Arvind Kejriwal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 08 Jun 2022 05:10:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Arvind Kejriwal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ১৩৩টি সোনার মোহর, নগদ ২ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার https://thenewsbangla.com/ed-raids-delhi-health-minister-satyendar-jain-house-seizes-cash-gold-coins/ Wed, 08 Jun 2022 05:09:18 +0000 https://www.thenewsbangla.com/?p=15296 স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ১৩৩টি সোনার মোহর; নগদ ২ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর ঠিকানায় ইডি’র হানায়; পাওয়া গেল আরও অনেক কিছুই। এক সপ্তাহ আগেই হাওয়ালা মামলায়; দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সত্যেন্দ্র জৈন এবং তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে; ১৩৩টি সোনার মোহর উদ্ধার করল ইডি; যার ওজন ১.৮ কেজি। একই সঙ্গে হিসাব বহির্ভূত ২ কোটি ৮৫ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে।

গত ৩০ মে বেআইনি ভাবে অর্থ লেনদেনের অভিযোগে; আম আদমি পার্টি (আপ)-র নেতা ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন-কে গ্রেফতার করেছিল ইডি। ৯ই জুন পর্যন্ত তাঁকে ইডি-র হেফাজতে; রাখার নির্দেশ দিয়েছে আদালত। ইডি-র তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দিল্লি এবং আশপাশের এলাকার; কিছু বাড়ি, দফতর এবং সোনার দোকানে হানা দিয়ে হিসাব বহির্ভূত নগদ এবং স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়।

ইডি জানিয়েছে, যে ঠিকানাগুলিতে অভিযান করা হয়েছে; তার মধ্যে রয়েছে সত্যেন্দ্রর স্ত্রী পুনম জৈন, তাঁর ব্যবসায়িক সহযোগী অঙ্কুশ জৈন, বৈভব জৈন, নবীন জৈন এবং সিদ্ধার্থ জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক), জিএস মাথারু (প্রুডেন্স গ্রুপের পরিচালনা সংস্থা লালা শের সিংহ জীবন বিজ্ঞান ট্রাস্টের চেয়ারম্যান) স্কুলের), যোগেশ কুমার জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক)।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস

ইডি’র বিবৃতিতে বলা হয়েছে; তল্লাশির সময় বিভিন্ন অপরাধমূলক নথি ও ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থ তছরুপ প্রতিরোধ আইন, ২০০২ এর আওতায় ইডি তদন্ত শুরু করেছে। সত্যেন্দ্র কুমার জৈন, পুনম জৈন, অঙ্কুশ জৈনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর ১৩(২) আর/ডব্লিউ ১৩(১)(ই) ধারার অধীনে ২৪ আগস্ট, ২০১৭-এ সিবিআই/এসি-১, নয়াদিল্লিতে প্রসাদ জৈন, সুনীল কুমার জৈন, বৈভব জৈন এবং অঙ্কুশ জৈনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

লালা শের সিংহ জীবন বিজ্ঞান ট্রাস্টের মাধ্যমে; সত্যেন্দ্র এবং তাঁর সহযোগীদের নামে নিয়ম বহির্ভূত ভাবে জমি হস্তান্তর হয়েছিল বলেও দাবি ইডি-র। এদিকে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, মঙ্গলবার ফের অভিযোগ করেছেন; “দিল্লি এবং পঞ্জাবে তাঁর দলের সরকারের মন্ত্রীদের; মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে কেন্দ্রীয় সরকার”।

]]>
রাশিয়ার রকেট লঞ্চার থেকে রকেট প্রপেলড গ্রেনেড পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে https://thenewsbangla.com/russian-rocket-launcher-rocket-propelled-grenade-hits-punjab-police-intelligence-office/ Wed, 11 May 2022 05:57:15 +0000 https://www.thenewsbangla.com/?p=15037 রাশিয়ার রকেট লঞ্চার থেকে রকেট প্রপেলড গ্রেনেড; আছড়ে পড়ল পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে। ক্রমশই রহস্য ঘনাচ্ছে, মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে; বিস্ফোরণের ঘটনায়। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ; এই বি’স্ফোরণ ঘটার ১ কিলোমিটারের মধ্যেই একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে। জানা গিয়েছে, সেটি রাশিয়ায় তৈরি রকেট লঞ্চার। এই হামলার সাহায্যকারী অভিযোগে; আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে, কেন এই হা’মলা; জানার চেষ্টা করছে পাঞ্জাব পুলিশ।

সোমবার রাতে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের বিল্ডিংয়ে; একটি রকেট প্রপেলড গ্রেনেড আছড়ে পড়ে। জোরদার বি’স্ফোরণ ঘটে বাড়িটিতে। বি’স্ফোরণের জেরে বাড়িটির জানলার কাঁচ; ভেঙে খানখান হয়ে যায়। তবে কাছেপিঠে কেউ না থাকায়, ওই ঘটনায় কেউ হতা’হত না হলেও; গোয়েন্দা দফতরে জ’ঙ্গি হা’মলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পরে। এরপরেই হা’মলা-কারীদের সন্ধানে; তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ।

সুধা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি, রানি এলিজাবেথের চেয়েও বেশি ধনী

