Basirhat – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 14 Jun 2022 06:54:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Basirhat – The News বাংলা https://thenewsbangla.com 32 32 খাঁচা খুলে মানুষের পাশে শিপাঞ্জি, এবার মানুষের উপর চ’ড়াও হল হনুমানের দল https://thenewsbangla.com/chimpanzee-monkey-20-hospitalised-in-basirhat-swarupnagar-after-monkey-incident/ Tue, 14 Jun 2022 06:44:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15431 কলকাতায় বেরিয়ে পড়ল শিপাঞ্জি; বসিরহাটে হনুমানের তা’ণ্ডবে আহত অনেক মানুষ। মানুষের জঙ্গলরাজ দেখেই কি মানুষকেই আক্র’মণ হনুমানের? খাঁচা খুলে বেরিয়ে পড়ছে শিপাঞ্জি? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। গতকাল কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় খাঁচার বাইরে মানুষের কাছে এসেছিল একটি শিম্পাঞ্জি; আর মঙ্গলবার বসিরহাটে হনুমানের তা’ণ্ডবে আহত প্রায় ২০ জন মানুষ। মানুষরূপী নয়, এবার সাধারণ মানুষের উপর চ’ড়াও হল; আসল হনুমানের দল।

মানুষের উপর চ’ড়াও হল হনুমানের দল। উত্তর ২৪ পরগনার বসিরহাটে; বাংলাদেশ সীমান্তে হনুমানের তা’ণ্ডব। আত’ঙ্কিত স্বরূপনগরের হাকিমপুর গ্রামের বাসিন্দারা। হনুমানের কা’মড়ে, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি; প্রায় ২০ জন মানুষ। জানা গেছে, বসিরহাটের স্বরূপনগরে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মা’রা যায়; একটি হনুমানের সন্তান। তারপরই যেন মায়ের রাগ গিয়ে পড়ে; এলাকাবাসীর উপর। শুরু হয় আক্র’মণ; বাকি হনুমানরাও সেই তা’ণ্ডবে যোগ দেয়।

আরও পড়ুনঃ ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি, বিশ্বে হইচই ফেললেন বাংলার ৭ গবেষক

কিছুতেই সেই মা হনুমানকে; শান্ত করা যাচ্ছে না। খাবার খেয়েও সন্তুষ্ট হচ্ছে না সে। হনুমানের তা’ণ্ডবে আ’তঙ্কে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের; বিথারী হাকিমপুর সীমান্ত এলাকা। তার আঁচ’ড়-কা’মড়ে হাসপাতালে ভর্তি হলেন; অন্তত ২০ জন গ্রামবাসী।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

স্থানীয় গ্রামবাসীদের সূত্রে খবর, একটি ছোট হনুমান; বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায়। তারপরই ক্ষে’পে ওঠে মা হনুমান। যাকে সামনে পাচ্ছে; তাকেই আক্র’মণ করছে মা-হনুমান। কারও হাতে তো কারও আবার মুখে কা’মড় দিয়ে; র’ক্তাক্ত করে দেয় সে। ইতিমধ্যে তার আ’ক্রমণে শিশু এবং মহিলা-সহ; মোট ২০ জন মানুষ শাড়াফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় রীতিমতো আ’তঙ্ক শুরু হয়েছে; গোটা স্বরূপনগর এলাকায়। হনুমানের আ’ক্রমণ থেকে বাঁচতে; বাড়ির দরজা-জানলা বন্ধ করেছেন এলাকাবাসী। ঘরের বাইরে পা ফেলতে ভ’য় পাচ্ছেন সবাই। সোমবারের ঘটনার পরে, মঙ্গলবার বন দফতরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে পৌঁছান তাঁরা। অন্য দিকে, হাসপাতালে জ’খমদের ভ্যাকসিন দেওয়ার কাজ; শুরু করেছেন চিকিৎসকেরা। “জঙ্গলের রাজত্বে জঙ্গলের আচরণ শুরু করেছে; শিম্পাঞ্জি থেকে হনুমান সবাই”; রসিকতা করে মন্তব্য করছেন বাংলার আমজনতা।

]]>
ধর্ষণের বদলা নিতে ছয়মাসের শিশু কোলে নিয়েই, যুবককে কুপিয়ে খুন করল বধূ https://thenewsbangla.com/basirhat-revenge-of-raped-woman-stabbed-to-kill-youth-sharp-weapon/ Tue, 25 Jun 2019 12:32:10 +0000 https://www.thenewsbangla.com/?p=14409 দিনের আলোতে বসিরহাটে চৌরাস্তা মোড়ে; প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন করল এক মহিলা। সোমবার সকালে; বসিরহাটের খোলাপোতায় এই ঘটনা ঘটে। বাইকে চড়ে এসে হামলা চালায় ওই মহিলা। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

সকালবেলার ব্যস্ত রাস্তায় হঠাৎ এমন ঘটনায়; অবাক হয়ে যান পথচলতি মানুষজন। ওই মহিলাকে খুন করতে দেখে; ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ছয় মাসের শিশু কোলে নিয়েই খুন করেন ওই মহিলা। উত্তেজিত জনতা; ওই মহিলা সহ আরও দুজনকে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ তোলাবাজির বিরুদ্ধে বাংলার টোটো চালকরা নামল প্রতিবাদ মিছিলে

পুলিশ জানিয়েছে; মৃত যুবকের নাম আল আমিন। বয়েস ৩৪ বছর। আমিন বাংলাদেশের বাসিন্দা হলেও; বহুদিন ধরে বসিরহাটেই আছে। ধৃত মহিলার নাম মারুফা বিবি। তিনি স্থানীয় বাসিন্দা। মারুফার স্বামী এবং তার আরেক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক জালিয়াত মেহুল চোকসিকে অ্যান্টিগা থেকে দেশে ফিরিয়ে আনছে মোদী সরকার

স্থানীয় বাসিন্দারা জানান; একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল আমিন। পর একটি বাইকে চড়ে আসেন মারুফা বিবি। কোলে ছিল তার বাচ্চা। সাথে তার স্বামী ও এক যুবক ছিল। আমিনের সঙ্গে বচসা শুরু হয় মারুফার। এরপরই মারুফা ছুরি দিয়ে; গলায় আঘাত করে আমিনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিনের।

আরও পড়ুনঃ আইসিস জঙ্গিদের নজরে এবার বাংলা, হাওড়া শিয়ালদা থেকে পাকড়াও নব্য জামাত জঙ্গি

কিন্তু কেন এমন ঘটনা? ঘটনার পেছনে ব্যবসায়িক লেনদেন নাকি পরকীয়া; তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন; আমিন মারুফার পূর্ব পরিচিত। স্থানীয় একটি মাছের ভেড়িতে কাজ করত আমিন। আমিনের বিরুদ্ধে মারুফা বিবিকে উত্যক্ত করার অভিযোগ ওঠে।

পরিবারের অভিযোগ; স্বামীর অনুপস্থিতিতে মারুফাকে ধর্ষণ করে আমিন। জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে মারুফা। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষণ এর প্রতিবাদে নাকি অন্য কোন কারণে এই হত্যা; তদন্ত শুরু করেছে পুলিশ।

]]>