Asansol Lok Sabha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 05 Apr 2019 15:51:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Asansol Lok Sabha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের https://thenewsbangla.com/moon-moon-sen-asks-vote-for-mother-suchitra-sens-spirit-will-be-in-peace/ Fri, 05 Apr 2019 15:45:13 +0000 https://www.thenewsbangla.com/?p=10116 ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির তরফ থেকে তীব্র প্রতিবাদ জানান হয়েছে এই নিয়ে।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

ভোট প্রচারে মায়ের নাম খাটিয়ে ভোট চাইলেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। বৃহস্পতিবার আসানসোলের একটি নির্বাচনী জনসভায় মুনমুন জনসাধারণের উদ্দেশ্যে বলেন, তারা যেন তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসফুলে ভোট দেয়। তাহলেই তার মা সুচিত্রা সেনের আত্মা শান্তি পাবে।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

উল্লেখ্য, গতকালই ছিল বাংলার মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। আর জন্মদিনেই সুচিত্রা সেনের আবেগকে কাজে লাগালেন আসানসোলের তৃণমূল প্রার্থী। এবারে তার মায়ের জন্মদিন জনসাধারণের সাথে ভাগ করে কাটাবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

কিন্তু মহানায়িকা তো কোনও দলের নন। যেকোনও রাজনৈতিক মতামত নির্বিশেষে আমজনতার মধ্যে তিনি সমান জনপ্রিয়৷ রাজনীতির মঞ্চে প্রয়াত মহানায়িকার নাম নিয়ে ভোট প্রার্থনাকে রাজনৈতিক দেউলিয়াপনা বলে মন্তব্য করেছে বিরোধীরা।

আরও পড়ুনঃ কেরালার ওয়াইনডে মনোনয়ন জমা দিয়ে আমেঠীতে হার পাকা করল রাহুল

২০১৪ সালেই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন মুনমুন সেন। কিন্তু ৫ বছরে বাঁকুড়ায় মুনমুনকে নিয়ে বেড়েছে ক্ষোভ। পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাই বেশি। এবার মুনমুনকে আসানসোলে গতবারের বিজেপির তফরে নির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মুনমুন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

আর শুরু থেকেই এবার মহানায়িকা সুচিত্রা সেনকে সামনে রেখে ভোট যুদ্ধে নেমেছেন মেয়ে মুনমুন। লোকসভাতে ৫ বছরে পারফরম্যান্স শুন্য হওয়াতেই মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে টানাটানি করতে হচ্ছে প্রার্থীকে, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। নিজের মায়ের কথা বলে কোন অন্যায় করেননি মুনমুন, পরিস্কার জানিয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ প্রথম দফার ভোটে বাংলায় অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

সবমিলিয়ে এবার বাংলা ফিল্মে চর্চার মতই ভোট যুদ্ধেও আছেন সুচিত্রা সেন। এখন দেখার মহানায়ক উত্তমকুমারকেও কেউ ভোট যুদ্ধে নামায় কিনা। তাহলে পর্দা থেকে ভোটে ফিরবে স্বর্ণ যুগের সেই অবিস্মরণীয় জুটি। আপাতত মমতার হয়ে আসানসোলের ভোটে পথে একাই লড়ে যাচ্ছেন মহানায়িকা সুচিত্রা সেন।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাবুল সুপ্রিয়র জেলে থাকা উচিত, বিস্ফোরক মদন মিত্র https://thenewsbangla.com/madan-mitra-said-babul-supriyo-should-kept-in-jail/ Tue, 19 Mar 2019 14:46:11 +0000 https://www.thenewsbangla.com/?p=8830 ভোট প্রচারে তৃণমূলকে লক্ষ করে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়। আর সেই গানের মেকিং ভিডিও প্রকাশের পরেই তা ভাইরাল হয়ে যায় বিভিন্ন মিডিয়াতে। তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের প্রচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তৃণমূলের তরফ থেকে বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। আর এরপরেই বাবুলকে একহাত নিয়েছেন মদন মিত্র।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

এদিন তৃণমূল নেতা মদন মিত্র বাবুল সুপ্রিয়ের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “বাবুল সুপ্রিয় অনেক আগে থেকেই যা কিছু করছে তাতে তার জেলে থাকা উচিত ছিল। অনেক আগেই বাবুল সুপ্রিয়কে আরেস্ট করা উচিত ছিল। বাবুল সুপ্রিয় খুবই নোংরা কাজ করে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এটা খুব দুঃখজনক যে এর পরেও সে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবুল এর নামে FIR হওয়া উচিত এবং ওর মন্ত্রিত্ব ক্যান্সেল করে দেওয়া উচিত। একজন ভোট প্রার্থী হয়ে ওর এই ধরণের কাজ করা গ্রহণযোগ্য না”।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

