Ayushmann Khurrana – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 24 Mar 2019 17:28:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Ayushmann Khurrana – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ৬৪ তম ফিল্মফেয়ার পুরস্কারে নতুন মুখের জয়জয়কার https://thenewsbangla.com/filmfare-awards2019-ayushmann-khurrana-alia-bhatt-ranbir-kapoor-wins/ Sun, 24 Mar 2019 16:47:51 +0000 https://www.thenewsbangla.com/?p=9174 ৬৪ তম ফিল্ম ফেয়ার পুরস্কারের জিতলেন যারা: সম্পূর্ণ তালিকা

গত শনিবার মুম্বাই আর জিও গার্ডেনে হয়ে গেল ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন শাহরুখ খান, রাজকুমার রাও এবং ভিকি কৌশল। এক ঝলকে দেখে নিন, এবার কার হাতে উঠলো কালো সুন্দরী।

সেরা অভিনেতা- রণবীর কাপুর ‘সঞ্জু’ ছবির জন্য।
সেরা অভিনেত্রী- আলিয়া ভট্ট ‘রাজি’ ছবির জন্য।
সেরা ছায়াছবি- মেঘনা গুলজারের ‘রাজি’।
সেরা অভিনেতা (সমালোচক)- রণবীর সিং ‘পদ্মাবত’ ছবির জন্য এবং আয়ুষ্মান খুরানা ‘অন্ধাধুন’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (সমালোচক)- নীনা গুপ্তা ‘বাধাই হো’ ছবির জন্যে।
সেরা পরিচালক- মেঘনা গুলজার ‘রাজি’র জন্য।
সেরা ছবি (সমালোচক)- অন্ধাধুন।
সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র)- গজরাজ রাও ‘অন্ধাধুন’ ছবির জন্য, ভিকি কৌশল ‘সঞ্জু’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্র)- সুরেখা সিখড়ি ‘বাধাই হো’ ছবির জন্য।
সেরা চিত্রনাট্য- অক্ষত গিলদাই ‘বাধাই হো’ ছবির জন্য।
সেরা গল্প- অনুভব সিনহা ‘মূল্ক’ ছবির জন্য।
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরুষ অভিষেক- ঈশান খাট্টর।

ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক- সারা আলী খান।
সেরা নতুন পরিচালক- অমর কৌশিক ‘স্ত্রী’ ছবির জন্য।
সেরা শর্ট ফিল্ম- ‘প্লাস মাইনাস’
সেরা অভিনেতা (শর্ট ফিল্ম)- হুসেন দালাল ‘সেমলেস’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (শর্ট ফিল্ম)- কীর্তি কুলহারি ‘মায়া’ ছবির জন্য।
সেরা শর্ট ফিল্ম (ফিকশন)- ‘রোগন জোশ’ ।
সেরা শর্ট ফিল্ম (নন ফিকশন)- ‘দা সকার সিটি’।
গুলশান কুমার আওয়ার্ড ফর বেস্ট মিউজিক অ্যালবাম- সঞ্জয় লীলা বানসালি ‘পদ্মাবত’ ছবির জন্য।

সেরা গীতিকার- গুলজার ‘রাজি’ সিনেমার “এ বতন’ গানটার জন্য।
সেরা নেপথ্য সংগীত শিল্পী (পুরুষ)- অরিজিৎ সিং ‘এ বতন’ গানের জন্য
সেরা নেপথ্য সংগীত শিল্পী (নারী)- শ্রেয়া ঘোষাল ‘ঘুমার’ গানের জন্য।
নতুন প্রতিভার জন্য আর ডি বর্মন পুরস্কার- নীলাদ্রি কুমার।

সেরা চিত্রগ্রহণ- পঙ্কজ কুমার ‘তুম্বাদ’ ছবির জন্য।
সেরা আবহ সংগীত- ডেনিয়েল বি জর্জ ‘অন্ধাধুন’ ছবির জন্য।
সেরা মারপিঠ- বিক্রম দাহিয়া এবং সুনীল রড্রিক্স ‘মুক্কাবাজ’ ছবির জন্য।
সেরা নৃত্য পরিচালনা- কৃতী মহেশ মিদ্দা আর জ্যোতি তমার ‘ঘুমার’ নাচের জন্য।

]]>
অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’ https://thenewsbangla.com/unbelievable-bollywood-mega-hit-badhaai-ho-hit-bahubali/ Thu, 29 Nov 2018 08:03:05 +0000 https://www.thenewsbangla.com/?p=3272 মেঘা ভট্টাচার্য, The News বাংলা, কলকাতাঃ কেউ স্বপ্নেও ভাবেন নি। কেউ আশাই করে নি যে এটা হতে পারে। আর সেটাই হয়েছে। সব বিগ বাজেটকে মাত করে ২০১৮ তে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’।

আরও পড়ুনঃ ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে না হীরালাল সেন?

