Bangla Academy Award – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 27 May 2022 07:17:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bangla Academy Award – The News বাংলা https://thenewsbangla.com 32 32 খাদ্যরসিক ট্রাভেলারের জীবনদর্শন, মুহূর্তে বাঁচতে হাতে নিন ‘এক পৃথিবী ভালবাসা’ https://thenewsbangla.com/poet-partha-saha-first-poetry-book-one-world-love-life-philosophy-of-a-food-loving-traveler/ Fri, 27 May 2022 07:16:48 +0000 https://www.thenewsbangla.com/?p=15268 খাদ্যরসিক ট্রাভেলারের জীবনদর্শন; মুহূর্তে বাঁচতে হাতে নিন ‘এক পৃথিবী ভালবাসা’। কবি পার্থ সাহার প্রথম কবিতার বই, ‘এক পৃথিবী ভালবাসা’; প্রকাশিত হচ্ছে আগামী সোমবার বিকাল সাড়ে চারটেয়, কলকাতা প্রেস ক্লাবে। বই উদ্বোধনে থাকবেন; রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সুবোধ সরকার ও সুধীর দত্তের মত বিখ্যাত মানুষজন।

কবি পার্থ সাহার জন্ম; ১৫ই আগস্ট, ১৯৭৭। জন্মস্থান হুগলি জেলার একটি বর্ধিষ্ণু গ্রামে; বর্তমানে তিনি কলকাতায় থাকেন। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন কবি; তবে নিজেকে মূর্খ ভাবতে ভালোবাসেন। আর এখানেই তাঁর মাটির কাছাকাছি থাকার মানসিকতা প্রকাশ পায়।

আদ্যন্ত বাঙালি, স্বভাবে আনমনা; আর অধিকাংশ বাঙালির মতই ‘পায়ের তলায় সর্ষে’। সুযোগ পেলেই নিজের বাইক নিয়ে বেড়িয়ে পরেন রাইডে; ভারতের আনাচে-কানাচে। তিনি খাদ্যরসিক, পৃথিবীর সব খাবার অন্তত একবার চেখে দেখাটাই স্বপ্ন। সিনেমা দেখতে ভালোবাসেন; পড়তে ভালোবাসেন বই। বন্ধুদের সাথে আড্ডা, পরিবারের সঙ্গে সময় কাটানো আর প্রকৃতির সঙ্গে মেশা; তাঁর কাছে স্বর্গবাস।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার ভারতের কোন ভাষায় লেখা উপন্যাস পেল বুকার পুরস্কার

কবি পার্থ সাহার কবিতা লেখা; সেই ছোটবেলা থেকেই। কিন্তু কখনও নিজের কবিতা ছাপার কথা ভাবেননি; সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট করে অনেকের নজরে আসেন। তাঁর কবিতাকে মলাটবন্দী করার ভাবনা বন্ধুদের, তাঁর নয়। মুহূর্তে বাস করতে চান কবি; ঘড়ির কাঁটার মত এই মানব জীবনের প্রতিটি ক্ষণ উপভোগ করতে চান। কবির ভাষায়, “এসেছি ক্ষনিকের জন্য; ফিরে যাবো চেতনার কাছে, দিনের শেষে। যতদূর পারি জীবনটা উপভোগ করতে চাই”।

তাই তো কবিতারা তাঁকে ঘিরে থাকে, বহুদিন থেকেই। কখনো কোন পত্রিকায় পাঠানো হয়নি; ছাপার জন্য। এবার বন্ধুদের উদ্যোগে; ছাপার অক্ষরে আসতে চলেছে তাঁর প্রথম কবিতার বই। প্রকাশক ‘প্রতিভাস’।

কবিতা লেখার নিয়মিত অভ্যাস হয়েছে; বন্ধুদের জন্যই। ফেসবুকে কবিতা দেওয়ার পরে; বন্ধুদের প্রশংসা ও উৎসাহে; কাছে আসা পংক্তিদের, স্তবকদের; ধরে রাখা মুঠোফোনের নোটসে। নিছক পাগলামি থেকেই; তাঁর কবিতার জন্ম হয়য়। সেটাই এখন ‘এক পৃথিবী ভালবাসা’ হয়ে; পৃথিবীতে আত্মপ্রকাশ পেতে চলেছে।

“রাত্রি ঘনায়, চাঁদের নেকড়ে নেমে আসে কাঁধে
তোমার না আসা ঘুম আলগোছে; শুয়ে আছে ছাদে
অন্তমিল খোঁজা জীবন তো এলোমেলো বায়
আমার মুঠোফোনে, আমার কবিতা খাতায়”।

]]>
“নোবেল পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকেও কথা শুনতে হয়েছিল”, মমতার অ্যাকাডেমি বিতর্কে ব্রাত্য বাসু https://thenewsbangla.com/rabindranath-tagore-also-had-to-listen-after-received-nobel-prize-bratya-basu-defends-bangla-academy-award-to-mamata-banerjee/ Thu, 12 May 2022 06:37:54 +0000 https://www.thenewsbangla.com/?p=15066 “নোবেল পেয়ে রবীন্দ্রনাথকেও কথা শুনতে হয়েছিল”; মমতার অ্যাকাডেমি বিতর্কে এবার আসরে নামলেন ব্রাত্য বাসু। রবীন্দ্র জন্মজয়ন্তীতে বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরস্কার পেয়েছেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই নিয়ে; জোর বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা এই পুরস্কারের ‘যোগ্য’ নন; বলেই দাবি কারও কারও। বাংলা অ্যাকাডেমি পুরস্কার বিতর্কে; এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী কারণে পুরস্কার পেলেন বাংলার মুখ্যমন্ত্রী; তা ব্যাখ্যা করলেন তিনি। ‘নোবেল পেয়ে রবীন্দ্রনাথকেও কথা শুনতে হয়েছিল’; মমতার অ্যাকাডেমি সম্মান বিতর্কে এবার এমনই মন্তব্য করলেন ব্রাত্য বসু।

