Bengal Election – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 27 Feb 2022 06:50:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bengal Election – The News বাংলা https://thenewsbangla.com 32 32 উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হচ্ছে রক্তপাত ছাড়া, বাংলায় পুর নির্বাচনেও নজিরবিহীন সন্ত্রাস https://thenewsbangla.com/up-assembly-election-bengal-municipality-election-difference-is-violence-in-bengal-election/ Sun, 27 Feb 2022 06:45:41 +0000 https://www.thenewsbangla.com/?p=14868 “গো-মূর্খ” উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হচ্ছে রক্তপাত ছাড়া; বাংলায় পুর নির্বাচনেও নজিরবিহীন সন্ত্রাস। কোন কিছু খারাপ ঘটলেই আমরা বিহার-উত্তরপ্রদেশের উদাহরণ দি। অথচ ভোটের ক্ষেত্রে বিহার ও উত্তরপ্রদেশ সহ ভারতের বাকি রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়; শুধু বাংলা ছাড়া। শাসক দল ভোট করাবে; এটাই যেন বাংলার নীতি। উত্তর থেকে দক্ষিণ; বাংলার সর্বত্রই অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগ।

‘উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, ভোট হচ্ছে বাংলাতেও; পুরসভার কাউন্সিলর নির্বাচনের লড়াই। কিন্তু নজিরবিহীন রাজনৈতিক হিংসা গ্রাস করেছে বাংলাকে’। বাংলার পৌরসভা নির্বাচন ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের তুলনা করে; হিংসার অভিযোগ তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। পুর-নির্বাচনে হিংসার অভিযোগ তুলে কোন্নগরের একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি। আক্রান্ত কোন্নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য; ষাটোর্ধ্ব প্রার্থীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। তাঁর পায়ে তৈরি হয়েছে একাধিক ক্ষত। রক্ত ঝরছে অবিরাম। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি; কৃষ্ণা ভট্টাচার্য বিজেপির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার ১০ নম্বর ওয়ার্ডে লড়ছেন।

আক্রান্ত প্রার্থীর ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন; বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, ”উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাতেও কাউন্সিলর নির্বাচনের ভোট হচ্ছে। কিন্তু বাংলায় গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে; নির্বাচনে রক্ত ঝরছে। তৃণমূলের গুন্ডাবাহিনী বিজেপির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা চালিয়েছে; অমানবিক অত্যাচার হয়েছে তাঁর ওপর। কৃষ্ণা ভট্টাচার্য তৃণমূলের বহিরাগত তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে এবারে লড়ছেন”।

এই নিয়ে খোঁচা দিয়েছেন; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি বলেন যে উত্তরপ্রদেশ নির্বাচনে কোনো হিংসার ঘটনা কি ঘটেছে; বাংলায় কী শান্তিপূর্ন নির্বাচন হয়? শেষ নির্বাচনে বাংলায় অশান্তি চরমে ছিল; একের পর এক বুথ দখল হয়েছিল, লোকজনকে মারা হয়েছিল। একই ঘটনা কেরালাতেও ঘটে; উত্তরপ্রদেশে তেমন কোনো ঘটনা নেই।

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হেরে যাবার ভয়েই বিরোধীরা আগেই সন্ত্রাস ও ছাপ্পার অভিযোগ তুলছে; দাবি তৃণমূল নেতাদের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন; “সব পুরসভাতেই হারবে বিজেপি; কংগ্রেস-সিপিএমের কোন অস্তিত্বই নেই; তাই সকাল থেকেই বুথ দখল ও ছাপ্পা ভোটের মিথ্যা গল্প ফাঁদছে। বাংলার মানুষ এদের বিশ্বাস করে না; তাঁদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই”।

]]>
৬০ বছরের মহিলা প্রার্থীও রেহাই পেল না বাংলার ভোট অশান্তি থেকে https://thenewsbangla.com/60-year-old-female-candidate-was-not-spared-from-the-unrest-in-bengal-election/ Sun, 27 Feb 2022 05:59:42 +0000 https://www.thenewsbangla.com/?p=14865 ৬০ বছরের মহিলা প্রার্থীও রেহাই পেল না; বাংলার ভোট অশান্তি থেকে। ভোটের আগের দিন রাতেই আক্রান্ত হলেন; কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। সিনিয়ার সিটিজেন এই প্রার্থীকে প্রকাশ্য রাস্তায় ফেলে; বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁর পায়ে তৈরি হয়েছে একাধিক ক্ষত; রক্ত ঝরছে অবিরাম। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে কোন্নগর বটতলা জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা; ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কৃষ্ণা ভট্টাচার্য বিজেপির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্ট; তিনি এবার কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে লড়ছেন। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আক্রান্ত প্রার্থীর ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন; বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, “বাংলায় গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে; নির্বাচনে রক্ত ঝরছে। তৃণমূলের গুণ্ডাবাহিনী বিজেপির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা চালিয়েছে; অমানবিক অত্যাচার হয়েছে তাঁর ওপর। কৃষ্ণা ভট্টাচার্য তৃণমূলের বহিরাগত তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে এবারে লড়ছেন”।

