Bengal Global Business Summit – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 26 May 2022 06:20:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal Global Business Summit – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ঘটা করে শিল্প সম্মেলনই সার, শিল্পে দেশের মধ্যে ‘পিছিয়ে বাংলা’ https://thenewsbangla.com/industry-conference-bengal-lags-behind-in-industry-central-ministry-report/ Thu, 26 May 2022 06:18:11 +0000 https://www.thenewsbangla.com/?p=15227 ঘটা করে শিল্প সম্মেলনই সার; শিল্পে দেশের মধ্যে ‘পিছিয়ে বাংলা’। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের; ‘বার্ষিক শিল্প সমীক্ষা’-র প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এরকমই তথ্য। ২০১৯-২০ বছরের হিসাব অনুযায়ী; পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ৯৬৫০টি, তামিলনাড়ুতে ৩৮ হাজার; গুজরাটে ২৮ হাজারেরও বেশি। কেন এমন বেহাল দশা ‘শিল্পায়নে’র পশ্চিমবঙ্গের? ঘটা করে শিল্প সম্মেলনই হচ্ছে; অথচ শিল্প আসছে না। পশ্চিমবঙ্গ আছে সেই তিমিরেই। এমনই দাবি কেন্দ্রীয় সরকারের শিল্প সমীক্ষায়।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশের বেশ কিছু রাজ্যের তুলনায়; পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। রাজ্যে অনেক কম কল-কারখানা, শিল্প, কাজের সুযোগ। পশ্চিমবঙ্গে মোট মোট কটি কারখানা রয়েছে? ২০১৯-২০ বছরের হিসাব অনুযায়ী; পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ৯৬৫০টি। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের কারখানাগুলিতে; কাজ করেন প্রায় ৫ লক্ষ ৮০ হাজার কর্মী।

আরও পড়ুনঃ কাশ্মীরে সন্ত্রা’সবা’দীদের আর্থিক সাহায্য, ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন

অন্যান্য রাজ্যের সঙ্গে কি কি পার্থক্য রয়েছে বাংলার। তামিলনাড়ুতে ৩৮০০০-এরও বেশি কারখানা আছে; যেখানে কাজ করেন প্রায় ২২ লক্ষ কর্মী। গুজরাতে রয়েছে ২৮০০০-এরও বেশি কারখানা; কাজ করেন ১৪-১৫ লক্ষ মানুষ। মহারাষ্ট্র ২৫০০০-এরও বেশি কারখানা; কাজ করেন ১৪-১৫ লক্ষ কর্মী। বাংলায় শিল্প; সেভাবে বাড়ছেই না।

এছাড়াও আছে শিল্পাঞ্চলে তোলাবাজি, সিন্ডিকেট সমস্যা। রাজ্য সরকার বারবার চেষ্টা করলেও; বাংলার জেলায় জেলায় এখনও শাসকদলের নেতা-কর্মীদের, টাকা না পেলেই; শিল্পে বাধা দেওয়ার রোগ যায়নি।

আরও পড়ুনঃ ‘মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই’, সুধার চিঠিতে পিছু হঠেছিলেন টাটা

তৃণমূল সরকার প্রায়শই শিল্পায়নের গতির প্রসঙ্গ তোলে, দাবি করা হয়; রাজ্যে দ্রুততম হারে শিল্পায়ন হচ্ছে। কিন্তু কেন্দ্রের পরিসংখ্যান সম্পূর্ণ অন্য তথ্য বলছে। ২০১৮-১৯ সালে পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ছিল ৯৪২০টি। অর্থাৎ শেষ ১ বছরে মাত্র ২৩০টি নতুন কারখানা স্থাপন হয়েছে; সেখান মাত্র ২৮ হাজার নতুন চাকরি হয়েছে। এই একই সময়-পর্বে তামিলনাড়ু, গুজরাত, কর্নাটকে; ৭০০-১৫০০ নতুন কারখানা গড়ে উঠেছে।

রাজ্যের এমন বেহাল দশা কেন? বিরোধীদের অভিযোগ, জমি অধিগ্রহণের তিক্ত ইতিহাস, আইন-শৃঙ্খলার সমস্যা, পরিকাঠামোর অভাব রয়েছে। সেই সঙ্গে রয়েছে; শাসক দলের নেতা-কর্মীদের দাপট। সেই ভয়েই অন্য রাজ্য বা বিদেশ থেকে; পশ্চিমবঙ্গে এসে কারখানা করার কথা কেউ ভাবতে পারছে না।

]]>