Bharati Ghosh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 07:28:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bharati Ghosh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফের আটকাল ভারতীর গাড়ি, মহিলা পুলিশের শ্লীলতাহানি বিজেপি কর্মীদের https://thenewsbangla.com/bjp-leader-bharati-ghosh-car-stopped-by-wb-police-at-ghatal-lok-sabha/ Wed, 26 Jun 2019 07:16:55 +0000 https://www.thenewsbangla.com/?p=14440 ভারতী ঘোষকে ঘিরে আবারও বিতর্ক; আবার উত্তপ্ত হল ঘাটাল। বুধবার কন্ঠিবাড়িতে সভা করার কথা ছিল; বিজেপি নেত্রী ভারতী ঘোষের। এই সভায় যাওয়াকে ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

আশঙ্কা ছিল অশান্তির। সভায় যাবার সময় খেজুরিতে; ভারতী ঘোষের গাড়ি আটকে দেয় পুলিস। কন্ঠিবাড়িতে বিজেপির ডাকা সভাতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরাও।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থক; ও ভারতী ঘোষের উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। পুলিস কেন তাঁর গাড়ি আটকাল; তা নিয়ে প্রশ্ন করেন ভারতী ঘোষ। এরপর বোগা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

ঘটনাস্থলে; পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। একজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ভারতী ঘোষ ও জেলা সভাপতির তপন মাইতির নেতৃত্বে শুরু হয়েছে বিক্ষোভ অবস্থান;পথ অবরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

খেজুরিতে বিজেপি কর্মী সুমন দাসকে পুলিশ বিনা অপরাধে ফাঁসিয়েছে; এমন দাবি নিয়েই বুধবার খেজুরি যাচ্ছিলেন ভারতী ঘোষ। কাঁথির মহকুমা শাসকের নেতৃতে বিশাল পুলিশবাহিনী তাঁর গাড়ি আটকে দেয় বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী।

এর জেরে রীতিমত ঝামেলা শুরু হয় হেরিয়া বাজারে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। ভারতী ঘোষের গায়েও পুলিশ হাত তুলেছে বলে অভিযোগ নেত্রীর। এরপর ভারতী ঘোষ সহ বিজেপি কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে; এলাকায় বিপুল যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

পুলিশের অভিযোগ; খেজুরিতে অশান্তি তৈরি করার জন্যই সেখানে যাচ্ছিলেন ভারতী ঘোষ; তাই পুলিশ তাঁকে রাস্তাতেই আটকে দিয়েছে। ভারতী ঘোষের বলেন; পরিস্থিতি খারাপ হলে সেখানে ১৪৪ ধারা থাকত। স্বাধীন দেশে সাধারন মানুষের গণতন্ত্র কাড়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভারতী ঘোষ।

অভিযোগ, রাজ্য সরকারের নির্দেশেই তাঁর উপরে এই আচরণ করছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে; বিজেপি কর্মীরা মহিলা পুলিশদের শ্লীলতাহানি করে; তাদের উপরে বিজেপি কর্মীরা হামলা চালায় বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

]]>
বুথে ঢুকে মোবাইলে ছবি, ভারতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-commission-is-going-to-take-action-against-bjps-bharati-ghosh/ Sun, 12 May 2019 05:48:50 +0000 https://www.thenewsbangla.com/?p=12777 কড়া ব্যবস্থার সম্মুখীন হতে চলেছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ; ঘাটাল লোকসভা কেন্দ্রের পিপুড়দার ১৩৯ নং বুথের ভেতরে ঢুকে বুথের ভেতরের ছবি নিজের মোবাইলে ক্যামেরাবন্দী করেছেন বলে অভিযোগ; এমনকী এক সাংবাদিককেও বুথের ভেতরে ভিডিওগ্রাফি করতে বলেন তিনি।

