Bharatiya Janata Party (BJP) – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 10 Apr 2019 13:50:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bharatiya Janata Party (BJP) – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যে আরএসএস সাহায্য করছে প্রণবের ছেলে ও অধীরকে, বিস্ফোরক অভিযোগ মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-said-rss-helping-pranab-mukherjees-son-abhijit-adhir-of-congress/ Wed, 10 Apr 2019 13:42:42 +0000 https://www.thenewsbangla.com/?p=10473 উত্তর দিনাজপুরের চোপড়ায় বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরএসএস সাহায্য করছে কংগ্রেসকে, বিস্ফোরক অভিযোগ মমতার। নাম করেই মমতা বলেন, কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও প্রণবপুত্র অভিজিত মুখোপাধ্যায়কে ভোটে সাহায্য করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। আর এরপরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মমতাকে একহাত নিয়েছেন বিজেপির রাহুল সিনহা ও কংগ্রেসের অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

লোকসভা ভোটের হাইভোল্টেজ প্রচারে বেরিয়ে উত্তরবঙ্গের সভা থেকে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি উত্তর দিনাজপুরের চোপড়ার সভা থেকে আরএসএসের সঙ্গে কংগ্রেসের যোগ নিয়ে বেনজির ও বিস্ফোরক অভিযোগ করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও প্রণবপুত্র অভিজিত মুখোপাধ্যায়কে ভোটে সাহায্য করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, পরিষ্কার জানান মমতা।

আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ

তিনি অভিযোগ করে বলেন, বাংলায় জয়ী হবে না, এ কথা বুঝতে পেরে নাকি ভয় পেয়ে গিয়েছে বিজেপি-কংগ্রেস। তাই ভোটে জেতার জন্য আরএসএসের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। এই ইস্যুতে নাম করেই মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরি এবং জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

মমতা কথায়, “ভোটে জিততে টাকা ছড়াচ্ছে আরএসএস। কংগ্রেস ভোটে জিততে আরএসএসের সাহায্য নিচ্ছে। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে সাহায্য করছে ওই সংগঠন। এমনকী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র, এ বারের ভোটে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিত মুখোপাধ্যায়কেও সাহায্য করছে আরএসএস। এ ভাবেই দেশের সংগঠনগুলি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে”।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

মমতার এই কথাতে প্রণব মুখোপাধ্যায় এর সঙ্গে আরএসএস এর ভাল সম্পর্ককেই খোঁচা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরপরেই বিজেপি ও কংগ্রেসের তরফ থেকে মমতাকে কটাক্ষ করা হয়।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলার ৪২টি কেন্দ্রকেই স্পর্শকাতর ঘোষনার দাবি বিজেপির https://thenewsbangla.com/bjp-terms-all-vote-booths-of-west-bengal-as-sensitive/ Wed, 13 Mar 2019 11:18:24 +0000 https://www.thenewsbangla.com/?p=8315 নির্বাচন কমিশনে গিয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির কেন্দ্রীয়স্তরের প্রতিনিধি দল। আজ বুধবার রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপি নেতা ভূপেন যাদব ও রবিশঙ্কর প্রসাদ নির্বাচন কমিশনে গিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনের ব্যাপারে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেন। তাদের মূল দাবি ছিল রাজ্যের সবগুলো লোকসভা কেন্দ্রকেই স্পর্শকাতর ঘোষনা করতে হবে৷

আরও পড়ুনঃ ভোটের আগেই মমতা রাহুলকে টুইট করলেন মোদী

এর আগে রাজ্যের বিধানসভা ও পঞ্চায়েত ভোটে ব্যাপক হারে বুথ দখল, ছাপ্পা ভোটের প্রমানসহ অনেক অভিযোগ সামনে এসেছে। অসংখ্য ভোট কেন্দ্র থেকেই অভিযোগ জমা পড়ে। গত পঞ্চায়েত ভোটে রাজ্যে হিংসার বলি হয়েছে ৭২ জন। তাদের অভিযোগ, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রচারেও বাধা সৃষ্টি করছে বাংলার শাসক দল।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মানসিক রুগী বলে কটাক্ষ মমতার

এরই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি রাজ্যে প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের নিয়োগ করার দাবি জানান।

আরও পড়ুনঃ রাজনৈতিক জীবন নিয়ে রহস্য রাখলেন ডিপ্লোম্যাটিক সুন্দরী বৈশাখী

এমনকী রাজ্যের শাসক দলের সাথে ভালো সম্পর্ক রয়েছে এমন প্রশাসনিক আধিকারিকদেরও সরিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। এর সাথে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে কাজে না লাগিয়ে আর ফেলে রাখা যাবে না

