Bengal TMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 24 May 2022 08:34:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal TMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব, সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের https://thenewsbangla.com/abhishek-banerjee-give-arjun-singh-big-responsibility-in-tmc/ Tue, 24 May 2022 08:11:26 +0000 https://www.thenewsbangla.com/?p=15175 একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব; অন্যদিকে সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের। তিনি যে সত্যিই হেভিওয়েট রাজনীতিবিদ; সেটা আবার প্রমান করলেন অর্জুন সিং। দলবদলের পরদিনই তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের সঙ্গে; বৈঠকে সারলেন অর্জুন। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল; দলের কোন দায়িত্ব দেওয়া হবে অর্জুনকে। আশঙ্কা ছিল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত অন্য কোন রাজ্যে; নির্বাসনে না পাঠিয়ে দেওয়া হয় অর্জুনকেও। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণিত হল। দলের বৈঠকে তৃণমূল বনগাঁ সাংগাঠনিক জেলার দায়িত্ব সামলানোর; দায়িত্ব দেওয়া হল অর্জুনকে। সরকারিভাবে সেই দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া না হলেও, দলীয় বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে; জানিয়ে দিয়েছেন সৌগত রায়।

“যারা দলের বিপদে দল ছেড়ে গেছেন; তাদের ফিরিয়ে নেওয়া হবে না। ফেরানো হলেও প্রায়শ্চিত্ত করে; তবেই ফিরতে হবে”। তৃণমূল কর্মীদের বার্তা দিয়েছিলেন; তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জেরে, তৃণমূলে ফিরে আজও নিজের এলাকায়; রাজনীতি শুরু করতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায়শ্চিত্ত করছেন ত্রিপুরায় পরে থেকে। কিন্তু অর্জুন সিং-এর ক্ষেত্রে; সেই নিয়ম মানেননি স্বয়ং অভিষেক। টিটাগড়ের কার্যালয়ে বৈঠকে অর্জুনের উপরে আস্থা রেখে; তাকে গুরুদায়িত্বই দেওয়া হয়েছে। রাজনীতিবিদদের ধারনা, বনগাঁ লোকসভায় মতুয়া ভোট ব্যাংক, তৃণমূলের পক্ষে ফিরিয়ে আনতে; বিজেপি ফেরত অর্জুনের উপরেই ভরসা রাখল তৃণমূল।

আরও পড়ুন <a href=”https://www.thenewsbangla.com/mamata-banerjee-also-lying-about-reducing-petrol-diesel-price-said-tarunjyoti-tewari/”>“পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

রবিবার তৃণমূলে যোগ দিয়েই অর্জুন অভিযোগ করেছিলেন, বিজেপিতে তাঁকে সাংগঠনিক পদ দেওয়া হলেও; কাজ করার সুযোগ দেওয়া হয়নি। তাঁর উপর বিশ্বাস ছিল না বিজেপি নেতৃত্বের। বৈঠক শেষে অর্জুনের দাবি; “আগামীদিনে বারাকপুর শিল্পাঞ্চলের ৯০ শতাংশ বিজেপি কর্মী-সমর্থক; তৃণমূলে যোগদান করবে”। তৃণমূলে যোগ দিয়ে, তিনি চাপমুক্ত হয়ে; মানুষের জন্য কাজ করতে পারবেন বলেও জানিয়েছেন অর্জুন। আগামী কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালি; অর্জুন সিংকে বনগাঁ অঞ্চলের দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

তৃণমূলে ‘কামব্যাক’ করেই, সল্টলেকের সব্যসাচী দত্তের মত বড় দায়িত্ব পেলেন; দাপুটে নেতা অর্জুন সিং। অন্যদিকে, দিদির ছবি বুকে নিয়ে কাঁদতে-কাঁদতে দল ছেড়েও; তৃণমূলে ফিরে এসে বড় শাস্তি জুটেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কপালে।

