Attack Junior Doctors – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 15 Jun 2019 08:29:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Attack Junior Doctors – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অবশেষে সুর নরম, পরিবহকে দেখতে হাসপাতালে মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-came-to-the-hospital-visit-junior-doctor-paribaha-mukherjee/ Sat, 15 Jun 2019 08:17:35 +0000 https://www.thenewsbangla.com/?p=13876 চাপে পরে বাধ্য হয়ে; অবশেষে সুর নরম মমতার। আহত জুনিয়ার ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে; নিউরো সায়েন্সে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএনকে তে গত পাঁচদিন ধরে ভর্তি পরিবহ; শুক্রবার রাজ্যপাল দেখতে যান পরিবহকে। বয়স্ক এক রুগীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হয় এনআরএস হাসপাতাল। প্রায় দুশোজন লোক লরি করে এসে ইমারজেন্সিতে ঢুকে; ডাক্তারদের উপর আক্রমণ করে। এর ফলে পরিবহের মাথার ফ্রন্টাল বোনে ডিপ্রেসড ফ্র‍্যাকচার হয়।

এই ঘটনায় কলকাতা সহ সারা রাজ্যে সমস্ত মেডিক্যাল কলেজে; কর্মবিরতির ডাক দেয় জুনিয়ার ডাক্তার সংগঠনগুলি। সমস্ত কলেজের আউটডোরে চিকিৎসা বন্ধ; জুনিয়ার চিকিৎসকরা; এন আর এস হাসপাতালের; মূল গেট বন্ধ রেখে আন্দোলনে নেমেছে।

আরও পড়ুনঃ হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

রাজ্য জুড়ে চিকিৎসা ব্যবস্থার অচলাবস্থার মাঝে; এস এস কে এম হাসপাতালে এসে মুখ্যমন্ত্রীর মন্তব্য জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে ঘি ঢালে; শুরু হয় গনইস্তফা। পাঁচদিনে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের প্রায় ১০০০ এর উপর চিকিৎসক; নিজেদের ইস্তফা পত্র জমা দিয়েছেন। তাঁদের দাবি মুখ্যমন্ত্রী কে নিজে এসে ক্ষমা চাইতে হবে; তবেই উঠবে ডাক্তারদের কর্মবিরতি।

আরও পড়ুন জেহাদি শক্তির আক্রমনের বিরুদ্ধে হিন্দুদের অস্তিত্বরক্ষার দাবিতে মিছিল

সব মিলিয়ে রাজ্য জুড়ে ডাক্তারদের যেন; ইস্তফা দেবার ধূম পরে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হুঁশিয়ারি ও ডাক্তারদের প্রতি অসম্মানজনক মন্তব্যের পরিপেক্ষিতেই; এই সমস্ত ইস্তফা বলেই মনে করছে চিকিৎসক মহল। এই ইস্যুতে ব্যপক সমস্যায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন এনআরএস না নবান্ন, চলছে মমতা ও জুনিয়ার ডাক্তারদের ইগোর লড়াই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য নবান্নে ডেকে পাঠালেও; জুনিয়ার ডাক্তারদের দাবি এনআরএস হাসপাতালে এসেই ক্ষমা চাইতে হবে; সাফ জানিয়ে দিয়েছে জুনিয়ার ডাক্তাররা। শুক্রবার সন্ধ্যার পর নবান্ন থেকে এনআরএস হাসপাতালের; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর ডাক পত্রপাঠ ফিরিয়ে দিলেন ডাক্তাররা।

নবান্নে কয়েকজন সিনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পর; মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে সন্ধ্যার পর নবান্ন থেকে এন আর এস হাসপাতালে যান; রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র। কিন্তু তাঁর মুখের উপর পরিষ্কার না বলে দিয়েছেন এন আর এস হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা।

]]>
মুখ পুড়ল বাংলার, হাসপাতাল কাণ্ডে নিন্দায় সরব দেশ ও বিশ্বের চিকিৎসক মহল https://thenewsbangla.com/world-medical-association-condemns-attack-on-junior-doctors-at-nrs-hospital/ Fri, 14 Jun 2019 05:20:21 +0000 https://www.thenewsbangla.com/?p=13791 মুখ পুড়ল বাংলার; এনআরএস হাসপাতাল কাণ্ডে নিন্দায় সরব বিশ্বের চিকিৎসা মহল। জুনিয়র ডাক্তারদের সমর্থনে পাকিস্তানেও ডাক্তারদের মিছিল। দিল্লির এমসের ডাক্তাররাও প্রতিবাদে সামিল। নিন্দায় সরব; World Medical Association বা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

গণ ইস্তফা দিতে শুরু করলেন এনআরএস হাসপাতালের ডাক্তাররাও

কলকাতার নীলরতন হাসপাতালে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপরে হামলার ঘটনার; নিন্দায় সরব হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গের ঘটনার রেশ; এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপরে হামলার নিন্দায় সরব হল; World Medical Association বা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত ডাক্তারদের

জাপানের টোকিওয় বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভা থেকে; পশ্চিমবঙ্গের এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপর; হামলার ঘটনার নিন্দা করলেন প্রেসিডেন্ট ইলেক্ট ও সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ মমতার হুশিয়ারির পরে, পুলিশের সামনেই আন্দোলনকারী ডাক্তারদের উপর ফের বহিরাগত হামলা

সাধারণ সম্পাদকের কথায়,”স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে হিংসা প্রত্যাশিত নয়। এতে সুচিকিত্সা মেলে না। হাসপাতালকে হিংসামুক্ত করতে হবে। সবরকম নিরাপত্তা নিশ্চিত করা দরকার। হাসপাতালে কোনওরকম হিংসা কাম্য নয়”।

আরও পড়ুনঃ এসএসকেএমে মেজাজ হারালেন মমতা, বিজেপির উত্থানেই কি বিপর্যস্ত

বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতিও বলেন; “স্বাস্থ্য ক্ষেত্রে হিংসার প্রবণতা রয়েছে বিশ্বজুড়ে। এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। ভারতে সম্প্রতি যা ঘটেছে, তা কাম্য নয়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে সমর্থন করছি”।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের

জুনিয়র ডাক্তারদের সমর্থনে পাকিস্তানেও ডাক্তারদের মিছিল হয়। সেখানেও উই ওয়ান্ট জাস্টিস; আওয়াজ তোলা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে; বাংলার জুনিয়র ডাক্তারদের সমর্থনে ডাক্তারদের মিছিল বের করা হয়। সবমিলিয়ে ভারত ও বিশ্বের দরবারে মাথা হেঁট বাংলার চিকিৎসা পরিষেবার।

ডাক্তারদের উপর হামলা ও তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের; আর একটি হাসপাতালে গিয়ে ডাক্তারদের হুঁশিয়ারি দেওয়া নিয়ে সরব হয়েছেন গোটা দেশের চিকিৎসক মহল। দিল্লির এইমস হাসপাতালের ডাক্তাররাও; শুক্রবার এই ঘটনার প্রতিবাদে একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন।

সবমিলিয়ে দেশ ও বিশ্বের দরবারে মুখ পুড়ল বাংলার চিকিৎসা পরিষেবা ও রাজ্য সরকারের চূড়ান্ত অদক্ষতার; এমনটাই মনে করছে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

]]>