Assam NRC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 16:44:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Assam NRC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজীব গান্ধীর আমলেই প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়, জানালেন প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/nrc-start-on-pm-rajiv-gandhi-congress-era-said-pm-narendra-modi/ Wed, 26 Jun 2019 11:41:20 +0000 https://www.thenewsbangla.com/?p=14479 বুধবার রাজ্যসভায় বিরোধীদের একেরপর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা গত পাঁচ বছরে সমস্ত বিষয়ে বিরধিতা করে এসেছে; দেশের জন্য ভালো কাজে বারবার বাধা প্রদান করেছে বলেও অভিযোগ আনেন তিনি।

গত পাঁচ বছরে বিরোধীরা এনআরসি নিয়ে বহু বিরধিতা করে এসেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন; “রাজীব গান্ধীর আমলে প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়। তারপর সুপ্রিম কোর্টের সম্মতির পরে আমরা তা চালু করি”।

আরও পড়ুনঃ যারা শিখদের খুন করেছিল তারা এখনও পর্যন্ত কংগ্রেসেই আছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর

কংগ্রেসের এনআরসি নিয়ে বিরোধিতা প্রসঙ্গে বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন; এখন শুধু মাত্র বিরোধিতা করে দেশকে পিছিয়ে দেওয়াই কংগ্রেসের উদ্দেশ্য।

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন; “আপনাদেরও এনআরসি-র কৃতিত্ব নেওয়া উচিত; কারণ কংগ্রেসের আমলেই এনআরসি-র স্বীকৃত হয়। কংগ্রেস সব কিছুর কৃতিত্ব নিতে চাইলে তাদের এনআরসি-র কৃতিত্বও নেওয়া উচিত বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী

এই কৃতিত্ব নেবার বেলায় কংগ্রেস পালাচ্ছে কেন এই প্রশ্নও তোলেন তিনি। দেশে এনআরসি-র চালু হবেই। প্রধানমন্ত্রী বলেন দেশের ভালোর জন্য সমস্ত দিক দেখে; বিবেচনা করেই চালু হবে এনআরসি।

রাজ্যসভায় মোদী বলেন; এনআরসি দেশের সুরক্ষার জন্য অতন্ত্য প্রয়োজন। দেশের বিকাশ; সুরক্ষার দিক বিচার করে খুব তাড়াতাড়ি এনআরসি চালু করা হবে।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

এদিকে; বুধবারে প্রকাশিত জাতীয় নাগরিক তালিকা নিয়ে উদ্বেগ আরও বাড়ল অসমে। তালিকা থেকে বাদ পড়লেন; অসমের লক্ষাধিক মানুষ। বাদের তালিকায় চিন্তায় অসমের মানুষ। ক্রমশ জটিল হতে চলেছে পরিস্থিতি।

এর আগেও অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে ছিল। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

বুধবার প্রধানমন্ত্রী বলেন; সর্দার বল্লভ ভাই প্যাটেল যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে জম্মু কাশ্মীর সমস্যা হত না। সর্দার বল্লভ ভাই প্যাটেলের মত নেতাকে কংগ্রেস পার্টি ব্যাবহার করেছে।

]]>
অসমে আবার এনআরসি খসড়া থেকে বাদ লক্ষাধিক মানুষ https://thenewsbangla.com/assam-nrc-draft-again-rejected-lakhs-of-people/ Wed, 26 Jun 2019 09:37:04 +0000 https://www.thenewsbangla.com/?p=14464 জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে উদ্বেগ আরও বাড়ল অসমে। এনআরসি-র খসড়া থেকে বাদ পড়লেন; আরও লক্ষাধিক মানুষ। বুধবার প্রকাশিত হয়; নাম বাদ দেওয়ার অতিরিক্ত তালিকা। চিন্তায় অসমের মানুষ। ক্রমশ জটিল হতে চলেছে পরিস্থিতি। বাংলায় কি হবে?

আরও পড়ুনঃ ফেসবুক আটকে দিল বিজেপি বিরোধী পোস্ট, রাজ্যসভায় তুমুল বিতর্কে ডেরেক ও’ব্রায়ান

নতুন তালিকায়; জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ দেওয়া হয়েছে ১,০২,৪৬২ জনকে। গত বছর ৩০ জুলাই প্রকাশিত খসড়ায়; এঁদের নাম ছিল। অথচ আচমকাই; এই নথি প্রকাশ হয়। এই নথিতে তাঁরা অযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায়; তাঁদের নাম বাদ পড়েছে; এনআরসি-র নয়া খসড়া থেকে।

NRC-র রাজ্য কো-অর্ডিনেটরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে; ২০০৩ সালের নাগরিকত্ব নিয়মের ৫ নং ধারা মেনে; তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত তালিকায়; ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি মানুষের নাম ছিল। সেই খসড়ায় বাদ পড়েছিল ৪০ লাখ মানুষ।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

এর আগেও অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে ছিল। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা করছে ইউসিআরসি। কেননা শিলিগুড়ির প্রায় ৮০ শতাংশ বাঙালীই ওপার বাংলা থেকে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছে।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

