Article 370 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Aug 2022 07:29:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Article 370 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ৩০ বছর পর কাশ্মীরে আবার যুগান্তকারী ঘটনা, আনন্দে ভাসছে ভূস্বর্গের মানুষ https://thenewsbangla.com/jammu-and-kashmir-to-get-its-first-multiplex-cinema-in-srinagar-after-30-years/ Wed, 24 Aug 2022 07:18:48 +0000 https://thenewsbangla.com/?p=16382 ৩০ বছর পর কাশ্মীরে আবার যুগান্তকারী ঘটনা, আনন্দে ভাসছে ভূস্বর্গের মানুষ। দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার, অবশেষে অবসান ঘটতে চলেছে ভূস্বর্গে। প্রায় ৩০ বছরের অপেক্ষার পর, কাশ্মীর পেতে চলেছে তার প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে, সন্ত্রাসবাদ ও হামলার কারণে উপত্যকার থিয়েটারগুলি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল হল মালিকরা। প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার পর থেকে, তিন দশক কেটে গেছে, উপত্যকার মানুষের জন্য সিনেমার প্রবেশাধিকার ছিল বন্ধ।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের তিনবছর পরে, কাশ্মীরে একটি মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। শ্রীনগরের শিবপোরা এলাকায় অবস্থিত মাল্টিপ্লেক্সে, তিনটি স্ক্রিন এবং মোট ৫২০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। সেপ্টেম্বর থেকে নতুন মাল্টিপ্লেক্স, জনসাধারণের জন্য খোলা হবে। তিনটি অডিটোরিয়াম ও অত্যাধুনিক সাউন্ডসিস্টেম এবং আরামদায়ক বসার সুবিধা রয়েছে। মাল্টিপ্লেক্সে ফুড কোর্ট এবং অন্যান্য বিনোদন সুবিধা থাকবে। কোন সন্দেহ নেই, এই উদ্যোগে কাশ্মীরে একটি নতুন যুগের সূচনা হবে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’, কৃতিত্ব তপতী গুহ ঠাকুরতা না মমতা বন্দ্যোপাধ্যায়ের

কাশ্মীরের ঐতিহ্যে বজায় রেখে হল মালিকরা, ঐতিহ্যবাহী কাশ্মীরি ‘খাটমবন্ধ’ ছাদ এবং পেপার-মাচির নকশা যুক্ত করেছেন মাল্টিপ্লেক্সে। মাল্টিপ্লেক্সের মালিক বিকাশ ধর জানিয়েছেন, “মাল্টিপ্লেক্সে সব সুবিধা রয়েছে, যা লোকেরা কাশ্মীরের বাইরে অন্য কোথাও পায়, আমি দেখেছি কয়েক দশক ধরে এখানে বসবাসকারী মানুষের জন্য বিনোদনের কোনও মাধ্যম ছিল না, তাই এটি আমার মাথায় এসেছিল এবং আমি এই প্রকল্পটি শুরু করেছি”।

]]>
অনেক হয়েছে আর সহ্য নয়, উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা https://thenewsbangla.com/pakistan-flag-is-burning-in-kashmir-kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again/ Fri, 13 May 2022 07:48:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15084 অনেক হয়েছে আর সহ্য নয়; উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জ’খম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি করা হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নি’গর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

ঘটনার দায় স্বীকার করেছে; পা’কিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে। এরপরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন; পা’কিস্তানের উপর। পা’কিস্তানের জাতীয় পতাকা; প্রকাশ্য রাস্তায় পো’ড়ান হচ্ছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে; কাশ্মীরের সাধারণ মানুষ।

আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হা’মলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এবার, বুদগামের চাদুরায় তহসিল অফিসে ঢুকে; রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
তারপরেই শুরু হয়ে যায় বিক্ষোভ। পা’কিস্তানি জ’ঙ্গি গোষ্ঠী ও তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ।

পুলিশকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে; বিক্ষোভকারীদের হঠাতে। বেছে বেছে হি’ন্দুদের মা’রছে পা’ক জ’ঙ্গিরা। কাদের মদতে এটা হচ্ছে; তাদের খোঁজ করে উপযুক্ত শাস্তি দেবার দাবি উঠেছে।

]]>
জম্মু কাশ্মীরের সঙ্গে জ্বলবে সারা দেশ, ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে বিস্ফোরক মেহবুবা https://thenewsbangla.com/whole-country-will-burn-if-article-370-and-article-35a-repealed-warns-mehbooba/ Tue, 09 Apr 2019 07:38:13 +0000 https://www.thenewsbangla.com/?p=10341 সোমবার প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, পুনরায় ক্ষমতায় ফিরলে হলে জম্মু ও কাশ্মীরের ৩৭০ নং এবং ৩৫ এ নং ধারা বিলোপে করা হবে। আর এতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরের সঙ্গে জ্বলবে সারা দেশ, ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে বিস্ফোরক মেহবুবা মুফতি।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

সোমবার বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হতেই মেহবুবা মুফতি জানান, ৩৭০ নং ধারার বিলোপ হলে জম্মু ও কাশ্মীরের সাথে সারা দেশ জ্বলবে। সারা দেশে শুরু হবে হিংসাত্মক আন্দোলন। বিজেপি যেন তাই আগুন নিয়ে খেলা না করে, সেই হুমকি দেন মেহবুবা।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা আরও বলেন, ৩৭০ ধারা বিলোপ হলে ভারতীয় সংবিধান কোনও মতেই জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না। ন্যাশান্যাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর সুরে সুর মিলিয়েই কথা বলেন মেহেবুবা।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

সম্প্রতি দিল্লি হাইকোর্টে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের দেশ বিরোধী অবস্থানের বিষয়ে। মামলায় তারা যাতে ভোটে অংশগ্রহণ করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহনের আবেদন করা হয় কোর্টের কাছে। মেহবুবা জানান, ৩৭০ ধারা বিলোপ হলে ভারতের অংশ হিসেবে আর ভোটে লড়ার প্রয়োজন হবে না৷

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

এদিকে বিজেপির ইস্তাহার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ প্রতিক্রিয়া জানান৷ তিনি বলেন, ৩৭০ ধারা বিলোপের চেষ্টা করা হলে তা কাশ্মীরের মানুষের স্বাধীনতা লাভের রাস্তাকে প্রশস্ত করবে বলে তিনি হুমকি দেন৷

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

ফারুক আব্দুল্লাহ আরও বলেন, ৩৭০ ধারা বিলোপের কোনও প্রচেষ্টাই সফল হবে না। এরপর তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, কাশ্মীরের মানুষ স্বাধীনতা লাভ করুক, এটা উপরওয়ালারও ইচ্ছে; সোমবার শ্রীনগরে তার নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচারের সময় তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

সোমবার বেলা ১২ টায় প্রকাশিত হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে কাশ্মীরের ৩৭০ নং এবং ৩৫ এ নং ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