এর আগে রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে কমিশন জানতে চেয়েছিল রাজ্যে সাংঘাতিক স্পর্শকাতর কোন কেন্দ্র আছে কিনা। যদি থাকে, তবে অভিজ্ঞতাসম্পন্ন বিশেষ পর্যবেক্ষক পাঠাবে কমিশন, এমনটাই কমিশন জানিয়েছিল। তার উত্তরে রাজ্যের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, রাজ্যে কোন সাংঘাতিক স্পর্শকাতর লোকসভা কেন্দ্র নেই।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

এরপরেই বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায়ে বিজেপি প্রতিনিধি দল। বাংলার ভোটে বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ জানান তারা। রাজ্যের প্রতিটি বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করার দাবি জানান হয়। এই দাবি শুনে তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “সবটাই বিজেপির ষড়যন্ত্র। অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি”।

আরও পড়ুনঃ উত্তর পূর্বে অসম গণ পরিষদের সাথে বিজেপির মহাজোট চূড়ান্ত
আরও পড়ুনঃ মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা
আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের
আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গান্ধীজির দেখানো পথেই কংগ্রেস মুক্ত ভারত গড়বে মোদী সরকার, ব্লগে দাবি প্রধানমন্ত্রীর https://thenewsbangla.com/narendra-modi-to-follow-mahatma-gandhis-footsteps/ Tue, 12 Mar 2019 08:10:35 +0000 https://www.thenewsbangla.com/?p=8178 ভোটের মুখে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার ১২ই মার্চ মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রার ৯০ বছর পূর্ণ হচ্ছে। ঠিক তার আগেই একটি ব্লগে তিনি গান্ধীর আদর্শের ব্যাখ্যা দিতে দিয়ে কংগ্রেসের তুলনা টেনে আনেন।

মহাত্মা গান্ধীর আদর্শের সাথে এখনকার কংগ্রেসের কোনও মিলই নেই, বর্তমানে কংগ্রেস গান্ধীর দেখানো পথ থেকে বিচ্যুত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমনকী গান্ধীজি নিজেই কংগ্রেসসে এক সময়ে ভেঙে দিতে চেয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। আর সেই নিয়ে বিতর্কও শুরু হয়েছে।

আরও পড়ুনঃ এগিয়ে তৃণমূল, মঙ্গলবার বিকালেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

নরেন্দ্র মোদী ব্লগে উল্লেখ করেছেন, বর্তমানে কংগ্রেস রাজনীতিতে তাদের প্রাধান্য বজায় রাখার জন্য জাতপাত ও ধর্মকেন্দ্রিক ভেদাভেদকে ইন্ধন যোগাচ্ছে। স্বাধীনতা উত্তর ভারতবর্ষেও সবথেকে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা ও জাতিগত হানাহানি কংগ্রেসের সময়েই হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল

প্রধানমন্ত্রীর বক্তব্য, গান্ধীজি কখনও ধর্ম বা জাতপাতকেন্দ্রিক ভেদাভেদের পক্ষে ছিলেন না। কিন্তু গান্ধীজির নাম ব্যবহার করে স্বার্থকেন্দ্রিক রাজনীতি চরিতার্থ করতে গান্ধী পরিবার মহাত্মা গান্ধীর সকল প্রকার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। কংগ্রেসের এই মানসিকতা বুঝতে পেরেই মহাত্মা গান্ধী কংগ্রেস দল ভেঙে দিতে চেয়েছিলেন বলে নরেন্দ্র মোদী দাবি করেন।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

রাজনীতিতে গান্ধী পরিবারের রাজনৈতিক অধিপত্য নিয়ে বিজেপি সব সময় সরব হয়েছে। গান্ধীজির নামের অপব্যবহার করে গান্ধী পরিবার যুগের পর যুগ রাজনীতি করে যাচ্ছে বলে বিজেপির নেতানেত্রীরা প্রায়ই দাবি করেন। ফের একবার প্রধানমন্ত্রী সরব হলেন গান্ধী পরিবারের রাজনীতির ধরন নিয়ে।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

