Attari-Wagah border – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 05 Mar 2019 09:29:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Attari-Wagah border – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের https://thenewsbangla.com/samjhauta-express-resumes-as-a-peace-sign-between-india-and-pakistan/ Tue, 05 Mar 2019 08:53:52 +0000 https://www.thenewsbangla.com/?p=7521 ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা ঘটে যাওয়া জঙ্গি হামলার পর, ভারত এবং পাকিস্তানের সম্পর্কে নতুন করে ফাটল দেখা যায়। সেই ঘটনার জেরেই সাময়িক ভবে বন্ধ হয়েছিল সমঝোতা এক্সপ্রেস। গত সোমবার থেকে তা আবার চালু হল। তাহলে কি এবার শান্তির বার্তা পাকিস্তানকে পাঠাচ্ছে ভারত? যদিও কাশ্মীরে প্রতিদিন চলছে জঙ্গি ও সেনা লড়াই।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিজেপির ওয়েবসাইট হ্যাক করল হ্যাকাররা

১৯৭১ সালের ২২শে জুলাই ভারত-পাক যুদ্ধের পর, সিমলা চুক্তি অনুযায়ী, চালু হয় এই সমঝোতা এক্সপ্রেস। এই ট্রেনটি ভারতের দিল্লি থেকে আটারি এবং পাকিস্তানের ওয়াঘা থেকে লাহোর অবধি চলাচল করে, সপ্তাহে দুইদিন।

সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের/ The News বাংলা
সমঝোতা এক্সপ্রেস চালু করে পাকিস্তানকে বার্তা ভারতের/ The News বাংলা

কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে ১৪ই ফেব্রুয়ারী সিআরপিএফ কনভয়ের একটি গাড়ি লক্ষ করে আইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তারপর ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। সিআরপিএফ কনভয়ের গাড়িগুলি জম্মু থেকে কাশ্মীর আসার সময় এই আক্রমণ হয়। অবন্তীপুরায় জাতীয় সড়কের উপরেই এই হামলা চলে। মারা যান চল্লিশেরও বেশি সিআরপিএফ জাওয়ান।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

ঘটনার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। বিস্ফোরণে যুক্ত আদিল আহমেদ নামে এক জইশ জঙ্গির নাম উঠে আসে তদন্তে। তারপরে শুরু হয় গোলমাল। দুই দেশের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসতে থাকে ভারত।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভোররাতে ভারতীয় বায়ুসেনার তরফে পাকিস্তানের মূল ভূখন্ড বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। বায়ুসেনার দেওয়া তথ্য অনুযায়ী জইশ ই মহম্মদের মাথা মাসুদ আজহারের তিন আত্মীয় সহ কমপক্ষে ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়। এরপরেই পাকিস্তান বন্ধ করে দেয় সমঝোতা এক্সপ্রেস। ভারতও বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

এরই মধ্যে পাক সীমানা লঙ্ঘন করে মিগ চালিয়ে পাক সেনার হাতে পাকড়াও হন বায়ুসেনা কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় পাইলটকে শর্তহীন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ব্যবহারে বিগলিত কিছু ভারতীয় ইমরান খানকে কার্যত শান্তির বার্তাবাহক হিসেবে তুলে ধরে। পাকিস্তান ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিও করেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

পাক-ভারত উত্তেজনার মধ্যে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতের দিক থেকেও বন্ধ হয় ট্রেন চলাচল। গত সোমবার আবার চালু হয় এই ট্রেন। পাকিস্তান রেডিও সূত্রে জানা যায়ে, সোমবার প্রায় ১৫০জন যাত্রী কে নিয়ে দিল্লির উদ্দেশে লাহোরে থেকে রওনা দেয় সমঝোতা এক্সপ্রেস। অবশ্য ১৪এ ফেব্রুয়ারীর পর, যাত্রী সংখ্যা কমে গেছে বলেই দুই দেশের রেল কর্তৃপক্ষ এর তরফ থেকে জানা গেছে।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

