Bengal people – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 Jun 2022 05:20:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal people – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অবরোধ উঠে গেছে’, ট্রাফিক পুলিশের পোস্টে ধুয়ে দিলেন সাধারণ মানুষ https://thenewsbangla.com/kolkata-traffic-police-post-bengal-people-strict-criticism-on-national-highway-blockade/ Fri, 10 Jun 2022 05:19:36 +0000 https://www.thenewsbangla.com/?p=15338 ‘অবরোধ উঠে গেছে’; কলকাতা ট্রাফিক পুলিশের পোস্টে ধুয়ে দিলেন সাধারণ মানুষ। কেউ লিখেছেন; “লজ্জা করে না আপনাদের”। কেউ লিখেছেন; “রোদ্দুর রায়ের পিছনে পুলিশ না পাঠিয়ে ওখানে পাঠান, কাজে দেবে”। অনেকের মন্তব্য; “অসংখ্য ধন্যবাদ দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কর্মকাণ্ড দেখে যাওয়ার জন্য”। কারো বক্তব্য; “কাল সকালে বাইক ধরবেন লাইন দিয়ে; কিছু তো একটা করতে হবে নাকি”। অনেকেই লিখেছেন; “আপনাদের ব্যর্থতাকে একজন ভারতীয় বাঙালি হিসাবে কুর্নিস জানাই; রাজ্যের প্রশাসন এবং প্রসাশক দুজনেই ব্যর্থ অবরোধ তুলতে”। “নির্লজ্জ্ব দালালির স্পষ্ট নিদর্শন। ছিঃ”; এমন মন্তব্যও দেখা গেল।

কলকাতা ট্রাফিক পুলিশের পোস্টে গিয়ে; যাতা লিখে এলেন বাংলার মানুষ। সোজা কোথায় ট্রাফিক পুলিশকে তুলধোনা করে দিলেন; বাংলার আমজনতা। ঘটনাটা কি? বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রায় রাত ৮টা পর্যন্ত; চলে জাতীয় সড়ক অবরোধ। ডোমজুড়-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে; ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকে ৬ নম্বর জাতীয় সড়ক।

'অবরোধ উঠে গেছে', ট্রাফিক পুলিশের পোস্টে ধুয়ে দিলেন সাধারণ মানুষ
‘অবরোধ উঠে গেছে’, ট্রাফিক পুলিশের পোস্টে ধুয়ে দিলেন সাধারণ মানুষ

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং

প্রায় ১২ ঘণ্টার অবরোধে; চরম দুর্ভোগ পোহাতে হয় হাজার-হাজার সাধারণ মানুষকে। আটকে পরে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি; হাজার-হাজার বয়স্ক পুরুষ মহিলা, বাচ্চা। সুপ্রিম কোর্টের নির্দেশে, রাস্তা অবরোধ করে; আন্দোলন একেবারেই নিষিদ্ধ। কিন্তু বৃহস্পতিবার এক স্বঘোষিত ইমামের ডাকা, জাতীয় সড়ক অবরোধ তুলতে; কিছুই করেনি রাজ্য পুলিশ প্রশাসন।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন গ্রেফতার, অনুব্রতর রক্ষী হতেই অগাধ সম্পত্তি

রাত ১০টা নাগাদ; ট্রাফিক আপডেট দেয়; কলকাতা ট্রাফিক পুলিশ। সেখানে লেখা হয়; Traffic update: Road blockade withdrawn near from Nibra Crossing, traffic plying normally on 2nd Hooghly bridge towards Howrah।

এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠে আমজনতা। যে যেমন পারেন; লিখে আসেন কলকাতা ট্রাফিক পুলিশের পেজে। প্রত্যেকেই ধুয়ে দেন; কলকাতা ট্রাফিক পুলিশকে। অনেকেই লিখেছেন, “লজ্জা লাগে না আপনাদের; চুপ করে বসে মজা দেখতে”? অনেকেই সরাসরি ‘ছিঃ’ লিখেছেন পুলিশের উদ্দ্যেশ্যে। এর দ্বারাই বোঝা যায়, জাতীয় সড়ক অবরোধ কাণ্ডে; কতটা ক্ষুব্ধ বাংলার সাধারণ মানুষ। তারা কলকাতা পুলিশের পেজে গিয়েও; কড়া সমালোচনা করতে ছাড়ছেন না।

]]>
নববর্ষের শুরুতে সকলকে কি বার্তা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-bengal-cm-wish-happy-new-year-to-bengal-people/ Mon, 15 Apr 2019 06:23:33 +0000 https://www.thenewsbangla.com/?p=10864 ১৪২৫ বঙ্গাব্দের পূর্তির পর ১৪২৬ বঙ্গাব্দের শুভলগ্নে নববর্ষের আনন্দে মেতেছে আপামর বাঙালি। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে বন্ধু, পরিজন প্রতিবেশীদের নববর্ষের শুভেচ্ছা জানানো ও হালখাতার মাধ্যমে শুরু হচ্ছে বাঙালির নতুন বছরের প্রথম দিন।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

আর এই শুভলগ্নেই সকলের উদ্দেশ্যে ট্যুইট করে শুভকামনা জানালেন মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে নববর্ষ এর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “শুভ নববর্ষে সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ ৷ সকলের আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনা করি ৷ সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন ৷”