এই ঘটনার পিছনে, কোন স’ন্ত্রাস’বাদীদের হাত রয়েছে কি না; তা খতিয়ে দেখা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে, এই বি’স্ফোরণের আগে পাঞ্জাব পুলিশের কাছে; দুটি হু’মকি চিঠি আসে। পাক জ’ঙ্গি সংগঠন জ’ইশ-ই-মহম্মদের এক কমান্ডারের নাম সই করা ওই চিঠিতে; রেল স্টেশন, থানা-সহ বিভিন্ন এলাকায় হা’মলার হু’মকি দেওয়া হয় ওই চিঠিতে। এরপরেই সাবধান হয়ে যায় পাঞ্জাব পুলিশ; তারপরেও ঘটে এই ঘটনা।

ভারতের বিএসএফের উদ্যোগে মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা

এখনও পর্যন্ত, এই রকেট প্রপেলড গ্রেনেড হা’মলার ঘটনায়; তিনজনকে আটক করা হয়েছে। এর আগে দুজনকে আটক করেছিল পুলিশ, এবার আটক তৃতীয় ব্যক্তি; অভিযুক্তের নাম নিশান সিং। মোহালি পুলিশ জানিয়েছে; সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে লঞ্চার থেকে হা’মলা চালানো হয়েছিল; সেটিও উদ্ধার হয়েছে।

এদিকে বি’স্ফোরণের পরেই; হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে হু’মকি দিল খালি’স্তানিরা। একটি অডিও বার্তা দিয়ে জানান হয়েছে; হিমাচল পুলিশের সদর দফতরে এই আ’ক্রমণ হতে পারত। এই ঘটনায় পাঞ্জাবের শাসকদল আম আদমি পার্টির বিরুদ্ধে, তোপ দেগেছেন; অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের শাসনে; রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে”। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে; পাঞ্জাবের আপ সরকার।

]]>
কেজরিওয়ালকে ৬ কোটি টাকা দিয়ে প্রার্থী হয়েছে বাবা, বিষ্ফোরক আপ প্রার্থীর পুত্র https://thenewsbangla.com/aap-candidate-paid-rs-6-crore-to-arvind-kejriwal-for-ticket-son-claims/ Sat, 11 May 2019 11:07:45 +0000 https://www.thenewsbangla.com/?p=12729 দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে; দুর্নীতির অভিযোগ দলেই। কেজরিওয়ালকে ৬ কোটি টাকা দিয়ে প্রার্থী হয়েছে বাবা; বিষ্ফোরক আপ প্রার্থীর পুত্র। আর এই নিয়েই সরগরম গোটা দিল্লির রাজনীতি। স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন; এবার তাঁর বিরুদ্ধেই ভোট দুর্নীতির অভিযোগ; তাঁরই দলের ভেতর থেকে।

আরও পড়ুনঃ ভোটের ফলের পরেই শুভেন্দু সহ ১০০ তৃণমূল বিধায়ক বিজেপিতে, বিস্ফোরক বিপ্লব

রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ভোট অনুষ্ঠিত হবে; দিল্লি লোকসভার ৭টি লোকসভা কেন্দ্রে। তার আগেই বেকাদায় দিল্লির মুখ্যমন্ত্রী; অরবিন্দ কেজরিওয়াল সহ দলেরই এক প্রার্থী। অভিযোগ, ওই প্রার্থী লোকসভার টিকিট পেতে; কেজরিওয়ালকে ৬ কোটি টাকা দিয়েছেন।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার শরীরে মমতার মুখ লাগিয়ে গ্রেফতার প্রিয়াঙ্কা

পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের প্রার্থী; বলবীর সিং জাখার। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে; ভোটে লড়ার টিকিট পেতে মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে; ৬ কোটি টাকা দিয়েছেন। আর এই অভিযোগ বিরোধী দলের কোনও ব্যক্তির নয়; খোদ প্রার্থীর নিজের পুত্র বাবার বিরুদ্ধে এনেছেন এই অভিযোগ। যা ঘিরে এই মুহূর্তে তুমুল উত্তেজনা দিল্লির রাজনীতিতে।

আরও পড়ুনঃ কাঁপছে পাকিস্তান চিন, ভারতের হাতে এল ভয়ঙ্কর মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া; বিষ্ফোরক সাক্ষাৎকারে বলবীর সিং এর পুত্র উদয় সিং জাখার জানিয়েছে; মাত্র ৩ মাস আগে তার বাবা বলবীর সিং জাখার আম আদমি পার্টিতে যোগদান করে। দলে নাম লিখিয়েই টিকিট পাওয়ায়; বিস্মিত খোদ প্রার্থীর পুত্র। দলে নাম লিখিয়েই কেজরিওয়ালকে; তার বাবা ভোটে লড়ার টিকিট পেতে ৬ কোটি টাকা দিয়েছেন বলে পুত্রের দাবি। এই বিষয়ে সমস্ত প্রমানপত্রও তার কাছে রয়েছে; বলেও জানিয়েছেন ওই প্রার্থীর পুত্র।

আরও পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার ছক, মমতাকে জানাল কেন্দ্র