‘অন্ধাধুন’,’বাধাই হো’-র মতো ছবির পর পর সাফল্য এসে পড়েছে তাঁর ঝুলিতে। একেবারে চুপচাপ থেকে বলিউডে যে তিনি লম্বা দৌড়ের ঘোড়া হয়ে উঠেছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ‘অন্ধাধুন’,’বাধাই হো’ ভারত ও বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৩২৫ কোটি টাকার ব্যবসা করেছে। যা কোন অভিনেতার নেই। সলমান খানকেও টপকে গেছেন আয়ুষ্মান খুরানা।

Image Source: Google

‘বাধাই হো’র চোখ কপালে তোলা সাফল্যের পর, এবার তাই আয়ুষ্মান খুরানা বলিউডের অন্যতম সেরা অভিনেতা হয়ে ওঠার দিকেই পা বাড়িয়েছেন। আর এবার আয়ুষ্মানের সাফল্যকে আরও একধাপ বাড়াতে তার কাছে এসে পড়ল একতা কাপুরের সিনেমা।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’। বিশেষজ্ঞরা এই লড়াইকে দেখছেন সরাসরি টিকিট বিক্রির হিসাবে। বক্স অফিসের হিসাবে, ষষ্ঠ সপ্তাহে ‘বাহুবলী-২’-এর টিকিট বিক্রি হয়েছিল মোট ৩ কোটি ৩৫ লক্ষ টাকার। সেখানে ‘বাধাই হো’-র টিকিট বিক্রি হয়েছে মোট ৩ কোটি ৯৫ লক্ষ টাকার।

Image Source: Google

এখনও অবধি ‘বাধাই হো’ মোট ব্যবসা করেছে ১৩২ কোটি ৩৫ লক্ষ টাকার। রাজকুমার রাও-শ্রদ্ধা কপূর অভিনীত ‘স্ত্রী’-কে টপকে এটা এখন ২০১৮ সালে বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় ষষ্ঠ।

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

জানা গেছে, শিগগিরই আয়ুষ্মান খুরানাকে নিয়ে শুটিং শুরু করতে পারেন একতা কাপুর। একতার এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে রয়েছেন নুসরত বারুচা। এই সিনেমায় নুসরতের সঙ্গেই তাঁর সম্পর্কের রসায়ন উঠে আসবে পর্দায়।

Image Source: Google

একনজরে দেখে নি ‘অন্ধাধুন’ ও ‘বাধাই হো’-র এখনও পর্যন্ত রোজগারঃ
‘বাধাই হো’ ভারতে রোজগার করেছে ১৬৩.৯৭ কোটি। বিদেশেঃ ৪৫.০২ কোটি। মোট ২০৮.৯৯ কোটি টাকা। ‘অন্ধাধুন’ ভারতে রোজগার করেছে ৯২.০১ কোটি। বিদেশেঃ ১০.৩৭ কোটি। মোট ১০২.৩৮ কোটি টাকা।

Image Source: Google

আয়ুষ্মানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত বলেও ইতিমধ্যেই জানিয়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’র অভিনেত্রী। ডিসেম্বর থেকেই আয়ুষ্মান এবং নুসরত বারুচাকে নিয়ে শুটিং শুরু করবেন একতা কাপুর।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

একতা কাপুরের এই নতুন প্রজেক্টের পাশাপাশি হনশল মেহতার আর একটি সিনেমার কাজও শুরু করেছেন নুসরত। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন রাজকুমার রাও। অজয় দেবগণ, লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ একযোগে রাজকুমার রাও এবং নুসরত বারুচার সিনেমায় প্রযোজনার কাজ করছেন।

Image Source: Google

এদিকে সম্প্রতি স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যান্সারের চিকিত্সা নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান খুরানা। কিন্তু, তার মাঝেই শুটিং সেরেছেন পর পর দুটি সিনেমার। আপাতত ভাল আছেন তাহিরা। ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার পর ‘করবা চৌথ’-এ স্ত্রীর নাম হাতে লিখে তাঁকে সারপ্রাইজ দেন আয়ুষ্মান। প্রত্যেকবার তাহিরা যা করেন তাঁর জন্য, এবার তিনি সেই কাজ করলেন বলেও ভক্তদের জানান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

Image Source: Google

কোন নামকরা নায়ক-নায়িকা ছাড়াই মাত্র ২৯ কোটি বাজেটের ‘বাধাই হো’ এইভাবে বাজার মাত করবে সেটা ভাবাই যায় নি। অন্যদিকে আমিতাভ-আমির-ক্যাটরিনার ৩০০ কোটির ‘থাগস অফ হিন্দস্তান’ মুখ থুবড়ে পরেছে। ফলে বলিউডে এটাও প্রমাণিত হল যে, গল্প ঠিক থাকলে অভিনেতা বা বাজেটের উপর কোন কিছু নির্ভর করে না।