]]>
ঠিকাদার থেকে ‘শাহজাহান‘, দুই বউয়ের জন্য ‘জোড়া তাজমহল’ তৃণমূলের ’শেখ‘ নেতার https://thenewsbangla.com/tmc-leader-rajib-sheikh-become-rich-after-join-mamata-banerjees-party/ Mon, 23 May 2022 08:04:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15164 ঠিকাদার থেকে শাহজাহান; দুই বউয়ের জন্য ‘জোড়া তাজমহল’ তৃণমূল নেতার। ছিলেন গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার, আজ সেই নেতার রমরমা; চোখ ধাঁধিয়ে দেয় এলাকার মানুষের। দুই বউয়ের জন্য দুটি পেল্লায় বাড়িও বানিয়েছেন; চাপড়ার তৃণমূল নেতা রাজীব শেখ। মুঘল সম্রাট শাহজাহান, তাঁর বেগম মুমতাজের জন্য; বানিয়েছিলেন একটি তাজমহল। আর তৃণমূল নেতা রাজীব শেখ; ছাড়িয়ে গেলেন সম্রাট শাহজাহান-কেও। এলাকার লোকেরা বলে, দুই বউয়ের জন্য; তৃণমূল নেতার জোড়া তাজমহল।

তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পরেই; কপাল খুলে যায় রাজীব শেখের। একটা সময় চাপড়া ব্লকে পঞ্চায়েত সমিতি থেকে; গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারির নিয়ন্ত্রণ ছিল রাজীবের হাতেই। নিজেও ঠিকাদারির কাজ করতেন। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময় থেকেই; ভাগ্য পরিবর্তন হয় রাজীবের। চাপড়ার তৃণমূল প্রার্থী; রুকবানুর রহমানের ডান হাত হয়ে ওঠেন রাজীব।

আরও পড়ুনঃ রাজ্যের ডাকে সাড়া দিলেন না শুভেন্দু অধিকারী, যাচ্ছেন না নবান্নে

বিধায়কের হাত ধরে আরও এগিয়ে; নিজের সাম্রাজ্য বিস্তার করেছে রাজীব। বড় বউ আসমাতারা বিবি বর্তমানে চাপড়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাবা কাংলা শেখ ছিলেন দলের অঞ্চল সভাপতি। রাজীব নিজে ছিলেন চাপড়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। রাজীব ঘনিষ্ঠদের দাবি; দুটো বাড়ি ছাড়াও একাধিক গাড়ি, একাধিক দামি মোটরবাইকের মালিক রাজীব। এছাড়াও তিনটি ইটভাটা, শ্রীনগর মোড়ে পাটের গুদাম, কয়েকজনের সঙ্গে অংশীদারিতে সুপার মার্কেট ও জমি সহ কয়েক কোটি টাকার মালিক তৃণমূল নেতা রাজীব। তবে, এইসব অভিযোগ, পুরোপুরি অস্বীকার করেছেন এই তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ “এটা কি তোর বাপের স্টেশন” বলার দিন শেষ, টাকা ফেললেই রেলস্টেশন আপনার নামে

সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বাবা-ছেলে পদচ্যুত হয়েছেন। তারপরেই উঠেছে রাজীবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। যদিও রাজীবের দাবি, সব তাঁর পরিশ্রমের টাকা। সৎ ভাবে ঠিকাদারি করেই তিনি এই উপার্জন করেছেন। কোন বেআইনি কাজ করে বা দলকে ভাঙিয়ে উপার্জন করেননি। তবে, সাধারণ মানুষ এই আধুনিক শাহজাহান-কে নিয়ে; বেশ মজাই করছেন। বলছেন, দুই বউকে সামলাতে হলে; দুটো তাজমহল তো বানাতেই হবে!

