AsansolJudge – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 23 Aug 2022 11:35:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AsansolJudge – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “অনুব্রতকে জামিন না দিলে গাঁ’জা কেসে ফাঁ’সাব”, বাংলায় এবার বিচারককেও হু’মকি চিঠি https://thenewsbangla.com/cbi-court-judge-received-threat-letter-to-grant-bail-to-tmc-leader-anubrata-mondal-in-cow-smuggling-case/ Tue, 23 Aug 2022 11:35:26 +0000 https://thenewsbangla.com/?p=16351 “অনুব্রতকে জামিন না দিলে গাঁ’জা কেসে ফাঁ’সাব”, বাংলায় এবার বিচারককেও হু’মকি চিঠি। গত ২০ অগাস্ট আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে, এই হু’মকি চিঠি দেওয়া হয়েছে। যারপরই গোটা বিষয়টি জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। অবাক কাণ্ডে শিহরিত গোটা বাংলার মানুষ। আদালতের একজন বিচারক-কেও যদি এইভাবে ফাঁ’সিয়ে দেবার হু’মকি দেওয়া হয়, সেখানে সাধারণ মানুষের কি হাল হতে পারে বা হয়ে এসেছে এতদিন। কে বা কারা এই হু’মকি চিঠি পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

“অনুব্রতকে জামিন না দিলে, গাঁ’জা কেসে ফাঁ’সানো হবে বিচারকের পরিবারকে”। গত ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে, এই হু’মকি চিঠি দেওয়া হয়েছে। হু’মকি চিঠি পাওয়ার পরেই বিচারক রাজেশ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট্র চিফ জাজকে গোটা বিষয়টি জানান। এটা নিয়ে কী পদক্ষেপ নেওয়া যাতে পারে, সেটাই জানতে চেয়ে তিনি চিঠি লেখেন। এরপরেই ডিস্ট্রিক্ট্র চিফ জাজ মারফত, আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারকের চিঠির একটি প্রতিলিপি, পাঠানো হয় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

গরু-পাচার কাণ্ড মামলায়, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে; অনুব্রতকে হাজির করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই তার জামিনের আবেদন খারিজ হয়েছে, সিবিআই আদালতে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এর মাঝেই হু’মকি চিঠি পেলেন তিনি। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, সিবিআই আদালতের বিচারক। তবে বিষয়টা স্পর্শকাতর হওয়ায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন তিনি।

]]>