Bengal Lok Sabha Seats – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 26 Mar 2019 16:01:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal Lok Sabha Seats – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আরও ১০, বাংলায় ৪২ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী ঠিক করল বিজেপি https://thenewsbangla.com/bjp-announced-another-10-total-40-out-of-42-candidates-in-bengal-lok-sabha-seats/ Tue, 26 Mar 2019 16:01:46 +0000 https://www.thenewsbangla.com/?p=9315 বাংলায় মোট ৪০ টি আসনের প্রার্থী ঠিক হয়ে গেল বিজেপির। প্রথমে ২৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তারপর জঙ্গিপুর ও দার্জিলিং এর প্রার্থী ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে আরও দশ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

জল্পনা সত্যি করে মতুয়া ঠাকুরবাড়ি থেকে শান্তনু ঠাকুরকে বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। এছাড়াও জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল উলুবেড়িয়া থেকে। সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে হাওড়া থেকে। তবে পুরুলিয়া ও বর্ধমান দুর্গাপুর আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারল না বিজেপি।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রীর সোনা কাণ্ড নিয়ে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন

মঙ্গলবারের পর এরাজ্য থেকে মোট ৪০ জন প্রার্থী ঘোষণা করা হল বিজেপির তরফে। এখনও বাকি আর ২টি আসন। বর্ধমান দুর্গাপুর ও পুরুলিয়া আসন। এভাবে এত ভাগে প্রার্থী ঘোষণা করায় কিছুটা হতাশ কর্মীরাও।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ বিধায়ক, অর্জুনের মন্তব্যে জল্পনা চরমে

একনজরে আবার দেখে নিন কোন আসন থেকে কে প্রার্থীঃ

৩১। হাওড়া: রন্তিদেব সেনগুপ্ত
৩২। বাঁকুড়া: সুভাষ সরকার
৩৩। বোলপুর: রামপ্রসাদ দাস
৩৪। বহরমপুর: কৃষ্ণ জোয়ারদার আর্য
৩৫। রাণাঘাট: মুকুটমণি অধিকারী
৩৬। ডায়মন্ড হারবার: নীলাঞ্জন রায়
৩৭। উলুবেড়িয়া: জয় বন্দ্যোপাধ্যায়
৩৮। মুর্শিদাবাদ: হুমায়ুন কবির
৩৯। বনগাঁ: শান্তনু ঠাকুর
৪০। কাঁথি: দেবাশিস সামন্ত

আরও পড়ুনঃ জলপাইগুড়ি লোকসভায় বিজেপির দুজন প্রার্থী, শোরগোল বাংলায়

১০টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথম এবং দ্বিতীয় প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবার আরও ১০ প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির৷ পশ্চিমবঙ্গের ৩০টি আসনের প্রার্থী কিছুদিন আগেই চূড়ান্ত করেছে বিজেপি। একনজরে দেখে নিন পুরো তালিকা।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

বাংলায় বিজেপির ৪০ আসনে প্রার্থী কারা? জেনে নিন একনজরেঃ

১। কোচবিহারঃ নিশীথ প্রামাণিক
২। কৃষ্ণনগরঃ কল্যাণ চৌবে
৩। কলকাতা দক্ষিণঃ চন্দ্র বসু
৪। কলকাতা উত্তরঃ রাহুল সিনহা
৫। যাদবপুরঃ অনুপম হাজরা
৬। আলিপুরদুয়ারঃ জন বার্লা
৭। জলপাইগুড়িঃ জয়ন্ত রায়
৮। রায়গঞ্জঃ দেবশ্রী চৌধুরী
৯। মালদা উত্তরঃ খগেন মুর্মু
১০। মালদা দক্ষিণঃ শ্রীরূপা মিত্র চৌধুরী

আরও পড়ুনঃ জেএনইউ উপাচার্যর বাড়িতে শতাধিক বামপন্থী ছাত্রদের হামলা, স্ত্রীকে চরম হেনস্থা

১১। দমদমঃ শমীক ভট্টাচার্য
১২। বসিরহাটঃ সায়ন্তন বসু
১৩। বালুরঘাটঃ সুকান্ত মজুমদার
১৪। বারাসতঃ মৃণালকান্তি দেবনাথ
১৫। হুগলিঃ লকেট চট্টোপাধ্যায়
১৬। মেদিনীপুরঃ দিলীপ ঘোষ
১৭। আসানসোলঃ বাবুল সুপ্রিয়
১৮। ঘাটালঃ ভারতী ঘোষ
১৯। বীরভূমঃ দুধকুমার মণ্ডল
২০। আরামবাগঃ তপন রায়

আরও পড়ুনঃ শোভন বাদ, তৃণমূলের ভোটের দায়িত্বে রত্না চট্টোপাধ্যায়

২১। জয়নগরঃ অশোক কাণ্ডারী
২২। শ্রীরামপুরঃ দেবজিৎ সরকার
২৩। বারাকপুরঃ অর্জুন সিং
২৪। মথুরাপুরঃ শ্যামাপ্রসাদ হালদার
২৫। বিষ্ণুপুরঃ সৌমিত্র খাঁ
২৬। তমলুকঃ সিদ্ধার্থ নস্কর
২৭। ঝাড়গ্রামঃ কুন্নুর হেমব্রম
২৮। বর্ধমান পূর্বঃ পরেশ দাস
২৯ঃ জঙ্গিপুরঃ মাফুজা খাতুন
৩০ঃ দার্জিলিং- রাজু বিস্ত

আরও পড়ুনঃ যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই শুনবে স্কুল সার্ভিস কেলেঙ্কারির ঘটনা

