Bengal Polls – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 13 May 2019 15:36:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal Polls – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটে হিংসা নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করলেন অরুন জেটলি https://thenewsbangla.com/arun-jaitley-attacks-cm-mamata-banerjee-on-violences-in-bengal-polls/ Mon, 13 May 2019 15:36:40 +0000 https://www.thenewsbangla.com/?p=12894 শেষ হয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন; প্রথম দফা থেকেই রাজ্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটেছে প্রতিটি নির্বাচনে; রাজ্যের বেশ কিছু লোকের মৃত্যুও হয়েছে ভোটের অশান্তিতে; গতকাল রবিবারে ষষ্ঠ দফা নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি; তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন অরুন জেটলি।

সোমবার এক ট্যুইটে অরুন জেটলি জানান; বাংলায় প্রতিনিয়ত গনতন্ত্রের হত্যা করছে মমতা; বিরোধী দলের সমর্থকদের আক্রমন ও হত্যা করা হচ্ছে; বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না; বিরোধী দলের মিছিল মিটিং করার অনুমতি দেওয়া হচ্ছে না; এমনই সব অভিযোগে ট্যুইটারে সরব হয়েছেন জেটলি।

হিন্দু সন্ত্রাসবাদী ইস্যুতে কমল হাসানক একহাত নিলেন বিবেক ওবেরয়

গতকাল সকালেই ঝাড়্গ্রামে এক বিজেপি সমর্থকের মৃত্যুর খবর পাওয়া যায়; এদিকে কেশপুরে তৃণমূল কর্মীদের হাতে রক্তাক্ত হয় কেন্দ্রীয় বাহিনী; কেশপুরের একটি বুথে ছাপ্পা ভোট হচ্ছে; এমনই খবর পেয়ে সেই বুথে ছুটে যান ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ; ভারতীর সাথে ছিলেন নিরাপত্তারক্ষীরা।

বুথে পৌঁছানো মাত্রই কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ঘিরে তৃণমূল কর্মীরা তুমুল ইটবৃষ্টি শুরু করে; ইটের ঘায়ে রক্তাক্ত হন ভারতীকে ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান; সম্পূর্ণ ভাংচুর করা হয় ভারতীর গাড়ি।

আরও পড়ুন গডসে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী, বললেন কমল হাসান

ভোটের দিন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ সকাল থেকেই অভিযোগ করেন; তার এজেন্টকে কোন বুথে বসতে দেওয়া হচ্ছে না; ভোট শেষ হবার পরেও বিভিন্ন জায়গা থেকে হামলা পাল্টা হামলার খবর এসেছে।

অরুন জেটলির এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন; জেটলির টুইটার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে হারের ভয়ে বিরোধীরা ভুল বকছে; সোশ্যাল মিডিয়াকে ব্যাবহার করে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিজেপি।

]]>
শুরু হল চতুর্থ দফার ভোট, রণক্ষেত্র দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ স্কুল চত্বর https://thenewsbangla.com/live-lok-sabha-vote-fourth-phase-keep-an-eye-on-bengal-lok-sabha-polls/ Mon, 29 Apr 2019 01:53:21 +0000 https://www.thenewsbangla.com/?p=11869 কল্যাণ চৌবেকে শোকজ করলো নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল প্রিজাইটিং অফিসারকে। নদিয়ার চাপারার একটি বুথে ফোন কানে ঢুকে পরেন কল্যাণ চৌবে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল।

বীরভূমের নানুরে গ্রামবাসীদের সাথে বহিরাগত দুষ্কৃতীদের সংঘর্ষ। নানুরের ২১৭ নাম্বার বুথে বিজেপি সমর্থক এর হাত ভেঙ্গে দেবার অভিযোগ। বয়স্ক ব্যাক্তিকে মারধর করা হয়। ভোটারদের জন্য শাসক দলের ব্যাবস্থায় রান্না ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে মোবাইল নিয়ে বুথে ঢোকার অভিযোগ। নদিয়ার চাপারার একটি বুথে ফোন কানে ঢুকে পরেন কল্যাণ চৌবে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

শান্তিপুরে বোমা উদ্ধার। ১৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়। বুথের ২০০ মিটারের মধ্যেই উদ্ধার হয় বোমা। পরে পুলিস গিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিস।

আসানসোলের জামুরিয়াতে ভোটারদের ভোট দিতে বাধা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে ভোটাররা আবার বুথমুখী। কেন্দ্রীয়বাহিনীর অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূল ও বিজেপির একে অপরের প্রতি অভিযোগ। আসানসোলে বিভিন্ন জায়গায় অশান্তির খবর।