মঙ্গলবার গুজরাটের সবরমতী আশ্রমে কংগ্রেসের তরফেও গান্ধী স্মরণের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী , প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সকলেই উপস্থিত থাকছেন। তার আগেই কংগ্রেসকে কটাক্ষ করার সুযোগ নিলেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা থেকে বিগত কংগ্রেস আমলে কংগ্রেসের সীমাহীন দুর্নীতি নিয়েও মোদী সরব হন। তিনি বলেন, তাঁর দল বিজেপি সকল প্রকার দুর্নীতি রোধ করতে বদ্ধ পরিকর, আর সেজন্যই মহাত্মা গান্ধীর দেখানো পথে কংগ্রেস মুক্ত ভারত গঠনের পথ অনুসরণ করেছে তাঁর রাজনৈতিক দল বিজেপি।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই https://thenewsbangla.com/narendra-modi-is-the-only-hope-for-bjp-in-lok-sabha-election-2019/ Mon, 11 Mar 2019 07:21:02 +0000 https://www.thenewsbangla.com/?p=8075 ফের মোদী ঝড়ের অপেক্ষায় বিজেপি। নরেন্দ্র মোদী ছাড়া আর কোন নেতাই মানুষকে আকর্ষণ করতে পারছেন না। সবাই চায় মোদীর প্রচার। দেশের ৫৪২ টি আসনের বিজেপি বা বিজেপি সমর্থিত বা বিজেপি জোটের প্রার্থীই চান মোদী আসুন তাঁর কেন্দ্রে প্রচারে।

২০১৪ সালে ভারতের জাতীয় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম ট্রাম্পকার্ড ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন নির্বাচনী প্রচারে ধারাবাহিকভাবে তাঁর নেতৃত্বকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার যথেষ্ট ভালো কারণও রয়েছে। কারন মোদী ছাড়া সেই স্ট্যান্ডার্ড এর নেতাই নেই।

বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

সেন্ট্রার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের (সিএসডিএস) লোকনীতি গবেষণা কর্মসূচির বিগত নির্বাচনের তথ্য বিশ্লেষণ সে আভাসই দিচ্ছে। কিন্তু আগামী এপ্রিল- মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনেও মোদী বিজেপির কাছে সমান গুরুত্বপূর্ণ কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নিয়ে ঐকমত্যের ঘাটতি বিরোধী দলগুলোকে পেছনে ফেলে দেবে সে আলোচনাও বর্তমানে চলছে। কিন্তু সমীক্ষা সব চুপ করিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

লোকনীতি-সিএসডিএস সমীক্ষায় উত্তরদাতাদের কাছে তাদের পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম জানতে চাওয়া হয়েছে। এ হিসেবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় মোদীর জনপ্রিয়তা প্রায় অপরিবর্তিত থাকতে দেখা গেছে। সমীক্ষা অনুসারে, ২০১৪ সালে ৩৬ শতাংশ উত্তরদাতা এবং ২০১৮ সালের মাঝামাঝি ৩৪ শতাংশ উত্তরদাতা মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য মনে করেছে।

আরও পড়ুনঃ মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা

উত্তরপ্রদেশে বিজেপির তুমুল বিজয়ের পর ২০১৭ সালে ভারতীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। তবে এরপর থেকেই তাঁর জনপ্রিয়তায় পতনও দেখা যায়। তা সত্ত্বেও ভারতের অন্যান্য রাজনীতিবিদের তুলনায় অনেক বেশি সমর্থন রয়েছে মোদীর। বলা যায়, প্রায় ২০১৪ সালের সমানই জনপ্রিয়তা রয়েছে তাঁর।

২০১৮ সালের মে মাসে সর্বশেষ সমীক্ষার পর জনপ্রিয়তার রেটিং অসংখ্যবার পরিবর্তন হয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ের পর থেকে বিজেপি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

একই সঙ্গে কৃষক কল্যাণ ও বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছে। পরবর্তীতে কৃষকদের জন্য নগদ অর্থ সহায়তা কর্মসূচির মতো কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হারানো সমর্থন কিছুটা ফিরে পেয়েছেন মোদী।

কিন্তু গত সপ্তাহে ভারতীয় বিমান বাহিনীর পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলবে বলেই ধারণা করছে রাজনৈতিক মহল। অন্তত ভারতের নেতৃত্বের জায়গায় তার অবস্থান ধরে রাখতে সক্ষম হবে এই বিমান হামলা।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

ভারতের নির্বাচনী ইতিহাসে এর আগেও প্রতিবেশী দেশটির সঙ্গে লড়াইয়ে রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তায় আকস্মিক পরিবর্তন দেখা গেছে। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচন কার্গিল যুদ্ধের পরপরই অনুষ্ঠিত হয়।

কার্গিল যুদ্ধের সুবাদে অটল বিহারি বাজপেয়ির জনপ্রিয়তায় উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যায়। ১৯৯৮-৯৯ সালের মধ্যে তাঁর জনপ্রিয়তায় ১০ শতাংশ বৃদ্ধি দেখা যায়। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত কার্গিলের মতো বড় না হলেও, পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা অবশ্যই ভোটারদের মতামতে প্রভাব ফেলবে বলেই জানাচ্ছেন ভোট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

গত কয়েক বছরে বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর জনপ্রিয়তাও ধারাবাহিক বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এমন উত্তরদাতাদের হার ১০ শতাংশ বেড়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