স্বাভাবিকভাবেই আপ প্রার্থীর পুত্রের বিষ্ফোরক ভিডিও প্রকাশ্যে আসার পর; নড়েচড়ে বসেছে বিজেপি। কটাক্ষ করে বিজেপি জানিয়েছে যে; আন্না হাজারের স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে; একই সাথে এক মঞ্চে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছে; আজ তার স্বরূপ সবার সামনে খুলে গেল। ভোট মিটতেই কেজরিওয়াল এর ফলাফল; হাতেনাতে পাবেন বলে জানিয়েছে বিজেপি।

]]>
কেজরিওয়াল ও অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের গৌতমের https://thenewsbangla.com/gautam-gambhir-suit-defamation-against-aap-arvind-kejriwal-and-atishi/ Fri, 10 May 2019 08:30:19 +0000 https://www.thenewsbangla.com/?p=12670 পূর্ব দিল্লির আম আদমি পার্টির প্রার্থী অতিশী মারলেনা বৃহস্পতিবার অভিযোগ করেন; ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর তার নামে কুরুচিপূর্ণ লিফলেট বিলি করছে জনগনের কাছে; গতকাল বৃহস্পতিবার এই অভিযোগ করে একটি সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন অতিশী।

এরপরেই আসরে নামেন বিজেপি প্রার্থী গৌতম; সহানুভূতি আদায় করতেই মিথ্যা নাটক করছে আম আদমি পার্টি প্রার্থী অতিশী; অতিশীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমান দিতে বলেন; প্রমান দিতে না পারলে রাজনীতি ছেড়ে দিতে হবে বলেও অতিশীকে চ্যালেঞ্জ করেন তিনি।

এরপরেই গৌতম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল; উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং পূর্ব দিল্লির আপ প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা করেন; সেখানে বিজ্ঞপ্তি জারি করে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তুলে নিতে বলেন এই আপ নেতাদের এবং মানহানির জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন।

এর আগেও বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী অতিশী; দিল্লির একটি অনুষ্ঠানে বিতর্কিত এই আপ প্রার্থী বলেন; বিজেপিকে হারাতে যদি গুন্ডাদের ভোট দিতে হয়; সেক্ষেত্রে সেই গুন্ডাকেই ভোট দিতে হবে।

অনুষ্ঠানে বিজেপিকে হারাতে জোটের দলগুলোর ওপর নির্ভর করার কথা বলেছিলেন অতিশী; সেখানে কেউ একজন অতিশীকে জিজ্ঞেস করেছিলেন; বিজেপি বিরোধী ব্যক্তি যদি সমাজবিরোধী বা গুন্ডা হন; তাহলে কি করা উচিৎ।

সেই সূত্র ধরেই সভায় অতিশী বলেন; সেক্ষেত্রে বিজেপিকে হারাতে সেই গুন্ডাকেই সমর্থন করতে হবে; গুন্ডাকে সমর্থন করার চেয়েও বিজেপিকে হারানো বেশি জরুরি বলে মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যের ফলে শুরু হয় বিতর্ক।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি নির্বাচনী রোড শোতে বেরিয়ে হঠাৎই এক ব্যক্তির কাছে থাপ্পড় খান; কেজরিওয়ালকে বিজেপি ভয় পেয়েছে বলেই বারবার বিজেপি লোক পাঠিয়ে তাকে আক্রমণ করছে বলে আপ নেতাদের তরফ থেকে জানানো হয়।

যদিও পরে তদন্তে দেখা যায়; আক্রমণকারী ওই ব্যক্তি আম আদমি পার্টির প্রাক্তন নেতা এবং আপের বিভিন্ন সভায় তিনি অংশও নিয়েছিলেন; এরপরেই গৌতমের বিরুদ্ধে অভিযোগকে কেজরিওয়ালের নতুন নাটক বলে মন্তব্য করেছে বিজেপি।

]]>
থাপ্পড় কান্ডে বিজেপিকে দায়ী করে মোদীর ইস্তফা দাবি করলেন কেজরিওয়াল https://thenewsbangla.com/arvind-kejriwal-says-pm-modi-must-resign-on-slap-attack-on-cm-at-delhi/ Sun, 05 May 2019 15:33:02 +0000 https://www.thenewsbangla.com/?p=12419 শনিবার দিল্লির মোতিনগরে একটি নির্বাচনী রোড শোতে অংশ নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল; জনসাধারণের উদ্দেশ্যে রোড শো থেকে বক্তৃতা রাখার সময় এক ব্যক্তি গাড়িতে উঠে হঠাৎই থাপ্পড় মারেন দিল্লির মুখ্যমন্ত্রীকে।

এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন; তিনি মোদীর বিরুদ্ধে লড়াই করছেন বলেই বিজেপির লোকেরা বারবার তার ওপর আক্রমন করছে; বিরোধী নেতাদের সুরক্ষার অভাব আছে বলে মনে করেন কেজরিওয়াল; গতকালের ঘটনা নিয়ে মোট ৯ বার আক্রমনের শিকার হলেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মাওবাদী দমনে ব্যর্থ মোদী, মেদিনীপুরের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হবার পরে বারেবারেই আক্রমনের শিকার হন বলে জানান তিনি; দলের নেতা মনীষ সিসোদিয়া গতকালই বলেছিলেন; বিজেপি কেজরীওয়ালকে ভয় পেয়েই হতাশা থেকে এসব করছে। যদিও বিজেপি র তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির দাবি, আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল দলেরই কর্মকর্তা বছর ৩৩ বয়সের সুরেশ একটি রোড শোতে প্রকাশ্যে থাপ্পড় মারেন; নিজের দলের লোকের হাতে থাপ্পর খেয়ে বিজেপিকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুনঃ মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের মত ভোটে মাওবাদী হামলার আশঙ্কা বাংলায়

যদিও নিজের দলের লোকের যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেছেন অরবিন্দ কেজরিওয়াল; থাপ্পড় খাওয়ার ঘটনায় রবিবার বিজেপির ওপর দোষারোপ করেন তিনি; সেই সাথে এই নক্কারজনক ঘটনার জন্য প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন কেজরিওয়াল।

শনিবারের ঘটনাকে পুরোটাই বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছে তিনি। আক্রমণকারী ওই ব্যক্তিকে বছর ৩৩ বয়সের সুরেশ নামে চিহ্নিত করা হয়; ওই ব্যক্তি প্রথমে কেজরিওয়ালকে একবার ঘুসি মেরে পরবর্তীতে আবার গালে থাপ্পড় বসান।

আরও পড়ুনঃ দেশের সুরক্ষায় ২০০ ইসলাম ধর্ম প্রচারককে বিতাড়িত করল শ্রীলঙ্কা

শুধু এবারই প্রথম নয়; এর আগেও বহুবার একই ঘটনা ঘটেছে কেজরিওয়ালের সাথে। প্রকাশ্য রোড শোতে থাপ্পড় মারা; ডিম ছূঁড়ে মারা থেকে কালি ছিটানো; এই সব কিছুরই সম্মুখীন হয়েছেন তিনি। এই সব ঘটনার দায় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর উপরে চাপিয়ে প্রধানমন্ত্রির ইস্থফা চান তিনি।

]]>
প্রকাশ্য নির্বাচনী রোড শোতে অরবিন্দ কেজরিওয়ালের উপরে আবারও আক্রমণ https://thenewsbangla.com/arvind-kejriwal-slapped-during-roadshow-in-delhi-complaint-against-bjp/ Sat, 04 May 2019 17:07:19 +0000 https://www.thenewsbangla.com/?p=12360 প্রচারে বেরিয়ে বা কোনো জনসভায় থাপ্পড় খাওয়া। ফের একই ঘটনা অরবিন্দ কেজরিওয়াল এর সঙ্গে। শনিবার দিল্লির মোতিনগরে একটি নির্বাচনী রোড শোতে বেরিয়ে এক ব্যক্তির হাতে সপাটে থাপ্পড় খেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন দিল্লির মোতিনগরে একটি নির্বাচনী রোড শো ছিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের; জনসাধারণের উদ্দেশ্যে রোড শো থেকে বক্তৃতা রাখার সময় এক ব্যক্তি গাড়িতে উঠে হঠাৎই থাপ্পড় মারেন দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন মমতা

আক্রমণকারী ওই ব্যক্তির নাম সুরেশ; বয়েস বছর ৩৩ বলে জানা গিয়েছে; প্রথমে কেজরিওয়ালকে একবার ঘুসি মেরে পরবর্তীতে আবার সপাটে গালে থাপ্পড় বসান; উত্তেজিত হয়ে আপ সমর্থকরা তাকে মারধর করে মোতিনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

এদিন দিল্লির রোড শোতে আরবিন্দ যখন সমর্থকদের সাথে হাত মেলাচ্ছিলেন; ঠিক সেই সুযোগে সুরেশ মুখ্যমন্ত্রীর গাড়িতে চরাও হয়; আর এই নক্কারজনক ঘটনা ঘটায়; ধৃত ব্যক্তি কি উদ্দেশ্যে হামলা করেছিল, তা বিস্তারিত জানা যাইনি।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ফণীর বিরুদ্ধে লড়াইয়ে, সামনে থেকে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পরে সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে অরবিন্দ কেজরিওয়াল জানান যে; নিজেদের হার নিশ্চিত জেনে বিজেপি এতটাই বিপদজনক হয়ে পড়েছে যে তাঁরা এখন যা খুশি করছে। নিজেদের পতন মেনে নিতে পারছে না বিজেপি। এই নির্বাচনেই বিজেপির হার নিশ্চিত জানান কেজরিওয়াল।

শুধু এবারই প্রথম নয়; এর আগেও বহুবার একই ঘটনা ঘটেছে কেজরিওয়ালের সাথে। প্রকাশ্য রোড শোতে থাপ্পড় মারা; ডিম ছূঁড়ে মারা থেকে কালি ছিটানো; এই সব কিছুরই সম্মুখীন হয়েছেন তিনি; রেকর্ডের তালিকায় আরও একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

