Ban Burqa – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 03 May 2019 10:11:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Ban Burqa – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বোরখার সঙ্গে হিন্দুদের ঘোমটাও নিষিদ্ধ করা উচিৎ, দাবি জাভেদ আখতারের https://thenewsbangla.com/javed-akhtar-says-if-government-want-to-ban-burqa-ban-ghunghat-too/ Fri, 03 May 2019 09:34:12 +0000 https://www.thenewsbangla.com/?p=12252 শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হানার পর সরকারের তরফে বোরখা এবং মুখ ঢাকা যায়; এই ধরনের সমস্ত রকমের পোষাক নিষিদ্ধ করেছে; সেই মতো ভারতেও বোরখা নিষিদ্ধ করার দাবি উঠেছে; দুদিন আগেই এনডিএ শরীক শিবসেনা কেন্দ্রীয় সরকারের কাছে দেশজুড়ে বোরখা ব্যান করার প্রস্তাব দেয়; তারই পরিপ্রেক্ষিতে এবার চিত্র প্রযোজক জাভেদ আখতার হিন্দু মহিলাদের ঘুংঘট বা ঘোমটা নিষিদ্ধ করার দাবি জানালেন৷

বোরখা এবং ঘুংঘট বা ঘোমটা দুটোই নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাভেদ আখতার; ঘুংঘট মূলত রাজস্থানের হিন্দু মহিলারা মুখ ঢাকতে ব্যবহার করেন; জাভেদ আখতার বলেন; তার পরিবারের কোনও মহিলা বোরখা পরিধান করেন না; এমনকি কিছু মুসলিম রাষ্ট্রেও মহিলাদের এভাবে মুখ ঢাকার নিয়ম নেই বলে জানান তিনি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে নজরবন্দী করার কথা বললেন অর্জুন সিং

সম্প্রতি শ্রীলঙ্কার পথ অনুসরণ করে কেন্দ্রের কাছে দেশজুড়ে বোরখা ব্যান করার দাবি জানায় শিবসেনা; মুখাবরণ ঢাকা যায়; শ্রীলঙ্কায় এই ধরনের সমস্ত পোষাক নিষিদ্ধ করার পরেই ভারতেও এই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানায় তারা।

শিবসেনার একটি দলীয় বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জানানো হয়; রাবনের দেশ শ্রীলঙ্কা যদি সন্ত্রাসবাদীকের মুখের আড়াল রুখতে বোরখা ব্যান করতে পারে; তাহলে রামের দেশ ভারত কেন সেই পথ অনুসরণ করতে পারবে না?

এই ব্যাপারে জাভেদ আখতারের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন; বোরখা বা ঘুংঘট মেয়েদের উন্নতিতে বাধা দেয়; মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হলে; তাদের নিজেদের পায়ে দাঁড় করাতে হলে; পোশাকের উপর থেকে সমস্ত নিষেধ তুলে তুলে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

নারী মুক্তি ঘটাতে হলে তাদের পোশাকের বাধা নিষেধের মধ্যে আটকে রাখলে হবে না বলেও জানান তিনি; মুখ ঢাকা অবস্থায় মেয়েরা প্লেন চালাতে বা ডাক্তারির মতন পেশাকে বেছে নিতে পারে না; সত্যি যদি মেয়েদের সমাধিকারের কথা সরকার ভাবে তাহলে বোরখা ঘুংঘট এর মত মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা উচিত।

]]>
শ্রীলঙ্কার পথে হেঁটে ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি জানাল শিবসেনা https://thenewsbangla.com/shiv-sena-demands-to-ban-burqa-in-india-for-survive-from-militant-attacks/ Wed, 01 May 2019 10:33:17 +0000 https://www.thenewsbangla.com/?p=12103 শ্রীলঙ্কার পথ অনুসরণ করে এবার কেন্দ্রের কাছে দেশজুড়ে বোরখা ব্যান করার দাবি জানালেন উদ্ধব ঠাকরে। মুখাবরণ ঢাকা যায়, শ্রীলঙ্কায় এই ধরনের সমস্ত পোষাক নিষিদ্ধ করার পরেই ভারতেও এই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানালেন তিনি। বুধবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে তাদের জোটসঙ্গী বিজেপির উদ্দেশ্যে বার্তা দেন এই ইস্যুতে শ্রীলঙ্কার পদাঙ্ক অনুসরণের জন্য।

বুধবার প্রকাশিত একটি দলীয় বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জানানো হয়, রাবনের দেশ শ্রীলঙ্কা যদি সন্ত্রাসবাদীকের মুখের আড়াল রুখতে বোরখা ব্যান করতে পারে, তাহলে রামের দেশ ভারত কেনো সেই পথ অনুসরণ করতে পারবে না? এরপরেই বোরখা নিষিদ্ধ করার ইতিবাচক সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের গড়চিরোলিতে ভয়ঙ্কর মাওবাদী হামলা, ১৫ জন কম্যান্ডোর মৃত্যুর আশঙ্কা