এর অন্যতম কারণ নেতৃত্ব নিয়ে কংগ্রেস সমর্থকরা স্পষ্ট অবস্থানে রয়েছে। আবার সমীক্ষায় এ প্রশ্নের উত্তর দেননি, এমন অংশগ্রহণকারীদের হার ২০১৪ সালের ২৯ শতাংশ থেকে সর্বশেষ সমীক্ষায় ১৭ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

এদিকে ২০১৪ সালের তুলনায় রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা বাড়লেও কংগ্রেস সহ বিরোধী দলগুলোর মধ্যে তাঁকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ক্ষেত্রে অনাগ্রহ দেখা গেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি অভিন্ন প্রচার নিয়ে বৈঠক করলেও অভ্যন্তরীণ কোন্দল এড়াতে বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী পদের প্রার্থী নির্ধারণের আলোচনা এড়িয়ে চলছে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

কোন রাজ্যেই এখনও মহাজোট পরিষ্কার নয়। অনেকেই মহাজোট ছেড়ে বেরিয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে। বাংলাতেই তৃনমুল এর বিরুদ্ধে জোট করেছে সিপিএম ও কংগ্রেস। দিল্লি বা উত্তরপ্রদেশ সহ বাকি রাজ্যগুলোতেও মহাজোট হয় নি।

প্রার্থী নিয়ে বিরোধী দলগুলোর এ অনিশ্চয়তা আসন্ন নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিতে পারে বলে মনে করছেন অনেকে। আর সেখানে মোদীর প্রচার পরিক্রমাতেই ভরসা বিজেপির। ফের সেই মোদী ঝড়ের অপেক্ষায় গেরুয়া শিবির।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
আবার প্রথম থেকে শুরু, সুপ্রিম নির্দেশে রথ চালাতে ফের নবান্নে বিজেপি https://thenewsbangla.com/bjp-again-in-nabanna-for-rath-yatra-permission-after-supreme-court-rules/ Wed, 16 Jan 2019 12:34:48 +0000 https://www.thenewsbangla.com/?p=5711 “বিনা যুদ্ধে রথ যাত্রা লড়াই ছাড়া যাবে না। রাজ্যের রাস্তায় রথ চালাতেই হবে”। এমনটাই যেন পণ করেছে বিজেপি। আর তাই শিলিগুড়িতে ‘বস্তাবন্দি’ গেরুয়া রথকে বাংলার রাস্তায় চালাতে ফের মমতার দরবারে বঙ্গ বিজেপি। ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নিয়ে, নতুন করে রাজ্যের কাছে প্রস্তাব পেশ করতে পারে বিজেপি, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চ। তাই ফের নতুন প্রস্তাব নিয়ে নবান্নে বঙ্গ বিজেপি।

আরও পড়তে পারেনঃ

উধাও কংগ্রেস বিধায়ক, লোকসভার আগেই সরকার গড়তে চলেছে বিজেপি

মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

কলকাতা হাইকোর্টের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টেও আটকে যায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথ যাত্রা’। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চেও মঙ্গলবার অনুমতি পায়নি বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’। রাজ্যের হাতেই রথ যাত্রার অনুমতি দেওয়া-না দেওয়া নির্ভর করছে, বলে মঙ্গলবার জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। পুরোপুরি বাতিল না করলেও, আপাতত তাই বন্ধ হয়ে যায় বিজেপির রথ যাত্রা। এই রায়ের পর লোকসভা ভোটের আগে মমতার কাছে বড় ধাক্কা খেল বঙ্গ বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়তে পারেনঃ

সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

মন্দিরে ঢুকে বিপ্লবের শাস্তি, পিটিয়ে বৌমাকে হাসপাতালে পাঠাল শাশুড়ি

যাত্রার অনুমতি না দিলেও সুপ্রিম কোর্ট বিজেপিকে আশার আলো দেখিয়েছিল। ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নিয়ে, নতুন করে রাজ্যের কাছে প্রস্তাব পেশ করতে পারে বিজেপি, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চ। সেই নির্দেশ পেয়েই নতুন করে যাত্রাসূচী নিয়েই ফের নবান্নে বঙ্গ বিজেপির প্রতিনিধি দল। এটা জেনেই যে, রাজ্য আগের মত না করবেই। তাহলে কি ফের সুপ্রিম কোর্টের দারস্থ হবে বিজেপি? বারবার একই লড়াই আদালতে কতদিন ধরে চলবে? উঠে গেছে প্রশ্ন।

কলকাতা হাইকোর্টে মোদীর ‘গেরুয়া রথ’কে আটকে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিই মেনে নেয়। বাতিল না হলেও, বন্ধ হয়ে যায় বিজেপির রথ যাত্রা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর কোর্টেই ফের বিজেপির ‘রথ যাত্রা’ মামলা ফেরত পাঠায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়ের পরই দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বিজেপি।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