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

একদিকে ভোটের উত্তাপ, তার সাথে দাবদাহ, দুটোই বাড়ছে সমান তালে। রাজনৈতিক বাকবিতণ্ডা, যুক্তি পাল্টা যুক্তি, আক্রমণ – প্রতি আক্রমনের মধ্যে আক্রান্ত দেশবাসী৷ রাজনৈতিক দলগুলির মধ্যে নিত্য চলছে কাদা ছোঁড়াছুঁড়ির খেলা।

আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়

গত দুই দিন রামনবমীতেও অস্ত্র মিছিল নিয়েও চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরজা। অস্ত্রের ঝলকানি দেখে আশঙ্কিত হয়েছেন অনেকেই। রাজনীতির সুস্থ পরিবেশ ফিরে পাওয়ার আহবান জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ।

আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

নিঃসন্দেহে নববর্ষের প্রথম প্রভাতে জনসাধারণ থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে সমস্ত প্রকার উত্তাপ থেকে শান্ত থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোট বাজারে একদিনের জন্য অন্তত শান্তির আবহাওয়া পেলেন আমজনতা।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/kolkata-high-court-gave-relief-to-bengal-people-for-watching-cable-tv-upto-february/ Wed, 30 Jan 2019 04:53:26 +0000 https://www.thenewsbangla.com/?p=6200 টিভির দর্শকদের জন্য আপাতত সুখবর। পয়লা ফ্রেবরুয়ারি থেকেই পে চ্যানলের জন্য টাকা দিতে হবে না দর্শকদের। ট্রাই এর নোটিফিকেশন এর উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৮ ফ্রেবরুয়ারি পর্যন্ত আগের টাকা দিয়েই দেখতে পাবেন সব চ্যানেল। নির্দেশ উচ্চ আদালতের।

আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

রাজ্যের ৮০টি কেবল অপারেটরদের আবেদনে সাড়া দিল হাইকোর্টের। এই নিয়ে হলফনামা দেবে ট্রাই। পে চ্যানেলের মুনাফায় তাদের সবচেয়ে বেশি অধিকার আছে, তাই পে চ্যানেলের মুনাফার ৮০% শেয়ারের দাবি জানিয়ে ট্রাই এর দারস্থ হয়েছিল চ্যানেল মালিকরা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৭ সালের মার্চ মাসে ট্রাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় লাভের ৮০ শতাংশ পাবে চ্যানেলে মালিকরা। বাকি টাকার ৫৫% পাবে মাল্টি সার্ভিস অপারেটর অর্থাৎ যাদের মাধ্যমে চ্যানেল দেখা যায়। বাকি ৪৫% ছিল লোকাল কেবল অপারেটরদের হাতে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

এর বিরোধতা করে লোকাল কেবল অপারেটররা। ২০১৭ এর আগে ট্রাই এর কাছে একাধিক অভিযোগ আসে। যেখানে দর্শকদের অভিযোগ ছিল তাদের পছন্দের চ্যানেল তারা দেখতেই পান না অনেক সময়। এমনকি যে চ্যানেল তাদের পছন্দের তালিকায় নেই তা দেখতে বাধ্য হন তারা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই সংগে এমএসও কে দর্শক সংখার উপর টাকা দিত লোকাল কেবল অপারেটররা। দর্শকদের পছন্দ ও সুবিধার্থে নতুন বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে শেয়ার ঠিক করে দেয় ট্রাই। ২০১৭ তে জারি হলেও এক্সটেনশন দিয়ে একবছর পরে লাগু করার কথা জানায় ট্রাই। পয়লা ফ্রেব্রুয়ারিতে সেই বিজ্ঞপ্তি লাগু হবার কথা ছিল।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেন রাজ্যের ৮০ জন কেবল অপারেটর। তাদের যুক্তি, আসলে গ্রাহক স্বার্থই এখানে দেখা হচ্ছে না। বিশ্ববাংলা কেবল অপারেটর প্রেসিডেন্ট শংকর মন্ডল জানান, “বিজ্ঞাপনে চ্যানেলগুলি তাদের টাকার কথা বলছে। অথচ জিএসটি, সার্ভিস চার্জের কথা বলছেই না। চ্যানেলগুলো আসল কথা না বলায় গ্রাহকদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে তাদের”।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

ফলে মোটের উপর কেবল অপারেটররাই তাদের গ্রাহকদের হারাবেন। বহু অপারেটররা আত্মহত্যা করতে বাধ্য হবেন। প্রসংগত এই রাজ্যেই প্রথম নয় এই বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে কেরালাতেও। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে কতদিন আটকে রাখা যাবে সেই নিয়েই আশঙ্কায় কেবল অপারেটররা।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই ফয়সালা হবে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত আরও তিন সপ্তাহ ঝামেলার হাত থেকে রেহাই পেলেন সাধারণ গ্রাহক, বলছেন কেবল অপারেটররা। কিন্তু তারপর কি হবে? এটাই এখন প্রশ্ন কেবল অপারেটরদের। ১৯ তারিখ ফের এই মামলা উঠবে কলকাতা হাইকোর্টে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>