পাকিস্তানের দিকে কি তাহলে এবার শান্তির হাত বাড়িয়ে দিচ্ছে ভারত? প্রশ্ন উঠেছে। তবে এর সঙ্গে পাকিস্তানের সঙ্গে কথার কোন সম্পর্ক নেই বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত। জঙ্গি হামলা বন্ধ না হলে আলোচনার কোন প্রশ্নই নেই বলে জানান হয়েছে। তবু সমঝোতা এক্সপ্রেস চালু করে দুই দেশের মধ্যে শান্তির আপাতত একটা আশার আলো দেখা গেল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে https://thenewsbangla.com/meet-the-woman-who-accompanied-iaf-officer-abhinandan-varthaman/ Sat, 02 Mar 2019 17:41:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7363 পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে? শুক্রবার রাত থেকেই এই প্রশ্ন গোটা ভারত জুড়ে।
শুক্রবার বিকাল থেকেই সবার নজর ছিল ওয়াঘা-আটারি সীমান্তের দিকে। রাত ৯.১০ এ ওয়াঘা সীমান্তের পাক ভূখন্ডে প্রথমবারের মতো দাঁড়িয়ে খাকতে দেখা গেল ভারতের উইন কমান্ডার অভিনন্দন বর্তমানকে। অভিনন্দন বর্তমানের একপাশে পাক রেঞ্জার্স এর এক অফিসার আর এক ভদ্রমহিলা। শেষ মুহূর্ত পর্যন্ত উনি ছিলেন এই ভারতীয় বায়ুসেনার সঙ্গে। কে উনি? প্রশ্ন আসমুদ্র হিমাচল এর।

আরও পড়ুনঃ ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা

শুক্রবার ভারতীয় ঘড়িতে তখন রাত নটা বেজে দশ মিনিট। ওয়াঘা সীমান্তের পাক ভূখন্ডে প্রথমবারের মতো দাঁড়িয়ে খাকতে দেখা গেল ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। একজন প্রকৃত বায়ুসেনার বডি ল্যাঙ্গুয়েজেই দাঁড়িয়ে আছেন তিনি। পরনে সাদা জামা, ব্লেজার, নিখুঁত ফিটিংস প্যান্ট, পায়ে জুতো। আর তাঁর সেই বিখ্যাত বিরাপ্পন গোঁফ। ডান চোখে কালসিটে পড়ে গেছে। রক্তও জমেছে চোখের কোনায়। তবু কি দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

তখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু ওয়াঘা-আটারি সীমান্তে বিকেল থেকে অপেক্ষা করে থাকা সাধারণ মানুষ, এমনকি সাংবাদিকদেরও ধৈর্য এর বাঁধ ভেঙেছে। কিন্তু বীর সৈনিকের ব্যক্তি উচ্ছ্বাস যে প্রোটোকল বিরুদ্ধ তা অভিনন্দন ক্ষণে ক্ষণে জানান দিলেন। এভাবেই কেটে গেল আরও দশ মিনিট। অবশেষে একাই ওয়াঘা গেট পেরিয়ে পাক ভূখন্ডে পেরিয়ে ভারত ভূখন্ডে এলেন তিনি। শেষ হল একটি হাইপ্রোফাইল আন্তর্জাতিক ক্লাইমেক্স।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

তবু প্রশ্ন একটি রয়ে গেল আপমর দেশবাসীর কাছে। পাকিস্তানে অভিনন্দনের পাশে ঠাঁয় দাঁড়িয়ে থাকা শেষ সঙ্গীনিটি কে? যিনি পাকিস্তানের ভূখন্ডে একেবারে অন্তিম মূহুর্তে ভারতীয় উইং কম্যান্ডারের ডান পাশে ছিলেন? একেবারে গা ঘেঁষে মহিলার দাঁড়ানোর মধ্যেও ছিল অভিনন্দনের জন্য এক অনবদ্য সম্মানের শিষ্টাচার।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

কে উনি? অনেকে ভাবলেন তাঁর স্ত্রী। যারা ওঁর স্ত্রীর ছবি দেখেছেন তাঁরা ভাবলেন উনি কি অভিনন্দনের নিকট আত্মীয়া বা নিছক পরিচিতা? কি পরিচয় তাঁর? বন্দি অভিনন্দনকে মুক্তি দিতে, ভারতের হাতে তুলে দিতে এসেছেন কে? কে তিনি? ভদ্রমহিলার ছবি মূহুর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়া সহ বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

