Article370 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 25 Aug 2022 05:03:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Article370 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মানবিক কারণে একবার ফিরিয়ে দেওয়া পা’কিস্তানি, জ’ঙ্গি হয়ে ওড়াতে এল সেনা ক্যাম্প https://thenewsbangla.com/repatriated-pak-terro-rist-captured-after-infiltration-in-kashmir-by-indian-army/ Thu, 25 Aug 2022 05:03:02 +0000 https://thenewsbangla.com/?p=16433 মানবিক কারণে একবার ফিরিয়ে দেওয়া পা’কিস্তানি, জ’ঙ্গি হয়ে ওড়াতে এল ভারতীয় সেনা-ক্যাম্প। ভারতীয় সেনার জালে, পা’কিস্তানি আ’ত্মঘা’তী ‘ফিদা’য়েঁ জ’ঙ্গি’। জম্মু-কাশ্মীরে সেনা-ক্যাম্পে হা’মলা করে, ভারতীয় সেনাবাহিনীকে র’ক্তাক্ত করার ষড়’যন্ত্র ফাঁ’স। সেনার জেরায় ওই স’ন্ত্রাস’বাদী জানিয়েছে, কাশ্মীরে ভারতীয় সেনার উপর আ’ত্মঘা’তী হা’মলার জন্য, তাকে ৩০ হাজার টাকা দেয় পাকিস্তান আর্মির কর্নেল ইউনিস চৌধুরী।

অতীতে একবার স্রেফ মানবিক কারণেই, পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে। ফের সেই তাবারক হুসেনকে, গ্রেফতার করল ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, ২১ আগস্ট জম্মুর রাজৌরি জেলায় নৌসেরার ঝাঙ্গর সেক্টরে, অনুপ্রবেশের চেষ্টা চালায় পা’কিস্তানি জ’ঙ্গিরা। কিন্তু নিয়ন্ত্রণরেখায় পুঁতে রাখা, মাইন-ফিল্ডের ফাঁদে পড়ে যায় ওই জেহাদিরা।

জানা গিয়েছে, ওইদিন নিয়ন্ত্রণরেখা বরাবর কিছুলোকের সন্দেহজনক গতিবিধি, দেখতে পান জওয়ানরা। পাকিস্তানের দিক থেকে ভারতের জমিতে, অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা যায় কয়েকজন স’ন্ত্রাসবা’দীকে। কিন্তু পেতে রাখা মাইন-ফিল্ডে পা দিতেই, বিস্ফোরণে নি’কেশ হয় দু’জন জ’ঙ্গি। আহত অবস্থায় পাকড়াও করা হয়, তাবারক হোসেন নামে এই স’ন্ত্রাস’বাদীকে।

বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন, প্রাণ বাঁচাতে অপারেশনও করা হয়েছে। ধৃত জ’ঙ্গি জানিয়েছে, পাক গুপ্তচর সংস্থার কর্নেল ইউনুস চৌধরি, পাকিস্তানি মুদ্রায় ৩০ হাজার টাকা দিয়ে তাকে ভারতে সেনা পোস্টে হা’মলা করতে পাঠায়। একই সেক্টর থেকে ২০১৬ সালেও, তাবারক হুসেনকে গ্রেফতার করেছিল ভারতীয় সেনা। সেবার তার সঙ্গে ধরা পড়ে, তার ভাই হারুন আলিও। স্রেফ মানবিকতার খাতিরে, সেবার পাকিস্তানে ফেরত পাঠানো হয় দুজনকেই।

]]>
ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার, জম্মু কাশ্মীরে বড় ঘোষণা নির্বাচন কমিশনের https://thenewsbangla.com/jammu-kashmir-non-locals-will-get-voting-rights-with-bhumiputra-big-announcement-of-jk-election-commission/ Thu, 18 Aug 2022 08:20:56 +0000 https://thenewsbangla.com/?p=16223 ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার, জম্মু-কাশ্মীরে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এই প্রথমবার, ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার। জম্মু-কাশ্মীর নিয়ে, ঐতিহাসিক ঘোষণা নির্বাচন কমিশনের। বুধবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানান, রাজ্যে বসবাসকারী দেশের অন্যপ্রান্তের লোকজনও, এবার ভোটাধিকার পাবেন। এই ঘোষণার পরেই, শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদে সরব হয়েছে, কাশ্মীরের রাজনৈতিক দলগুলি।