সাংবাদিকদের প্রশ্নের সামনে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন প্রসঙ্গে মদন মিত্র বলেন, “এই যে আমরা এখন ঘরে আছি, যখন চলে যাব তখন এই ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হবে, কারণ অনেক ধুলো জমে যায়। বিজেপি সেই ধুলো নিয়ে গেছে। এখন ঘর মন্দির মসজিদ এর মতই পবিত্র। এখন আর কিছু নোংরা নেই, বাঁচা গেছে”।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

ভোটের একমাস আগেই কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসা নিয়েও এদিন মুখ খোলেন মদন মিত্র। তিনি জানান, “শোনা গেছে বেশ কিছুজনের নাম আছে কেন্দ্রীয় বাহিনীর কাছে, যার মধ্যে আমার নামও আছে, আমার কোন সমস্যা নেই তাতে”।

তিনি এও জানান কেন্দ্রীয় বাহিনী সুষ্ট ভাবে নির্বাচন করতে এসেছে সেটাই যেন তারা করে, কিন্তু তারা যদি দাদাগিরি করে সেটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। সংবিধানে কোথাও এমন লেখা নেই যে কেন্দ্রীয় বাহিনী এসে সাধারণ মানুষের ঘরে ঢুকে ধমকি দেবে। কেন্দ্রীয় বাহিনী কে হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেন যে “তারা যেন ভুলে না যায় যে রাজ্যের হাতে যে বাহিনী আছে সেটা কিন্তু মমতার পক্ষে”।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

এদিন বিস্ফোরিত মদন মিত্র নোটবন্দি প্রসঙ্গে বলেন, “নরেন্দ্র মোদীর চরম শাস্তি পাওয়া উচিত। ভারতের প্রধানমন্ত্রীর আসন কে উনি কলঙ্কিত করেছেন, একজন মিথ্যেবাদী লোক উনি। উনি এমন ভাবে হাঁটাচলা করেন তাতে চৌকিদার নরেন্দ্র মোদী নয়, ওনার লেখা উচিত অভিনন্দন নরেন্দ্র মোদী, যেন উনিই পুরো পাকিস্তানকে খতম করে এসেছেন”।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

সিপিএম কংগ্রেস জোট সম্পর্কে তিনি বলেন, “বাংলায় সিপিএম আর কংগ্রেস থাকা না থাকা সমান। তাই তাদের জোট হলো কি হল না তাতে কিছুই যায় আসে না। they are neither hear not there. সিপিএম কংগ্রেস এর জোট হলেও কিছুই এদিক ওদিক হত না। এখন বাংলায় একটাই মুখ সেটা মমতা ব্যানার্জী”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের https://thenewsbangla.com/asansol-meyor-jitendra-tiwari-announce-to-give-work-worth-1-crore-to-counsilor-who-give-lead/ Tue, 19 Mar 2019 13:54:43 +0000 https://www.thenewsbangla.com/?p=8829 নিজের ওয়ার্ডে ৫ হাজারের বেশি ‘লিড’ দিতে পারলেই মেয়র দেবেন ১ কোটি টাকার কাজ। আর এই বিতর্কিত ঘোষণা করেই চমকে দিয়েছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আর তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই চরম বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই ভিডিও জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।

দেখে নিন, শুনে নিন আসানসোলের মেয়রের সেই কোটি টাকার অফারঃ

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই ঘোষণার সমালোচনা করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি অভিযোগ জানিয়েছেন, এইভাবেই ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি?