শুরুতে রাজ্য সরকার বিজেপির যাত্রার অনুমতি দেয়নি। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের রথ যাত্রার অনুমতি না দেওয়া বাতিল করে শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথ যাত্রার প্রস্তুতিও শুরু করে দেয়।

তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পর ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ যাত্রা অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা। এরপরেই বিজেপি মামলা নিয়ে যায় সুপ্রিম কোর্টে।

আরও পড়তে পারেনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ

মঙ্গলবার সুপ্রিম কোর্টেও রথ যাত্রার অনুমতি পায়নি বিজেপি। যদিও তা একেবারে বাতিল করে নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চ। তবে আপাতত যে রথযাত্রা হচ্ছে না সেটা পরিষ্কার। ফের রাজ্যের উপরই আবার রথ যাত্রার সব দায়িত্ব চাপিয়ে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে বিজেপি সভা সমিতি করতে পারবে, রাজ্যের কাছে আগাম অনুমতি চেয়ে, জানিয়ে দেয় আদালত।

রাজ্য সরকারের গোয়েন্দা রিপোর্ট ও বিভিন্ন জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সব রিপোর্ট খতিয়ে দেখেই তো সিদ্ধান্ত নিতে হবে, পরিস্কার জানিয়ে দেয় শীর্ষ আদালত। নতুন করে রাজ্যের কাছে যাত্রার প্রস্তাব পেশ করতে পারে বিজেপি, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সব দেখেই ফের রথ যাত্রার অনুমতি দেওয়া হবে কি হবে না তা আবার ঠিক করতে হবে সেই রাজ্যকেই। এরপরেই ফের নবান্নে বিজেপি।

আরও পড়তে পারেনঃ

নৃশংস নার্স, সেবাই যাদের ধর্ম তারাই পিটিয়ে মারল ১৬টি বাচ্চা কুকুর

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

গত দুমাস ধরেই কলকাতা হাইকোর্টে একবার সিঙ্গেল বেঞ্চ ও একবার ডিভিশন বেঞ্চ ঘুরে বেড়িয়েছে বিজেপির রথ। বাংলার রাস্তায় চলার অনুমতি আদৌ অনুমতি পাবে কিনা সেটা জানতে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে ছিল বিজেপি। সেই আশাও ব্যর্থ হয়ে যায় মঙ্গলবার।

কিন্তু হাল না ছেড়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রথ নিয়ে রাজ্যকে নতুন করে প্রস্তাব পেশ বিজেপির। আবার প্রথম থেকে সব কিছুই শুরু করতে হবে তাদের। তবে রাজ্যে সভা সমিতি করার অনুমতি পেয়েছে বিজেপি। তবে সেটাও করতে হবে রাজ্যের অনুমতি নিয়েই। ভোটের আগে জোর ধাক্কা সামলাতে আবার শুরু থেকে লড়াই গেরুয়া শিবিরের।

আরও পড়তে পারেনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

সুপ্রিম কোর্টের রায়ের পর সব মিলিয়ে বাংলায় বিজেপির রথ যাত্রা এখনও বিশ বাঁও জলে। আদালতের বাইরে এসে কবে বাংলার রাস্তায় চলবে বিজেপির রথ, সেটাই এখন প্রশ্ন। আদৌ মমতার বাংলায় গেরুয়া রথ নামতে পারবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপির গেরুয়া রথের ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা বলাই যায়। আর সেই অন্ধকার কাটাতেই শীর্ষ আদালতের নির্দেশে নবান্ন থেকেই ফের শূন্য থেকেই শুরু বঙ্গ বিজেপির।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ https://thenewsbangla.com/narendra-modi-in-kolkata-amit-shah-in-siliguri-waiting-for-the-supreme-court-win/ Fri, 11 Jan 2019 04:37:36 +0000 https://www.thenewsbangla.com/?p=5460 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ রথযাত্রা হবেই। সম্ভবত চলতি মাসেই। আর জানুয়ারীতেই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী ও শিলিগুড়িতে আসছেন অমিত শাহ। সব পাকা শুধু সুপ্রিম কোর্টে আগামী ১৫ তারিখে রথ মামলা জেতার অপেক্ষা। গেরুয়া রথ বা গনতন্ত্র বাঁচাও যাত্রা এবার তিনের পরিবর্তে চার জায়গা থেকে।

আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

সমস্ত বাধা, বিপত্তি, আইনি জটিলতা পার করে এবার বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রা তিনটি জায়গার পরবির্তে চারটি জায়গা থেকে বের হতে চলেছে। সম্প্রতি বিজেপি সুত্রে এমনটিই দাবী করা হয়েছে। সুত্রের আরও খবর, এই মর্মেই আলোচনা করতে বৃহস্পতিবার শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক জেলার শীর্ষ নেতারা দিল্লী গিয়েছেন। দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন এ অংশ নেবেন বাংলার নেতারা। তারপর আলাদা বৈঠক করবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

