Assam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 01 Nov 2018 19:51:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Assam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অসমে উগ্রপন্থী সংগঠনের গণহত্যা https://thenewsbangla.com/genocide-of-assamese-extremist-organization-in-assam/ Thu, 01 Nov 2018 19:42:53 +0000 https://www.thenewsbangla.com/?p=1849 অসমঃ অসম রাজ্যের তিনসুকিয়া জেলার খেরবাড়ির ধোলা সাদিয়া এলাকায় ব্যাপক গুলিবর্ষণ। গুলিবর্ষণে এখনও পর্যন্ত মারা গেছেন পাঁচজন। আহত বহু মানুষ। সামরিক বাহিনীর পোশাক পড়ে আসা কিছু উগ্রপন্থী সংগঠনের সদস্যরা এই ঘটনাটি ঘটায় বলে জানা গেছে। এই ঘটনাটির পেছনে উলফা জঙ্গিদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

The News বাংলা

ঘটনার পরেই দুঃখপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে তিনি প্রশ্ন তোলেন, এটাই কী তাহলে কী এনআরসি-র ফলাফল? অসমের উলফা জঙ্গি সংগঠন এই গনহত্যার দায় নিয়েছে বলে জানা গেছে।

The News বাংলা

তিনসুকিয়া জেলার বিষ্ণোইমুখ গ্রামের ঘটনা। পুলিশ সূত্রের খবর অনুযায়ী এদিন রাত পৌনে নয়টা নাগাদ বিষ্ণোইমুখ গ্রামের ঢোলা সাদিয়া সেতুর থেকে ৬ কিলোমিটার দূরে এই গণহত্যার ঘটনা ঘটে। মৃতদের নাম শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস এবং ধনঞ্জয় নমশুদ্র বলে জানা গিয়েছে।

কি কারণে এই হত্যাকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কাদের হাত রয়েছে দেখছে পুলিশ। ঘটনার নিন্দা করা হয়েছে সব তরফ থেকেই।

]]>