ভোট চলাকালীন বুথের মধ্যে ছবি তোলা কঠোর ভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন; ভারতী ঘোষের এই আদর্শ নির্বাচন আচরণ বিধি না মানার কারণে নির্বাচন কমিশন শোকজ করেছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফা ভোটের মধ্যেই রহস্যজনক মৃত্যু ২ রাজনৈতিক কর্মীর, বিজেপি তৃণমূল সংঘর্ষ

নির্বাচন কমিশন মেদনীপুরের জেলাশাসককে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন; এই ইস্যুতে কমিশনের কাছে জবাবদিহি করতে হবে ভারতী ঘোষকে; নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয় ওই বুথের প্রিজাইডিং অফিসারকে।

এই বিষয়ে ভারতী ঘোষ বলেন; বুথের মধ্যে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি; তৃণমূল সমর্থকরা বুথের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছিল না তাই তিনি নিজের মোবাইলে পুর ঘটনার ছবি তুলছিলেন; বুথের মধ্যে যে ছবি তোলা নিষিদ্ধ সে কথা নাকি তিনি জানতেন না বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ সাতসকালে ভোটের বুথে কেঁদে ফেললেন ভারতী, উড়ে গেল পায়ের নখ

এদিকে সকাল থেকেই ভারতীর বিরুদ্ধে বিভিন্ন বুথে চড়াও হয় তৃণমূল সমর্থকরা; ওই তৃণমূল সমর্থকরা বিজেপির এজেন্টকে বুথে বসতে দিচ্ছেন না বলে বিজেপির অভিযোগ; বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ওই তৃণমূল সমর্থকদের বলতে শোনা যায়; অন্য দল করেন বলে ভারতীর এজেন্টকে তারা বুথে বসতে দেবেন না।

ভারতীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল সমর্থকরা; এক সময় ধস্তাধস্তিতে তার পায়ের নখ উপড়ে রক্তাক্ত হয়; কেঁদেও ফেলেন প্রাক্তন দাপুটে আইপিএস অফিসার ভারতী ঘোষ; এরপির অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ভারতী।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন

কেশপুরে বিভিন্ন বুথে ভারতীকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে; তাঁর গাড়ি ভাঙচুর করা হয়; ইটের আঘাতে আহত হন তাঁর দেহরক্ষী; কিন্তু আপাতত ভারতীর অভিযোগকে উপেক্ষা করে উল্টে বুথে ছবি তোলার কারণে ভারতীর বিরুদ্ধেই পদক্ষেপ নিতে চলেছে কমিশন।

]]>
সাতসকালে ভোটের বুথে কেঁদে ফেললেন ভারতী, উড়ে গেল পায়ের নখ https://thenewsbangla.com/bharati-ghosh-cried-in-voting-booth-at-keshpur-tmc-bjp-trouble-in-booth/ Sun, 12 May 2019 03:15:35 +0000 https://www.thenewsbangla.com/?p=12770 সাতসকালে ভোটের বুথে কেঁদে ফেললেন; ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। রবিবার সাতসকালে কেশপুরে; ভারতী ঘোষকে ঘিরে উত্তেজনা শুরু হয়। ভারতী ঘোষ কেশপুরের; একটি বুথে পৌঁছতেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা।

তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। বুথ চত্বরেই তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তিতে পায়ে চোট পান ভারতী ঘোষ। তাঁর পায়ের নখ উড়ে গেছে। তাঁকে তৃণমূল কর্মীরা ধাক্কা দেন বলেই অভিযোগ। নখ উড়ে যাওয়ায় কেঁদে ফেলেন ভারতী।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন

ভোট শুরুতেই উত্তপ্ত; ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর। বুথের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুথে তাঁর এজেন্টকে বসতে দেওয়া হয়নি; এই অভিযোগে সরব হন ভারতী। তারপরেই মারপিট শুরু হয়ে যায়।

কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম; এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কেশপুরের বিভিন্ন বিজেপি এজেন্ট বসতে না দেওয়া; বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন ভারতী। হারার ভয়ে ভোট শুরু থেকেই ঝামেলা শুরু করেছে ভারতী; জানিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা মহিলার ছদ্মবেশে আত্মঘাতী হামলা হতে পারে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে

রবিবার বাংলার ১০০ শতাংশ বুথে; নেই কেন্দ্রীয় বাহিনী। ৯৪ শতাংশ বুথে আছে বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর; রাজ্যের মাওবাদী এলাকায় বিশেষ নজর দেওয়া হয়েছে; তাই অন্যান্য সব জায়গায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আর এই নিয়ে উদ্বেগ প্রকাশ; করেছে বিরোধী দলগুলি।

আরও পড়ুনঃ বসিরহাট দাঙ্গার জন্য বিএসএফকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঘাটাল লোকসভা কেন্দ্রে; মাইক্রো অবজারভার আছে ৭২২; ভিডিও ক্যামেরা আছে ২৫; সিসিটিভি আছে ৭১২; ওয়েব কাস্টিং হচ্ছে ২৯৯। ঝাড়গ্রামে ১১৪ কোম্পানি ও পশ্চিম মেদিনীপুরে ১৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে বুথে।

পশ্চিম মেদিনীপুর মাওবাদী এলাকা হওয়ায়; কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সীমান্ত অঞ্চলেও। এই লোকসভা কেন্দ্রে ১০০ শতাংশ বুথেই; কেন্দ্রীয় বাহিনী থাকার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে কেশপুরের অনেক বুথেই; কেন্দ্রীয় বাহিনী নেই বলে; অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

]]>
গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক ভারতী ঘোষ https://thenewsbangla.com/police-arrested-bjp-candidate-bharati-ghosh-with-lakhs-of-cash-in-her-car/ Fri, 10 May 2019 05:54:07 +0000 https://www.thenewsbangla.com/?p=12653 গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক হন; লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে; লক্ষাধিক টাকা পাচারের অভিযোগে তাকে আটক করা হয়। যদিও রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে পিংলার মণ্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন; একটি গাড়িতে লক্ষাধিক টাকা সহ হাতেনাতে ধরা পড়েন প্রাক্তন এই আইপিএস; এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশই রেখেছে; এমনটাই দাবী ভারতী ঘোষের।

ঘাটালে ভোটের মুখে; আবারও বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে ভারতীর গাড়ি থেকে; লক্ষাধিক নগদ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায়; নাকা তল্লাশির সময় ভারতী ঘোষের গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে নগদ ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়।

বাংলার বিজেপির বাড়ার সম্ভাবনা, মন্তব্য করে নেতা কর্মীদের তোপের মুখে কারাট

প্রথমে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন ভারতী। পরে পুলিশ ভারতীকে আটক করে; থানায় জিজ্ঞাসাবাদ করে। রাত ২টো নাগাদ ভারতীকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, কেন ঘাটালের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হল না; এ নিয়ে পিংলায় অবরোধ করে তৃণমূল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

কোথা থেকে এত টাকা এল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল; তা জানতে ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে ভারতী ঘোষ দাবি করেন; “পুলিশই গাড়িতে থাকা সবার টাকা একটা ব্যাগে রেখে নাটক করছে; আমাকে ফাঁসানোর চেষ্টা করছে”।

আগামী রবিবার ঘাটাল লোকসভা আসনে ভোটগ্রহণ। ভোট প্রচারের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী ঘোষ। সোনা প্রতারণা সহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তার। সোনা প্রতারণা মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শীর্ষ আদালত জানিয়েছে; এখনই বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা যাবে না। ফলে নির্বাচনী প্রচারে; দাপিয়ে বেড়াচ্ছেন এই বিজেপি প্রার্থী।

কয়েক দিন আগে কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে; তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ভারতী। এবার টাকা বিলির ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায়; শেষ দুই দফা ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির।