ইউসিআরসি-র সম্পাদক পরেশ চন্দ্র সরকার বলেছিলেন, স্বাধীনতার পর তৎকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল; ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের বাসস্থান সহ; সামাজিক বাতাবরনের পরিবেশ তৈরী করে দেবে। কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরেও; সেই দাবী পুরন করতে পারে নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ ফের আটকাল ভারতীর গাড়ি, মহিলা পুলিশের শ্লীলতাহানি বিজেপি কর্মীদের

এরপর নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে; ৩১ জুলাই। সেই পঞ্জী থেকে জানা যাবে; মোট কতজন বাদ পরতে চলেছে নাগরিকত্ব থেকে। আপাতত কাজ জারি আছে। অতিরিক্ত খবর জানা যাবে ঘোষণার ধার্য দিনের পর। তবে বাংলায় এনআরসি চালু হলে; কাদের কাদের নাম বাদ যাবে; সেটা নিয়েই চিন্তায় বাংলার মানুষ।

]]>
বাংলায় এনআরসি চালু হলে রাজ্য ছাড়ার আশঙ্কায় আন্দোলন https://thenewsbangla.com/movement-against-the-fear-that-nrc-will-introduced-in-bengal-like-assam-nrc/ Fri, 14 Dec 2018 03:46:24 +0000 https://www.thenewsbangla.com/?p=4143 The News বাংলা, শিলিগুড়িঃ বাংলায় এনআরসি চালু হলে রাজ্য ছাড়ার আশঙ্কায় আন্দোলন। অসমের ছায়া পশ্চিমবাংলায় পড়ার আশঙ্কায় এবার আন্দোলনে নামতে চলেছে সম্মিলিত বাস্তুহারা পরিষদ। শুক্রবার ১৪ ডিসেম্বর, শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহানন্দা মোড় পর্যন্ত এক মিছিলের ডাক দিয়েছে ইউনাইটেড সেন্ট্রাল রিফুজি কাউন্সিল(ইউসিআরসি) বা সম্মিলিত বাস্তুহারা পরিষদ।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

বাংলায় এনআরসি চালুর বিরুদ্ধে মিছিল করবে সম্মিলিত বাস্তুহারা পরিষদ। মোট ৬দফা দাবীতে আজকের এই মিছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে জনমত গঠন করতে ফের পথে নামছে সম্মিলিত বাস্তুহারা পরিষদ। তাদের দাবীগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে বলে জানান, ইউসিআরসি দার্জিলিং জেলা কমিটির সভাপতি পরিমল মিত্র।

আরও পড়ুন: কৃষক অসন্তোষে বিজেপির হার থেকে শিক্ষা নিল তৃণমূল

সম্প্রতি অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে ইউসিআরসি। কেননা শিলিগুড়ির প্রায় ৮০ শতাংশ বাঙালীই ওপার বাংলা থেকে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছে।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

তবে সব থেকে বেশী সমস্যায় পড়বে বস্তিবাসী মানুষগুলো। তাই এনআরসি কোনভাবেই এই রাজ্যে হতে দেবে না সম্মিলিত বাস্তুহারা পরিষদ। এমন অঙ্গিকারে এখন থেকেই কোমড় বেঁধে নামতে চলেছে ইউসিআরসি। পাশাপাশি রেশন ব্যবস্থা পুনরায় চালু করার দাবী সহ দ্রব্যমুল্য বৃদ্ধি রোধে এদিনের বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা

ইউসিআরসি-র সম্পাদক পরেশ চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর তৎকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের বাসস্থান সহ সামাজিক বাতাবরনের পরিবেশ তৈরী করে দেবে। কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরেও সেই দাবী পুরন করতে পারে নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের বোমা গুলির হামলায় মৃত তিন

তবে ৭০ বছর পর ফের একবার উদ্বাস্তু হবার আশঙ্কায় দিন কাটাচ্ছে ওপার বাংলা থেকে আগত বাঙালীরা। তাই এই মিছিলের মাধ্যমে সকলকে একজোট করে এনআরসির বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে চায় ইউনাইটেড সেন্ট্রাল রিফুজি কাউন্সিল(ইউসিআরসি) বা সম্মিলিত বাস্তুহারা পরিষদ।

]]>
অসমের এনআরসি’র পর উদ্বাস্তু হবার আশঙ্কায় বাংলার উদ্বাস্তু বাস্তুহারারা https://thenewsbangla.com/after-the-nrc-of-assam-the-refugees-of-bengal-are-in-fear/ Wed, 14 Nov 2018 16:58:00 +0000 https://www.thenewsbangla.com/?p=2398 শিলিগুড়ি, ১৪নভেম্বরঃ অসমে এনআরসি অর্ডিন্যান্স জারি হবার পরই পশ্চিমবঙ্গে এই ধরনের অর্ডিন্যান্স জারি হবার আশঙ্কায় ভুগছে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ। বাংলার তথা দার্জিলিং জেলার উদ্বাস্তুরা যাতে ফের বাস্তুহারা না হন, সে কারনে সমস্যা সমাধানের উপায় খুঁজতে এক আলোচনা সভার আয়োজন করেছে ইউনাইটেড সেন্ট্রাল রিফুজি কাউন্সিল অর্থাৎ ইউসিআরসি। বৃহস্পতিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে রাজ্য ও জেলা নেতৃত্বদের উপস্থিতিতে এই আলোচনা সভা হবে বলে জানা গেছে। এই আলোচনা সভায় সংগঠনের দাবী আদায়ের জন্য আন্দোলনের রূপরেখা তৈরী করা হবে বলেও খবর।