এই একটাই প্রশ্ন সবার মনের খোঁচা দিচ্ছে। কে তিনি? আসলে এই মহিলার নাম ফারিহা বুগতি। তিনি পাকিস্তান বিদেশ মন্ত্রকের ভারত বিষয়ক ডিরেক্টর। তিনি একাধারে ডক্টরেট এবং এফএসপি পদমর্যাদা সম্পন্ন আমলা। ভারতের যেটা আইএফএস, পাকিস্তানের সেটাই এফএসপি। এই ফারিহা বুগতিই পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদবকে নিয়ে পাকিস্তানের তরফে ভারতের সঙ্গে শলাপরামর্শ জারি রেখে চলেছেন। কুলভূষণের সঙ্গে ইসলামাবাদে গিয়ে দেখা করার সময় তাঁর মা ও স্ত্রীর সঙ্গ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের ইতিহাসে তিনিই হলেন প্রথম বালুচিস্তানের মহিলা যিনি এই পদমর্যাদায় নিযুক্ত হয়েছেন। ২০০৫ সালে তিনি পাকিস্তান বিদেশ মন্ত্রকে যোগ দেন এফএসপি আধিকারিক হিসেবে। তিনি আমলা হিসেবে পাকিস্তানে ক্রমেই জনপ্রিয়তা লাভ করেন। তাঁর নিপুল কর্মদক্ষতায় ২০০৭ সালেই পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিভাগের সহ সচিবের দায়িত্ব পান।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

২০১৩ সালে তিনি জেনেভা সম্মেলনে যোগ দেন পাকিস্তানি ইউএন মিশনের প্রথম পাক মহিলা সচিব হিসেবে। প্রথমে ইতালী ও পরবর্তী পর্যায়ে মরক্কোতে পাকিস্তানী রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি। তিনি শুধু ভারত বিষয়ক ডিরেক্টর হিসেবেই নন, আমেরিকা বিষয়ক ডিরেক্টর ও রাষ্ট্রপুঞ্জ বিষয়ক ডিরেক্টর জেনারেল পদেও যোগ্যতার সঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

ভারত পাক সম্পর্কের সব প্যাঁচালো বিষয়, কঠিন ও শক্ত বিষয় এখন তাঁরই নরম হাতে। সেই ফারিহা বুগতি যিনি অভিনন্দনকে পাশে নিয়ে কয়েক কদম হাঁটলেন। ওয়াঘা সীমান্তের একেবারের শেষ প্রান্তে। সম্মান ও সৌজন্যতার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রর যুদ্ধবন্দিকে মুক্তির পথ দেখালেন। এগিয়ে যাচ্ছেন অভিনন্দন। এবার অবশ্য এককভাবে। এই অতিক্রম করলেন ভারতের মাটিতে অভিনন্দন। ওয়াঘা আটারির ফটক পেরিয়ে।

আর ওয়াঘা সীমান্তের ওপারে তখনও দাঁড়িয়ে ফারিহা বুগতি। শেষ পর্যন্ত তিনি শুধুই দেখছেন অভিনন্দনকে। ভারত পাক সম্পর্কের এক অদ্ভুত ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হয়ে রইলেন ফারিহা বুগতি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন https://thenewsbangla.com/abhinandan-varthaman-wants-to-sit-on-a-war-plane-very-soon-request-to-nirmala-sitharaman/ Sat, 02 Mar 2019 16:14:36 +0000 https://www.thenewsbangla.com/?p=7358 “ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই”, যেন কিছুই হয়নি এমনভাবেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে খুব তাড়াতাড়ি কাজে যোগ দেবার আর্জি জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সামনেই অভিনন্দন আরও একবার প্রমাণ রাখলেন নিজের দেশপ্রেম ও অটল সাহসিকতার।

আরও পড়ুনঃ ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা

শনিবার, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে সাক্ষাত করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়া। দিল্লির সেনা হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রতিরক্ষামন্ত্রী। পাক হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতেই তাঁকে ওয়াঘা সীমান্ত থেকে দিল্লি নিয়ে আসে বায়ুসেনা।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

