Azam Khan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 22 Apr 2019 11:16:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Azam Khan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাবার পথে হেঁটে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা https://thenewsbangla.com/azam-khans-son-calls-jaya-prada-anarkali-she-says-like-father-like-son/ Mon, 22 Apr 2019 11:12:29 +0000 https://www.thenewsbangla.com/?p=11393 বাবার হাত ধরে একই পথে হেঁটে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা আজম খানের পুত্র আবদুল্লা খান। ভোট পর্বের শুরু থেকেই বাবা ছেলে দুজনেরই টার্গেট এখন বিজেপি প্রার্থী জয়া প্রদা। আর এই নিয়েই এখন জোর তরজা এখন বিজেপি কংগ্রেসে।

সম্প্রতি উত্তরপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী মুসলিমদের ভোট যাতে ভাগ না হয়, সেকারনে কংগ্রেসকে ভোট দিতে বারন করেন এবং মহাজোটকে ভোট দেওয়ার আবেদন করেন। মায়াবতীর আবেদনের সূত্র ধরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে বলেন, মহাজোটের কাছে আলী থাকলে, বিজেপির সাথেও বজরঙবলী আছেন। এই ঘটনার সূত্র ধরেই এবার বিতর্কিত মন্তব্য করলেন আজম পুত্র।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা

আবদুল্লা খান বলেন, তাদের আছে আলী ও বজরঙবলী উভয়েই আছেন, কিন্তু আনারকলি নেই। উল্লেখ্য, বিজেপি নেত্রী জয়াপ্রদাকে লক্ষ্য করে তার এই মন্তব্য। উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্র থেকে আজম খানের বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়া প্রদা। তাই বাবা ছেলের প্রায়ই আক্রমনের লক্ষ্য হচ্ছেন তিনি।

এর আগে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সাথে একই মঞ্চে নির্বাচনী জনসভায় প্রচার চলাকালীন জয়া প্রদার সাথে আরএসএসের সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেছিলেন আজম খান। তিনি বলেছিলেন, জনসাধারণ যা ১৭ বছরেও বুঝতে পারেননি, তা আজম খান ১৭ দিনের বুঝেছেন যে জয়া প্রদা খাকি রঙের প্যান্টি করেন। জয়া প্রদাকে নাচনেওয়ালি বলেও মন্তব্য করেন আজম খান। আজম খানের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আজম খানকে ৭২ ঘন্টার জন্য ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

আরও পড়ুনঃ ভোট যুদ্ধে আকাশ দখলের লড়াইয়ে কংগ্রেসকে শুইয়ে দিল বিজেপি

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেত্রী। তিনি বলেন, বাবা আর ছেলের আচরনে কোনও তফাৎ নেই, এটাই ওদের পারিবারিক সংস্কৃতি। কিন্তু একই পরিবারের ছেলে পরিবারের শিক্ষা থেকে বেরোতে পারছে না বলে তিনি জানান। মহিলাদের সম্মান করতে জানেন না বলেও মন্তব্য করেন জয়া৷

এরপরেই বিজেপি কংগ্রেস বাগ যুদ্ধের লড়াই শুরু হয়েছে। ভোটের লড়াই এখন ভোটের বাজার ছেড়ে জয়া প্রদাকে আজম খান- আবদুল্লা খানের অশ্লীল ইঙ্গিতের দিকে চলে গেছে। আর এখানেই সমাজবাদী পার্টির হার দেখছে রাজনৈতিক মহল। তবে নিজের জেতার ব্যপারে নিশ্চিত বলেই জানিয়েছেন উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্র এর সমাজবাদী পার্টির প্রার্থী আজম খান।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই চরম লজ্জা, চৌকিদার চোর বলায় ক্ষমা চাইতে হল রাহুল গান্ধীকে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কমিশন, দাবি আজম পুত্রের https://thenewsbangla.com/eci-takes-action-against-azam-khan-because-he-is-a-muslim-claims-son/ Wed, 17 Apr 2019 06:52:18 +0000 https://www.thenewsbangla.com/?p=10996 বিজেপি প্রার্থী জয়া প্রদার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা আজম খান। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার ভোট প্রচারের ওপর ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করে। আজম খানের পুত্র আবদুল্লাহ খানের দাবি, মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলেও তোপ দাগেন আজম খানের পুত্র।