৩১। হাওড়া: রন্তিদেব সেনগুপ্ত
৩২। বাঁকুড়া: সুভাষ সরকার
৩৩। বোলপুর: রামপ্রসাদ দাস
৩৪। বহরমপুর: কৃষ্ণ জোয়ারদার আর্য
৩৫। রাণাঘাট: মুকুটমণি অধিকারী
৩৬। ডায়মন্ড হারবার: নীলাঞ্জন রায়
৩৭। উলুবেড়িয়া: জয় বন্দ্যোপাধ্যায়
৩৮। মুর্শিদাবাদ: হুমায়ুন কবির
৩৯। বনগাঁ: শান্তনু ঠাকুর
৪০। কাঁথি: দেবাশিস সামন্ত

বাকি পুরুলিয়া ও বর্ধমান দুর্গাপুর আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারল না বিজেপি। এই দুই আসনে কবে প্রার্থী ঘোষণা করে সেটাই এখন দেখার। এর মধ্যে পুরুলিয়া আসনটি এবার জেতার আশা করছে বিজেপি। আর বর্ধমান দুর্গাপুর আসনে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বাম নেতা আইনুল হককে দাঁড় করাতে পারে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ঘোষণার আগেই জানা গেল বাংলায় ৪২জন বিজেপি প্রার্থীর নাম https://thenewsbangla.com/name-of-42-bjp-candidates-in-bengal-lok-sabha-seats-came-publicly-before-announcement/ Thu, 14 Mar 2019 17:46:54 +0000 https://www.thenewsbangla.com/?p=8450 ঘোষণার আগেই প্রকাশ্যে এল বাংলায় ৪২ জন বিজেপি প্রার্থীর নাম। জানা গেল বাংলায় বিজেপির ৪২ জন প্রার্থীর নাম। আর এখানেই চমক। এক্ষেত্রে তৃণমূলকে চমকে দিয়ে তাদের পথ ধরেই তাদেরকে এবার ঘায়েল করার চেষ্টা বিজেপির। আর এই চমকেই প্রকাশ্যে এল বাংলায় বিজেপি প্রার্থীর নাম। আর তাঁর নাম নিয়েই শুরু হয়ে গেল ভোট প্রচার।

আরও পড়ুনঃ সন্ত্রাসদমনে মোদীর সমকক্ষ ছিলেন না মনমোহন, বিষ্ফোরক স্বীকারোক্তি শীলা দীক্ষিতের

২০১৬ র বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল প্রচার করেছিল যে তাদের এবার প্রার্থী একজনই। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সব আসনেই তিনিই প্রার্থী। প্রতিটি আসনেই দাঁড়িয়েছেন মমতা, সেটা ভেবেই যেন ভোট দেন জনতা। তৃণমূলের এই প্রচার কৌশল বেশ কাজেও দিয়েছিল। বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনে জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেটা যতটা না প্রার্থীর নামে তার চেয়েও বেশি ছিল তৃণমূলের এই কৌশলে।

আরও পড়ুনঃ কংগ্রেস আমলে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে পারেনি কেন, রাহুলকে প্রশ্ন বিজেপির

এবার সেই এক রাস্তা ধরেই তৃণমূল তথা রাজ্যবাসিকে চমকে দিয়েছে বিজেপি। বিধানসভার কৌশল লোকসভাতে। ৪২টি লোকসভা আসনেই এবার বিজেপি প্রার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলে ঘোষণা করে দিয়েছে বিজেপি। আর সোশ্যাল মিডিয়ায় সেটাই ছড়িয়ে পরেছে হূহূ করে। ৪২ টি আসনেই দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী, সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে মাঠে নেমে পরেছে বিজেপির সাইবার শাখা।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীরা প্রচারেও নেমে পরেছে। পিছিয়ে পরছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম। তাই তাড়াতাড়ি প্রার্থী ঘোষণা করতে না পারলেও এবার তৃণমূলের প্রচার ধার করেই ৪২ টি আসনেই নরেন্দ্র মোদীই প্রার্থী বলে প্রচার শুরু করে দিল বিজেপি।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

বাংলার সব আসনেই প্রার্থী নরেন্দ্র মোদী, বলতে শুরু করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা, মুকুল রায় সবাই। এমনিতেই ভোটের মুখে তৃণমূল নেতাদের ছিনিয়ে নিচ্ছে বঙ্গ বিজেপি। তারপর তাদের প্রচারও এবার ছিনিয়ে নিয়ে তাদের বিরুদ্ধেই সেটা ব্যবহার করবে বিজেপি, সেটা ভাবতেই পারেননি তৃণমূল নেতারা।

আরও পড়ুনঃ রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে অস্ত্র ও জমি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির

ইতিমধ্যেই রাজ্য সভাপতি দিলিপ ঘোষ জানিয়ে দিয়েছেন, “আমরা ৪২ টি আসনেই নরেন্দ্র মোদীকে প্রার্থী ঘোষণা করেছি। ৪২ টি আসনেই তাঁর হয়েই ভোট চাইব আমরা”। আর এই ঘোষণা শুনে সোশ্যাল মিডিয়া ও নিজের নিজের এলাকায় নরেন্দ্র মোদীর হয়ে ভোট চাইতে নেমে পরেছেন নেতা ও কর্মীরা।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

তৃণমূলের প্রচারের কৌশল বা ভোট চাইবার কৌশল তাদের বিরুদ্ধেই প্রয়োগ করে কতটা সাফল্য পায় বিজেপি, সেটাই এখন দেখার। তবে বাংলার ৪২ টি লোকসভা আসনেই প্রার্থী নরেন্দ্র মোদী, এটা ঘোষণা করে ভোটের আগেই যে বেশ বড় চমক দিয়েছে বঙ্গ বিজেপি, বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি
আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>