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

দলের এক কর্মীসভায় আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ঘোষণা করেন, এবারের লোকসভায় যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে ৫ হাজারের বেশি লিড দেবে তাঁকে তিনি আসানসোল পুরসভার মেয়র হিসাবে ১ কোটি টাকার অতিরিক্ত কাজ দেবেন। ৩ হাজারের বেশি লিড দিতে পারলে তাঁকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকার অতিরিক্ত কাজ। আর ২ হাজারের বেশি লিড দিতে পারলে তাঁকে দেওয়া হবে ৩০ লক্ষ টাকার কাজ। আর ১ হাজারের বেশি লিড দিলে দেওয়া হবে ১০ লক্ষ টাকার অতিরিক্ত কাজ। আর লিড দিতে না পারলে তাঁকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আর এই ঘোষণার পরেই শোরগোল পরে যায় গোটা রাজ্যে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই ঘোষণার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঢেউ ওঠে বিজেপির তরফ থেকে। যদিও কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী হিরহাদ হাকিম বলেন, ওটা ভোট নয়, উন্নয়ন নিয়ে কাজ নিয়ে বলা হয়েছে। এদিকে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছেন বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

এর আগেও দলিয় কর্মীদের সচেতন করতে আসানসোলের মেয়র বলেন, “গোপনে খবর পেয়েছি পার্টি ৭০ জনকে আসানসোলে পাঠিয়েছে। যারা আমার উপর, আমাদের উপর নজর রাখছে, দাশুদার উপরে নজর রাখছে, সমস্ত বিধায়কদের উপরে নজর রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর আগের মতো নেই”।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

২০১৪ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে অপ্রত্যাশিতভাবে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। শোচনীয় হার হয়েছিল তৃণমূল প্রার্থী দোলা সেনের। পরাজয়ের খবর পেয়েই মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন মলয় ঘটক। অভিযোগ উঠেছিল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দোলা সেনকে হারতে হয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই এবার অনেকটা সাবধানী নেতারা। আর সেই বিষয়ে জোর দিতেই কোটি টাকার কাজ দিয়ে ভোট কেনার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড় https://thenewsbangla.com/moonmoon-sen-starts-campaign-at-asansol-with-her-bold-image-looks/ Mon, 18 Mar 2019 13:19:14 +0000 https://www.thenewsbangla.com/?p=8712 ফের সোশ্যাল মিডিয়ায় মুনমুন সেন ঝড়। এবার চোখ মেরে, শাড়ির আঁচল ফেলে প্রচার শুরু মুনমুন সেনের। আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড়। তুমুল সমালোচনা বিজেপি ও বামেদের তরফ থেকে। প্রচারে এইসব স্বাভাবিক, জানাচ্ছেন তৃণমূল নেতারা।

আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। রবিবার কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুরু করেন ভোটের প্রচার। কখনও পায়ে হেঁটে কখনও আবার হুড খোলা গাড়িতে ঘুরলেন আসানসোলের রাস্তায়। শেষে করেন সাংবাদিক সম্মেলন। প্রথমে প্রচারে চোখ মেরে ও তারপর সাংবাদিক সম্মেলনে শাড়ির আঁচল ফেলে প্রথম দিনেই শোরগোল ফেলে দিলেন বাংলার অতীত দিনের হার্টথ্রব।

গতবার বিজেপির বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল দোলা সেনকে। আর এ বার মুনমুন সেন। সেটাকেই ‘সেন-সেশন্যাল’ বলেছেন বাবুল। মুনমুন সেন ২০১৪ সালে বাঁকুড়া থেকে জিতেছিলেন। কিন্তু বাঁকুড়ার তৃণমূল জেলা নেতৃত্ব তাঁকে নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। অভিযোগ জমা পরেছিল দলনেত্রীর কাছে।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই

মুনমুনকে যে আর বাঁকুড়ায় মমতা দাঁড় করাবেন না, তা অনেক দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তাঁকে যে আসানসোলে পাঠানো হবে এ কথা বোধহয় তৃণমূলের উপরের সারির অনেক নেতাই আন্দাজ করতে পারেননি। মুনমুন সেনকে প্রতিপক্ষ পেয়ে বাবুল যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী।

চোখ মেরে, শাড়ির আঁচল ফেলে আসানসোলে প্রচার শুরু মুনমুনের/The News বাংলা
চোখ মেরে, শাড়ির আঁচল ফেলে আসানসোলে প্রচার শুরু মুনমুনের/The News বাংলা

আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মুনমুন সেনের নাম ঘোষণা হতেই শুধু কর্মীরাই নন নেতারাও তুলি ধরে দেওয়ালে দেওয়ালে নাম লেখা শুরু করেছেন। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় থেকে শুরু করে মেয়র পারিষদরা দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

গতবারের দোলা সেন এপিসোড থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক নেতাকে এবার টার্গেট বেঁধে দিয়েছেন মমতা। দলীয় প্রার্থী কবে কোথায় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেটাও রবিবারই চূড়ান্ত হয়েছে বলে জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন দাসু।