প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী

আবদুল্লাহ খান বলেন, আব্বা মুসলিম বলেই তার ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷ বিজেপির পক্ষে নির্বাচন কমিশন এক তরফা সিদ্ধান্ত নিয়েছে বলে তার দাবি। এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন আগে জানায়নি এবং দলিত ও মুসলিমদের কন্ঠরোধ করতেই নির্বাচন কমিশন কারসাজি করছে বলে বিতর্কিত মন্তব্য করেন আজম খানের পুত্র।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

আজম পুত্রের আরও অভিযোগ, বিজেপি মুসলিম মহিলাদের বোরখা পরতে বাধা প্রদান করছে, জয়া প্রদা তার আব্বা আজম খানকে অসুর বলে সম্বোধন করছে, অমর সিং তার আব্বাকে মারার চেষ্টা করছে; অথচ নির্বাচন কমিশন এই সব মন্তব্যের ক্ষেত্রে ব্যবস্থা নিতে অসমর্থ হয়েছে। শুধুমাত্র নিরপেক্ষতা প্রমান করতে যোগী আদিত্যনাথের প্রচারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বলে তিনি নির্বাচন কমিশনের ওপর তোপ দাগেন।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

রবিবার এক নির্বাচনী জনসভা থেকে আজম খান তার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বলিউড অভিনেত্রী জয়া প্রদা সম্পর্কে নারীবিদ্বেষী মন্তব্য করেন, যার ফলে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সাথে একই মঞ্চে নির্বাচনী জনসভায় প্রচার চলাকালীন জয়া প্রদার সাথে আরএসএসের সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন আজম খান। তিনি বলেন, জনসাধারণ যা ১৭ বছরেও বুঝতে পারেননি, তা তিনি ১৭ দিনের মধ্যেই বুঝেছেন যে জয়া প্রদা খাকি রঙের অন্তর্বাস পরেন।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

এর পরেই বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই বক্তব্যের নিন্দা শুরু হয়। উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মুখপাত্র চন্দ্রমোহন এই বক্তব্যকে সমাজবাদী পার্টির নেতাদের নীচ মানসিকতা বলে উল্লেখ করেন। অখিলেশ এবং মায়াবতী কোন ধরনের নেতাদের সমর্থন করছেন, তা নিয়েও জোটকে প্রশ্ন করেন তিনি। আজম খানের বিরুদ্ধে বিজেপি ও জাতীয় মহিলা কমিশন অভিযোগ দায়ের করে। এরপরেই অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবারই কমিশন ৭২ ঘন্টার জন্য আজম খানের ভোট প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে দেশের বিখ্যাত দুই নেতা ও দুই নেত্রীর ওপর নিষেধাজ্ঞা https://thenewsbangla.com/eci-banned-yogi-adityanath-mayawati-azam-khan-maneka-gandhi-from-campaigning/ Tue, 16 Apr 2019 06:34:42 +0000 https://www.thenewsbangla.com/?p=10895 নির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে দেশের বিখ্যাত দুই নেতা ও দুই নেত্রীর ওপর নিষেধাজ্ঞা। যোগী আদিত্যনাথ, আজম খান, মানেকা ও মায়াবতীর ওপর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কাউকে ২ দিন ও কাউকে ৩ দিন ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাক্তণ মুখ্যমন্ত্রী মায়াবতী, আজম খান ও কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, চারজনের ওপরই নির্বাচনী প্রচার চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন সোমবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই নিষেধাজ্ঞা দেয়।

আরও পড়ুনঃ উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা

সাম্প্রদায়িক বক্তব্যের কারণে যোগী আদিত্যনাথের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেয় কমিশন। আর মায়াবতীর ওপর আরোপ করা হয়েছে দু দিনের নিষেধাজ্ঞা। আজম খান ও মানেকার বিরুদ্ধেও তিনদিনের নিষেধাজ্ঞা দেয় কমিশন।

আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে দেওবন্দে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। কমিশন এ নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে। এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি নেতাদের প্রতি নমনীয় আচরণ করার অভিযোগ তুলেছিল বিরোধী পক্ষগুলো।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

এর আগে ২০১৪ সালের নির্বাচনে ঘৃণাপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে বিজেপি প্রধান অমিত শাহ ও সমাজবাদী দলের নেতা আজম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন এবারও একই কারণে যোগী আদিত্যনাথ ও মায়াবতীর বিরুদ্ধে ব্যবস্থা নিল।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