দুদিন ধরে সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকও রয়েছে তাদের। এরপর ১৫ তারিখ সুপ্রিম কোর্টে রথযাত্রা সংক্রান্ত মামলার চুড়ান্ত শুনানির পর গনতন্ত্র বাঁচাও যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিন রায় যদি বিজেপির পক্ষে যায়, তাহলে আগামী ১৬ তারিখ শিলিগুড়িতে একটি জনসভা করতে পারেন অমিত শাহ, বলে সুত্রের খবর।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

পাশাপাশি উত্তরবঙ্গের আরও একটি জেলা সম্ভবত কোচবিহারেও অমিত শাহ সভা করতে পারেন। এই সমস্ত বিষয় নিয়েই দিল্লিতে আজ শুক্রবার থেকে দুদিনের মিটিংয়ে জেলার নেতাদের নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রিয় নেতৃত্ব। এছাড়া সুত্রের আরও খবর, সুপ্রিম কোর্টে জিতলে চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত কলকাতায় একটি জনসভা করতে চলেছেন। সেটাও রথ যাত্রার মধ্যেই হবে।

লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তার প্রচার জোড় কদমে চালিয়ে গেলেও রথযাত্রার ‘গ্যাঁড়াকলে’ থমকে গেছে গেরুয়া শিবির। এই ‘থেমে থাকা’ থেকে বের হতে ফের নিজের অস্তিত্ব প্রমানে ময়দানে নেমে পরেছে বিজেপি শিবির। সেইমত কলকাতায় প্রধানমন্ত্রী সহ অমিত শাহের শিলিগুড়িতে সভা করার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে আবার।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

আদালতের কাঠগড়ায় গনতন্ত্র বাঁচাও যাত্রা আটকে পড়ায় বিজেপির প্রচারে ভাটা পড়ে যায়। আপাতত বিজোপি শান্ত। গর্জে ওঠার জন্য দুকদম পিছিয়ে গিয়ে ঝাঁপ দিয়ে চারকদম এগোবার মন্ত্রে দীক্ষিত হতে জেলা নেতাদের দিল্লীতে গমন বলে বিজেপি সুত্রে খবর। বিজেপির যে রথ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে তা আইনি জটে আটকে থাকলেও, সেই গনতন্ত্র বাঁচাও যাত্রার আশা তারা ছাড়ে নি।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

রথযাত্রা হবেই এমন হুঙ্কার দিলীপ ঘোষ থেকে শুরু করে সকল নেতাদের কন্ঠে শোনা গেছে। আর বিজেপি এখন তাকিয়ে আছে ১৫ জানুয়ারীর দিকে। ১৫ জানুয়ারী রথ যাত্রার রায় পক্ষে গেলেই এবার শুধু কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে রথযাত্রা বের হবে না। পাশাপাশি এবার মেদিনীপুর থেকেও রথ যাত্রা বের হবে বলে বিজেপি সুত্রে খবর।

রথ যাত্রা বা গনতন্ত্র বাঁচাও যাত্রার সুচনা হওয়ার কথা ছিল কোচবিহার থেকে গত ৫ ডিসেম্বর। সেই রথ বা এসি বাসটি শিলিগুড়ি এসে পৌঁছাতেই আইনি জটিলতায় তা আটকে আছে শিলিগুড়িতেই। এখনও সেই এসি বাসটি ঠাঁয় দাড়িয়ে রয়েছে। উদ্দেশ্য সফল হওয়ার লড়াইয়ে গাড়িটি নির্বাক দর্শক হয়ে থেকেছে।

রোদ, বৃষ্টি, ধুলোয় মলিন হয়ে গিয়েছে রথ নামক গাড়িটি। ১৫ তারিখ জট কাটলেই তখন পুনরুজ্জীবিত হয়ে ওঠার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে রথ সহ গেরুয়া শিবির। এরই মাঝে তৃণমূল কংগ্রেস সহ বাম ও কংগ্রেসও নিজেদের অনেকটা শানিত করে ফেলেছে। মরচে পড়া প্রচারে গেরুয়া শিবির কিভাবে নিজেদের ধারালো করে তোলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে https://thenewsbangla.com/mamatas-mahanayika-in-modis-box-office-after-leaving-congress/ Wed, 02 Jan 2019 13:35:53 +0000 https://www.thenewsbangla.com/?p=5105 The News বাংলা, কলকাতা: মমতার হাত ছেড়ে এবার মোদীর হাত ধরলেন অভিনেত্রী। মমতার ‘মহানায়িকা’ এবার সোজা মোদীর বক্স অফিসে। বুধবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি।