জানা গেছে, অভিনন্দন প্রতীরক্ষামন্ত্রীর কাছে পাকিস্তানে কাটানো তাঁর ৬০ ঘণ্টা সময়ের বিবরণ দেন। নির্মলা তাঁকে বলেন, “সারা দেশ অভিনন্দনের জন্য গর্বিত। দেশ তাঁর পাশেই আছে”। তখনই বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সামনেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে খুব তাড়াতাড়ি কাজে যোগ দেবার আর্জি জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। আরও একবার দেশবাসী মুগ্ধ তাঁর দেশসেবায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

পাকিস্তান থেকে ফেরার পর তাঁর শরীরের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার জন্য অভিনন্দনকে দিল্লির এয়ারফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এস্টাব্লিশমেন্ট বা এএফসিএমই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মেডিক্যাল চেকআপের নাম ‘কুলিং ডাউন প্রক্রিয়া’। অত্যাধুনিক এই হাসপাতালে সেনার তিন বিভাগেরই বিমানকর্মীদের চিকিৎসা করা হয়। রবিবার পর্যন্ত চলবে অভিনন্দনের চেকআপ।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

শনিবার সকালেই বায়ুসেনার শীর্ষ কর্তা এবং বাবা, মা ও স্ত্রীর সঙ্গে হাসপাতালের রুমেই দেখা করেন অভিনন্দন। বায়ুসেনার তরফে শুক্রবারই এয়ার ভাইস মার্শাল আর জে কে কাপুর বলেছিলেন, “যেহেতু বিমান থেকে প্যারাশুটে বেড়িয়ে এসেছিলেন অভিনন্দন তাই এই রুটিন মেডিক্যাল চেকআপ জরুরি”।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

সূত্রের খবর, নির্মলা সীতারমন অভিনন্দনের কাছে শোনেন কীভাবে তিনি পাক সীমানায় গিয়ে পড়লেন। কীভাবে তাঁকে পাক সেনা গ্রেফতার করল। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী জানতে চান, পাকিস্তানে আটক থাকাকালীন তাঁর কী ধরনের চিকিৎসা হয়েছে। কোনও নির্যাতন করা হয়েছে কিনা।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

প্রসঙ্গত, এর আগে বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সঙ্গে দেখা করে পাকিস্তানে তাঁর বন্দিদশার গোটা ঘটনা বর্ণনা করেন অভিনন্দন। বন্দিদশায় নিজের অভিজ্ঞতা এবং তাঁর প্রতি পাকিস্তানের আচরণের কথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকেও জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অভিনন্দন জানিয়েছেন, তাঁর উপর পাকিস্তান কোনো শারীরিক নির্যাতন চালায়নি। কিন্তু চরমভাবে চালানো হয়েছে মানসিক নির্যাতন। তাঁকে বন্দি করে পাক সেনা একটি পৃথক সেলে রেখে দেয়। সেখানে নিরন্তর তাঁর উপর মানসিক নির্যাতন চালান হয়। ক্রমাগত চাপ দেওয়া হতে থাকে পাক সেনার প্রশংসা করার জন্য। তাঁকে পৃথক সেলে রাখার উদ্দেশ্যই ছিল এটা। ওই সেলে কোনো সংবাদপত্র থেকে শুরু করে টেলিভিশনও ছিল না বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এমনকি পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেও এ কথা তাঁকে ঘূণাক্ষরেও টের পেতে দেওয়া হয়নি। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ উইং কামান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। গত বুধবার পাকিস্তানের হানাদার এফ ১৬ বিমানকে তাড়া করতে গেলে তাঁর মিগ ২১ বাইসনকে গুলি করে নামায় পাক সেনা।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপাতকালীন ইজেক্ট করে তিনি পাক সীমানায় নেমে পড়েন। তার পরেই তাঁকে গ্রেফতার করে পাক সেনা। এরপরই তাঁকে ফেরাতে দুদেশের মধ্যে শুরু হয় টানটান কূটনৈতিক দড়ি টানাটানি। শেষপর্যন্ত শুক্রবার রাতে ছাড়া পান অভিনন্দন। আর আজই কাজে ফেরার ইচ্ছের কথা জানিয়ে দিলেন ভারতের এই বীর সেনা।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>