মানুষকে ভয় দেখানোর জন্যই পুরসভা নির্বাচনের ঠিক আগের রাতে; তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের প্রার্থী তন্ময় দেবের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। গুরুতর অবস্থায় তাঁকে কমলনয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার জেরে রাতেই জিটি রোড অবরোধ; আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাকে। এই ঘটনাকে ঘিরে উত্তাপ বাড়ছে। ১০৮টি পুরসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে আছে রাজ্য পুলিশই। ইতিমধ্যেই ভোট গ্রহণ চলছে; কিন্তু রাতের ঘটনার প্রেক্ষিতে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।

ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন; বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ষাটোর্ধ্ব এক মহিলা, আমাদের রাজ্যের প্রাক্তন ভিপি; তাঁকে এমন অমানসিক-ভাবে কেউ পেটাতে পারে; বিশ্বাস হয় না। ছবি রয়েছে; সেই ছবি দেখলে আপনাদেরও মায়া হবে। একজন মায়ের বয়সী, তাঁকে যদি কেউ এভাবে মারধর করে! এই দলের কাছ থেকে আমাদের কিচ্ছু আশা নেই; গণতান্ত্রিক কোনও ব্যবস্থাই এরা মানে না। লড়াই করতে হবে, লড়াই করেই এই অত্যাচারী সরকার পরিবর্তিত হবে”।

]]>
বাংলায় ভোটের অশান্তি থামল না, পুরভোটেও সর্বত্র ঝামেলা সন্ত্রাস ছাপ্পা https://thenewsbangla.com/bengal-election-west-bengal-municipality-election-with-poll-day-incidents-everywhere/ Sun, 27 Feb 2022 05:05:52 +0000 https://www.thenewsbangla.com/?p=14862 বাংলায় ভোটের অশান্তি থামল না; পুরভোটেও সর্বত্র ঝামেলা সন্ত্রাস ছাপ্পা। লোকসভা বিধানসভা পঞ্চায়েত বা পুরসভা ভোট হোক; নিজের ভোট ঐতিহ্য বজায় রাখল বাংলা। সকাল থেকেই উত্তর থেকে দক্ষিন; সব জায়গা থেকেই অশান্তি ও সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগ আসছে। নির্বাচন কমিশনের কাছে জমা পরেছে; অসংখ্য অভিযোগ। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে; রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলায়, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে; শান্তিপূর্ণ ভোটের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকাল থেকেই; অন্য ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

সোনারপুরের বিদ্যানিধি স্কুলে বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ; বাম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ; অভিযোগের তীর তৃণমূলের দিকে। কোন্নগর বটতলা জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। কৃষ্ণা ভট্টাচার্য নির্বাচনী কার্যালয় থেকে ফেরার সময়; ২৪ পল্লীর কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ।

মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কুহেলি দত্তের টেন্ট অফিস পোড়ানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে; বিজেপি অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে। কাঁথি পুরসভার ৩ নং ওয়ার্ডে; ব্যপক ছাপ্পা ভোটের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রাজ্য জুড়ে।

বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শ্যামলী দাসের বিরুদ্ধে; ইভিএম আছাড় মেরে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা শ্যামলী দাসের অভিযোগ; সেখানে বহিরাগতদের প্রবেশ হচ্ছিল। ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম চলছিল বলেই; তিনি ক্ষোভের জেরে ইভিএম ভেঙে দেন। ঘটনার পরই স্থানীয়রা বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান।

বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভেতরে; কংগ্রেস এজেন্টকে ব্যপক মারধরের অভিযোগ; ঘটনাস্থলে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভিতরে; কংগ্রেস এজেন্টকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। সেখানেও ঘটনাস্থলে ছুটে যান অধীর চৌধুরী।

কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারানি ইন্দিরা দেবী হাইস্কুলে ১৭৯ বুথে; তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। বারংবার তিনি বিরোধীদের এজেন্টকে ধমকাচ্ছিলেন বুথের ভিতরে। বিরোধীদের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। যদিও তৃণমূল প্রার্থী অভিজিৎ মজুমদার জানিয়েছেন; ধৃত ব্যক্তি তৃণমূলের কেউ নয়।

জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে বুথ থেকে বার করে দেবার অভিযোগ উঠল; পুলিশের এক ডিএসপি-র বিরুদ্ধে। সকালে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও; কিছুক্ষণ পরেই উত্তেজনা সৃষ্টি হয় জলপাইগুড়ি হাইস্কুল বুথে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়; বাইরের লোকজন বুথের ভেতরে রয়েছে। কিন্তু পুলিশের এক ডিএসপি। অপরদিকে ডিএসপি হেডকোয়াটার্স-এর পক্ষ থেকে; এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

