Arnab Roy Nodal Officer – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 25 Apr 2019 08:26:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Arnab Roy Nodal Officer – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বউকে না জানিয়েই কি শ্বশুরবাড়িতে আত্মগোপন, অফিসার উধাও রহস্যে সিআইডি https://thenewsbangla.com/arnab-roy-missing-nodal-officer-rescued-from-howrah-by-west-bengal-cid/ Thu, 25 Apr 2019 08:00:22 +0000 https://www.thenewsbangla.com/?p=11598 অবশেষে খোঁজ মিললো নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের। বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে অর্ণবকে উদ্ধার করে সিআইডি। অর্ণবকে উদ্ধার করে পুলিশ তাকে নিয়ে যায় তার শ্বশুরবাড়িতে। আর প্রশ্ন উঠছে এখানেই। তবে কি এতদিন নিখোঁজ নোডাল অফিসার নিজের শ্বশুরবাড়িতেই আত্মগোপন করে ছিলেন অর্ণব রায় ?

জেলায় ভোটের প্রস্তুতি যখন তুঙ্গে ঠিক তখনই ঠিক এক সপ্তাহ আগে কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যান কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রের ইভিএম ও ভিভিপ্যাডের ওসি অর্ণব রায়। রাতেই পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয় তার নিখোঁজ হবার কথা।
নিখোঁজ ডাইরিও করা হয় পুলিশের তরফ থেকে।

আরও পড়ুনঃ হাওড়া থেকে উদ্ধার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়

অর্ণব রায়ের বাবা সংবাদমাধ্যমকে জানায় এর আগেও নোডাল অফিসার অর্ণব রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে আবার নিজেই যোগাযোগ করে ফিরে আসেন তিনি। এরপরেই রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানান “ব্যক্তিগত কারণে হতাশার কারণে তিনি চলে গেছেন”। নদিয়ার জেলা প্রশাসনের তরফ থেকেও এই কথাই জানানো হয় যে ব্যক্তিগত কারণেই নিখোঁজ হন তিনি।

আরও পড়ুনঃ নভেম্বরেই বাংলায় বিজেপি সরকার, ভোটের পরেই ১২০ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে

এরপরেই অর্ণব রায়ের স্ত্রী অনিশা জশ অভিযোগ করেন প্রশাসনের অকর্মণ্যতা নিয়ে। নিজের ফেসবুক পেজেও তিনি এই ব্যক্তিগত হতাশার তত্ত্বকে উড়িয়ে দিয়ে প্রশাসনকেই দায়ী করেন। তিনি দাবি করেন যেহেতু প্রশাসন তার স্বামীকে উদ্ধার করতে পারছেন না তাই তারা তাদের স্বামী স্ত্রীর বা পারিবারিক সমস্যার কথা বলছেন।

সংবাদমাধ্যমের সামনেও গত এক সপ্তাহে বহুবার অর্ণব রায়ের স্ত্রী কে কাঁদতে কাঁদতে বলতে দেখা গেছে তার স্বামীকে যেন ফিরিয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন যেদিন অর্ণব রায় নিখোঁজ হয়েছে সেদিনও তারা ছয় বার ফোনে কথা বলেছেন। তার কোন মানসিক সমস্যা ছিল না, ছিল না নিজেদের মধ্যে কোন সমস্যা।

আরও পড়ুনঃ নভেম্বরেই বাংলায় বিজেপি সরকার, ভোটের পরেই ১২০ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে

ভোটের আগে জেলার নোডাল অফিসারের নিখোঁজের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেছিল নদিয়া জেলার বিরোধী দলের নেতারা। নদিয়া জেলাশাসক ও রিটার্নিং অফিসার সুমিত গুপ্তার সঙ্গে নোডাল অফিসার অর্ণব রায়ের সম্পর্ক ভাল ছিল না বলেও গুজব উড়েছিল। যদিও বিষয়টি অস্বীকার করেন জেলাশাসক। তাঁর দাবি, জেলার নোডাল অফিসারের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই ছিল না।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচারে বাংলাদেশী বিতর্ক, প্রধানমন্ত্রীর প্রচারে কানাডিয়ান কেন

সিআইডির তৎপর অফিসাররা এদিন অর্ণবকে হাওড়ার যে অঞ্চল থেকে উদ্ধার করেছে সেখানেই অর্ণবের শ্বশুরবাড়ি। আপাতত সিআইডি অফিসাররা নোডাল অফিসার অর্ণব রায়কে তাঁর হাওড়ার শ্বশুরবাড়িতে রেখেছেন। খবর দেওয়া হয়েছে তাঁর স্ত্রী আনিশা জশকেও।

প্রশ্ন উঠছে এতদিন স্ত্রীর বাপেরবাড়িতেই কি আত্মগোপন করে ছিলেন অর্ণব রায় ? তাহলে কেন খবর দেওয়া হয়নি তাঁর স্ত্রীকে ? নাকি সবটাই জানতেন আনিশা জশ ? ভোটের মাঝে নির্বাচন কমিশনকে চাপে ফেলে নোডাল অফিসারের এই অন্তর্ধান কি শুধুই পারিবারিক সমস্যা, নাকি নির্বাচন কমিশনকে চাপে ফেলার কোন ষড়যন্ত্র ?

এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। জিজ্ঞাসাবাদ করা হবে অর্ণব রায় ও তাঁর স্ত্রী অনিশা জশকে। তদন্তে যদি পারিবারিক তত্ত্বের কথাই প্রমাণ হয় তাহলে নির্বাচন কমিশনের চরম শাস্তির মুখে পরতে পারেন অর্ণব রায়।

আরও পড়ুনঃ ভোটের ৫ দিন আগে প্রকাশ্যে দিনের আলোয় তৃনমুলের অস্ত্র ও বাইক মিছিল বীরভূমে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
হাওড়া থেকে উদ্ধার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায় https://thenewsbangla.com/police-find-out-nodal-officer-arnab-roy-after-seven-days-from-howrah/ Thu, 25 Apr 2019 05:41:04 +0000 https://www.thenewsbangla.com/?p=11587 অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের। পুলিশ সূত্রে জানা গেছে হাওড়া থেকে উদ্ধার করা হয়েছে অর্ণব রায়কে। নিখোঁজ হবার আটদিন পরে খোঁজ পাওয়া গেল নিখোঁজ অফিসারের। তবে এই নিয়ে এখনও কিছু বলতে রাজি নয় প্রশাসন। অর্ণব রায়কে হাওড়ায় শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর স্ত্রী অনিশা যশকেও ডেকে পাঠান হয়েছে। পারিবারিক কারনেই তিনি চলে গিয়েছিলেন এই ধারণাকেই সত্যি মনে করছে প্রশাসন। ঘটনার দিকে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন।

জেলায় যখন ভোটের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই রহস্যজনকভাবে উধাও হয়ে যান নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়। কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাট-এর ওসি হিসেবে কাজ করছিলেন অর্ণব। গত বৃহস্পতিবার দুপুর দুটো পর্যন্ত কৃষ্ণনগর শহরের বিপ্রদাস পালচৌধুরী কলেজে ছিলেন ওই নির্বাচনী আধিকারিক। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর।

একটি সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। সেই ফুটেজে আনুসারে, গত বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে কৃষ্ণনগরের বিপ্রদাস পালচৌধুরী কলেজ থেকে বেরিয়ে যান নোডাল অফিসার অর্ণব রায়। দুপুর আড়াইটে নাগাদ তাঁর ফোনের টাওয়ার লোকেশন ছিল শান্তিপুর।

এই নিয়ে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক গত শুক্রবার বলেছিলেন, “ব্যক্তিগত কারণে, হতাশার কারণে তিনি চলে গেছেন”। নদিয়া জেলা প্রশাসনের তরফ থেকেও তাই বলা হয়। প্রশাসনের অনেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা বলা শুরু করেন। তারপরেই ফেসবুকে পোস্ট করে মুখ খোলেন অনিশা যশ। নদিয়ায় ভোটের নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকেই তোপ দেগেছিলেন স্ত্রী অনিশা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাঁর স্বামী কোন হতাশায় ভুগছিলেন না। পরে ক্যামেরার সামনেও আনিশা বলেন তাদের মধ্যে কোন সমস্যা ছিল না। ঘটনার দিন ফোনে বার ছয়েক ফোনেও কথা বলেছেন তাঁরা। অর্ণব রায়ের স্ত্রী পরিষ্কার জানান যে প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে তাদের পারিবারিক গণ্ডগোলের কথা বলছে।

সাংবাদিকদের কাছে কোনওমতে কান্না চেপে আনিশা জানিয়েছিলেন, তিনি শুধু চান, তাঁর স্বামী যেন দ্রুত ফিরে আসে। এদিকে, নোডাল অর্ণব রায়ের ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করেছিল নদিয়া জেলা প্রশাসন। নিখোঁজ আধিকারিকের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা থেকে শুরু করে অর্ণব রায়ের খোঁজ পেতে রাজ্যময় চিরুনি তল্লাশি চালায় পুলিশ প্রসাশন। ইতিমধ্যে নির্বাচনের কাজ সঠিক ভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক অর্ণব রায়ের জায়গায় অন্য এক আধিকারিককে নদিয়া জেলার নোডাল অফিসার পদে নিয়োগ করেন।

