Barrackpore – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 06 May 2019 04:10:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Barrackpore – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের https://thenewsbangla.com/arjun-singh-bjp-candidate-cracked-face-by-tmc-workers-at-barrackpore/ Mon, 06 May 2019 04:04:27 +0000 https://www.thenewsbangla.com/?p=12447 ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের; ও পরে পুলিশের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। ব্যারাকপুরের মোহনপুরে চাঁপাডালিয়াতে; তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় অর্জুনের। অবস্থা সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের কর্মীরা তাঁর উপর আক্রমণ করেছে; বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিং গুন্ডাগিরি করছেন; মানুষ জবাব দিয়েছে; পাল্টা জানিয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

ভোট শুরু হতেই উত্তপ্ত ব্যারাকপুর; কাঁকিনাড়া। দলে দলে বহিরাগত ঢোকার অভিযোগ; দুদলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বারাকপুর, হালিশহরে বোমাবাজির অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে মাথা ফেটে যায় দুজনের। তৃণমূলের বিরুদ্ধে; বিজেপির একটি ক্যাম্প অফিসে ভাংচুরের অভিযোগ।

দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস; ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কার্যালয়ের মধ্যে উদ্ধার গুলির খোল। বিজেপির একটি ভোটের ক্যাম্প অফিসে; তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালায় বলেই অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই নিয়ে উত্তপ্ত গোটা এলাকা।

ভোটগ্রহণ শুরুর পরেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর লোকসভা। এমনকি রবিবার রাত থেকেই উত্তপ্ত ছিল; ব্যারাকপুর ও কাকিনাড়ার বিস্তীর্ণ অঞ্চল। দলে দলে বহিরাগত ঢোকানোর অভিযোগ; তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই। দুপক্ষের এই সংঘর্ষে; অনেকেরই মাথা ফেটেছে। তবে তৃণমূল ও বিজেপি দুপক্ষই এলাকায় বহিরাগত ঢুকিয়েছে; বলেই অভিযোগ স্থানিয় বাসিন্দাদের।

এদিন ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসে; ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে। নৈহাটির একাধিক বুথে; সিপিএমের এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে বলেই অভিযোগ ওঠে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

দত্তপুকুরে বিজেপির আরও একটি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। উলুবেড়িয়া লোকসভা আসনে; বিজেপির এজেন্ট হওয়ার অপরাধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

গৌরহাটি কমিউনিটি হলে ২৭ নং বুথে; ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ শুরু হয়নি। বৈদ্যবাটি ফান্ডা মেন্টাল এডুকেশনের ১২ ও ১৪ নং বুথে একই কারণে ভোট শুরু হয়নি। শ্রীরামপুরের চাঁপসরা প্রাথমিক স্কুলের ২১৬ ও ২১৭ পাশাপাশি দুটি বুথে মেশিন খারাপ। ভোট বন্ধ রয়েছে।

বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভার তেঁতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বুথ নম্বর ২০০ তে; ইভিএম খারাপ থাকায় এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। বাইরে ভোটারদের লম্বা লাইন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ ভোটাররা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর বালিকা বিদ্যালয়; বুথের একটা পার্টে ইভিএম খারাপ। ওই বুথে ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।

আজ রাজ্যে ৭ আসনে ভোটগ্রহণ চলছে। ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা আসনে ভোট আজ সোমবার। পঞ্চম দফাতেও রাজ্যে কমিশনের বাহিনী দাওয়াই। সব বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

৩ জেলার ৭ আসনে মোতায়েন রয়েছে; মোট ৫২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথে রয়েছে আধা সেনা। তবে এবারের নির্বাচনে বনগাঁ ও ব্যারাকপুরের ওপর বিশেষ নজর রয়েছে কমিশনের।

]]>
মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন https://thenewsbangla.com/arjun-singh-wants-barrackpore-insteed-of-dinesh-trivedi-mamata-banerjee-intervene/ Mon, 11 Mar 2019 12:34:57 +0000 https://www.thenewsbangla.com/?p=8116 বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদী। এবার তৃতীয়বারের জন্যও এই লোকসভায় প্রার্থী হিসাবে দীনেশের নাম চূড়ান্ত করেছে তৃণমূল। আর এর পরেই রীতিমত বিদ্রোহ শুরু করেন তৃণমূল নেতা ও ভাটপারার বিধায়ক অর্জুন সিং। গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। যে লোকসভা ভোটে প্রার্থী করা না হলে মুকুল রায়ের হাত ধরে অর্জুন সিং চলে যেতে পারেন বিজেপিতে। সেই অর্জুন সিংকেই সোমবার নবান্নে ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দীনেশ ত্রিবেদীও।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