মুখ্যমন্ত্রীকে সমালোচনার জবাবে ব্রাত্য বাসু বলেন; “বাজপেয়ীর কবিতা সম্মানিত হলে বিতর্ক হয় না তো; মমতাকে নিয়ে এত প্রশ্ন কীসের? মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজে অনেক অবদান রয়েছে। রাজ্যের শ্রেষ্ঠ সাহিত্যিকদের নিয়ে তৈরি জুরি বোর্ডই; মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করেছেন। রাজনীতিবিদদেরও সাহিত্য চেতনা থাকতেই পারে। কবিতার মান নিয়ে কথা বলতেই পারেন। কবিতার মান আপেক্ষিক। যাদের ইচ্ছা বিতর্ক করার তাঁরা করবেন। আপনার কী ভাল লাগল; তা আমার ভাল নাও লাগতেই পারে”।

যেকোনও ভাল কাজে বিতর্ক হওয়াই স্বাভাবিক; বলেই মত রাজ্যের শিক্ষামন্ত্রীর। তাঁর কথায়, “পৃথিবীর সব পুরস্কারেই বিতর্ক রয়েছে; কোনও পুরস্কারই বিতর্কের উর্ধে নয়। প্রশ্ন ছিল বব ডিলানের নোবেল নিয়েও; পদত্যাগের ঘটনা নোবেলেও রয়েছে; নোবেল পাওয়ার পর রবীন্দ্রনাথ-কেও কথা শুনতে হয়েছিল”।

মুখ্যমন্ত্রীর অ্যাকাডেমি পুরস্কারের প্রতিবাদে; সম্মান ফেরান অনেকেই। ২০১৯ সালে পাওয়া অন্নদাশংকর স্মারক ফেরান; লেখিকা এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালে বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তিনি; এবার মমতার পুরষ্কার পাওয়ার ঘটনায়, সাহিত্য অ্যাকাডেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দেন অনাদিরঞ্জন বিশ্বাসও।

গত সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী-তে, রাজ্য সরকারের ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে; এই বছরই শুরু করা ত্রিবার্ষিক নতুন বিশেষ অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “এই বিশেষ পুরস্কার তিন বছর অন্তর দেওয়া হবে তাঁদের; যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরেও নিরলসভাবে সাহিত্য সাধনা করে চলেছেন।

প্রথম বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থকে স্মরণে রেখে; এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। ওইদিন মুখ্যমন্ত্রীর হয়ে পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী নিজেই। তারপরেই রাজ্যজুড়ে শুরু হয় জোর বিতর্ক।

]]>
সমাজসেবার পাশাপাশি নিরলস সাহিত্য সাধনা, বাংলা আকাদেমির বিশেষ পুরস্কার মমতাকে https://thenewsbangla.com/relentless-pursuit-of-literature-in-addition-to-social-service-special-award-of-bangla-academy-for-mamata-banerjee/ Mon, 09 May 2022 11:40:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15028 সমাজসেবার পাশাপাশি নিরলস সাহিত্য সাধনা; বাংলা আকাদেমির বিশেষ পুরস্কার মমতাকে। এবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির; বিশেষ পুরষ্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাহিত্য সাধনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন; বাংলা আকাদেমির এই বিশেষ পুরস্কার। জানা গেছে, তাঁর ‘কবিতা বিতান’ বইয়ের জন্যই; তাঁকে এই পুরস্কার দিল বাংলা অ্যাকাডেমি।

সোমবার ২৫ বৈশাখ উপলক্ষে, কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছিল; রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু জানিয়েছেন; সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন; তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। প্রারম্ভিক বর্ষে বাংলার সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়া হবে। তাঁর কবিতা বিতান কাব্যগ্রন্থকে মাথায় রেখে; সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে; পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি”।

এবারের কলকাতা বইমেলায়; একাধিক বই প্রকাশ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতার। এমনকী সেই সব বই, হটকেকের মতো বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রীর বই এই হারে বিক্রি হতে থাকায়; চাপে পড়ে যায় অন্যান্য প্রকাশকরা। সল্ট লেক সেন্ট্রাল পার্ককে; আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কবিগুরুর জন্মজয়ন্তীর দিনেই; পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরষ্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা। একদিকে রাজ্য প্রশাসনের সর্বময় কর্ত্রী তিনি; অন্যদিকে ‘নিরলস সাহিত্য সাধনা’। এই জন্যই পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরষ্কার পেলেন; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর ‘কবিতা বিতান’ বইয়ের জন্যই; তাঁকে এই পুরষ্কার দিল বাংলা অ্যাকাডেমি। বিশেষজ্ঞ কমিটির সদস্যরা এই নাম ঠিক করেছেন; জানিয়েছেন ব্রাত্য বসু।

এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন ঠিকই; কিন্তু তিনি নিজে হাতে এই পুরস্কার গ্রহণ করেননি। ব্রাত্যর ঘোষণা মাঝপথে থামিয়ে, রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন; “মুখ্যমন্ত্রীর তরফে এই পুরস্কার গ্রহণ করবেন; বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু”। এই কথা বলে ইন্দ্রনীল সেন; মমতার সেই পুরস্কার ব্রাত্য বাসুর হাতে তুলে দেন।

তবে এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েই। বিরোধীরা বলছেন, “সরকারের পুরস্কার বাংলার সেরা সাহিত্যিক মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন; এতে আশ্চর্য হবার কি আছে”?

]]>