গত ২৮শে এপ্রিল শ্রীলঙ্কায় নিষিদ্ধ করা হয় হিজাব, নিকাব এবং বোরখা। মুখমন্ডলের আচ্ছাদন ঢাকা থাকে, এই ধরনের সমস্ত প্রকার পোষাকের ওপর নিষেধাজ্ঞা করা হয়েছে, সুরক্ষার স্বার্থে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই ব্যবস্থার কথাই জানানো হয়। উল্লেখ্য, শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হানার এক সপ্তাহের মাথায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কিছুদিন আগেই সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় ৩৬৬ জনের। ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন হামলার সাথে জড়িতদের ছবি প্রকাশ করে এই হামলার দায় স্বীকার করেছে। এরপরেই ইসলামী জঙ্গিবাদ থেকে সতর্ক হতে বোরখা নিষিদ্ধ করার পথে হাঁটে শ্রীলঙ্কা। অনেক সময়েই ঢাকা বোরখার আড়ালে জঙ্গিরা নিজেদের লুকিয়ে রাখে।

আরও পড়ুনঃ মন্দারমনি ও দিঘাতে নিষিদ্ধ হল পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়া

উল্লেখ্য, শ্রীলঙ্কার জঙ্গি হামলায় কয়েকজন মহিলাকেও চিহ্নিত করা হয়েছে। তারা বোরখার আড়ালে ঢেকে বোমা রেখেছিল বলেই পরে জানা যায়। তাই বোরখার আড়ালে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, তাই এই পোষাক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

সন্ত্রাসবাদ রুখতে এর আগেও এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বহু দেশে সন্ত্রাসবাদ রুখতে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে চাদ, ক্যামেরুন, গ্যাবন, মরক্কো, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম ও চীনের জিনজিয়াং প্রদেশ উল্লেখযোগ্য। শ্রীলঙ্কার পরে এখন সেই দাবি উঠল ভারতেও।

]]>
ইসলামী জঙ্গিবাদ রুখতে বোরখা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কা https://thenewsbangla.com/sri-lanka-ban-burqa-very-soon-following-easter-sunday-terror-attack/ Wed, 24 Apr 2019 07:12:32 +0000 https://www.thenewsbangla.com/?p=11548 ইসলামী জঙ্গিবাদ রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় রবিবারের সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২১ জনের। ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন ইতিমধ্যেই হামলার সাথে জড়িতদের ছবি প্রকাশ করে এই হামলার দায় স্বীকার করেছে। ইসলামী জঙ্গিবাদ থেকে সতর্ক হতে এবার বোরখা নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে শ্রীলঙ্কা।

প্রাথমিক উদ্যোগের মধ্যে বোরখা নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, কারন অনেক সময়েই ঢাকা বোরখার আড়ালে জঙ্গিরা নিজেদের লুকিয়ে রাখে। উল্লেখ্য, শ্রীলঙ্কার রবিবারের জঙ্গি হামলায় কয়েকজন মহিলাকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। বোরখার আড়ালে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, তাই এই পোষাক নিষিদ্ধ করার পথে যেতে চাইছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনার সঙ্গে সোমবার মন্ত্রীসভার সদস্যদের সাথে বোরখা নিষিদ্ধ করার ব্যাপারে আলোচনা হয়েছে। এরপর মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রবিবার সকালে ৭০% বৌদ্ধ এবং ১৫% হিন্দু অধ্যুষিত শ্রীলঙ্কায় কয়েকটি গির্জায় ইস্টার সানডের প্রার্থনা সভায় অংশ নেয় সেদেশের সংখ্যালঘু খ্রিস্টানরা। ৩ টি গির্জায় এবং ৫ টি হোটেলে ধারাবাহিক বিষ্ফোরনে মৃত্যু হয় ৩৬ জন বিদেশী এবং ৫ জন ভারতীয় সহ মোট ৩২১ জনের।

কিছুদিন আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার বদলা নিতেই পাল্টা খ্রিষ্টানদের ওপর হামলা চালানো হয়েছে বলে ভিডিওবার্তায় দাবি করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তো বটেই, দক্ষিন এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে এতো বড় জঙ্গি হামলার নজির নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

হামলায় ইসলামিক স্টেটের দায় স্বীকার করার আগেই ন্যাশনাল ত্বহিদ জামাতের দিকে সন্দেহের তীর উঠেছিল। গত বছরেই একটি বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় এই ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনের যোগসাজশ প্রমানিত হয়।

]]>