]]>
লোকসভা ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ভারতীর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mamata-banerjee-said-bharati-ghosh-do-not-have-qualifications-for-a-mp/ Sun, 05 May 2019 08:17:31 +0000 https://www.thenewsbangla.com/?p=12402 লোকসভা পঞ্চম পর্বের ভোটের ঠিক আগে আবারও শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতী ঘোষের তরজা। শনিবার ভারতী ঘোষের মন্তব্য ‘মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত’ পাল্টা জবাবে মমতা বলেন লোকসভা ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ভারতীর।

ভারতী মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে বলেন যে; ওই মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত; আগে মুখ্যমন্ত্রী ভারতীর মতো শিক্ষার জায়গায় পৌঁছোন; তারপর রাস্তায় দাঁড়িয়ে চমকাবেন। ভারতী পড়াশোনা করে যে শিক্ষাটা প্রাপ্ত করেছেন; সেটা আগে মুখ্যমন্ত্রীকে শিখে আসতে বলেন তিনি।

এদিন প্রার্থী হওয়া নিয়ে ভারতী ঘোষকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন প্রাক্তন আইপিএসের যোগ্যতা নিয়ে। তৃণমূল নেত্রী বলেন, “গ্রামসভার ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। তিনি আবার দেবের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন”।

তৃণমূলের তরফে ভারতীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেন; ভারতীকে চাইলেই রাজ্য সরকার গ্রেফতার করতে পারতো; কিন্তু এখন কোর্টের নিষেধাজ্ঞা আছে বলে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না; মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন; তার কাছে ভারতীয় অনেক এসএমএস রয়েছে; যেগুলো প্রকাশ্যে নিয়ে এলে ভারতীকেই সমস্যার মুখে পড়তে হবে।

মুখ্যমন্ত্রীর এসএমএস প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিন তীব্র বিষোদগার করেন ভারতী ঘোষ; মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “মহাচোর তো এসএমএস বিনিময় করেছিলি কেনো ? দেখা না কী আছে এসএমএস-এ!” এরপরেই তিনি বলে দেন; তাকে ভয় দেখাতে বারণ করার জন্য। চমকানো ধমকানোতে তিনি ভয় পান না বলে জানান ভারতী। মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলেও কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন মমতা

এদিন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচার ব়্যালিতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো; সেখানেই তিনি বলেন; ‍”আমার মুখটা খোলাবেন না; পুলিশে চাকরি করার সময় আপনি যে এসএমএসগুলো আমাকে পাঠিয়েছিলেন; সেগুলো যদি পাবলিক করে দিই; তাহলে আমাকে আর মানুষকে কিছু বলতে হবে না”।

ইতিমধ্যেই কমিশনে যাওয়ার কথা বলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়; পদক্ষেপ করেছে কমিশনও। ভারতী ঘোষের মন্তব্যের ভিডিও ফুটেজ তলব করা হয়েছে; ভোটের মুখে জমে গেছে প্রাক্তন ‘মা-মেয়ের’ লড়াই।

]]>
উত্তরপ্রদেশ থেকে বাংলায় ছেলে ঢোকানর হুমকি ভারতী ঘোষের https://thenewsbangla.com/bjp-candidate-bharati-ghosh-threat-tmc-supporters-mamata-banerjee/ Sun, 05 May 2019 07:09:00 +0000 https://www.thenewsbangla.com/?p=12387 উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে এনে ঘরে ঢুকিয়ে মারবেন; এমনই বিতর্কিত মন্তব্য করে গতকাল সমালোচনার মুখে পড়েন ঘাটালের বিজেপি প্রার্থী তথা ঝাড়্গ্রামের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। তুই তুকারি সহকারে মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গতকাল শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুরের আনন্দপুরে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে যান ভারতী; সেখানেই একটি স্থানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখে মেজাজ হারান তিনি; তাদের উদ্দেশ্যে ভারতীকে বলতে শোনা যায়; ঘর থেকে টেনে বের করে কুকুরের মতো মারব।