সূত্রের খবর, বারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে ফের সাংসদ করতে চলেছে তৃণমূল। কিন্তু ওই কেন্দ্রে সাংসদ হতে চান বর্তমানে ভাটপারার বিধায়ক অর্জুন সিং। নিজের ইচ্ছের কথা দলকে বারবার জানিয়েছেন অর্জুন। কিন্তু শেষ পর্যন্ত দীনেশ ত্রিবেদীকেই টিকিট দেবার সিদ্ধান্ত নেন মমতা। আর এরপরেই ক্ষেপে যান অর্জুন।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

জল্পনা আগেই ছিল, যে বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী না করা হলে বিজেপির টিকিটে দাঁড়াতে পারেন অর্জুন সিং। বিজেপি সূত্রের খবর ছিল, মুকুল রায়ের সঙ্গে যোগাযোগও রেখে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর এই ক্ষোভ সামাল দিতেই অর্জুন সিংকে নবান্নে ডেকে পাঠান মমতা নিজেই।

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থীর অভাবে চোখে সর্ষে ফুল রাজ্য বিজেপির, প্রার্থীর খোঁজে বৈঠক দিল্লিতে

সোমবার দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অর্জুন সিং ও দীনেশ ত্রিবেদীকে দুজনকেই নবান্নে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। জট কাটাতে দুজনকে মুখোমুখি বসিয়ে কথা বলেন তৃণমূল নেত্রী। দুজনকেই তিনি জানান, দীনেশ ত্রিবেদীকেই বারাকপুর কেন্দ্রের প্রার্থী করতে চান তৃণমূল নেত্রী। একইসঙ্গে অর্জুনকেও দলে ধরে রাখতে চান।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

তৃণমূল এবং বিজেপি– দুই শিবির সূত্রেরই খবর, দীনেশ ফের প্রার্থী হলে তৃণমূল ছাড়তে পারেন ভাটপাড়ার বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনায় শাসক দলের নেতা অর্জুন সিং। এও শোনা যাচ্ছিল, আগামীকাল মঙ্গলবারই দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিতে পারেন তিনি। আর এটা জেনেই মাঠে নামলেন মমতা নিজেই।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই

জানা গেছে, দলে অর্জুন সিং এর ক্ষমতা বাড়ানর কথা জানিয়েছেন, মমতা নিজেই। নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোট মিটলে অর্জুন সিংকে মন্ত্রী করা হবে বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল বলছে, মুকুল ও বিজেপির ভয় দেখিয়েই মমতার কাছ থেকে মন্ত্রিত্বের আশ্বাস ছিনিয়ে নিয়েছেন অর্জুন সিং। তবে অর্জুন সিং জানিয়েছেন, “দলের ভিতরের কথা আপনাদের বলব না”। তবে অর্জুন সিংকে মন্ত্রী করা নিয়ে দল বা সরকারের তরফ থেকে কিছুই বলা হয়নি।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

এর আগে ১৯৯৯ সালে ও ২০০৪ সালে বারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের তড়িৎবরণ তোপদারের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং। দুবারই বেশ ভাল ব্যবধানে তিনি হেরেছিলেন ঠিকই কিন্তু তৃণমূল-বিজেপি জোটের প্রার্থী হয়ে সিপিএমের তৎকালীন ওই প্রভাবশালী নেতাকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছিলেন অর্জুন। তারপর থেকেই গত কুড়ি বছরে বারাকপুর শিল্পাঞ্চল তথা উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে অর্জুন সিং এর প্রভাব ও ক্ষমতা দুই অনেক বেড়েছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জ মুর্শিদাবাদ সিপিএম কে ছেড়ে বাংলায় আসন রফা কংগ্রেসের

আর অর্জুন সিং এর মত নেতাকে হারাতে চান না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই নবান্নে ডেকে অর্জুনের রাগ ভাঙালেন মমতাই। আরও একবার বুঝিয়ে দিলেন দলে অর্জুন সিং এর গুরুত্ব কতটা। বিজেপিকে এখন বারাকপুরের জন্য আবার নতুন করে প্রার্থী খুঁজতে হবে।

]]>