Bahubali 2 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 29 Nov 2018 08:18:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bahubali 2 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’ https://thenewsbangla.com/unbelievable-bollywood-mega-hit-badhaai-ho-hit-bahubali/ Thu, 29 Nov 2018 08:03:05 +0000 https://www.thenewsbangla.com/?p=3272 মেঘা ভট্টাচার্য, The News বাংলা, কলকাতাঃ কেউ স্বপ্নেও ভাবেন নি। কেউ আশাই করে নি যে এটা হতে পারে। আর সেটাই হয়েছে। সব বিগ বাজেটকে মাত করে ২০১৮ তে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’।

আরও পড়ুনঃ ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে না হীরালাল সেন?

‘অন্ধাধুন’,’বাধাই হো’-র মতো ছবির পর পর সাফল্য এসে পড়েছে তাঁর ঝুলিতে। একেবারে চুপচাপ থেকে বলিউডে যে তিনি লম্বা দৌড়ের ঘোড়া হয়ে উঠেছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ‘অন্ধাধুন’,’বাধাই হো’ ভারত ও বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৩২৫ কোটি টাকার ব্যবসা করেছে। যা কোন অভিনেতার নেই। সলমান খানকেও টপকে গেছেন আয়ুষ্মান খুরানা।

Image Source: Google

‘বাধাই হো’র চোখ কপালে তোলা সাফল্যের পর, এবার তাই আয়ুষ্মান খুরানা বলিউডের অন্যতম সেরা অভিনেতা হয়ে ওঠার দিকেই পা বাড়িয়েছেন। আর এবার আয়ুষ্মানের সাফল্যকে আরও একধাপ বাড়াতে তার কাছে এসে পড়ল একতা কাপুরের সিনেমা।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’। বিশেষজ্ঞরা এই লড়াইকে দেখছেন সরাসরি টিকিট বিক্রির হিসাবে। বক্স অফিসের হিসাবে, ষষ্ঠ সপ্তাহে ‘বাহুবলী-২’-এর টিকিট বিক্রি হয়েছিল মোট ৩ কোটি ৩৫ লক্ষ টাকার। সেখানে ‘বাধাই হো’-র টিকিট বিক্রি হয়েছে মোট ৩ কোটি ৯৫ লক্ষ টাকার।

Image Source: Google

এখনও অবধি ‘বাধাই হো’ মোট ব্যবসা করেছে ১৩২ কোটি ৩৫ লক্ষ টাকার। রাজকুমার রাও-শ্রদ্ধা কপূর অভিনীত ‘স্ত্রী’-কে টপকে এটা এখন ২০১৮ সালে বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় ষষ্ঠ।

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

জানা গেছে, শিগগিরই আয়ুষ্মান খুরানাকে নিয়ে শুটিং শুরু করতে পারেন একতা কাপুর। একতার এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে রয়েছেন নুসরত বারুচা। এই সিনেমায় নুসরতের সঙ্গেই তাঁর সম্পর্কের রসায়ন উঠে আসবে পর্দায়।

Image Source: Google

একনজরে দেখে নি ‘অন্ধাধুন’ ও ‘বাধাই হো’-র এখনও পর্যন্ত রোজগারঃ
‘বাধাই হো’ ভারতে রোজগার করেছে ১৬৩.৯৭ কোটি। বিদেশেঃ ৪৫.০২ কোটি। মোট ২০৮.৯৯ কোটি টাকা। ‘অন্ধাধুন’ ভারতে রোজগার করেছে ৯২.০১ কোটি। বিদেশেঃ ১০.৩৭ কোটি। মোট ১০২.৩৮ কোটি টাকা।

Image Source: Google

আয়ুষ্মানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত বলেও ইতিমধ্যেই জানিয়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’র অভিনেত্রী। ডিসেম্বর থেকেই আয়ুষ্মান এবং নুসরত বারুচাকে নিয়ে শুটিং শুরু করবেন একতা কাপুর।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

একতা কাপুরের এই নতুন প্রজেক্টের পাশাপাশি হনশল মেহতার আর একটি সিনেমার কাজও শুরু করেছেন নুসরত। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন রাজকুমার রাও। অজয় দেবগণ, লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ একযোগে রাজকুমার রাও এবং নুসরত বারুচার সিনেমায় প্রযোজনার কাজ করছেন।

Image Source: Google

এদিকে সম্প্রতি স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যান্সারের চিকিত্সা নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান খুরানা। কিন্তু, তার মাঝেই শুটিং সেরেছেন পর পর দুটি সিনেমার। আপাতত ভাল আছেন তাহিরা। ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার পর ‘করবা চৌথ’-এ স্ত্রীর নাম হাতে লিখে তাঁকে সারপ্রাইজ দেন আয়ুষ্মান। প্রত্যেকবার তাহিরা যা করেন তাঁর জন্য, এবার তিনি সেই কাজ করলেন বলেও ভক্তদের জানান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

Image Source: Google

কোন নামকরা নায়ক-নায়িকা ছাড়াই মাত্র ২৯ কোটি বাজেটের ‘বাধাই হো’ এইভাবে বাজার মাত করবে সেটা ভাবাই যায় নি। অন্যদিকে আমিতাভ-আমির-ক্যাটরিনার ৩০০ কোটির ‘থাগস অফ হিন্দস্তান’ মুখ থুবড়ে পরেছে। ফলে বলিউডে এটাও প্রমাণিত হল যে, গল্প ঠিক থাকলে অভিনেতা বা বাজেটের উপর কোন কিছু নির্ভর করে না।