এদিকে রবিবার প্রচারে বেড়িয়ে চোখ মেরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন মুনমুন সেন। এরপর সাংবাদিক সম্মেলনে সবার সামনে শাড়ির আঁচল ফেলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন তিনি।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

তুমুল অস্বস্তিতে পরে যান, বিধায়ক মলয় ঘটক, তাপস বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারি সহ তৃণমূল বিধায়ক ও নেতারা। ততক্ষণে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই বয়সেও ঝড় তুলে প্রচার শুরু করলেন মুনমুন, বলছেন সাধারণ মানুষ।

এইবার যে কোনও মূল্যে আসানসোল কেন্দ্রে জয় চায় তৃণমূল। তাই সময় নষ্ট না করে রঙের উৎসবের আগেই আদাজল খেয়ে প্রার্থীকে নিয়ে নেমে পরেছেন পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। প্রচার নিয়ে মুনমুন সেনের প্রতিক্রিয়া, “কলকাতায় গিয়ে নেত্রীর সঙ্গে আগে কথা বলি। তারপর আমার কেন্দ্রে গিয়ে সব প্রশ্নের জবাব দেব”। তবে ইতিমধ্যেই যে তিনি আসানসোল সহ রাজ্যে ঝড় তুলে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

>আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-select-moon-moon-sen-and-gave-walkover-to-babul-supriyo-in-asansol/ Tue, 12 Mar 2019 16:02:41 +0000 https://www.thenewsbangla.com/?p=8241 ২০১৪ দোলা সেন। ২০১৯ মুনমুন সেন। ফের একবার আসানসোলে কোন রাজনৈতিক নেতা বা স্থানিয় কোন নেতাকে লোকসভা ভোটে না দাঁড় করিয়ে কি ফের বড় ভুল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলে এমন প্রশ্নই ইতিমধ্যেই উঠে গেছে। মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা? আসানসোলে ফের ৫ বছর আগের প্রশ্ন ঘোরা ফেরা করছে।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

২০১৪ সালে দোলা সেনকে দাঁড় করিয়ে নেতা কর্মীদের বিরাগভাজন হয়েছিলেন নেত্রী মমতা। প্রকাশ্যে কেউ কিছু না বললেও, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল ভোটের ফলে। তৃণমূলের দোলা সেনকে হারিয়ে আসানসোল লোকসভা আসন জয় করেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেছিলেন গায়ক বাবুল। তবে তাতে বাবুল বা বিজেপির কৃতিত্ব যত না ছিল তার চেয়েও বেশি ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

ভোটে দোলা সেন হেরে যাবার পর মলয় ঘটক থেকে শুরু করে সব তৃণমূল নেতাই মমতার কোপে পরেছিলেন। এত কিছুর পরেও ফের সেই একই ভুল মমতা কেন করলেন? আসানসোল তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, গতবারের সেই একই ভুল ফের মমতা করায় ফের অসন্তোষ জেলা তৃণমূলে।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

এমনিতেই বাঁকুড়া লোকসভায় বহুবছরের সাংসদ সিপিএমের বাসুদেব আচারিয়া হারিয়ে লোকসভায় যাওয়ার পর থেকে আর নিজের কেন্দ্রের দিকে কোনদিন পা বাড়াননি সাংসদ মুনমুন সেন, এমনটাই শেষ ৫ বছরে অভিযোগ ছিল। দরকারের কোন কাজে সাংসদকে পাওয়া যায় না, অভিযোগ ছিল জেলা প্রশাসনের কর্তাদেরও।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

মমতার খাতায় মুনমুন সেনের পারফরমেন্স ও ছিল শুন্য। সন্ধ্যা রায়ের সঙ্গে মুনমুন সেনও যে এবার প্রার্থী তালিকা থেকে বাদ চলে যাচ্ছেন রাজনৈতিক মহলে এমনটাই ছিল খবর। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হবার পর দেখা গেল, মমতা সেই মুনমুনকেই বাঁকুড়া থেকে তুলে এনে গুঁজে দিলেন আসানসোলে। জিতেন্দ্র তিওয়ারি দাঁড়ালে আসানসোলে নন বেঙ্গলি ভোট বাবুলের থেকেও কাড়তে পারতেন তিনি।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

