Bengal Minister – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 09 Dec 2018 13:32:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal Minister – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল https://thenewsbangla.com/its-very-bad-to-bring-leaders-and-ministers-as-guests-in-all-the-events/ Sun, 09 Dec 2018 13:27:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3807 The News বাংলা, শিলিগুড়িঃ বিব্রত আয়োজকরা। বিরক্ত বাকি বক্তারাও। ক্ষুব্ধ দর্শক ও শ্রোতারা। তাতে কি? আয়োজকদের বিব্রত করে জিএসটি জনসচেতনতার অনুষ্ঠানে এসে তারই তুমুল সমালোচনা রাজ্যের মন্ত্রীর। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার ফল ভোগ করল আয়োজকরা।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

জিএসটি ও ট্যাক্স সংক্রান্ত আলোচনা নিয়ে সেমিনারে এসে জিএসটির বিরোধিতায় সমালোচনা করে জনসচেতনতার অনুষ্ঠানকেও রাজনীতিতেই নামিয়ে আনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ধোঁয়াশাকে ফের একবার উস্কে দিয়ে একপ্রকার বিরোধিতায় মুখর হয়ে উঠলেন তিনি। একটি অরাজনৈতিক সেমিনারে পর্যটন মন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের কার্যকর্তাদের।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

‘এক দেশ এক ট্যাক্স’ লাগু করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার ‘জিএসটি’ চালু করে। কিন্তু সেই জিএসটি মানুষের কাছে এখনও পরিষ্কার নয়। সেই কারনেই জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে সমাজের মানুষকে ওয়াকিবহাল করাতে ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের উদ্যোগে শিলিগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

‘দীগন্ত-২০১৮’ শীর্ষক সেই সেমিনারটি রবিবার শিলিগুড়ির একটি বেসরকারী হোটেলে আয়োজন করা হয়। মুলত জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে মানুষের জানা কতটা প্রয়োজন ও ঠিক কি কি উপায়ে এই ট্যাক্স প্রয়োগ করা যায়, এ সমস্ত বিষয়ে সকলকে জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয়৷

সেই সেমিনারে জিএসটি ও ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য রাখেন মুম্বাইয়ের প্রখ্যাত আইনজীবী শৈলেশ শেঠ, দিল্লীর আইনজীবি কপিল গোয়েল। এছাড়াও বক্তব্য রাখেন নন্দিনী ঘোষ সহ অন্যান্যরা। কিন্তু সেমিনারের তাল কেটে যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্যের সময়।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

সেমিনারে মুখ্য অতিথি হিসেবে এসে গৌতম দেব তার বক্তব্যের গোটাটাতেই রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি ‘জিএসটি’র বিষয়টি নিয়ে মানুষের মনে কার্যত ভীতির সঞ্চার করে গেলেন। এদিন তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, মধ্যরাতে জিএসটি ঘোষনা করে কেন্দ্র সরকার ওয়ান নেশান ওয়ান ট্যাক্স ঘোষনা করে। মানুষ এখনও সে বিষয়ে পরিস্কার নয়।

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

তিনি কটাক্ষ করে বলেন, জিএসটি কাউন্সিল প্রায় প্রতিদিনই নিয়মের পরিবর্তন করে চলেছে। কেন্দ্র সরকার বলেছিল, জিএসটি চালু হলে মানুষের ভোগান্তি কম হবে। কিন্তু মানুষের ভোগান্তি একটুও কমে নি।

জিএসটির সচেতনতা শিবিরে এসে জিএসটি নিয়ে এমন মন্তব্যে বিব্রত বোধ করেন উদ্যোক্তারা। জিএসটি নিয়ে জনসচেতনতা সেমিনারকে রাজনৈতিক সমালোচনার মঞ্চে পরিনত করলেন গৌতম দেব। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল ভোগ করলেন আয়োজকরা।

]]>
রাজ্যের মন্ত্রীর দেহরক্ষী রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ https://thenewsbangla.com/bengal-ministers-bodyguard-is-mysteriously-shot-in-the-head/ Sat, 13 Oct 2018 06:35:44 +0000 https://www.thenewsbangla.com/?p=1146 পূর্ব মেদিনীপুর: পরিবহমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী গুলিবিদ্ধ। গুলিবিদ্ধ ওই পুলিশকর্মীর নাম শুভব্রত চক্রবর্তী। ওই পুলিশ কর্মীর মাথায় গুলি লেগেছে। কি কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই পুলিশ কর্মীকে গুরুতর আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী তাঁর পাইলট কারের রক্ষী ছিলেন বলে জানা গেছে। এদিন সকালে তাঁর মাথায় গুলি লাগে। কি করে মন্ত্রীর দেহরক্ষীর মাথায় গুলি লাগলো তা নিয়ে হইচই পরে গেছে রাজ্য প্রশাসনে। প্রাথমিক তদন্তে পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মী আত্মহত্যার চেষ্টা করেছেন।

এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনায় গুলি ছিটকে গিয়ে দেহরক্ষীর মাথায় লেগেছে তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই নিয়ে এখনও মুখ খুলতে চান নি জেলা পুলিশের কর্তারা।

এর আগেও শুভেন্দু অধিকারীর পাইলট কার ও লরির ধাক্কায় পাঁচ পুলিশ কর্মীর আহত হবার ঘটনা ঘটে। তখন ঘটনাটি ঘটেছে নন্দকুমার-তমলুক ১১৬ বি জাতীর সড়কের কাছে। ওই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। পাইলট কারের মধ্যে থাকা ৫ পুলিশ কর্মী জখম হন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। লরির চালককে আটক করা হয়।

এবারের ঘটনার কারণ কি, তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। মন্ত্রীর দেহরক্ষীর মাথায় গুলি লাগার ঘটনায় এবার রাজ্য প্রশাসনে চাঞ্চল্য পড়ে গেছে। আত্মহত্যা না দুর্ঘটনা তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মী আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিজের সার্ভিস রিভলবার থেকেই নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই পুলিশকর্মী, জানিয়েছেন জেলা পুলিশের বড়কর্তারা। তবে, সব দিক খতিয়ে দেখেই এই নিয়ে ফাইনাল সিদ্ধান্ত জানাবে জেলা পুলিশ।

কাঁথি মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় শুভঙ্কর চক্রবর্তীর চিকিৎসা চলছে। কলকাতায় কোন বড় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া যায় কিনা সেটাও ভাবছে জেলা পুলিশ প্রশাসন। তবে এই মুহূর্তে ওই পুলিশ কর্মীর অবস্থা বেশ সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

শুভঙ্কর চক্রবর্তীর বাড়ির লোক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কাঁথিতে। তাঁরাও বুঝে উঠতে পারছেন না, কি ঘটলো হঠাৎ। পুলিশের প্রাথমিক অনুমান, নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি চালিয়েছেন ওই পুলিশ কর্মী। এটাই এখনও বিশ্বাস করতে পারছেন না ওই পুলিশ কর্মীর বাড়ির লোক।

]]>