]]>
সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, কটাক্ষ কেজরীওয়ালের https://thenewsbangla.com/modi-wants-to-make-the-entire-country-into-chowkidars-said-arvind-kejriwal/ Wed, 20 Mar 2019 10:16:17 +0000 https://www.thenewsbangla.com/?p=8888 সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, চৌকিদার ইস্যুতে নরেন্দ্র মোদীকে ব্যঙ্গাত্মক সুরে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। যারা নিজেদের সন্তানকে চৌকিদার বানাতে চান, তাদের উদ্দেশ্যে কেজরীওয়াল মোদীকেই ভোট দিতে বলেন।

আরও পড়ুনঃ বিজেপিকে বয়কট করতে জনসাধারণের প্র‍তি অনুরোধ মাওবাদীদের

বুধবার কেজরীওয়াল তাঁর করা একটি ট্যুইটে লেখেন, যদি সন্তানদের চৌকিদার বানাতে চান, তাহলে মোদীজীকে ভোট দিন। কটাক্ষের সুরে তিনি বলেন, মোদী সারা দেশের জনগণকেই চৌকিদার বানাতে চায়।

আরও পড়ুনঃ ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে

এর সাথে তিনি জুড়ে দেন, যদি সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ারিং তৈরি করতে চান এবং সন্তানকে যথেষ্ট শিক্ষিত করে গড়ে তুলতে চান, তাহলে শিক্ষিত ও সৎ রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা চালিত আম আদমি পার্টিকে ভোট দিন।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

শুধু কেজরীওয়াল নয়, চৌকিদার ইস্যুতে অনেক বিরোধী দলের নেতানেত্রীই নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন এবং মোদীর শুরু করা “ম্যায় ভি চৌকিদার” প্রচারকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ১৬ই মার্চ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যায় ভি চৌকিদার বলে প্রচার শুরু করেছিলেন। দেশের নাগরিকদেরও তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দিতে এই প্রচারে সামিল হতে বলেন।

আরও পড়ুনঃ যৌবন ধরে রাখতে প্রত্যহ ফেসিয়াল ও চুল রং করেন মায়াবতী, দাবি বিধায়কের

উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে ম্যায় ভি চৌকিদার প্রচারের ১ দিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার একগুচ্ছ সদস্য ও কিছু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেদের ট্যুইটারে নিজেদের নামের আগে ‘চৌকিদার’ শব্দ যোগ করেন। সামিল হন বিজেপি সমর্থকরাও।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

শনিবারই নরেন্দ্র মোদী বলেন, তিনি দেশের সেবা করার জন্য সদা জাগ্রত। কিন্তু তিনি একা নন, প্রধানমন্ত্রীর সাথে যারা সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার। যারা দেশের উন্নতি প্রগতির জন্য লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুলের কংগ্রেস মোদীর বিজেপির বি টিম বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর https://thenewsbangla.com/delhi-cm-arvind-kejriwal-lashes-out-at-congress-calls-it-b-team-of-modis-bjp/ Tue, 05 Mar 2019 18:40:44 +0000 https://www.thenewsbangla.com/?p=7610 কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ কেজরিওয়ালের। এদিকে অধরাই থেকে গেলো দিল্লিতে আপ-কংগ্রেসের জোট। মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে দলীয় কমিটির বৈঠকে জোটের সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। অন্যদিকে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। এরপরেই রাহুলের কংগ্রেস মোদীর বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর প্রশংসা করে দল থেকে বরখাস্ত নেতা

বিজেপিকে সরাতে বিরোধী দলগুলোর এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি মোদী বিরোধী মহাজোট গড়ে তোলা। তার জন্য যে যে লোকসভা এলাকায় যে দল শক্তিশালী, মোদী বিরোধী দলগুলোকে সেখানে সেই দলকেই সমর্থন করার কথা বলা হচ্ছে বিরোধী দলগুলোর তরফে। এই সূত্রকে কাজে লাগাতে প্রায়ই অগ্রনী ভূমিকা নিয়েছেন কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লিতে এই সূত্র প্রয়োগ করে কংগ্রেসকে বারবার কাছে টানতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পুলওয়ামা জঙ্গিহানাকে দুর্ঘটনা বলে দেশ ও সেনাকে অপমান

এই সংক্রান্ত আলোচনার জন্য মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে দলীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে জোটের সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

রাহুল গান্ধী এর আগেও দিল্লিতে একা লড়ার পক্ষে ছিলেন। আম আদমি পার্টির তরফে একাধিকবার কংগ্রেসের সাথে জোট করার প্রস্তাব দেওয়া হলেও সেই প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দেয়নি কংগ্রেস। এবার তারা পরিষ্কারভাবেই জানিয়ে দিল, আপের সাথে কোনও প্রকার আসন সমঝোতায় যাচ্ছে না কংগ্রেস।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

কেজরীওয়ালের আম আদমি পার্টি যদিও এখনো সম্ভাবনার দিক খোলা রাখছে। দিল্লিতে ৭টি লোকসভা আসনের মধ্যে আম আদমি পার্টি ৬টিতেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জোট হলে বাকী ১টি আসন কংগ্রেসকে ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত ১টি আসনও কংগ্রেসকে ছাড় দিতে পারে আপ। কিন্তু জোট হলে কংগ্রেস ৪-৩ আসন চায় যা মানতে নারাজ আপ।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