খবর ছিল, আসানসোলের মেয়র ও বলিষ্ঠ নেতা জিতেন্দ্র তিওয়ারিই এবার আসানসোল লোকসভার প্রার্থী হবেন। মমতা জানিয়েওছিলেন যে, এবার রাজনৈতিক নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হবে। ফলে সবাই ভেবেছিলেন যে দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারিই হবেন এবার তৃণমূলের প্রার্থী। সেক্ষেত্রে এই আসনে বাবুলকে হারিয়ে তিনিই জিতবেন সেটাও ছিল অনেকটাই পরিষ্কার। ভোট বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছিলেন।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

তবে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, এখানেও সেই গোষ্ঠী দ্বন্দ্ব এরই খেলা। জেলার দায়িত্বে থাকা মন্ত্রী অরুপ বিশ্বাস ও তৃণমূলের একটা গোষ্ঠী চাইছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। আবার মলয় ঘটক সহ অন্য একটি লবি চাইছিল না জিতেন্দ্র তিওয়ারিকে। ফলে দুপক্ষকেই বাগে আনতে সেই ২০১৪ সালের মতই একই দাওয়াই নিলেন মমতা। বাবুলকে হারাতে দাঁড় করিয়ে দিলেন মুনমুনকে।

আরও পড়ুনঃ গেরুয়া ভোটে থাবা বসাতে অধিকাংশ আসনেই ব্রাহ্মণ প্রার্থী ঘোষণা দলিত নেত্রী মায়াবতীর

এবার মুনমুন সেনকে দাঁড় করিয়ে ফের লড়াইয়ে যে বিজেপি আর বাবুল সুপ্রিয়কেই যে ওয়াক ওভার দিলেন মমতা এমনটাই বলছে রাজনৈতিক মহল। এক সেনকে জিততে দেয়নি আসানসোল ও তৃণমূল নেতারাই। আরেক সেনকেও কি আসানসোল থেকে খালি হাতেই ফিরতে হবে? উত্তর জানা যাবে ২৩মে। তবে এই লড়াইয়ে যে আপাতত কিছুটা হলেও এগিয়ে গেলেন বাবুল সুপ্রিয়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের পাশাপাশি আসানসোল তৃণমূল কংগ্রেসও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু https://thenewsbangla.com/biharibabu-shatrughan-sinha-vs-babul-supriyo-in-bengal-for-bihari-vote/ Mon, 21 Jan 2019 04:15:05 +0000 https://www.thenewsbangla.com/?p=5840 রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে বিভিন্ন দলের নেতা-কর্মী, প্রত্যেকেরই ধারণা বাংলার আসানসোলে এবার বাবুল বনাম শত্রুঘ্ন। এবার গায়ক বনাম নায়ক। আসানসোল মানেই বিহারী সংখ্যাধিক্য। আর বিহারীবাবুর মাধ্যমেই সেই ভোটকে নিজেদের পকেটে পুরতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

কিন্তু বর্তমানে বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা কি আদৌ তৃণমূলে কংগ্রেসে যোগ দিতে চলেছেন? বিজেপি ছেড়ে তিনি কি ২০১৯-এ তৃণমূলের হয়ে প্রার্থী হতে চলেছেন পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে? মূলত এই দুটি প্রশ্নের উত্তর খোঁজা শুরু করেছেন সাধারণ মানুষও।

বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা
বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা

গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ২০১৪ লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী দোলা সেন হেরে গিয়েছিলেন বলেই মনে করে মমতার দল। আসানসোল কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জিতে চমকে দিয়েছিলেন বাবুল। জল্পনা সত্যি হলে আগামী লোকসভা নির্বাচনে দুই তারকার সম্মুখ সমরের সাক্ষী থাকতে পারে আসানসোল।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

মহাজোটের ব্রিগেডে যোগ দিয়েই তিনি বিজেপির চক্ষুশূল। বর্তমানে পটনা সাহিব কেন্দ্রের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা ব্রিগেডের মঞ্চ থেকে বলেছিলেন, সবার আগে তিনি দেশের মানুষের ভাল চান। সেই কারণেই বিজেপি-তে থেকেও তিনি মোদী সরকারের বিরুদ্ধে অপ্রিয় প্রশ্ন তুলছেন। রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে তিনিও রাফায়েল ডিল নিয়ে প্রশ্ন তুলেছেন। চৌকিদার চোর বলেছেন। এর জেরে দল থেকে বহিষ্কার করা হতে পারে বিহারীবাবুকে।