]]>
‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’ কে টেক্কা দেবে ‘থাগস অফ হিন্দুস্তান’ https://thenewsbangla.com/thugs-of-hindostan-will-earn-more-money-than-dangal-and-bahubali-2/ Fri, 09 Nov 2018 14:49:34 +0000 https://www.thenewsbangla.com/?p=2056 মুম্বাই: মুক্তির প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল থাগস অফ হিন্দুস্তান। প্রথম দিনেই ৫২ কোটি টাকারও বেশি ব্যবসা করল অমিতাভ বচ্চন-আমির খান অভিনীত এই ছবি।

‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমার তামিল ও তেলুগু ভার্সন মিলিয়ে এখনও পর্যন্ত ৫২ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। শুধু হিন্দি ভার্সনটি ব্যবসা করেছে ৫০.৭৫ কোটি টাকার। এমনকি বাহুবলী ২ কেও পেছনে ফেলে দিলো ছবিটি।

Image Source: Google

‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমা প্রথম দিন ৫২.২৫ কোটি টাকার ব্যবসা করে প্রথম দিনের নিরিখে পিছনে ফেলল শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার (৪৫ কোটি) ও প্রভাসের বাহুবলী ২ (৪১ কোটি) কে। এক সপ্তাহে আরও অনেক রেকর্ড ভাঙবে বলেই মনে করছে সিনেমা সমালোচকরা।

আরও পড়ুন: বিশ্বের সেরা একশোয় সত্যজিতের পথের পাঁচালি

শুক্রবার ৮ নভেম্বর, ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় থাগস অফ হিন্দুস্তান। তারকা সমৃদ্ধ এই ফিল্মটি নিয়ে বেশ কয়েকটি প্রভাবশালী মিডিয়ায় নেতিবাচক রিভিউ ছড়িয়ে পড়ে। মুক্তির আগেই এমন অবস্থার সৃষ্টি হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ছিলেন ছবির সঙ্গে জড়িত সকলে।

Image Source: Google

কিন্তু প্রথম দিনের শেষেই বক্স অফিসে ৫২ কোটি টাকাও বেশি আয় করে চলতি বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিল অমিতাভ বচ্চন-আমির খান অভিনীত এই ছবি। তবে দঙ্গল সিনেমার বাজেট ছিল মাত্র ৭০ কোটি টাকা। সেখানে দঙ্গল মোট রোজগার করে প্রায় ১৭৪৩ কোটি টাকা। পিছনে ফেলে দেয় ১৫৩০ কোটি রোজগার করা বাহুবলী ২ কে।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

যদিও দেশে ‘বাহুবলী ২’ প্রায় ১২৫৩ কোটি টাকা রোজগার করে টেক্কা দেয় আমিরের ৭১৪ কোটির দঙ্গলকে। তবে বিদেশে দঙ্গল (১০২৫ কোটি) অনেক পিছনে ফেলে দেয় বাহুবলী ২ কে (২৭৭ কোটি)।

Image Source: Google

১৮০ বছর আগে লেখা ফিলিপ মিডোস টেইলরের উপন্যাস ‘কনফেশন অফ এ থাগ’ অবলম্বনে তৈরি হয়েছে তারকা বহুল থাগস অফ হিন্দুস্তান। উপন্যাসটি সেই সময়ে বেস্টসেলার ছিল।

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

প্রায় দুশো বছর আগে লেখা একটি উপন্যাসের চলচ্চিত্রায়ন কীভাবে নেয় ভারতীয় দর্শক, সেটা নিয়েই ছিলো যতো দুশ্চিন্তা। এমন দ্বিধার মধ্যেই বাজি ধরেছিলেন আমির। যার ফল তিনি পেলেন মুক্তির প্রথম দিনেই! একেবারে হাতে নাতে!

Image Source: Google

পৃথিবী জুড়ে মোট ৭ হাজার স্ত্রিনে মুক্তি পায় থাগস অফ হিন্দুস্তান। এরমধ্যে ভারতেই ছবিটি ৫ হাজার স্ক্রিনে মুক্তি পায়। এই ৫ হাজার স্ক্রিন থেকেই মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫২ কোটি টাকা। ছবির মোট বাজেট ছিলো প্রায় ৩০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা ধারণা করছেন, দু দিনের মধ্যেই ছবিটি শত কোটির মাইলফলক স্পর্শ করবে।

আরও পড়ুন: বিয়ে না করেই মা হলেন দঙ্গল অভিনেত্রী

থাগস অফ হিন্দুস্তান ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। এই প্রথম একসঙ্গে সিনেমার পর্দায় দেখা গেল অমিতাভ ও আমিরকে। আর এটাই এই সিনেমার সবচেয়ে বড় ইউএসপি।

Image Source: Google

আমির খান মানেই বক্স অফিসে বড় সাফল্য। ভারতের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করে আমিরের ফিল্ম। এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার জগতে সবচেয়ে বেশি অঙ্কের ব্যবসা করা ছবি আমিরেরই ‘দঙ্গল’। শুধুমাত্র চিনেই এই সিনেমা ১০০০ কোটি টাকার বেশি উপার্জন করে। ‘থাগস অফ হিন্দুস্তান’ এখন ‘দঙ্গল’কেও ছাপিয়ে যায় কিনা সেটাই দেখার।

Image Source: Google
]]>