লোকসভা ভোটের কথা মাথায় রেখে জোটের প্রস্তাব দেওয়া হলেও আপের ওপর ক্ষুব্ধ দিল্লির কংগ্রেস। কোনও অবস্থাতেই জোট না হওয়ায় কেজরিওয়াল কংগ্রেসকেই কটাক্ষ করেন। তার মতে, মোদী বিরোধী জোটে আপের সাথে না থেকে প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস, যে কারনে কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লি বিধানসভার ভোটে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসে আপ। প্রাথমিকভাবে আপের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেসকে সাথে নিয়ে সরকার চালাতে হয়। এরপর মাত্র ৪৯ দিনের মাথায় সরকার ভেঙ্গে দেন কেজরিওয়াল।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এরপর ২০১৫ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভার ৭০টির মধ্যে ৬৭টি আসন দখল করে ক্ষমতায় আসে আম আদমি পার্টি। কংগ্রেস একটিও সিট পায়নি। এদিকে ২০১৪ লোকসভা ভোটে আপ ভালো সংখ্যক ভোট পেলেও আপ বা কংগ্রেস কেউই কোনো আসন জিততে পারেনি। এবার ত্রিমুখী লড়াইয়ে বিজেপির কতটা সুবিধা হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক
আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দিল্লি কার দখলে আজও হল না ফয়সালা https://thenewsbangla.com/delhi-government-vs-lieutenant-governor-power-struggle-judges-differ-on-key-issues/ Thu, 14 Feb 2019 10:23:31 +0000 https://www.thenewsbangla.com/?p=6794 ভারতের রাজধানী দিল্লি কার দখলে? দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ও উপরাজ্যপাল মামলায়, এখনও হল না অধিকাংশ ফয়সালা। দুই বিচারপতি একমত না হওয়ায় মামলা পাঠান হয়েছে তৃতীয় বিচারপতির বেঞ্চে। তবে যে রায় দেওয়া হয়েছে, তাতে কেন্দ্রের জয় হল বলেই মনে করছে আইন মহল। রায় গণতন্ত্রের পরিপন্থী, জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিভিন্ন বিষয় নিয়ে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ও উপরাজ্যপাল এর বিতর্ক গত দু বছর ধরেই চরমে। জুলাইয়েই দেশের শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই নিয়ে একটি রায় দেয়। সুপ্রিম কোর্ট রায় দিলেও, সেটা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি থেকে যায় বলে দাবি করে ফের আদালতের দ্বারস্থ হয় দু পক্ষই।

আপের দাবি মানুষের ভোটে জিতে এলেও তাদের কাজের সুযোগ খুবই কম। ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি পরিচালনের জন্য অতিরিক্ত ক্ষমতার দাবি করে আসছে সরকার। এর আগে জুলাই মাসে সুপ্রিম কোর্ট জানায়, দিল্লি অন্য রাজ্যের মতো ক্ষমতা দাবি করতে পারে না ঠিকই কিন্তু উপ-রাজ্যপাল একা প্রশাসন সংক্রান্ত সিদ্ধান্তও নিতে পারেন না। উপ রাজ্যপালের সঙ্গে দিল্লি সরকারের গোলমাল দেখা দেয় আধিকারিকদের বদলি করা নিয়ে।

বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণ নভেম্বর মাসের ১ তারিখ এই মামলার শুনানি শেষ করেন। বৃহস্পতিবার এই নিয়ে ফের রায় দিল আদালত। তবে বেশ কিছু সিদ্ধান্তে দুই বিচারপতি একমত না হওয়ায় মামলা পাঠিয়ে দেওয়া হয় তৃতীয় বিচারপতির বেঞ্চে। দুপক্ষের এই সংঘাত বড় আকার ধারন করেছে। রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন কেজরিওয়াল। এখন দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজল। তাঁর আগে দায়িত্বে ছিলেন নাজীব জং। সেই তখন থেকে সংঘাতের শুরু।

তবে এবার উপ গভর্নরের সঙ্গে সংঘাত প্রশ্নে কিছুটা হলেও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল আম আদমি পার্টির সরকার। আদালত জানিয়ে দিল দিল্লির দুর্নীতি দমন শাখা নিয়ন্ত্রণের অধিকার কেন্দ্রীয় সরকারের, দিল্লি সরকারের নয়। তবে দুই আমলার বদলি নিয়ে বিচারপতিদের মধ্যে মতবিরোধ হয়েছে। আমলাদের ট্রান্সফার করার অধিকার কার, সেই নিয়ে একমত হতে পারেন নি বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণ।

গত বছর জুলাইয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দিল্লি শাসন করবেন এবার উপরাজ্যপালই। শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায় অনুসারে, দিল্লির কোনও ‘বস’ নেই। রাজধানীর প্রশাসনিক প্রধান হলেন উপরাজ্যপাল অনিল বৈজল। প্রধান বিচারপতি দীপক মিশ্র আবার বলেন, “দিল্লির আসল ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতেই থাকবে”। এর ফলেই রায় নিয়ে দু পক্ষের মধ্যেই বোঝার ভুল থেকে যায়। ফলে দু পক্ষই ফের আদালতের শরণাপন্ন হয়।