]]>
বাংলায় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে, পরিস্কার জানিয়ে দিলেন অভিষেক https://thenewsbangla.com/mamata-banerjee-successor-in-bengal-tmc-abhishek-made-it-clear/ Wed, 11 May 2022 13:57:36 +0000 https://www.thenewsbangla.com/?p=15052 বাংলায় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে; পরিস্কার জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? বাংলার রাজনীতিতে এনিয়ে; জল্পনা-কল্পনা চলছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে; জল্পনাকে আরও কিছুটা উসকে দিয়েছিলেন। এবার অসম সফরে গিয়ে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে মুখ খুললেন; তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সরকারের আমলে; মমতার পর কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে ফিসফিসানি। এদিন অসমের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, অভিষেক পরিস্কার বলেন; “এই বিষয়ে আমার কোনও অভিমত নেই; যাঁরা এই নিয়ে কথা বলছেন সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। আমি বারবার বলেছি, এই বিষয়ে কিছু জানি না; আমি সকলের মতামতকে সম্মান জানাই। দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে; সেই মতো কাজ করছি। এখন ব্লক, জেলায় তৃণমূলের প্রসার ঘটানোই আমার লক্ষ্য; আপাতত অসমের ৭-১০টি জেলায়; তৃণমূলকে প্রতিষ্ঠা করাই লক্ষ্য; সেটাই করছি।

তৃণমূলের পরবর্তী উত্তরাধিকারী কে; গুয়াহাটিতে এদিন অভিষেককে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তর দিতে গিয়ে তৃণমূল সাংসদ নিজেকে; দলের সাধারণ কর্মী হিসাবেই উল্লেখ করেন। তিনি জানিয়ে দেন, “এই বিষয়ে আমার কোনও অভিমত নেই; যারা এটা নিয়ে কথা বলছে; সেটা তাদের ব্যক্তিগত অভিমত। আমি প্রথম দিনই বলেছি; আমি এই বিষয়ে কিছু জানি না”।

আরও পড়ুনঃ “তৃণমূল ঝুঁকেগা নেহি”, অসমে পা দিয়েই বিজেপিকে উপড়ে ফেলার ডাক অভিষেকের

তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিন, মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায়; দলের উত্তরাধিকারী নিয়ে ভবিষ্যৎদ্বাণী করেন। তিনি লেখেন, “জ্যোতি বাসুর রেকর্ড ভেঙে ২০৩৬ সাল পর্যন্ত; মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ২০৩৬ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে; যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক”।

তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দারও; একইরকম টুইট করেন। তিনি লেখেন, “আগামী ২০২৪ সালেই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে; শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়”। তবে এই নিয়ে বিতর্ক দানা বাঁধতেই; টুইট ডিলিটও করে দেন তৃণমূল সাংসদ।

তৃণমূলের উত্তরাধিকার বিতর্কে মুখ খুলেছেন; রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। পার্থ বলেন; “মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন; দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন। মমতার পর কে নেতা হবেন; তা মমতা যতক্ষণ আছেন, বলতে পারছি না”।

]]>
বাম আমলে ইভিএম, রাম আমলে ব্যালটের দাবিতে সংসদে ধর্নায় তৃণমূল https://thenewsbangla.com/tmc-protest-at-parliament-against-evm-want-ballot-paper-in-assembly-election/ Mon, 24 Jun 2019 07:47:59 +0000 https://www.thenewsbangla.com/?p=14322 বাম আমলে; তিনি ছিলেন ব্যালটের বিপক্ষে। ব্যালটে বামেরা ছাপ্পা ভোট দিয়ে জেতে; এমন অভিযোগ প্রায়ই শোনা গেছে তাঁর গলায়। আজ সপ্তাহের শুরুতেই সেই ব্যালট ফিরিয়ে আনার দাবিতে তাঁর দলের সাংসদরা ধর্নায় বসলেন দিল্লিতে।

সোমবার সকাল থেকেই; সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাদের নতুন স্লোগান ‘ইভিএম হঠাও; ব্যালট ফেরাও’। লোকসভা ভোটে; পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাড়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন ইভিএম বাতিলের দাবিতে।

আরও পড়ুন বাংলার বাঘের ছেলে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৈরির ভূমিকার কথা জানুন

বিজেপি; ইভিএম মেসিনে কারচুপি করে জিতেছে বলেও দাবি করেন তিনি। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপির উঠে আসাকে তিনি বলেন; ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে জিতেছে বিজেপি।

লোকসভা ভোটে বিজেপির জয় যে বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত জয় নয় একথাও শোনা গেছে তাঁর মুখ থেকে। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ব্যালট ফিরিয়ে আনার দাবি করেন।