আরও পড়ুনঃ শিশুদিবসে বড়দের লজ্জা দিয়ে শিক্ষা দিল শিশুরা

দেশ ভাগের সময় তৎকালীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যদি পুর্ববঙ্গ থেকে কোনও তৎকালিন ভারতীয় হিন্দু ভারতবর্ষে আসে তাহলে তাদের সমস্ত দায়ভার কেন্দ্র বহন করবে। কিন্তু অভিযোগ, স্বাধীনতার ৭১ বছর পার হয়ে যাবার পরও উদ্বাস্তুরা প্রতিশ্রুতি মত ফল না পাওয়ায় আজও আন্দোলন করে চলেছে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে ইউসিআরসির জেলা নেতৃত্ব।

The News বাংলা

ছিলেন সংগঠনের দার্জিলিং জেলার সম্পাদক পরেশ সরকার, সহ সম্পাদক নারায়ন গোস্বামী, কার্যকারী সভাপতি অনিল দাস ও জেলা সংগঠনের সদস্যা চন্দনা সাহা। সংগঠনের পক্ষে সম্পাদক পরেশ সরকার অভিযোগ করে বলেন, বর্তামানে কেন্দ্র সরকার এনআরসির নামে যা করছে তাতে রাজ্য সরকার সায় দিচ্ছে। কেননা বর্তমান রাজ্য সরকার উদ্বাস্তুদের দপ্তরটা তুলে দেওয়ার পরিকল্পনা করছে। সে কারনে দপ্তরটাকে বিএলআরও-র সঙ্গে মার্জ করে দিয়েছে।

আরও পড়ুনঃ ‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যালে কাউন্সিলরের ‘বিজ্ঞাপন’, বিক্ষোভে মুখ পুড়ল বাংলার

কাজেই যে সমস্ত উদ্বাস্তুরা নদীনালা, জঙ্গল ও অনুর্বর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তাদের জমির মালিকানা, বাসস্থান থেকে তারা আজও বঞ্চিত। তাদের জমির মালিকানার পাশাপাশি কেন্দ্র সরকারের হাউসিং ফল অল ২০২২ স্কিমের আওতায় অন্তর্ভুক্তির দাবী জানান তারা। পরেশবাবু বলেন, “আমরা অপমানিত, আমরা নির্যাতিত, অসমের ঘটনার পর আমরা ফের উদ্বাস্তু হবার আশঙ্কায় ভুগছি। তাই আমরা ন্যায়ের দরজায় দাড়িয়ে ন্যায় চাইছি।”

The News বাংলা

তার আরও বক্তব্য, “আমাদের বাধ্যতামুলকভাবে উদ্বাস্তু করা হয়েছে। সে কারনে আমাদের সমস্ত দায়ভার সরকারকে নিতেই হবে। না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।” সংগঠনের কার্যকারী সভাপতি অনিল দাস বলেন, ‘আমাদের জমির মালিকানা স্বত্বের দাবীর পাশাপাশি মুল দাবী হল পুনর্বাসনের জন্য আমাদের ৫ হাজার ১০ কোটি ৬০ লক্ষ টাকা দিতে হবে। তিনি জানান, তৎকালিন কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছিল পুর্ব পাকিস্থান থেকে যে সমস্ত হিন্দুরা পশ্চিমবঙ্গে আসবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ ‘দরাজ নিমন্ত্রণে’ মায়ের শ্রাদ্ধে লোক খাওয়াতে ঘুম উধাও বাংলার বিধায়কের

তিনি অভিযোগ করে বলেন, আজ পর্যন্ত পুনর্বাসনের জন্য এক টাকাও সরকার দেয় নি। দেশভাগের পর তাদের সর্বপ্রথম পুনর্বাসনের জন্য ৫০০ কোটি টাকার দাবী ছিল। কিন্তু জিনিসের মুল্য বৃদ্ধির অনুপাতে পুনর্বাসনের জন্য অর্থের দাবীও বৃদ্ধি পেয়েছে পর্যায়ক্রমে। বর্তমানে তা ৫ হাজার ১০ কোটি ৬০ লক্ষ টাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বেলা তিনটের সময় বামেদের দার্জিলিং জেলা কার্যালয়ে সংগঠনের রাজ্য সম্পাদক মধু দত্ত, রাজ্য কার্যকারী সভাপতি নিরঞ্জন মজুমদার ও জেলা বাম আহ্বায়ক জীবেশ সরকারের উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে আগামী আন্দোলনের রূপরেখা সুনির্দিষ্ট হবে।

]]>