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

“নরেন্দ্র মোদী আমার পছন্দের মানুষ”, বুধবার এই বলেই দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন মৌসুমী চ্যাটার্জি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে চান, বলে জানান ‘বালিকা বধূ’। কয়েকদিন আগেও মমতার সঙ্গে তৃণমূল ও রাজ্য সরকারের অনেক অনুষ্ঠানেই দেখা যেত মৌসুমী চ্যাটার্জিকে। ২০১৪ লোকসভা ভোটেই তৃণমূলের হয়ে দাঁড়াবার কথা উঠেছিল মৌসুমীর। সবাইকে অবাক করেই বুধবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন তিনি।

আরও পড়ুন: ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

২০১৪ র ২৪শে জুলাই, উত্তমকুমারের প্রয়াণ দিবসে নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতার হাত থেকেই ‘মহানায়িকা’ পুরস্কার নেন মৌসুমী চ্যাটার্জি। তখন বাংলার শাসক দলের খুব কাছেই ছিলেন তিনি। বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশংসাই করেছেন হেমন্তকুমারের পুত্রবধূ।

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

প্রতি বছর ২৪ জুলাই চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি দেয় রাজ্য সরকার। উত্তম কুমারের প্রয়াণ দিবসে রাজ্য সরকারের এই সম্মাননা। ২০১৪তেই ‘মহানায়িকা’ সম্মান পান মৌসুমী চ্যাটার্জি। আর ‘মহানায়ক’ নামাঙ্কিত পুরস্কার ওঠে অভিনেতা দেবের হাতে। মমতার পছন্দের না হলে যে এই পুরস্কার পাওয়া যায় না, এমনই অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

এই সেদিনও ফিল্মফেয়ারের মঞ্চেও মমতার পাশেই ছিলেন মৌসুমী। এখন, মমতার হাত ছেড়ে সোজা বিজেপিতে! মৌসুমীর দলবদল নিয়ে আশ্চর্য হয়েছেন টালিগঞ্জের কলাকুশলীরাও। তবে এরকম যে হতে পারে তা আগেই জানা গিয়েছিল। ইতিমধ্যেই রূপা গাঙ্গুলি থেকে শুরু করে লকেট চ্যাটার্জী জায়গা করে নিয়েছেন বিজেপিতে। এবার মৌসুমী।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

তবে রাজনীতিতে এই প্রথম নয়। এর আগেও ২০০৪ সালে কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে দাঁড়ান তিনি। কলকাতা উত্তর-পূর্ব লোকসভা নির্বাচনে সেবার কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি। রাজনীতির ময়দানে অবশ্য প্রথম ভোটের লড়াইয়ে পরাজিত হন মৌসুমী। তিনি হারেন সিপিএমের মহম্মদ সেলিমের কাছে। এরপর কোন দলের হয়েই রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

তবে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে, মমতার রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত তাঁকে। মমতা ও তৃণমূল কংগ্রেসের বারবার প্রশংসাও করেছেন তিনি। বরং এই প্রথম তাঁকে নরেন্দ্র মোদীর প্রশংসা করতে দেখা গেল।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

তবে কলকাতায় না করে সোজা দিল্লিতে কেন? নামের ধার ও ভার বাড়াতেই কি দিল্লি থেকে? লোকসভায় বাংলা থেকে মৌসুমী চ্যাটার্জীকে দাঁড় করানো হবে বলেই খবর। কলকাতা বা কলকাতার আশেপাশের কোন লোকসভা কেন্দ্র থেকেই তাঁকে ভোটে দাঁড় করানো হবে বলেই খবর। ২০১৯ লোকসভা ভোটেই কি এবার দিদির বিরুদ্ধে দিদির ‘মহানায়িকা’!

]]>
মোদীর ভারতে সর্দার প্যাটেলের রেকর্ড ভাঙবে ছত্রপতি শিবাজীর মূর্তি https://thenewsbangla.com/statue-of-shivaji-will-break-sardar-patels-record-in-narendra-modis-india/ Wed, 31 Oct 2018 09:41:14 +0000 https://www.thenewsbangla.com/?p=1752 গুজরাটঃ স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ ও বিরোধী রাজনৈতিক দলগুলির প্রবল সমালোচনার মধ্যেই বুধবার এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের নর্মদা নদীর তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার (৫৯৭ ফুট) উচ্চতা বিশিষ্ট এই মূর্তির আবরণ উন্মোচন করলেন মোদী। তবে মোদীর ভারতে, মুম্বাই উপকূলে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ছত্রপতি শিবাজীর মূর্তি।