তিনি তাদের উদ্দেশ্যে আরও বলেন; “ভোট করতে না দেওয়ার ভয় দেখাবেন না; উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকাব; খুঁজে পাওয়া যাবে না।” এরপরে দুই তৃণমূল কর্মীকে বাড়ি ঢুকে তালা লাগিয়ে রাখতে বলেন তিনি। কমিশন ইতিমধ্যেই জেলা শাসক মারফত ঘটনার বিস্তারিত বিবরন চেয়ে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন মমতা

তৃণমূলের তরফে ভারতীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেন; ভারতীকে চাইলেই রাজ্য সরকার গ্রেফতার করতে পারতো; কিন্তু এখন কোর্টের নিষেধাজ্ঞা আছে বলে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন; তার কাছে ভারতীয় অনেক এসএমএস রয়েছে; যেগুলো প্রকাশ্যে নিয়ে এলে ভারতীকেই সমস্যার মুখে পড়তে হবে।

এরই পরিপ্রেক্ষিতে আজ রবিবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ; ভারতী মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে বলেন যে, ওই মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত; আগে মুখ্যমন্ত্রী ভারতীর মতো শিক্ষার জায়গায় পৌঁছোন; তারপর রাস্তায় দাঁড়িয়ে চমকাবেন; ভারতী পড়াশোনা করে যে শিক্ষাটা প্রাপ্ত করেছেন; সেটা আগে মুখ্যমন্ত্রীকে শিখে আসতে বলেন তিনি।

আরও পড়ুনঃ ফণী মিটতেই সুন্দরবনে ত্রাণ লুঠের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

মুখ্যমন্ত্রীর এসএমএস প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিন তীব্র বিষোদগার করেন ভারতী ঘোষ; মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন; “মহাচোর তো এসএমএস বিনিময় করেছিলি কেনো? দেখা না কী আছে এসএমএস-এ!” এরপরেই তিনি বলে দেন; তাকে ভয় দেখাতে বারণ করার জন্য; চমকানো ধমকানোতে তিনি ভয় পান না বলে জানান ভারতী; মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলেও কটাক্ষ করেন তিনি।

]]>
ভারতীকে রাজ্যে ঢোকা থেকে আটকাতে সুপ্রিম কোর্টে মমতা https://thenewsbangla.com/mamata-moves-supreme-court-to-prevent-bharati-ghoshs-entry-in-state/ Thu, 04 Apr 2019 11:16:43 +0000 https://www.thenewsbangla.com/?p=9976 ভারতী ঘোষকে বাংলায় ঢোকা থেকে আটকাতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রাক্তন আইপিএস অফিসার এবং ২০১৯ লোকসভা ভোটে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যেন পশ্চিমবঙ্গে ঢুকতে না পারেন তার জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সরকার। আর এই নিয়েই ফের সরগরম বিজেপি বনাম তৃণমূল রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ভারতী ঘোষের বিরুদ্ধে চলা মামলার তদন্তের কথা উল্লেখ করে এই আবেদন করা হয়। ভোট প্রচারকে হাতিয়ার করে ভারতী ঘোষকে যেন এই রাজ্যে প্রবেশ করার অনুমতি না দেওয়া হয়। রাজ্য তথা পশ্চিম মেদিনীপুর জেলায় যেন ঢুকতে না পারেন বিজেপি নেত্রী, এমনটাই দাবি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে।

আরও পড়ুনঃ দুই বছর পর পাহাড়ে ফের প্রকাশ্যে বিমল গুরুং রোশন গিরি

এই আবেদনের মূল কারণ হিসেবে বলা হয়েছে, ভারতী ঘোষ জেলায় ঢুকলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। জানা গিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে। ভারতী ঘোষ কি নিজের কেন্দ্রে প্রচার করতে পারবেন না? উঠে গেল প্রশ্ন।