মনে করা হচ্ছিল, চলতি বছরের শেষের দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জম্মু-কাশ্মীরে। দ্রুত নির্বাচনের দাবিও জানাচ্ছিল, কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। কিন্তু বিরোধীদের চাপ সত্ত্বেও, এবছর সম্ভবত নির্বাচন হচ্ছে না কেন্দ্রশাসিত এই প্রদেশে। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ, একমাস পিছিয়ে দেওয়াতেই এই পরিস্থিতি।

আরও পড়ুন; ‘খেলা হচ্ছে’, কলকাতায় ৩০টি জায়গায় একসঙ্গে অভিযান চালাচ্ছে আয়কর দফতর

জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানান, “জম্মু-কাশ্মীরের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য, ‘ডোমিসাইল সার্টিফিকেট’ লাগবে না। জম্মু-কাশ্মীরে কর্মরত সশস্ত্র বাহিনীর জওয়ানরাও, ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। বাইরে থেকে আসা চাকুরিজীবী, পড়ুয়ারাও ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্তে, ২৫ লক্ষ নতুন নাম ভোটার তালিকায় ঢুকবে”।

এই ঘোষণার পরই, প্রতিবাদে সরব হয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। তাঁদের অভিযোগ, ভিনরাজ্য থেকে ভোটার আমদানি করে, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কাশ্মীরের বিশেষ মর্যাদা, ৩৭০ ধারা বাতিল হওয়ার পর, দেশের অন্য রাজ্যের মতোই নিয়ম চালু হয়েছে এখানেও।

]]>
স্বাধীনতার পরদিনই ‘কাশ্মীর ফাইলস’ খুলল জ’ঙ্গিরা, নি’শানায় কাশ্মীরি পণ্ডিত পরিবার https://thenewsbangla.com/kashmir-files-kashmiri-pandit-family-attacked-lost-life-in-shopian-jammu-kashmir/ Tue, 16 Aug 2022 10:25:49 +0000 https://thenewsbangla.com/?p=16149 স্বাধীনতার পরদিনই ‘কাশ্মীর ফাইলস’ খুলল জ’ঙ্গিরা, নি’শানায় কাশ্মীরি পণ্ডিত পরিবার। ফের রক্তা’ক্ত ভূস্বর্গ, ফের হ’ত্যা উপত্যকায়। জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জ’ঙ্গি হা’মলা, টার্গেট কাশ্মীরি পণ্ডিত পরিবার। স’ন্ত্রাস’বাদীদের গুলিতে নি’হত এক কাশ্মীরি পণ্ডিত, গুরুতর আ’হত তাঁর ভাই। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সোপিয়ানের ছোটিপোরা-তে একটি আপেল বাগানে হা’মলা চালায় জ’ঙ্গিরা। শুরু হয় স্বয়ংক্রিয় রাইফেল থেকে, এলোপাথারি গু’লি বৃষ্টি। কাশ্মীরি পণ্ডিতরাই তাদের টার্গেট ছিল, বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই সুনীল কুমার নামে এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়, গুরুতর জখম হন নিহতের ভাই। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাশ্মীরের সোপিয়ানের ছোটিগাম গ্রামের বাসিন্দা সুনীল এবং তাঁর ভাই পিন্টুর উপর, তাদের আপেল বাগানে হামলা চালায় জ’ঙ্গিরা। সুনীল কুমারের শরীরের দুটি গুলি লাগে, ঘটনাস্থলেই তাঁর মৃ’ত্যু হয়। জ’ঙ্গি হামলায় আহত হন, তাঁর ভাই পিন্টুও। হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। জ’ঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুণি তল্লাশি। কারা এই হামলা চালাল, তার খোঁজ চলছে বলেই জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ।

আরও পড়ুনঃ “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

এইবছরের মে মাসে, পরপর কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করে জ’ঙ্গিরা। জম্মু-কাশ্মীরের বদগামে অফিসে ঢুকে, রাহুল ভট্ট নামে এক সরকারি কর্মীকে খু’ন করে জ’ঙ্গিরা। ঘটনার রেশ না কাটতেই, কুলগ্রামে জ’ঙ্গিদের গুলিতে, খু’ন হয়ে যান এক স্কুল শিক্ষিকা। এবার স্বাধীনতার ৭৫বছর পূর্তি উদযাপনের পরেরদিনই, কাশ্মীরি পণ্ডিতদের উপর ফের জ’ঙ্গি হা’মলা।

]]>