আরও পড়তে পারেনঃ অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের

বেশ কয়েকদিন ধরেই নয়াদিল্লির রাজনীতিতে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে একটি রাজনৈতিক জল্পনা চলছে। রাজধানীতেও এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, শত্রুঘ্ন সিনহা নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রাক্তন অভিনেতা, এমনটাই জানা যাচ্ছে।

তৃণমূলে এই ধরনের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত একমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে থাকলেও দলের কেউ কেউ চাইছেন, শত্রুঘ্নকে হিন্দিভাষী অধ্যুষিত আসানসোলে বিজেপির বাবুলের বিরুদ্ধে প্রার্থী করলে মন্দ হয় না। তবে এ বিষয়ে যে কোনো স্থির সিদ্ধান্ত গৃহীত হয়নি তা আগেই জানানো হয়েছিল। ব্রিগেডের পর সবাই নিশ্চিত আসানসোলে এবার বাবুল বনাম শত্রুঘ্ন।

বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা
বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা

তবে শত্রুঘ্ন নিজে কী করবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তৃণমূল তাঁকে প্রস্তাব দিলেও তিনি বাংলা থেকে লড়বেন, নাকি লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বীর সঙ্গে হাত মিলিয়ে ফের বিহার থেকেই ভোটে লড়বেন, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে অভিনেতা সাংসদ এখনও কিছুই বলেননি।

আরও পড়ুনঃ

নীরেন্দ্রনাথ, দিবেন্দ্যুর পর বাংলাকে কাঁদিয়ে নিঃস্ব করে চলে গেলেন অতীন

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

আসানসোলে এখন শত্রুঘ্নের নাম শোনা গেলেও এত দিন শহরের মেয়র জিতেন্দ্র তেওয়ারির নাম তৃণমূলের প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল। কিন্তু বাবুলের তারকা ইমেজের কথা মাথায় রেখেই সম্প্রতি শত্রুঘ্নের নাম তৃণমূল নেত্রী ভেবে রেখেছেন বলে সূত্রের খবর। তাঁর উপরে আসানসোলে বিহারী এবং হিন্দীভাষী ভোটারও প্রচুর। সবদিক ভেবেই তাই আসানসোল পুনরুদ্ধারে মমতার বাজি হতে পারেন ‘বিহারীবাবু’।

আর এই বিষয়ে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র সোশ্যাল মিডিয়ায় পোস্ট নতুন করে ইন্ধন জুগিয়েছে। এই জল্পনাকেই যেন আরও উসকে দিয়ে ব্রিগেডের পরেই শত্রুঘ্নকে টুইটারে আক্রমণ শানান বাবুল সুপ্রিয়। বলা ভাল, শত্রুঘ্নর মুখে জনপ্রিয় সংলাপ দিয়েই তাঁকে আক্রমণ করেছেন বাবুল। টুইটারে শত্রুঘ্নকে ‘খামোশ’ থাকার পরামর্শ দিয়েছেন বাবুল।

আরও পড়ুনঃ

এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

ব্রিগেডে মোদীকে আক্রমণ করে শত্রুঘ্ন এর মন্ত্যব্য এর পরেই টুইটারে শত্রুঘ্নকে উদ্দেশ করে বাবুল পালটা প্রশ্ন করেছেন, ‘দেশের জন্য অনেক কিছু তো বললেন, কিন্তু দেশের জন্য আপনি এতদিনে কী করেছেন? তাই আপনি চুপ (‘খামোশ’) থাকলেই ভাল’।

আসানসোলে দুই তারকার ভোটের লড়াই কি শুরু হয়ে গেল? শনিবার মমতার ব্রিগেড সমাবেশ থেকে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিংহ। তৃণমূলের অন্দরেও কিছু দিন ধরেই জল্পনা, আগামী লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়তে পারেন বিজেপি-র এই তারকা সাংসদ। ব্রিগেডে শত্রুঘ্নর গলায় মমতার ভূয়সী প্রশংসার পরে সেই জল্পনা আরও জোরালো হয়েছে।

জল্পনার মধ্যেই আসানসোলের মানুষ ইতিমধ্যেই মেতে উঠেছেন দুই তারকার লড়াই নিয়ে। আসানসোলের আড্ডা, বৈঠকে এখন একটাই মুখরোচক আলোচনা, ‘আগামী ভোট উৎসবে গায়ক বনাম নায়কের লড়াই’।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>