে কমে আসছে”।

আরও পড়ুনঃ মা মাটি মানুষ এখন শুধুই মানি মানি মানি

অর্জুন সিং অবশ্য বেশ আত্মবিশ্বাসী হয়ে এদিন বলেন, “দু- চারজন ছাড়া সবাই আমার সঙ্গেই আছে। তৃণমূল কংগ্রেস কাউকে ৫০ হাজার কাউকে ৭০ হাজার টাকা দিয়ে কিনছে”। ভয় দেখিয়ে কাউন্সিলর ভাঙানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছেন অর্জুন।

সোমবার ভাটপাড়ার কাউন্সিলররা অর্জুনের পদত্যাগ এর দাবিতে বৈঠকে বসেন এসডিওর সঙ্গে। ২১ জন কাউন্সিলয়ার এর সই করা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অর্জুন সিং এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চিঠি তুলে দেওয়া হয় এসডিওর হাতে।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

ভাটপাড়া পুরসভায় আছে ৩৫টি ওয়ার্ড। এই পুরবোর্ডে এক কাউন্সিলরের মৃ্ত্যু হওয়ায় বাকি ৩৪ জন ঠিক করবেন ভাটপাড়া পুরসভার ভবিষ্যত। বাকি এই ৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জনই তৃণমূলের। একজন সিপিআইএম-এর। এখন অর্জুন সিং শিবিরের দাবি মত ২২ জন তৃণমূল কাউন্সিলর যদি অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, সেক্ষেত্রে ১১ জন কাউন্সিলর নিয়ে ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে শাসকদল। ফলে প্রশ্নের মুখে পড়ে যাবে ভাটপাড়া পুরসভার ভবিষ্যত।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

কিন্তু তার আগেই ২১ জন কাউন্সিলরের সই করা চিঠি, যেটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অর্জুন সিং এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, সেই চিঠি তুলে দেওয়া হয় এসডিওর হাতে। এর ফলে অর্জুন সিং শিবিরের দাবি যে মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেল।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

জানা গেছে, যে কোনদিন এই অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে। তাতে অর্জুন সিং শিবিরের হার যে নিশ্চিত, সেটা সোমবার পরিস্কার হয়ে এসেছে। শেষ পর্যন্ত অর্জুন সিং কোন চমক দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার। না হলে, ভাটপাড়া পুরসভা তৃণমূলেরই থাকবে। কিন্তু সেখানে অর্জুন সিং এর কোন অস্তিত্ব থাকবে না।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা https://thenewsbangla.com/bhatpara-municipality-may-be-the-first-bjp-run-municipality-in-west-bengal/ Thu, 14 Mar 2019 15:05:05 +0000 https://www.thenewsbangla.com/?p=8437 সদ্য দলত্যাগি অর্জুন সিং এর হাত ধরেই ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা? ইতিমধ্যেই উঠে গেছে প্রশ্ন। রাজ্যে ঠিক তৃণমূল স্টাইলেই কি এবার তাদের কাছ থেকে ভাটপাড়া পুরসভা কেড়ে নিতে পারবে বিজেপি। চলছে জোর বিতর্ক। পুরসভা দখলে আনা হবে অনাস্থা প্রস্তাব, দাবি অর্জুন শিবিরের। পুরসভা তৃণমূলেরই থাকছে, দাবি তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুনঃ মা মাটি মানুষ এখন শুধুই মানি মানি মানি

ভোটের আগে বড়সড় সাফল্য বিজেপির। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং ঘাসফুল ছেড়ে পদ্মফুলে। অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২০০১ সাল থেকে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও। আর তাঁর বিজেপিতে যোগ দেবার পরই ভাটপাড়া পুরসভা দখলে নিতে উদ্যোগ নিয়েছে বিজেপি।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। একসঙ্গে তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও বটে। আর তাই তাঁর বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গেই ভাটপাড়া পুরসভার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।কারণ, অর্জুন সিংয়ের অনুগামী ভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেবেন বলে দাবি উঠেছে। সব ঠিকঠাক থাকলে ভাটপাড়া পুরবোর্ড এবার তৃণমূলের হাত থেকে বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

ভাটপাড়া পুরসভায় আছে ৩৫টি ওয়ার্ড। এই পুরবোর্ডে এক কাউন্সিলরের মৃ্ত্যু হওয়ায় বাকি ৩৪ জন ঠিক করবেন ভাটপাড়া পুরসভার ভবিষ্যত। বাকি এই ৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জনই তৃণমূলের। একজন সিপিআইএম-এর। এখন অর্জুন সিং শিবিরের দাবি মত ২২ জন তৃণমূল কাউন্সিলর যদি অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, সেক্ষেত্রে ১১ জন কাউন্সিলর নিয়ে ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে শাসকদল। ফলে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ভাটপাড়া পুরসভার ভবিষ্যত।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

যদিও অর্জুন সিং শিবিরের এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবারই ভাটপাড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, তাপস রায় সহ অন্যান্য নেতারা। জরুরি ভিত্তিতে ডাকা এই বৈঠকে কাউন্সিলরদের সঙ্গে কথা বলে সমীকরণ বোঝার চেষ্টা করেন তৃণমূল নেতৃত্ব। কোনও কাউন্সিলরই বিজেপিতে যাবেন না বলে জল্পনা উড়িয়ে দেন নির্মল ঘোষ।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

যদিও ওই বৈঠকে অধিকাংশ কাউন্সিলর গরহাজির ছিলেন বলেই জানা যাচ্ছে। অর্জুন অনুগামী ওই ২২ জন কাউন্সিলর এই বৈঠকে আসেননি বলেই জানা যাচ্ছে। অর্জুন অনুগামী কাউন্সিলররা জানিয়েছেন, “অর্জুন সিং আমাদের নেতা। অর্জুন সিং যেদিকে যাবেন, আমরা সেদিকেই যাব”। যদিও বেশ কয়েকজন কাউন্সিলর স্পষ্ট জানিয়েছেন, তাঁরা তৃণমূলের সঙ্গেই আছেন। তাঁদের যুক্তি, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন”।

আরও পড়ুনঃ নাবালিকাকে বিয়ে করে পুলিশের ভয়ে গা ঢাকা দিলেন কাউন্সিলর

তবে অর্জুন শিবিরের দাবি, শুধু ভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর নয়, হালিশহর পুরসভার ১১ জন কাউন্সিলর, নৈহাটির ৬ কাউন্সিলর এবং পানিহাটি পুরসভার একজন কাউন্সিলর অর্জুনের সঙ্গে দলবদল করবেন। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুকুলের সঙ্গে কলকাতায় ফিরে আসবেন। তারপরেই তাঁর অনুগামীরা কলকাতায় বিজেপি শিবিরে যোগ দেবেন। তারপরেই ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনা হবে বলেই খবর।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির
আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক
আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>