বুধবার ৩১ শে অক্টোবর, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মদিন। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে উপহার দিলেন বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। ঐক্যের মূর্তির (স্ট্যাচু অফ ইউনিটি) উদ্বোধন করলেন মোদী। নর্মদার তীরে নির্মিত সর্দার প্যাটেলের এই মূর্তি দেশের প্রতি তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস, বলেছেন প্রধানমন্ত্রী।

Image Source: Google

চিনের স্প্রিং টেম্পলে বৌদ্ধ মূর্তি ছিল ১৫৩ মিটার উঁচু। ১৮২ মিটার উঁচু সর্দার প্যাটেলের মূর্তিই এখন পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি। ২৯৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মূর্তিটি একজন স্বাভাবিক উচ্চতার মানুষের প্রায় একশ গুন বেশি উচুঁ। এটি তৈরি করতে ৩ বছর ৯ মাস ধরে ২৫০ জন ইঞ্জিনিয়ারের অধীনে প্রায় ৩৪০০ শ্রমিক কাজ করেছেন।

এতে লেগেছে ২৪ হাজার টন ইস্পাতের রড, ৩৩৩০ টন ব্রোঞ্জ, ২১২০০০ কিউবিক টন কংক্রিট। তবে বল্লভভাই প্যাটেলের মূল ভাস্কর্যের ছোট সংস্করণটি করেছিলেন প্রখ্যাত ভাস্কর রাম সুতার ও তার পুত্র।

Image Source: Google

এই মূর্তির বুকের কাছে গ্যালারি করা হয়েছে। যেখানে একসঙ্গে ২০০ মানুষ দাঁড়িয়ে থেকে নর্মদার সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। এর নিচে তৈরি করা হয়েছে বিশাল বাগান ও সংগ্রহশালা।

সর্দার প্যাটেলের মূর্তিটি উচ্চতায় আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুণ৷ চীনের স্পিং টেম্পল বুদ্ধ মূর্তি যেটি উচ্চতম স্ট্যাচু ছিল তার থেকে স্ট্যাচু অফ ইউনিটি ২৯ মিটার বেশি উঁচু।

Image Source: Google

২০১৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় এই মূর্তি গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। ৫ বছর পর দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদীই সেই মূর্তিরই উদ্বোধন করলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা ও তারপরের গণহত্যার না জানা সত্যি

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা লোহা, মাটি এবং জল সংগ্রহ করেছেন এই মূর্তি নির্মানের জন্য। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে সর্দার প্যাটেলের জীবন ও কীর্তির চেয়ে আরও বেশি কিছু তুলে ধরার জন্য।

তবে মোদীর ভারত এখানে থেমে থাকতে রাজি নয়। সেইজন্য, এবার মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে তৈরি হচ্ছে এর থেকেও ৪০ মিটার বেশি উচ্চতার শিবাজী মূর্তি। সেই ঘোষণাও বুধবার করে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

Image Source: Google

ইতিমধ্যেই মুম্বাই উপকূলে নির্মাণ হতে চলা ছত্রপতি রাজা শিবাজীর মূর্তির উচ্চতা বৃদ্ধি করে ২১২ মিটার করা হয়েছে। যার ফলে, নির্মাণ সম্পূর্ণ হলে এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ মূর্তি। এমনটাই জানিয়েছেন নরেন্দ্র মোদী। তখন সর্দারের মূর্তির রেকর্ড ভেঙে সেটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি।

The News বাংলা

ইতিমধ্যেই এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আরব সাগরের নির্মাণস্থলে প্রাথমিক কাজ শুরু হয়েছে এই বছরের গোড়ার দিকেই। জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে প্রায় ২,৯০০ কোটি টাকা মূল্যের এই শিবাজী মূর্তি নির্মাণের বরাত বিখ্যাত সংস্থা লার্সেন অ্যান্ড ট্যুব্রোকে দেওয়া হয়েছে। গোটা প্রকল্পটির খরচ ধরা হয়েছে আনুমানিক ৩,৭০০ কোটি টাকা।

Image Source: Google

মুম্বাই উপকূলে যেখানে শিবাজী মূর্তি গড়ে উঠছে সেখানেই একটি বোট দুর্ঘটনার পর, দুদিন আগেই এই মূর্তির জায়গা পরিবর্তন নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। রাজ্যের অফিসারদের নিয়ে ওই বোটটি শিবাজী মূর্তির কাজ দেখতে যাচ্ছিল।

Image Source: Google

তবে জায়গা পরিবর্তন হলেও মোদীর ভারতে সর্দার প্যাটেলের মূর্তির বিশ্ব রেকর্ড ভাঙতে চলেছে ছত্রপতি রাজা শিবাজীর মূর্তি। সেটার উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী করবেন কিনা সেটাই এখন দেখার।

]]>