সংবিধান ও আইনের অধীনে হওয়া সত্ত্বেও দিল্লি সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই ভূমি সংক্রান্ত বিষয়, আমলাতন্ত্র এবং পুলিশের ওপর। অন্যদিকে আপ সরকারের দাবি, কেন্দ্র তাদের প্রশাসনিক ক্ষমতায় হস্তক্ষেপ করছে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সংবিধানের তোয়াক্কা না করে উপরাজ্যপালের ক্ষমতা বাড়িয়েছে কেন্দ্রের এনডিএ সরকার। এই নিয়ে প্রথমে মামলা হয় দিল্লি হাইকোর্টে। সেখানে আম আদমি পার্টির দাবি খারিজ হয়ে যায়। এরপর সর্বোচ্চ আদালতে আবেদন করেন অরবিন্দরা। সেই মামলারই এখনও চলছে শীর্ষ আদালতে।

সুপ্রিম কোর্ট রায় দিলেও সেটা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি থেকে যায় বলে দাবি করে ফের আদালতের দ্বারস্থ হয় বিভিন্ন পক্ষ। এবারও সব বিষয়ে একমত হতে পারলেন না বিচারপতিরা। তৃতীয় বিচারপতি এই নিয়ে কি সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।

]]>
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের মরিয়া চেষ্টা বিরোধীদের https://thenewsbangla.com/opponent-desperately-trying-to-form-the-anti-modi-platform-by-shielding-the-kisan-rally/ Sat, 01 Dec 2018 12:22:23 +0000 https://www.thenewsbangla.com/?p=3403 শতদ্রু কর,The News বাংলা, নয়াদিল্লিঃ কৃষক র‍্যালিকে ঢাল করেই এবার মোদী বিরোধী মঞ্চ গঠনের মরিয়া চেষ্টা বিরোধীদের। কৃষক র‍্যালির ভিড় ভরসা জুগিয়েছে মোদী বিরোধীদের। লোকসভা ভোটের আগে এটাকেই বিরোধী ঐক্যের তুরুপের তাস করতে চায় বিরোধীরা।

সামনেই লোকসভা নির্বাচন। আকারে ইঙ্গিতে তার প্রস্তুতি শুরু হলেও বিরোধীদের ঘর এখনও অগোছালো। বলার অপেক্ষা রাখে না আগামী নির্বাচনে সমস্ত বিরোধী দলগুলোর একটাই লক্ষ্য, যেনতেন প্রকারে মোদী সরকারকে দিল্লির ‘মসনদ’ থেকে ক্ষমতাচ্যুত করা। বর্তমান পরিস্থিতিতে একক প্রচেষ্টায় কংগ্রেস সহ অন্যান্য যে কোনো দলের পক্ষেই যে বেশিদূর এগোনো সম্ভব নয়, তা সকলেরই জানা।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

তার জন্য দরকার সমস্ত দলগুলোর একতা মঞ্চের। ইতিপূর্বেই বেশ কিছু ইস্যুতে অবিজেপি দলগুলো মিলিত হলেও লোকসভার কথা মাথায় রেখে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। শুক্রবার কৃষক বিক্ষোভ মঞ্চ যেন আরও একবার বিরোধীদের মিলনমঞ্চ হয়ে উঠলো।

আরও পড়ুনঃ রথযাত্রা উপলক্ষে বাংলায় মোদীর জনসভায় লোকসভার দামামা

দেশের সিংহভাগ জনগন এখনও কৃষির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। বিরোধী দলগুলো তাই ভোটের আগে নিজেদের এই বিপুল সংখ্যক কৃষকদের কাছে পৌঁছে যাওয়ার ফর্মুলা গ্রহন করেছে। আর তার লক্ষ্যেই দিল্লিতে সারা দেশ থেকে বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতৃত্বে কৃষকদের জড় করে তাদের দাবিদাওয়া তুলে ধরে মোদী বিরোধিতার সুরে শান দিলেন বিরোধীরা।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

এদিন কৃষকরা কৃষি ঋণ মুক্তি, ফসলের সহায়ক মূল্যবৃদ্ধি সহ অন্যান্য দাবিতে দিল্লি পৌঁছান। দুদিন আগে থেকেই তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা থেকে কৃষকরা আসতে শুরু করে। কৃষক বিক্ষোভকে ঢাল করে বিরোধী দলগুলোর মিলিত হবার যে এটা বড় সুযোগ ছিল, তা বলাই যায়।

আরও পড়ুনঃ ‘সফল’ কৃষক মিছিলে শুরু ব্রিগেড ও লোকসভার প্রস্তুতি

গতকালের এই মঞ্চে রাহুল গান্ধী সহ উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, সীতারাম ইয়েচুরি, দীনেশ ত্রিবেদী প্রমুখ। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, অখিলেশের সমাজবাদী পার্টির প্রতিনিধিরাও সভায় অংশগ্রহন করেন। যদিও উল্লেখযোগ্যভাবে সভায় অনুপস্থিত ছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

আরও পড়ুনঃ ধর্মান্তরিত না হলে খুনের হুমকি, মিশনারী স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ

লোকসভা ভোটে মায়াবতীর অবস্থান কি হবে তা নিয়ে কেউই নিশ্চিত নন। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মায়াবতী কংগ্রেসের সাথে জোট না করে বিজেপিকেই সুবিধা পাইয়ে দিয়েছেন, বলে অনেকের ধারণা। ডিএমকের তরফেও কোনো নেতা বা দলীয় প্রতিনিধিকে সভায় উপস্থিত থাকতে দেখা যায়নি।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

মঞ্চে উপস্থিত না থাকলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে বার্তা দিয়ে জানিয়েছেন, নিজের জীবন দিয়ে হলেও তিনি কৃষকদের স্বার্থ রক্ষা করবেন। তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী সভায় উপস্থিত থেকে রাজ্যের কৃষকদের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘২০১০ সালের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে কৃষকদের আয় প্রায় তিন গুন বৃদ্ধি পেয়েছে, কিন্তু কেন্দ্র সরকার কৃষকদের জন্য কিছুই করতে পারছে না। শিল্পপতিরা ঋণ শোধ না করে পালিয়ে যাচ্ছে আর কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে’।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

রাহুল গান্ধী এদিন মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘নরেন্দ্র মোদী ১৫ জন শিল্পপতির সাড়ে তিন লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে। অতএব, কৃষক ঋণ মকুব করাও এই সরকারের পক্ষে সম্ভব। কৃষকরা কেউ ভিক্ষে করছেন না, তারা দকলেই ন্যায্য দাবি করছেন এবং কৃষকদের অপমান করলে অনিবার্যভাবেই এই সরকারের পতন হবে’। তিনি আরও বলেন যে, ‘সকল রাজনৈতিক দলের নীতি চিন্তাধারা আলাদা হতে পারে, কিন্তু কৃষক স্বার্থে সকলের একমত হওয়া উচিত’।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

রাহলের পরেই সবশেষে বক্তৃতা রাখেন কেজরিওয়াল। কৃষকদের দুরবস্থার জন্য মোদীর কৃষকবিরোধী নীতির সমালোচনা করেন তিনি। কেজরিওয়ালের উপস্থিতি নিয়ে অনেকেই সংশয়গ্রস্ত ছিলেন। মঞ্চে সবার শেষে রাহুল গান্ধীর বক্তৃতা রাখার কথা হলেও রাহুলের বক্তৃতার সময়েই মঞ্চে প্রবেশ করেন কেজরিওয়াল।

আরও পড়ুনঃ রামমন্দির নয়, হিন্দু ক্ষোভ থামাতে অযোধ্যায় রামমূর্তির ঘোষণা যোগীর

যদিও ভোটের মুখে আপ- কংগ্রেসের মধ্যে আপস রফা হবে কিনা, তা নিয়ে অনেকেই সন্দিহান। কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন কেজরিওয়াল। সময় ও অবস্থার পরিপ্রেক্ষিতে এখন জোটের প্রয়োজন হলেও দুই দলের মধ্যে পরস্পরের সাথে জোট হওয়া নিয়ে প্রবল মতানৈক্য রয়েছে।

কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা
কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা বিরোধীদের/The News বাংলা

সীতারাম ইয়েচুরি, মোদী এবং অমিত শাহ কে মহাভারতের কৌরব পক্ষের দুর্যোধন দুঃশাসনের সাথে তুলনা করে বলেন, ‘কৌরবদের পরাজয় হলে বিজেপিরও পরাজয় সম্ভব’। সভার শেষে রাহুল, ইয়েচুরি, ফারুক আব্দুল্লার সাথে কেজরিওয়ালকে ছবিও তুলতে দেখা যায়। কেরালায় দুই প্রধান পরস্পরবিরোধী দল সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কোনো জোটের সমাধানসূত্র যদিও এদিনের মঞ্চের মিলনসভা থেকে পরিষ্কার নয়।

আরও পড়ুনঃ ধর্মান্তরকরণের উদ্দেশ্যে এসে আদিবাসীদের হাতে নিহত মার্কিন খ্রীষ্টান মিশনারী

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে পাশে বসিয়ে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী বক্তৃতা রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারও
বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও কৃষক বিরোধী তকমা লাগিয়েছেন। এই অবস্থায় শুধুমাত্র মোদী বিরোধীতার জন্য সেই সিপিএমের সঙ্গে জোট করা সম্ভব কিনা, সেই বিষয়েও কোনো সিদ্ধান্ত পরিষ্কার হয়নি।

আরও পড়ুনঃ Exclusive: অমানবিক কলকাতার রাজপথে পড়ে অসহায় বৃদ্ধা

এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে মোদী বিরোধী দলগুলোকে এক মঞ্চে আসতে দেখা গেছে। আগামী ১০ই ডিসেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক হবার কথা আছে। তার আগে শুক্রবারের এই মঞ্চেও জোটের সমাধানসূত্র পরিষ্কার না হলেও আগামী দিনে জোটের রাস্তা খোলা রাখতে, এই মঞ্চ যে অনেকটাই সাহায্য করবে তা বলাই যায়।

]]>