বারাবনিতে তৃণমূল নেতার অভিযোগ বাবুল সুপ্রিয় বুথে ঢুকে গুণ্ডামি করছে। বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূল পোলিং এজেন্ট এর সাথে বাবুল সুপ্রিয়ের তর্কাতর্কি। বাবুলের অভিযোগ বিজেপির পোলিং এজেন্ট কে বসতে দেওয়া হচ্ছে না বুথে। বারাবনির ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠালেন।

ভোটারদের চপ মুড়ি বিতরণ করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে । ঘটনাটিকে পান্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কলেজ পাড়ার ছাপ্পান্ন নম্বর বুথে । অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এ দিন সকালবেলায় ভোটারদের চপ মুড়ি বিতরণ করতে দেখা যায় শাসক দলের কর্মীদের।

কেতুগ্রামে ছাপ্পা ভোট সংবাদ মাধ্যম ও কেন্দ্রীয় বাহিনীর সামনে। পর পর ছাপ্পা ভোট। প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করার দাবি। সংবাদ মাধ্যমের তোলা ভিডিও দেখে প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এ বিক্ষোভ দেখান ভোটাররা। লাঠিচার্জ শুরু করল করল কেন্দ্রীয় বাহিনী। ছুটে পালাচ্ছেন ভোটাররা। জেমুয়া রণক্ষেত্র। পুলিশের লাঠির আঘাতে আক্রান্ত তিন বছরের শিশু।

বীরভূমের সিউড়ি তে ২০৩ নম্বর বুথ এর কাছে ১০০ মিটারের মধ্যে তৃণমূলের একটি ক্যাম্প করার অভিযোগ। তুলে দিল কেন্দ্রীয় বাহিনী। পতাকা খুলে দেওয়া হল।

দুর্গাপুরের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটারদের প্রতিবাদ। ভোট বয়কট করলেন জেমুয়ার ভোটাররা। এলাকায় ছুটে গেছেন নির্বাচন কমিশন প্রতিনিধিরা। বর্ধমান দুর্গাপুরের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোটারদের বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনী নেই, এই দাবী নিয়েই ভোট বয়কট করলেন ভোটাররা। তুমুল বিক্ষোভে বন্ধ ভোট। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এ বিক্ষোভ দেখান ভোটাররা।

বহরমপুর বি এড কলেজে পাচিল টপকে বুথে ঢোকায় আটক এক। এখানে ছাপ্পা ভোট দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুর শহরের বিভিন্ন বুথেই ঝামেলা চলছে। অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনী নেই বলেই দাবী। কোথায় তৃণমূল, কোথাও কংগ্রেস যে যেখানে পারছে এলাকা দখল করে রেখেছে।

বহরমপুরের বিভিন্ন বুথে কংগ্রেস এজেন্টদের বসতে না দেবার অভিযোগ। বাইকে করে ছুটে বেড়াচ্ছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর বিএড কলেজে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী না থাকায় তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ। একজন বহিরাগত কে ধরে ফেললেন স্থানিয় বাসিন্দা ও কংগ্রেস কর্মীরা। প্রচণ্ড উত্তেজনা রয়েছে ওই স্কুলে।

বর্ধমানের হাটগোবিন্দপুরে ১৬০ নং বুথে ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহন শুরু হয় নি। নতুন ইভিএম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন আধিকারিক।

ভোট বয়কট করে বুথ ছাড়লেন সেকেন্ড পোলিং অফিসার। নদিয়ার কৃষ্ণনগরের একটি বুথের ঘটনা। ওই জায়গায় একই ক্যাম্পাসে ৫টি বুথ থাকলেও কোন কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ।

বীরভূমের ময়ূরেশ্বরে ব্রাহ্মণপাড়ায় ভোট দিতে এসে মেশিন খারাপ থাকায় ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। কিন্তু বুথের মধ্যে মোবাইলে কথা বলে আইন ভাঙেন তিনি। তিনি ভুল স্বীকার করে নিয়েছেন। নজর দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা

মুর্শিদাবাদে বিভিন্ন বুথে কংগ্রেস এজেন্টকে বসতে না দেবার অভিযোগ। পার্টি অফিস থেকে ছুটে এসে বিভিন্ন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থেকে নিজের এজেন্ট বসালেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর কৃষ্ণনাথ কলজিয়েট স্কুলের ৬ ও ৭ নম্বর বুথে এই ঘটনা ঘটে। বহরমপুর শহরের বিভিন্ন বুথে তিনি ঘুরে ঘুরে নিজের এজেন্ট বসান। অভিযোগের তীর তৃণমূলের দিকে।

