BengaliPortal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 06 Sep 2022 04:20:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BengaliPortal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-ordered-the-appointment-of-23-tet-passers-5-years-wasted-by-wb-govt/ Tue, 06 Sep 2022 04:20:06 +0000 https://thenewsbangla.com/?p=16666 রাজ্যের ভুলে নষ্ট ৫ বছর, ২৩ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির। বড় ভুল করেছিল রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ। অথচ গত ৫ বছর যাবৎ সেই ভুলের খেসারত দিচ্ছেন, বাংলার ২৩ জন চাকরিপ্রার্থী। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এই ২৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, আগামী ২৩ দিনের মধ্যে। শূন্যপদ না থাকলে, তা তৈরি করে চাকরি দিতে হবে। চাকরিপ্রার্থীরা চাকরি পেলেন কি না, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে।

ঠিক কি হয়েছিল? ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষায়, ৬টি প্রশ্ন ভুল ছিল। সেবছরই পরীক্ষা দিয়েছিলেন, এই ২৩ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায়, তাঁরা টেট পাশ করেননি। স্বাভাবিকভাবেই সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, পর্ষদের প্রশ্নে ভুল ছিল, ওই ছনম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।

আরও পড়ুনঃ বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস

অন্য একটি মামলায় দেখা যায়, ভুল প্রশ্ন থাকায় চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়েছে পর্ষদ। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন এই ২৩ টেট পরীক্ষার্থী। পর্ষদকে বিচার করতে বলে হাইকোর্ট, নিজেদের ভুল স্বীকার করে নম্বর বাড়িয়ে দেয় পর্ষদ। ফলে টেট পাশ করে যান ওই ২৩ জন। এরপরই শুরু বিপত্তি। মামলাকারীদের অভিযোগ, তাঁরা নম্বর পাবে কিনা তা বিচারাধীন থাকা অবস্থায়, ২০২০ সালে নতুন নিয়োগ করে পর্ষদ। এমনকী, প্রশিক্ষণহীনরাও চাকরি করছেন।

এদিকে আদালতে পর্ষদ জানিয়েছে, আপাতত কোনও শূন্যপদ নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বোর্ডের ভুলে পাঁচ বছর চাকরি পাননি ওঁরা, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে”। একইসঙ্গে তিনি জানান, এই ধরনের যত মামলা আসবে তিনি সেগুলি বিবেচনা করবেন। ফের একবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল, রাজ্য সরকারের।

]]>
রাজ্যের ৬১ জন শিক্ষককে, শিক্ষারত্ন সম্মান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/shiksha-ratna-award-mamata-banerjee-govt-honoring-61-teachers-of-west-bengal/ Sat, 03 Sep 2022 10:49:00 +0000 https://thenewsbangla.com/?p=16631 রাজ্যের ৬১ জন শিক্ষককে, ‘শিক্ষারত্ন সম্মান’ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই সঙ্গে ১১৪১ জন কৃতী ছাত্র-ছাত্রীকেও, সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে, রাজ্যের ৬১জন শিক্ষককে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করতে চলেছে শিক্ষা দফতর। রাজ্য শিক্ষা দফতরের তরফে, নির্বাচিতদের চিঠি পাঠানোও প্রায় শেষ। এবছর সব জেলার তুলনায় কলকাতায়, শিক্ষারত্ন পুরস্কার-প্রাপক শিক্ষকের সংখ্যা অনেক বেশি।

মোট সাতজন এবার কলকাতা থেকে, শিক্ষারত্ন পুরষ্কার পাচ্ছেন। শহর কলকাতার এই সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন, একজন স্কুল শিক্ষক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি কলেজের অধ্যক্ষ। কলকাতার পরেই রয়েছে নদিয়া, সেখানকার পাঁচজন শিক্ষক পাচ্ছেন শিক্ষারত্ন। এছাড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পংয়ের একজন করে শিক্ষক এই পুরস্কার পাচ্ছেন।

বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও শিলিগুড়ির দু’জন করে শিক্ষককে, এই সম্মানে ভূষিত করা হচ্ছে। শিক্ষারত্ন পাচ্ছেন দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরের তিনজন করে, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ার চারজন করে শিক্ষক।

মোট ৬১ জনের মধ্যে ১০ জন শিক্ষক ও অধ্যাপকের হাতে আগামী ৫ সেপ্টেম্বর, মিলনমেলায় রাজ্যের তরফে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে। বাকিদের জেলাস্তরে পুরস্কৃত করা হবে। ওই দিনই চলতি বছরের মোট ১১৪১ জন কৃতী পড়ুয়াকে, সংবর্ধনা দেবে রাজ্য সরকার।

]]>
‘বিদ্রোহ’ ভুলে মোদীর ‘নিন্দা’ করে, তাড়াতাড়ি ‘পাল্টি’ খেলেন তৃণমূলের জহর https://thenewsbangla.com/tmc-mp-jawahar-sircar-criticizes-pm-modi/ Fri, 02 Sep 2022 06:38:30 +0000 https://thenewsbangla.com/?p=16590 ‘বিদ্রোহ’ ভুলে মোদীর ‘নিন্দা’ করে, তাড়াতাড়ি ‘পাল্টি’ খেলেন তৃণমূলের জহর। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে দলের আ’ক্রমণের মুখে পড়েছিলেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আঁচ করেই, এবার জহর সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় মুখর হয়েছেন। দিনকয়েক আগেই জহর সরকার, পার্থ ও অনুব্রতকে নিয়ে বলেন, “শরীরের এইসব পচা অংশ বাদ না দিলে, ২০২৪ সালের ভোটে লড়াই করা কঠিন”। এই মন্তব্যের পরেই, তাঁকে আ’ক্রমণ করেন তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “জহর সরকার চাইলে সাংসদ পদ ছেড়ে দিতে পারেন”।

দলের বিরুদ্ধে গিয়ে পার্থ ও অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করে, দলের রো’ষানলে পরেন জহর সরকার। তিনি জানান, “বাড়ি থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে এরকম দুর্নীতি দেখা যায় না। বাড়ির লোক বলছে রাজনীতি ছেড়ে দিতে। বন্ধুরা জানতে চাইছে, তুই এখনো আছিস? কত পেয়েছিস? এরকম লাঞ্ছনা জীবনে সহ্য করতে হয়নি। আমি রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেব। আত্মসম্মান বিকিয়ে দিয়ে আমি দলে থাকতে চাই না”।

আরও পড়ুনঃ ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠতেই, ‘পাল্টি’ খেয়েছেন জহর। তড়িঘড়ি প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন তিনি। টুইটে তিনি বলেন, “বিশ্বের প্রথম দশজন ধনী-ব্যক্তি তাঁদের সম্পদ বাড়িয়েছেন, নয়া প্রযুক্তিকে ব্যবহার করে। একমাত্র গৌতম আদানির শক্তির উৎসস্থল অন্যত্র। টুইটের ছবিতে জহর দেখিয়েছেন, আদানির সম্পদ মোদী।

]]>
ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল https://thenewsbangla.com/division-bench-retained-justice-abhijit-ganguly-order-canceled-269-teachers-job-for-corruption/ Fri, 02 Sep 2022 06:27:35 +0000 https://thenewsbangla.com/?p=16589 ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল। প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও। বহাল থাকল ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল এর নির্দেশও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে, মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ বহাল থাকল। বহাল থাকল মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। মান্যতা দিলেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। TET বা প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ই। শুক্রবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন। এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ টেট মামলার তদন্তে, সিবিআইয়ের উপরই ভরসা রাখল।

আরও পড়ুন; ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

২০১৪ সালের টেট নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, সভাপতি মানিক ভট্টাচার্য এবং চাকরি বাতিল হওয়া ব্যক্তিরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এই তদন্ত কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হোক, তা চায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, বহাল রাখল সিঙ্গল বেঞ্চের রায়কেই।

]]>