Avinandan Varthaman – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Mar 2019 07:35:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Avinandan Varthaman – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি https://thenewsbangla.com/pakistanis-are-signing-demanding-nobel-peace-prize-for-imran-khan/ Sat, 02 Mar 2019 07:31:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7333 অনেকে বলছেন, ‘জোক অফ দা সেঞ্চুরি’। ভারত জুড়ে হাসির ঝড়। সোশ্যাল মিডিয়ায় ট্রল এর ঝড়। জঙ্গিদের মদতদাতা দেশ পাকিস্তান। আর সেই পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি উঠল পাকিস্তান জুড়ে। ইমরানকে শান্তির নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড়।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছেন পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছে পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছে ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অনেকেই ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার (#NobelPeacePrizeForImranKhan)। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত দেওয়ার ঘোষণা করে দেন। তিনি বলেন, “শান্তির বার্তা হিসেবে পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়া হবে”।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

একই সঙ্গে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় পাইলটের মুক্তি দুর্বলতা হিসেবে না ভাবতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ির কনভয়ে জঙ্গি হামলায় ৪৯জন জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

পাকিস্তান দাবি করে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং দুজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে। পরে ভারত জানায় পাক সেনার হাতেই আটক ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান। আর এরপরেই ইমরান খানকে নোবেল দেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে পাকিস্তানিদের এই দাবিতে হাসির ঝড় আন্তর্জাতিক মহলে। জঙ্গিদের মদতদাতা পাকিস্তান প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি তোলায় ব্যঙ্গের ঝড় বিশ্ব জুড়ে। অবশ্য এর আগেও অনেক এরকম রাজনৈতিক ব্যাক্তিদের শান্তি পুরস্কার দিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে নোবেল কমিটি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন https://thenewsbangla.com/iaf-pilot-wing-commander-abhinandan-varthaman-returns-to-india/ Fri, 01 Mar 2019 12:09:48 +0000 https://www.thenewsbangla.com/?p=7292 ভারতে ফিরলেন অভিনন্দন বর্তমান। ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে শুক্রবার দেশে ফিরলেন ভারতীয় বিমান বাহিনীর ওই উইং কমান্ডার। প্রথমেই শারীরিক পরীক্ষা হবে তাঁর। ওয়াঘা থেকে দিল্লি নিয়ে যাওয়া হল তাঁকে। ওয়াঘা-আটারি সীমান্তে অভিনন্দনকে নিতে ভারতীয় সেনার পাশাপাশি ছিলেন তাঁর বাবা মা ও স্ত্রী। ছিলেন ভারতের অগণিত সাধারণ মানুষ। ঢাক ঢোল নিয়ে তাঁরা স্বাগত জানান অভিনন্দনকে।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

জানা গেছে এরপর বেশ কিছু শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ভারতীয় বিমান বাহিনীর ওই উইং কমান্ডারকে। দেখা হবে তাঁর শরীরে কোন চিপ বা অন্য কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। তাঁকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে। সবরকম পরীক্ষার পরই ঠিক হবে তিনি আবার কবে থেকে বিমান বাহিনীতে যোগদান করবেন। বায়ুসেনার মেডিক্যাল অফিসাররা পরীক্ষা করে দেখেন তাঁকে। বায়ুসেনার গোয়েন্দা বাহিনীও জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা
বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা

ভারতের কূটনৈতিক চাপের মুখে পিছু হঠে পাকিস্তান। ভারতীয় পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবারই মুক্তি দেবে ইসলামাবাদ। পাক সংসদে এ কথা ঘোষণা করেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তির বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ভারত পাক ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের এই বায়ুসেনাকে ভারতে ফেরান হল। তাঁকে ভারতে নিয়ে আসেন ভারতের বায়ুসেনার অফিসাররা।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

বুধবার পাক বিমান তাড়ানোর সময় পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে ভারতীয় পাইলটের যুদ্ধবিমান। তিনি পাক সেনার হেফাজতে ছিলেন। তাঁর মুক্তির দাবিতে সরব হয় গোটা দেশ। পাকিস্তানের একটি যুদ্ধবিমান বুধবার ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়লে তাকে গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা। তারপরই আক্রান্ত হয় ভারতীয় বায়ুসেনার এই পাইলটের মিগ ২১। পাকিস্তানের মাটিতে নামতে বাধ্য হন তিনি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা
বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা

“আমি উইং কম্যান্ডার অভিনন্দন এবং আমার সার্ভিস নম্বর হলো ২৭৯৮১। আমি একজন ফ্লাইট পাইলট এবং আমি হিন্দু। আমি দুঃখিত এর থেকে বেশি কিছুই আমি বলবো না”। পাকিস্তানের হাতে ধরা পরার পর ঠিক এই ভাষাতেই নিজের সাহস দেখান উইং কম্যান্ডার অভিনন্দন। বুধবার মিগ ২১ ভেঙে পরার পর পাক মাটিতে প্যারাশুটে নেমেই পাকিস্তানের হাতে ধরা পরে যান তিনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মারধর করা হচ্ছে তাঁকে।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

ভারতীয় বায়ুসেনা বালাকোটে জইশ ঘাঁটিতে বিমানহানা চালানোর পর পাক সংসদের যৌথ অধিবেশন ডেকেছিল পাকিস্তান। বৃহস্পতিবার সেই অধিবেশনেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছিলেন, শান্তির বার্তা দিতে অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে। ইমরান বলেন, “আমি এটাই বলতে চেয়েছিলাম যে আর উত্তেজনা চাই না। উত্তেজনা প্রশমনে আমাদের প্রচেষ্টার অর্থ এই নয় যে আমরা ভয় পেয়ে গিয়েছি”। যদিও ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ‘ভারতীয় পাইলটকে ফেরানোর বিনিময়ে কোনও সমঝোতার প্রশ্নই নেই’।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল

ঠিক যেন ভারতের বাঘ। শুধু ভারত নয়। বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে যায় গোটা পাকিস্তান। পাকিস্তান সেনার ডেরায় গিয়ে পাকিস্তানের সেনা ও এক মেজরের সামনে গিয়ে তাঁর বক্তব্য ও সাহস দেখে মুগ্ধ ভারতের পাশাপাশি পাকিস্তান সহ গোটা বিশ্ব। ভারতীয় সেনাকে ছোট করতে এই ভিডিও প্রকাশ করেছিল পাক সেনা। উল্টে ভারতীয় সেনার সাহস দেখে কেঁপে গেছে গোটা পাকিস্তান। পাক সোশ্যাল মিডিয়ায় ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-was-shocked-by-the-bravery-of-iaf-pilot-avinandan-in-captivity/ Thu, 28 Feb 2019 15:47:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7280 ঠিক যেন ভারতের বাঘ। শুধু ভারত নয়। বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল গোটা পাকিস্তান। পাকিস্তান সেনার ডেরায় গিয়ে পাকিস্তানের সেনা ও এক মেজরের সামনে গিয়ে তাঁর বক্তব্য ও সাহস দেখে মুগ্ধ ভারতের পাশাপাশি পাকিস্তান সহ গোটা বিশ্ব। ভারতীয় সেনাকে ছোট করতে এই ভিডিও প্রকাশ করেছিল পাক সেনা। উল্টে ভারতীয় সেনার সাহস দেখে কেঁপে গেছে গোটা পাকিস্তান। পাক সোশ্যাল মিডিয়ায় ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

ভারতীয় বিমানবাহিনীর এলিট ইউনিট ‘স্কাট’ বা ‘সূর্যকিরণ অ্যারোবেটিক’ টিমের সদস্য তিনি। অর্থাৎ বাহিনীর সবচেয়ে দক্ষ ও যুদ্ধসফল বৈমানিকদের একজন। নাম উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, বয়স মধ্য তিরিশের কাছাকাছি। ছোট ছোট করে ছাঁটা চুল, সঙ্গে পেল্লায় গোঁফ। বন্ধু মহলে ডাকনাম বিরাপ্পন। তাকে কেন্দ্র করেই এখন ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানটান উত্তেজনাকর পরিস্থিতি প্রভাবিত হচ্ছে। ভারত পাকিস্তান দুদেশের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর সাহসের প্রশংসা।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল

ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে/The News বাংলা
ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে/The News বাংলা

যে ‘মিগ-২১’ বিমানটি তিনি চালাচ্ছিলেন, সেটি পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের মাটিতে ভূপাতিত হওয়ার পরই অভিনন্দন জীবিত অবস্থায় ধরা পড়েন পাকিস্তানি সেনাদের হাতে। এরপর পাকিস্তানি কর্তৃপক্ষ তার একাধিক ভিডিও প্রকাশ করেছে। কোনওটি উত্তেজিত জনতার হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার, কোনওটি অভিনন্দনের চোখ বাঁধা অবস্থায়। কোনটি আবার তাকে জেরা করার একটি মিনিটখানেকের সংক্ষিপ্ত ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে অভিনন্দন অবশ্য নিজের পরিচয় বা র‌্যাঙ্ক ইত্যাদি জানালেও বাকি সব কিছু বলতে অস্বীকার করেন।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত

প্রত্যক্ষদর্শী পাক নাগরিক মোহাম্মদ রাজ্জাক চৌধুরী (৫৮) নামের এক ব্যক্তির বর্ণনায় উঠে এসেছে অভিনন্দনের সাহসের কথা। রাজনৈতিক ও সমাজকর্মী রাজ্জাক নিয়ন্ত্রণরেখার ৭ কিলোমিটার ভেতরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি একটি যুদ্ধবিমান দেখেন যেটিতে আগুন লেগে গিয়েছিল। এই সময় তিনি প্যারাস্যুট নিয়ে একজনকে নামতে দেখেন। বিমানটি যেদিকে বিধ্বস্ত হয় তার উল্টো দিকে ওই প্যারাসুটে নামেন এক বৈমানিক।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা
বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান/The News বাংলা

কিন্তু ওই বৈমানিকের কাছে পিস্তল ছিল। তিনি তরুণদের ওই জায়গাটি ভারত না পাকিস্তান তা প্রশ্ন করেন। একজন বলেন, এটা ভারত। তখন ওই বৈমানিক নিশ্চিত হতে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেন। তবে কয়েকজন তরুণ উল্টো স্লোগান দেন। কিন্তু কয়েকজন তরুণ ভারতীয় বৈমানিকের স্লোগান সহ্য করতে পারেননি।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

অভিনন্দন দৌড়ে প্রায় আধা কিলোমিটার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। তিনি কিছু কাগজ গিলে ফেলার ও কিছু কাগজ জলে ভিজিয়ে নষ্ট করে ফেলার চেষ্টা চালান। তবে হাতে অস্ত্র থাকা সত্ত্বেও বিপদে পরেও সাধারণ মানুষের উপর গুলি চালালনি তিনি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক হন ভারতীয় বৈমানিক অভিনন্দন।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

এরপরেই ভারতীয় যুদ্ধবিমানের পাইলটের আরেকটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান। গতকাল বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই বৈমানিক চা পান করছেন আর নিজের নাম-পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।

এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী

ভিডিওতে পাক সেনা প্রশ্নকর্তা ও আটক পাইলট অভিনন্দনের কথোপকথন ছিল এমনঃ—
প্রশ্নকর্তা: আপনার বাড়ি ভারতের কোথায়? অভিনন্দন: আমি একথা বলতে বাধ্য নই। দুঃখিত। দক্ষিণ ভারতে।
প্রশ্নকর্তা: আপনি বিবাহিত? অভিনন্দন: হ্যাঁ, বিবাহিত।
প্রশ্নকর্তা: আমার ধারণা, চা আপনার পছন্দ? অভিনন্দন: এই চা-টা খুবই চমৎকার, ধন্যবাদ।
প্রশ্নকর্তা: আপনি কোন এয়ারক্রাফট চালাচ্ছিলেন? অভিনন্দন: দুঃখিত মেজর, আমি এ বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য নই। তবে আমি নিশ্চিত আপনি বিমানের ধ্বংসাবশেষ দেখে ইতিমধ্যেই তা জেনেছেন।
প্রশ্নকর্তা: (এই বিমান হামলায়) আপনার কী উদ্দেশ্য (মিশন) ছিল? অভিনন্দন: দুঃখিত, আমার পক্ষে এই বিষয়টি নিয়ে কথা বলা সম্ভব নয়।

এই সংক্রান্ত খবরঃ ভারতীয় যুদ্ধবিমান পাইলটকে ধরে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করল পাকিস্তান

আর এই ভিডিও দেখার পরই গোটা ভারত জুড়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর জন্য প্রশংসা ও সাহসের প্রতি মুগ্ধতা ছড়িয়ে পরে। ভারতের পাশাপাশি পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় বায়ুসেনা পাইলটের সাহসের প্রতি প্রশংসা ও শ্রদ্ধা ছড়িয়ে পড়ে। পাকিস্তানিরাও বুঝে যায় ভারতীয় সেনা কি ধাতুতে গড়া।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>