আরও পড়ুন আপনার বাচ্চার মন বুঝতে, তার হাতের লেখা দেখান হস্তরেখাবিদকে

সোমবার দিল্লির গান্ধী মূর্তির সামনে তৃণমূল সাংসদদের ধর্নায়ও উঠে সেই একই দাবি। বিরোধীদের দাবি; লোকসভা ভোটের আগে কমিটি তৈরি করে; ইভিএম এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস।

ব্যালট ফেরানোর দাবিতে নতুন করে শুরু এই আন্দোলনকে আরও বৃহৎ আকারে নিয়ে যাবার কথা শোনা যায় সাংসদদের মুখে। ব্যালটের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করার কথাও শোনা যায়।

আরও পড়ুন তিন নাবালক সহ মোট ছয়জন মিলে লাগাতার গণধর্ষণ নাবালিকাকে

তৃণমূল এর তরফ থেকে জানা গেছে; ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। তারা এই আন্দোলনের মাধ্যমে ব্যালটে ভোট ফিরিয়েই ছাড়বেন বলেই এই আন্দোলন শুরু হল রাজধানীতে।

]]>
তৃণমূলের অনুব্রতর নকুলদানার পাল্টা বিজেপির সায়ন্ত্বনের নুন https://thenewsbangla.com/bjps-sayantan-basu-counter-attack-anubrata-mandals-nakuldana-words/ Tue, 19 Mar 2019 06:59:39 +0000 https://www.thenewsbangla.com/?p=8774 প্রথমে গুড় বাতাসা, তারপর পাচন আর এখন নকুলদানা। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি নতুন নতুন শব্দ নিয়ে বিরোধীদের প্রকাশ্যেই প্রচ্ছন্ন হুমকি দেন বারবার। এবারের ভোটেও তাঁর নতুন শব্দ নকুলদানা। এর পাল্টা এবার দিলেন বিজেপি নেতা সায়ন্ত্বন বসু। নকুলদানার উত্তরে নুন ছেটাতে বলেছেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

অনুব্রত-র নকুলদানার পাল্টা দিলেন বিজেপির সায়ন্ত্বন বসু। নুন ছেটানোর নিদান দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল ভোটারদের নকুলদানা দেওয়ার কথা বলেছিলেন। যার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি ও সিপিএম। অনুব্রত মণ্ডলের মন্তব্যের পাল্টা সায়ন্ত্বন বসু, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে নুন তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

সোমবার মেদিনীপুর শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সায়ন্ত্বন বসু। সেখানে তিনি, গুণ্ডা বদমাইশদের রাস্তায় ফেলে পেটানোর সময় নুন ছেটানোর নিদান দেন। আর এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ বাংলায় চার দলের লড়াই, ২০১১ র ভুল ২০১৯ এ করল না কংগ্রেস

সূত্রের খবর অনুযায়ী, গুন্ডা বদমাশদের পেটানোর সেই কাজে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের কথা জানিয়েছেন তিনি। জেলার পুলিশ সুপারদের সমালোচনা করে তিনি বলেন, সবাই তৃণমূলের পা চাটা। তৃণমূলে যোগ দেওয়া ভারতী ঘোষ, অর্জুন সিং সম্পর্কে তার সাফাই, তৃণমূলের নির্দেশে সাধারণের ওপর অত্যাচার করেছিলেন তারা।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপি

বিজেপির নুন ছেটানোর নিদানের প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের যুব তৃণমূল সভাপতি রমাপ্রসাদ গিরির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেতা সায়ন্ত্বন বসুর মন্তব্য থেকে তা পরিষ্কার, দাবি করেছেন ওই নেতা। বিষয়টি নির্বাচন কমিশনের সামনে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ফলে নকুলদানা ও নুন নিয়েই আপাতত তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের মুখে আর কি কি শব্দ বাংলার রাজনীতিতে আসে সেটার জন্যই এখন অপেক্ষা। তবে এই ভোট যুদ্ধ আর শব্দ যুদ্ধের রেশ বেশ মজার সঙ্গেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>