আরও পড়ুনঃ চৌকিদারের ডান্ডা দেখে ভয় পেয়েছে কংগ্রেস, মন্তব্য বিবেকের

ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা করেন পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজি। চন্দন মাজি অভিযোগ করেন, ভারতী ঘোষ হুমকি দিয়ে চাঁদা আদায় করতেন। টাকা ও সোনা আদায় করা ছিল তাঁর লক্ষ্য। এই অভিযোগ নিয়ে শুরু হয় তদন্ত। শুরু হয় রাজ্য সরকারের মামলা।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

এই অভিযোগের পরেই, সিআইডি ভারতী ঘোষের অবৈধ সম্পত্তির খোঁজে তল্লাশি চালান কলকাতার আনন্দপুরে ভারতী ঘোষের তিনটি বাড়িতে। সিআইডি ৬ ফেব্রুয়ারি এই তল্লাশির পর দাবি করে, তাঁর আস্তানা থেকে উদ্ধার হয়েছে নগদ আড়াই কোটি টাকার নতুন নোট। এ ছাড়া অন্যান্য সামগ্রী।

আরও পড়ুনঃ পাকিস্থানে বিমানবাহিনীর হামলা, বাংলায় কাঁদল দিদি

এরপর বিজেপি নেত্রী ভারতী ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করে রাজ্য পুলিশ। সেই সব মামলার অভিযোগ তদন্ত করছে সিআইডি। মামলার তদন্তের স্বার্থে ভারতী ঘোষের স্বামীকেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

আরও পড়ুনঃ গাধা না ঘোড়া, দিনভর বিতর্কের পর জানা গেল খচ্চরের পিঠে ভোটপ্রার্থী

গত ডিসেম্বরে ভারতী ঘোষের অনেকটা পদাবনতি ঘটিয়ে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে তাঁকে বদলি করা হয় উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। এটা মেনে নিতে পারেননি ভারতী ঘোষ। তিনি নতুন পদে যোগ না দিয়ে চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ দীপক অধিকারী(দেব) এর বিপক্ষে প্রার্থী করে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ মমতার সঙ্গে পারবে না, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সঙ্গে মোদীকে লড়ার চ্যালেঞ্জ

লোকসভা ভোট ২০১৯ এ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকেও বাঁকুড়া জেলায় প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। ভারতী ঘোষের ব্যাপারেও যদি কোর্ট নিষেধাজ্ঞা জারি করে তাহলে অনিবার্যভাবেই ভোট প্রচারে ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরে ঢুকতে পারবেন না।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

লোকসভা ভোটের আগে প্রার্থীরা প্রচারের জন্য যদি নিজেদের কেন্দ্রে উপস্থিত থাকতে না পারে তাহলে স্বাভাবিকভাবেই তা বিজেপির পক্ষে বড় ধাক্কা হবে। আর এই নিয়েই শুরু হয়েছে বিজেপি তৃণমূল জোর বিতর্ক। তৃণমূল ভয় পেয়েছে, তাই প্রার্থীদের আটকানোর চেষ্টা করছে দাবি বিজেপির। সবাই অপরাধী, তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে, দাবি তৃণমূলের। আর এই নিয়েই উত্তপ্ত রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি https://thenewsbangla.com/mamata-banerjee-is-my-mother-said-mimi-chakraborty-after-bharati-ghosh/ Tue, 02 Apr 2019 06:23:49 +0000 https://www.thenewsbangla.com/?p=9697 ভারতী ঘোষের পর মিমি চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি নিজের ভালোবাসা বোঝাতে এবার “মমতা ব্যানার্জি আমার মা”, বললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি। কয়েক বছর আগেই মমতাকে নিজের মা বলেছিলেন তৎকালীন মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। আর সেই ভারতী এখন মমতার বিরুদ্ধে গিয়ে বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ ওড়াল ফেসবুক

