B Tech Engineer Arrrested – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 20 Dec 2018 04:22:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg B Tech Engineer Arrrested – The News বাংলা https://thenewsbangla.com 32 32 EXCLUSIVE: ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার https://thenewsbangla.com/engineer-send-nude-vdo-to-women-after-hacking-a-doctors-facebook-profile/ Thu, 20 Dec 2018 04:10:13 +0000 https://www.thenewsbangla.com/?p=4494 The News বাংলা, কলকাতা, EXCLUSIVE: বিখ্যাত ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাবার অভিযোগে গ্রেফতার এক বি টেক ইঞ্জিনিয়ার। লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর অফিসাররা উত্তরপ্রদেশের আজমগর থেকে গ্রেফতার করেছে রমেশ মাহাতো নামের ওই ইঞ্জিনিয়ারকে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

দারুন সমস্যায় পড়েছিলেন কলকাতার বিখ্যাত দাঁতের ডাক্তার দেবাশীষ গুহ। একের পর অভিযোগ তাঁর বিরুদ্ধে জমা পড়ছিল কলকাতার বিভিন্ন থানায়। তিনি নাকি মহিলাদের অশ্লীল ভিডিও পাঠাচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে।

আরও পড়ুনঃ দেশের সব গোয়েন্দাদের টপকে সেরা লালবাজারের অফিসার

ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা
ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা

শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার এক মহিলা, ডাক্তার দেবাশীষ গুহের ফেসবুক মেসেঞ্জার থেকে ন্যুড ভিডিও পাবার পর লিখিত অভিযোগ করেন লালবাজার সাইবার ক্রাইম দফতরে। তারপরেই নড়েচড়ে বসে সাইবার ক্রাইম অফিসাররা।

আরও পড়ুনঃ স্কুলে শুট আউট, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শিক্ষকদের লক্ষ্য করে গুলি

তদন্তে নামে লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। জিজ্ঞাসাবাদ করা হয় ডাক্তার দেবাশীষ গুহকে। আকাশ থেকে পড়েন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকা এই বিখ্যাত ডাক্তার। তদন্তের শুরুতেই লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অফিসাররা বুঝে যান ডাক্তারের ফেসবুক প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাচ্ছে অন্য কেউ।

ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা
ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা

অনেকদিন পর হদিস পাওয়া যায় অভিযুক্তের। দেখা যায় উত্তরপ্রদেশের আজমগর থেকে কেউ এই অপরাধটি করছেন। তক্কে তক্কে ছিলেন লালবাজারের সাইবার ক্রাইম গোয়েন্দারা। অপরাধীর হদিস পাওয়ার পরই আজমগর পুলিশের সঙ্গে যোগাযোগ করে অপরাধীর সন্ধানে যায় লালবাজারের সাইবার অফিসাররা।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ এর আজমগর থেকে গ্রেপ্তার করা হয় বি টেক করা যুবক রমেশ মাহাতোকে। বেশ কিছু অভিযোগে তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ এক নামি ডাক্তার এর প্রোফাইল হ্যাক করে মহিলাদের সেক্সচুয়াল হ্যারাস করার। মহিলাদের ইনবক্সে ন্যুড ফটো ও অশ্লীল ভিডিও পাঠাবার অভিযোগ।

ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা
ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা

অবাক করার বিষয় এটাই, উত্তরপ্রদেশের আজমগর থেকে ট্রানজিট রিমান্ডে ধৃত রমেশ মাহাতোকে কলকাতায় আনার আগেই তার জন্য আইনজীবী ঠিক হয়ে যায়।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

তাহলে কি কলকাতায় তার পরিচিতি কেউ আছে? তার মাধ্যমেই কি কলকাতার মহিলাদের ফেসবুক একাউন্ট পেত ধৃত রমেশ মাহাতো? অভিযোগকারিণী এটাও তদন্ত করতে অনুরোধ করছেন লালবাজার সাইবার ক্রাইম অফিসারদের।

আরও পড়ুনঃ ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

ধৃত রমেশ মাহাতোকে বাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রমেশ মাহাতোকে জিজ্ঞাসাবাদ করে, কি ভাবে সে অন্যের প্রোফাইল হ্যাক করত বা তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা দেখবে লালবাজার সাইবার ক্রাইম অফিসাররা।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

আসাধারণ সাফল্য কলকাতার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের। আসাধারণ সাহস কলকাতার এই অভিযোগকারিণীর। আর এই ঘটনা কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলার মহিলাদেরও সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রকাশ্যে এসে পুলিশে অভিযোগ করতে উৎসাহী করবে ও সাহস জোগাবে বলেই মনে করা হচ্ছে।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:
পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>