১০৮টি পুরসভার নির্বাচনে মোট ২২৭৬টি বুধ রয়েছে; নিরাপত্তার দায়িত্বে মোট ৪৪ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বুথে বুথে মোতায়েন রয়েছে ইএফআর, এসটিএফ এবং কম্যান্ডো। কিন্তু তারপরেও ভোটগ্রহণের শুরুর থেকেই; উত্তেজনা দেখা গেল বুথে বুথে; নীরব দর্শক পুলিশ। পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি; তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে পুলিশকর্মীরা; বলে অভিযোগ তুলেছে বিরোধী দলের এজেন্টরা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

]]>
বাংলার ভোটে উড়ছে টাকা, ৪২ আসনে নজরদারিতে ৪৪ জন ব্যয় পর্যবেক্ষক https://thenewsbangla.com/money-is-flying-in-bengal-election-44-expenditure-observers-in-42-seats-from-eci/ Thu, 28 Mar 2019 07:12:08 +0000 https://www.thenewsbangla.com/?p=9399 ১০ কোটি ৪৫ লাখ টাকা। হাঁ, ভোটের দিন ঘোষণার পরে এই টাকাটাই এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে এই বাংলা থেকে। ভোটের বাজারে দেশ জুড়ে উড়ছে টাকা, পিছিয়ে নেই বাংলাও। আর সেই দিকে কড়া নজর দিতেই এবার বাংলার ৪২ আসনে নজরদারিতে নিযুক্ত করা হল ৪৪ জন ব্যয় পর্যবেক্ষক বা এক্সপেন্ডিচার অবজারভার। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের জন্য সাতজন এক্সপেন্ডিচার অবজারভার রাজ্যে এসে গিয়েছেন। বাকিরাও চলে আসবেন।

স্কুল সার্ভিস নিয়ে পড়ুনঃ মমতার কথাতেও ওঠেনি অনশন, পুলিশি অত্যাচারের মুখে স্কুল সার্ভিস অনশনকারীরা

কলকাতা থেকে প্রায় ১০ কোটি টাকার সোনাই বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সিইও সঞ্জয় বসু জানিয়েছেন, কলকাতা থেকে আয়কর দপ্তর ৯ কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করেছে। প্রতিদিন আয়কর দপ্তরকে তাদের বাজেয়াপ্ত করা টাকা ও সোনার হিসেব দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সোনা ও ক্যাশ নিয়ে এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

স্কুল সার্ভিস নিয়ে পড়ুনঃ ২৮ দিনে টনক নড়ল মমতার, স্কুল সার্ভিস অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী

কলকাতার শেক্সপিয়র সরণী থানা এলাকা থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সংস্থায় হানা দিচ্ছে আয়কর দপ্তর। এছাড়াও এদিন পর্যন্ত নগদ ১০ কোটি ৪৫ লক্ষ ৮৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। যা ২০১৪ সালের লোকসভা নির্বাচন ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনকে ছাপিয়ে গিয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে গোটা ভোটপ্রক্রিয়ায় বাজেয়াপ্ত হয়েছিল প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উদ্ধার হয়েছিল প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা।

স্কুল সার্ভিস নিয়ে পড়ুনঃ যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই শুনবে স্কুল সার্ভিস কেলেঙ্কারির ঘটনা

এবারের লোকসভা নির্বাচন শেষ হতে এখনও দেড় মাসেরও বেশি সময় বাকি আছে। তার মধ্যে মাত্র ১৭-১৮ দিনে ১০ কোটির বেশি টাকা উদ্ধার হল। যা গত বছরগুলির রেকর্ড ভেঙে দিল বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। আর এরপরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। এই সব বিষয়ে নজর দিতে রাজ্যে ৪৪ জন এক্সপেন্ডিচার অবজারভার বা ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এঁরা সকলেই রেভিনিউ সার্ভিসেসের অফিসার অর্থাৎ আইআরএস।

আরও পড়ুনঃ নামে ১১টা ফৌজদারি মামলা, খুন শ্লীলতাহানি মামলার আসামি লোকসভায় প্রার্থী কেন

সাধারণ পর্যবেক্ষক বা পুলিস অবজারভারদের নামের তালিকা কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে না এলেও এক্সপেন্ডিচার অবজারভারদের নামের তালিকা বুধবার সন্ধ্যায় চলে আসে। তা সব জেলার নির্বাচনী আধিকারিকের হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোটে প্রার্থীদের খরচার দিকেও কড়া নজর রাখছে এই ব্যয় পর্যবেক্ষক বা এক্সপেন্ডিচার অবজারভাররা।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>