“মমতা ব্যানার্জী আমার মা। আমার মা সকলের কথা ভাবেন”। এভাবেই বারুইপুরে ভোট প্রচারে মমতা আবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। আর এরপরেই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

ভোটপ্রচারে মিমি বললেন, ”আমরা আমাদের মায়ের ও মা-মাটি-মানুষের স্বপ্ন সফল করব। আমাদের জন্য আমাদের মা ভাবেন। আমাদের সুস্থ রাখার কথা ভাবেন। আমাদের নারীরা মাথা উঁচু করে পড়াশুনো করতে পারে, সেই ব্যবস্থা মা করেছেন।

মিমি আরও বলেন, ” মা, আমাদের বিয়ের ব্যবস্থা করেছেন। আমাদের ভাইয়ের যাতে কাজ পান, সেটা দেখেছেন”। এরপরেই মিমি বলেন, ”আমরা সবাই যাতে ভালো থাকি, এটা আমার মা ভাবেন। আমার মায়ের নাম মমতা ব্যানার্জি’।

আরও পড়ুনঃ প্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

ঠিক এইরকম ভাষাতেই মমতা ব্যানার্জীকে নিজের মা বলেছিলেন ভারতী ঘোষ। আর তার এক-দু বছরের মধ্যেই মমতার সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়ে যায়। ভারতী ঘোষের বিরুদ্ধে পদের অপব্যবহার নিয়ে মামলা করে মমতার সরকার। জল এতদূর গড়ায় যে পুলিশ অফিসারের চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন ভারতী।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

সোমবার, ভিড়ের উদ্দেশে মিমি প্রশ্ন ছোড়েন, “মমতা ব্যানার্জির পাশে আমরা থাকবো তো?” সমস্বরে উত্তর আসে, ‘হ্যাঁ’। আর মমতাকে নিজের মা বলে সম্বোধন করার পরেই আষাঢ়ে মেঘ দেখছেন দলিয় কর্মীরাই। মিমির অবস্থাও ভারতীর মত হবে না তো? উঠেছে প্রশ্ন।

বিজেপির তরফেও এই “মমতা আমার মা” নিয়ে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া চেয়েছে মিমি ও ভারতীকে নিয়ে “আমার মা” মিমস। সব মিলিয়ে “মমতা আমার মা” নিয়েই এখন সরগরম বাংলার রাজনীতি।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির খবর আসবে ভারতী ঘোষের কাছে, ফের বাহিনী বিতর্ক https://thenewsbangla.com/bharati-ghosh-will-get-central-force-movement-news-at-bengal-controversy/ Sun, 31 Mar 2019 14:15:30 +0000 https://www.thenewsbangla.com/?p=9585 কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির খবর আসবে ভারতী ঘোষের কাছে, ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক। আর এই বিতর্কে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল ও বামেরা।

কেন্দ্রীয় বাহিনীর সব গতিবিধির খবর নাকি চলে আসবে ভারতী ঘোষের কাছে! এমনটাই বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। আর এই নিয়েই ফের রাজ্য জুড়ে শুরু হয়েছে বাহিনী নিয়ে বিতর্ক। তুমুল সমালোচনা তৃণমূল ও বামেদের তরফ থেকে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা ও রাজনাথের স্বরাষ্ট্র দফতরের চরম সংঘাত

নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের দাসপুরে নির্বাচনী প্রচারে গ্রামবাসীদের বোঝাতে গিয়ে বির্তকিত মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শনিবার দাসপুর থানার তেমুয়ানিতে শিব শিতলা মায়ের পুজো দিয়ে ওই এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার সারছিলেন ভারতী ঘোষ।

আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর

সেই সময়ই তিনি গ্রামবাসীদের বোঝাচ্ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর গেলেই সে খবর উপর মহল মারফৎ তাঁর কাছেও পৌঁছে যাবে। এবার ভোটে বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীই তাই তারা যেন ভয় না পায়। তারা যেন নির্ভয়ে ভোট দেয়।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