ভোটের আগে জেলার নোডাল অফিসারের নিখোঁজের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেছিল নদিয়া জেলার বিরোধী দলের নেতারা। নদিয়া জেলাশাসক ও রিটার্নিং অফিসার সুমিত গুপ্তার সঙ্গে নোডাল অফিসার অর্ণব রায়ের সম্পর্ক ভাল ছিল না বলেও গুজব উড়েছিল। যদিও বিষয়টি অস্বীকার করেন জেলাশাসক। তাঁর দাবি, জেলার নোডাল অফিসারের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই ছিল না।

আপাতত নোডাল অফিসার অর্ণব রায়কে রাখা হয়েছে তাঁর হাওড়ার শ্বশুরবাড়িতে। পরে তাঁকে ও তাঁর স্ত্রী আনিশা জশকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে যদি পারিবারিক তত্ত্বের কথাই প্রমাণ হয় তাহলে নির্বাচন কমিশনের চরম শাস্তির মুখে পরতে পারেন অর্ণব রায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নদিয়ায় ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসার নিখোঁজ, ভোটকর্মীদের মধ্যে চাঞ্চল্য https://thenewsbangla.com/arnab-roy-nodal-officer-of-election-in-nadia-in-charge-of-evms-is-missing/ Fri, 19 Apr 2019 06:10:26 +0000 https://www.thenewsbangla.com/?p=11183 নদিয়ায় কৃষ্ণনগরে ভোটের ইভিএম মেশিনের দায়িত্বে থাকা এক নোডাল অফিসার গতকাল থেকে নিখোঁজ। আর এই নিয়ে ভোটকর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কোথায় গেলেন নদিয়ায় ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসার অর্ণব রায়। তদন্ত শুরু করেছে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার দিকে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

নদিয়া জেলার সব ইভিএম ও ভিভিপ্যাট যাঁর দায়িত্ব তিনিই এখন নিখোঁজ। বৃহস্পতিবার বিকাল থেকে আর কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের। আর এই নিয়েই ভোটকর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাঁর অবস্থাও পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায় এর মত হবে না তো? প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

নির্বাচনে ডিউটি পড়ায় রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বীপ্রদাস পালচৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে যান অর্ণব রায়। এদিন দুপুরে খাওয়ার পর থেকে তাঁকে আর দেখা যায়নি। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও রয়েছে পলিটেকনিক কলেজেই। গাড়ির চালকের কাছে অর্ণব রায়ের কোনও খবর নেই। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুনঃ চলে গেলেন ৪২ এর স্বাধীনতা আন্দোলনের শেষ জীবিত সৈনিক

ঠিক এইভাবেই পঞ্চায়েত ভোটের দিন ইটাহারের একটি বুথ থেকে নিখোঁজ হয়ে যান প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। পড়ে তাঁর দেহ বুথ থেকে কয়েক কিলোমিটার দূরে ট্রেন লাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীদের একাংশ। রায়গঞ্জের ঘড়িমোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পড়ে বিক্ষোভস্থলে যান মহকুমা শাসক টি এন শেরপা। তিনি পৌঁছতেই বিক্ষোভকারী এক ভোটকর্মী জলের বোতল থেকে মহকুমা শাসকের মাথায় জলও ঢেলে দেন।

আরও পড়ুনঃ পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের

সেই ঘটনার কোন কিনারা করতে পারে নি পুলিশ। এরমধ্যেই একইভাবে নোডাল অফিসার অর্ণব রায় গতকাল থেকে নিখোঁজ। এদিকে অর্ণব রায়ের সহকর্মীদের বক্তব্য, বহু জায়গায় খুঁজেও অর্ণব রায়ের কোনও খোঁজ পাওয়া যায় নি। তাঁর ব্যবহার করা দুটি মোবাইলও সুইচড অফ দেখাচ্ছে। নদিয়ার সব বুথের ইভিএম ও ভিভিপ্যাটের দায়িত্বে ছিলেন এই অর্ণব। আগামী ২৯ এপ্রিল সেখানে ভোট। ফলে এই নিয়ে সমস্যায় পড়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ তৃণমূলের বোকামিতে বাংলার ফিল্ম সিরিয়াল পরিচালকদের মাথায় হাত

এদিকে, অর্ণব রায়ের খোঁজ না মেলায়, বৃহস্পতিবার রাত বারোটার পর অর্ণব রায়ের স্ত্রীকে নিয়ে কোতয়ালি থানায় যান জেলার এসপি ও জেলাশাসক। সেখানে তাঁরা একটি নিখোঁজ ডাইরি করেন। জেলাশাসক জানিয়েছেন, অর্ণবের জন্য একটি মিসিং ডাইরি করা হয়েছে। পুলিশ এই নিয়ে তদন্ত করছে। তবে দারুণ চিন্তায় নদিয়ায় কৃষ্ণনগরের ভোট কর্মীরা।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>