এদিন প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, বিগত ৫ বছরে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন রকম প্রকল্প ও বলিষ্ঠ পদক্ষেপের দ্বারা শান্তি প্রতিষ্ঠা ও সমস্ত প্রকার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার; উন্নয়ন স্থাপনের পথে যত প্রকার বাধা বিপত্তি এসেছে, সরকার সমস্ত রকম বাধাকে অতিক্রম করার চেষ্টা করেছে; উন্নয়নের লক্ষ্যে পর্যাপ্ত পরিমানে অর্থনৈতিক সাহায্য বরাদ্দ করেছে সরকার। জনসংঘ প্রতিষ্ঠার সময় থেকেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পক্ষে অবস্থান নিয়েছে তাদের সরকার, এমনই বলা হয়েছে ইস্তাহারে।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ৩৫ এ ধারা কাশ্মীরের অস্থায়ী জনগন ও মহিলাদের জন্য পক্ষপাতদুষ্ট এবং এই ধারা বিলোপের জন্য বিজেপি বদ্ধ পরিকর। বিজেপি মনে করে, ৩৫ এ নং ধারা জম্মু ও কাশ্মীরের সামগ্রিক উন্নতির পক্ষে বাধাস্বরূপ। ৩৫ এ ধারা বিলোপ করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিজেপির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ইস্তাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর https://thenewsbangla.com/farooq-abdullah-warns-to-separate-kashmir-from-india-if-article-370-is-abolished/ Tue, 09 Apr 2019 04:52:11 +0000 https://www.thenewsbangla.com/?p=10329 ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন ফারুক আবদুল্লাহ। এই ঘোষণার পরেই রাজনৈতিক তরজায় উত্তপ্ত ভারতের রাজনৈতিক মহল। বিজেপির তরফ থেকে ফারুকের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বিজেপি।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

সোমবার প্রকাশিত হয় বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে, ক্ষমতায় প্রত্যাবর্তন হলে জম্মু ও কাশ্মীরের ৩৭০ নং ধারা এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এতেই তীব্র প্রতিক্রিয়া জানান ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

সোমবার বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ প্রতিক্রিয়া দিয়ে জানান, “৩৭০ ধারা বিলোপের চেষ্টা করা হলে তা কাশ্মীরের মানুষের স্বাধীনতা লাভের রাস্তাকে প্রশস্ত করবে”।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

ফারুক আব্দুল্লাহ আরও বলেন, “৩৭০ ধারা বিলোপের কোনও প্রচেষ্টাই সফল হবে না”। এরপর তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, কাশ্মীরের মানুষ স্বাধীনতা লাভ করুক, এটা উপরওয়ালারও ইচ্ছে। সোমবার শ্রীনগরে তার নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচারের সময় তিনি এই মন্তব্য করেন। এরপরেই দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সোমবার প্রকাশিত হয় ২০১৯ লোকসভা ভোটের বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে কাশ্মীরের ৩৭০ নং এবং ৩৫ এ নং ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রামমন্দিরের মতই কিন্তু যা শেষ পর্যন্ত হয়নি।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

এদিন প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, বিগত ৫ বছরে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন রকম প্রকল্প ও বলিষ্ঠ পদক্ষেপের দ্বারা শান্তি প্রতিষ্ঠা ও সমস্ত প্রকার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার। উন্নয়ন স্থাপনের পথে যত প্রকার বাধা বিপত্তি এসেছে, সরকার সমস্ত রকম বাধাকে অতিক্রম করার চেষ্টা করেছে। উন্নয়নের লক্ষ্যে পর্যাপ্ত পরিমানে অর্থনৈতিক সাহায্য বরাদ্দ করেছে সরকার। জনসংঘ প্রতিষ্ঠার সময় থেকেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পক্ষে অবস্থান নিয়েছে তাদের সরকার, এমনই বলা হয়েছে ইস্তাহারে।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ৩৫ এ ধারা কাশ্মীরের অস্থায়ী জনগন ও মহিলাদের জন্য পক্ষপাতদুষ্ট এবং এই ধারা বিলোপের জন্য বিজেপি বদ্ধ পরিকর। বিজেপি মনে করে, ৩৫ এ নং ধারা জম্মু ও কাশ্মীরের সামগ্রিক উন্নতির পক্ষে বাধাস্বরূপ। ৩৫ এ ধারা বিলোপ করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিজেপির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ইস্তাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

বিজেপির ইস্তেহারের সমালোচনা করেছে কংগ্রেসও। তবে ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়ে ফারুক আবদুল্লাহ ভোটের বাজারে কংগ্রেস ও জোটের বিরুদ্ধে বিজেপিকে নতুন নির্বাচনী ইস্যু তুলে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এটাকে ইতিমধ্যেই ভোট প্রচারের হাতিয়ার করেছে বিজেপি।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>