ভারতী ঘোষের এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিম মেদিনীপুর জেলার দুই যুযুধান দল তৃণমূল ও সিপিএম উভয় দলেরই জেলা সদর দপ্তর থেকে প্রশ্ন তোলা হয়েছে এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে। হাতিয়ার করা হয়েছে ভারতী ঘোষের এই মন্তব্য।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি সাফ বলেন, “আমি তো আগেই ঘাটালের জনসভায় বলেছিলাম বিজেপি কেন্দ্রীয় বাহিনীর সাথে হাত মিলিয়ে দিল্লি দখলের চেষ্টায় আছে। সেই গোপন আঁতাত আজ প্রকাশ্যে এল”।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

অপর দিকে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায় বলেন, রাজ্যে তৃণমূলের হাতিয়ার রাজ্য পুলিশ। আর কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে হাতের মুঠোয় রেখে ভোট করাবে এটাই দেশের চরম লজ্জা,গনতন্ত্রের অপমৃত্যু।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

বিজেপির তরফ থেকে এই সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, “মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে তার জন্যই কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছেন ভারতী ঘোষ”। তবে সবমিলিয়ে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরগরম রাজ্য ভোট রাজনীতি।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ঘাটালে আক্রান্ত বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ https://thenewsbangla.com/bharati-ghosh-bjp-candidate-attacked-by-tmc-workers-at-ghatal/ Sun, 31 Mar 2019 12:41:00 +0000 https://www.thenewsbangla.com/?p=9574 ঘাটালে আক্রান্ত ভারতী ঘোষ। রবিবার, প্রাক্তন আইপিএস ও ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আক্রমণ করে একদল দুষ্কৃতি। তাঁর গাড়িতে ভাঙচুর চালান হয়। মারধর করা হয় তাঁর নির্বাচনী এজেন্টকে।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আক্রান্ত ভারতী ঘোষ। তাঁর গাড়ির ওপর হামলা হয়। গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। তাঁর নির্বাচনী এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল কর্মী সমর্থকদের দিকে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে ঘাটালের একটি মন্দিরে পুজো দিচ্ছিলেন ভারতী ঘোষ। সেই সময় ভারতী ঘোষের গাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা তৃণমূলকর্মী বলেই অভিযোগ। গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ভারতী ঘোষের নির্বাচনী এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ।

ভারতী ঘোষের নির্বাচনী এজেন্ট জানিয়েছেন, প্রচার সেরে যখন সরবেরিয়ার দিক থেকে ফিরছিলেন, সেই সময় অর্থাৎ রাত প্রায় দশটা নাগাদ জয়কৃষ্ণপুরের কাছে কিছু দুষ্কৃতী তাদের গাড়ি আটকায়। তিনি নেমে জিজ্ঞাসাও করেন গাড়ি আটকানোর কারণ। এজেন্টের দাবি, সেই সময় বলা হয় এই রাস্তা দিয়ে বিজেপির কাউকে যেতে দেওয়া হবে না।

এরপর তাকে প্রচণ্ড মারধর করা হয়। ভারতী ঘোষের গাড়িতেও হামলা চালানো হয়। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে তাঁরা এলাকা ছাড়েন বলে জানিয়েছেন ভারতী ঘোষের নির্বাচনী এজেন্ট। যাঁরা আক্রমণ করেছে তাঁরা তৃণমূলের গুণ্ডা বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, প্রচার সভায় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী। তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ওই নেতা। থানায় অভিযোগ জানাবার পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

তবে দুই প্রার্থী তৃণমূলের দেব ও বিজেপি প্রার্থী ভারতী ঘোষ একে অপরকে সৌজন্য দেখিয়েছেন। কিন্তু তাতে সমর্থকরা যে কান দিচ্ছেন না, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে। ভারতী আক্রমণের জল থানা থেকে যে নির্বাচন কমিশনে যাচ্ছে সেটা পরিস্কার।

]]>