]]>
স্ত্রীর মঙ্গল কামনায় উপোস করলেন বলিউডের গায়ক অভিনেতা https://thenewsbangla.com/bollywood-singer-and-actor-fasted-for-his-wifes-speedy-recovery/ Sun, 28 Oct 2018 21:47:51 +0000 https://www.thenewsbangla.com/?p=1594 The News বাংলা: মাঝে মাঝেই প্রশ্নটা ওঠে, সব রীতি রেওয়াজ শুধু মহিলারাই করবে কেন ? পুরুষরা কেন করবে না ? সনাতন হিন্দু ধর্মের সব কিছুই নারীদের পালন করতে হয়, তাদের স্বামীদের মঙ্গল কামনায়। পুরুষরা কেন ব্রত পালন করবে না ? এবার এক স্বামী করবা চৌথে উপোস করে সেই রীতি রেওয়াজ ভেঙে ভালোবাসার প্রেম-কাহিনী লিখলেন।

আরও পড়ুন: ক্রিকেট ও সিনেমার দাম্পত্য প্রেমের করবা চৌথ

করবা চৌথ। করবা কথার অর্থ মাটির ছোট পাত্র। আর হিন্দিতে চৌথের অর্থ চার। কার্তিক মাসে কৃষ্ণপক্ষ শুরু হওয়ার চতুর্থ দিনে এই অনুষ্ঠান পালন করা হয় বলেই এমন নাম। বিবাহিত নারী-পুরুষদের কাছে এই পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এ দিন সূর্যোদয়ের পর থেকে নির্জলা উপবাসে সারা দিন কাটান বিবাহিত দম্পতিরা।

Image Source: Google

নিয়ম এটা থাকলেও আমাদের দেশে সাধারণত স্ত্রীরাই সারাদিন নির্জলা উপোস করে সন্ধ্যায় চাঁদ আর স্বামীকে একসঙ্গে দেখেই তবে উপবাস ভঙ্গ করেন। পুরুষরা কেন নিয়ম মেনে উপোস করবে না ? প্রশ্ন বহু বছরের।

আরও পড়ুন: বিয়ে না করেই মা হলেন দঙ্গল অভিনেত্রী

এবার সেই স্ত্রীর জন্য করবা চৌথে উপোস করে হইচই ফেলে দিয়েছেন আয়ুষ্মান খুরানা। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার পত্নী তাহিরা কাশ্যপ। শারিরীক কারণে রাখতে পারবেন না করবা চৌথ। আর তাই সকলকে চমকে দিয়ে করবা চৌথ পালন করলেন আয়ুষ্মান খুরানা নিজেই। বৌয়ের জন্য উপোস করে।

Image Source: Google

সোশ্যাল মিডিয়ায় নিজের কথা শেয়ার করেছেন আয়ুষ্মান খুরানা। সেখানে তিনি জানিয়েছেন, স্ত্রী পারেন নি তো কি হয়েছে! তিনি এবছর করবা চৌথ রেখেছিলেন স্ত্রীর জন্য। আর এই ঘোষণাতেই শোরগোল পরে গেছে গোটা ভারতে। নিজের ফ্যানদের পাশাপাশি অসংখ্য মানুষের ভালোবাসা আদায় করে নিয়েছেন আয়ুষ্মান খুরানার এই ভালোবাসার কাহিনী।

Image Source: Google

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

সম্প্রতি আয়ুষ্মান পত্নী তাহিরার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। একেবারে ফার্স্ট স্টেজে রয়েছে এই ক্যান্সার। চিকিৎসকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তাহিরা। তাই এবার করবা চৌথ পালন করেন নি তাহিরা। আর তাই সকলকে চমকে দিয়ে স্ত্রী তাহিরার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করেছেন আয়ুষ্মান খুরানা নিজেই।

Image Source: Google

সম্প্রতি রিলিজ হওয়া আয়ুষ্মান খুরানার ফিল্ম ‘বাধাই হো’ প্রথম সপ্তাহেই বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছে। আর তারপর করবা চৌথের এই ভালোবাসার কীর্তিতে খবরের শিরোনামে এখন আয়ুষ্মানই। সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ হতেই লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি।

Image Source: Google

পুরুষ নারীর এই চিরকালীন ভেদাভেদ ঘোচাতে যেভাবে তিনি সনাতন একটি রীতি রেওয়াজকে বেছে নিয়েছেন, তাতে প্রশংসা কুড়িয়েছেন প্রত্যেকেরই। অনেকেই এটা উদাহরণ হিসেবে তুলে ধরতে চেয়েছেন। সবমিলিয়ে বলিউডের সব নায়ক – নায়িকাদের টপকে এবারের করবা চৌথে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আয়ুষ্মান খুরানা। “বাধাই হো”।

]]>