উসকানিমূলক ব্যবস্থা দিয়ে শাস্তির মুখে পড়েছেন মানেকা গান্ধীও। অন্যদিকে অশ্লীল মন্তব্য করে শাস্তির মুখে আজম খান। প্রত্যেকেই ৩ দিনের জন্য নির্বাচন প্রচার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

তবে এরপরও হয়তো কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পক্ষপাতের অভিযোগ থেকেই যাবে। কারণ সোমবারই সুপ্রিম কোর্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন। তবে এই শাস্তির পর দেশের শীর্ষ আদালত নিজেদের খুশির কথা জানিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা

সোমবারই কমিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এর আগে অবশ্য দুই নেতাকে সতর্ক করেছিল কমিশন। দুই নেত্রীকেও শাস্তি দিল কমিশন। এরপর দেশের বাকি নেতাদেরও এই শাস্তির মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

ভারতের নির্বাচনী আচরণবিধিতে প্রচারের সময় কোনো ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সম্প্রতি দেওবন্দে দেওয়া বক্তব্যে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা মায়াবতী মুসলিম সম্প্রদায়কে কংগ্রেস ও তাঁর জোটের মধ্যে ভোট ভাগাভাগি না করার বিষয়ে সতর্ক করেন।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

এর কয়েক দিন পর মায়াবতীকে একহাত নিতে যোগী আদিত্যনাথ বলেন, ‘কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি) ও বিএসপি আলীতে আস্থা রাখেন, তবে আমাদেরও বজরংবলীর ওপর বিশ্বাস রয়েছে।’ যোগী আদিত্যনাথের এ বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। সুস্পষ্ট এ সাম্প্রদায়িক বক্তব্যের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী নেতারা। এ অবস্থায় বিরোধী দলগুলো আদালতের শরণাপন্ন হয়। সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি বলেন, ‘আমাদের কোনো ক্ষমতা নেই। প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া থেকে আমরা বিরত করতে পারি না।’

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

এই বক্তব্যের পর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই বলেন, ‘নির্বাচন কমিশন বলছে, “আমরা নখদন্তহীন”। আচরণবিধি ভাঙলে তারা একটি নোটিশ দেয়, তা না মানলে একটি সতর্কবার্তা। আসলেই বিষয়টি এমন কিনা, তা জানতে চাই আমরা। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের এমন একজন প্রতিনিধির কাছ থেকে শুনতে চাই, যার এ বিষয়ে গভীর জ্ঞান রয়েছে।’

এরপরেই চার নেতা নেত্রীকে নির্বাচনী প্রচার চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভারতের নির্বাচন কমিশন সোমবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই নিষেধাজ্ঞা জানিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড় https://thenewsbangla.com/jaya-prada-wears-khakhi-underwear-says-azam-khan/ Mon, 15 Apr 2019 04:27:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10852 নারীবিদ্বেষী মন্তব্য করে আবারও শিরোনানে সমাজবাদী পার্টির নেতা আজম খান। রবিবার এক নির্বাচনী জনসভা থেকে তার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বলিউড অভিনেত্রী নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড় দেশ জুড়ে।

মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

রবিবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সাথে একই মঞ্চে নির্বাচনী জনসভায় প্রচার চলাকালীন জয়া প্রদার সাথে আরএসএসের সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন আজম খান। তিনি বলেন, জনসাধারণ যা ১৭ বছরেও বুঝতে পারেননি, তা আজম খান ১৭ দিনের বুঝেছেন যে জয়া প্রদা খাকি রঙের প্যান্টি করেন।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

এর পরেই বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই বক্তব্যের নিন্দা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মুখপাত্র চন্দ্রমোহন এই বক্তব্যকে সমাজবাদী পার্টির নেতাদের নীচ মানসিকতা বলে উল্লেখ করেছেন। অখিলেশ এবং মায়াবতী কোন ধরনের নেতাদের সমর্থন করছেন, তা নিয়েও জোটকে প্রশ্ন করেন তিনি।

আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। দুই জোটসঙ্গী সমাদবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি মহিলাদের সম্মানের গুরুত্ব দেয় কিনা, তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

এই বিষয়ে আজম খানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী দায় এড়াতে গিয়ে জানিয়েছেন, এই ধরনের কোনও ঘটনার ব্যাপারে তার জানা নেই।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>