নদিয়া ও মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী না পেয়ে ভোট কর্মীদের বিক্ষোভ। সব বুথে কেন্দ্রীয় বাহিনী নেই বলেই অভিযোগ। নদিয়ার আসন নগরে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল রাজনৈতিক কর্মীর। তৃণমূলের কর্মী বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ বউয়ের খোঁজ রাখেন না, দেশের মানুষের খোঁজ কি করে রাখবেন, মোদীকে খোঁটা মমতার

সোমবার কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচন হচ্ছে। তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ায় এই আসনটি খালি হয়। সোমবারই লোকসভা ভোটের সঙ্গে এই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন চলছে।

আজকের ভোটের যাবতীয় তথ্যঃ সোমবার বাংলার ৮ টি আসনে ভোট, দেখে নিন একনজরে ৮ কেন্দ্রে ভোটের কিছু তথ্য

কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম ও বহরমপুর লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে। সকালে ভোট গ্রহণ শান্তিতেই চলছে।

লোকসভা ভোট ২০১৯। সোমবার সকাল ৭ টা থেকে শুরু হল দেশের সঙ্গে রাজ্যে চতুর্থ দফার ভোট। বাংলার ৫ জেলার ৮ টি লোকসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সারাদিন দেখুন কোন জেলার কোন আসনে কি হচ্ছে। ৮ লোকসভা কেন্দ্রের প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সোমবার বাংলায় চতুর্থ দফার ভোটে। প্রায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।

]]>
বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-commission-depends-on-satyajit-rays-gupi-bagha-for-bengal-polls/ Fri, 19 Apr 2019 14:56:44 +0000 https://www.thenewsbangla.com/?p=11226 বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল বাংলার মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা নির্বাচন কমিশন। গুপি বাঘার মত অভিনয় করে ভোট দেবার প্রচার করছেন দুই অভিনেতা, এমন একটা ভিডিও প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। তবে অনেকেই মজা করে বলছেন, গুপি বাঘা নয়, বাংলার ভোটের বুথে হিংসা ও সন্ত্রাস বন্ধ করতে পারে একমাত্র ভূতের রাজা।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

দেখুন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার দফতর থেকে প্রকাশিত গুপি বাঘাকে নিয়ে সেই ভিডিও টিজারঃ

সত্যজিৎ রায় কেবলমাত্র বাংলারই নন। তিনি বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক। তাঁর তৈরি করা যে সব সিনেমা আছে তার মধ্যে গুপী গাইন বাঘা বাইন আজও সকলের মন জয় করে নেয়। আর এবার নির্বাচন কমিশন সেই গুপী বাঘা কে নিয়েই মানুষকে ভোট দানের জন্য সচেতন করার উদ্যোগ গ্রহণ করল। গুপি বাঘাকে নিয়ে এবার ভোটারদের বুথে যাবার টিজার বের করল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা সিইও দফতর।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন কমিশন ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাদের মূল লক্ষ্য রেখেছিল দেশের প্রত্যেক ভোটারকে ভোটদান কেন্দ্রের নিয়ে যাওয়া। ইতিমধ্যেই নির্বাচন কমিশন অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সারা রাজ্য জুড়ে। এবার দ্বিতীয় দফার নির্বাচনের পর গুপি বাঘা কে সঙ্গে করে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। তাদের গান আর ঢাকের মাধ্যমে রাজ্যবাসীকে ভোট দেবার জন্য উৎসাহিত করছে কমিশন।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

আর দেরি নয় এবার ভোটদান কক্ষে গিয়ে নিজের ভোট দিতে হবে নিজের হাতেই। নিজের ভোট নিজে দিন। এই প্রচার করতেই, ছোট্ট একটি ভিডিও ক্লিপ বানিয়ে গুপি বাঘার মাধ্যমে মানুষের কাছে তাঁরা পৌঁছতে চাইছেন বাকি পাঁচ দফার সকল ভোটারের কাছে। এইভাবেই বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল বাংলার মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি

তবে মুখ্য নির্বাচনী অফিসার দফতর এর এই টিজার দেখে ও প্রথম দুই দফার ভোটে বেশ কিছু জায়গায় হিংসা ও সন্ত্রাস দেখে সাধারণ ভোটাররা অবশ্য বলছেন, গুপি বাঘা নয়, সরাসরি ভূতের রাজার শরণাপন্ন হতে পারত বাংলার মুখ্য নির্বাচনী অফিসার দফতর বা নির্বাচন কমিশন। তাহলে বুথের বাইরে ও ভিতরে ঢুকে নৃত্য করা দলের ভূতগুলোকে শায়েস্তা করতে পারত ভূতের রাজা। যেটা সবটা পারছে না নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>