Arjun Singh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 24 May 2022 15:17:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Arjun Singh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “ভাইপো তৃণমূল ছাড়লে তবেই যাব”, সপাটে জল্পনা ওড়ালেন বিজেপি নেতা https://thenewsbangla.com/saumitra-khan-said-i-will-leave-bjp-only-if-nephew-leaves-tmc/ Tue, 24 May 2022 15:15:43 +0000 https://www.thenewsbangla.com/?p=15200 “ভাইপো তৃণমূল ছাড়লে তবেই যাব”; সপাটে জল্পনা ওড়ালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। সৌমিত্রও কি এবার অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূলে ফিরবেন? এই নিয়ে মঙ্গলবার সকাল থেকেই; জোর জল্পনা চলছিল বাংলার রাজনীতিতে। বিকেলে সেই জল্পনার জবাব দিলেন; বিজেপি সাংসদ সৌমিত্র।

সাংবাদিক বৈঠক করে তিনি বলেন; “ভাইপো যেদিন তৃণমূল ছাড়বে; সেদিন দলে ফেরার কথা ভাবব”। অর্জুন সিংয়ের হাত ধরে কি তিনি ফের তৃণমূলে ফিরবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ পরিস্কার বলেন; “অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো; কিন্তু, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক সম্পর্ক এক নয়। চতুর শেয়ালের হাত ধরে; আমি পাঁঠাবলী হব না। আমি চতুর শেয়ালের পতন দেখতে চাই। ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল থেকে সরবেন; সেদিন তৃণমূল নিয়ে ভাবব”।

গেরুয়া শিবির সূত্রে খবর, অর্জুন সিং দল ছাড়ার পরে; তাঁর যা দায়িত্ব ছিল, তা এবার দেওয়া হল সৌমিত্র খাঁকে। দলের শ্রমিক সংগঠনের দায়িত্বও; দেওয়া হয়েছে সৌমিত্রকে। সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ বলেন; “একটা আলোচনা চলছে; সুকান্তদা এবং শুভেন্দুদা এরপর যা বলবেন, সেই অনুযায়ী কাজ করব”।

আরও পড়ুনঃ ম্যাজিক, তেলের দাম কমল অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না

তৃণমূলে সৌমিত্র খাঁর পদ খোয়া গিয়েছিল; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে। তাঁকে সরিয়ে অভিষেককে; তৃণমূল যুবার দায়িত্বে বসানো হয়। সেই ক্ষোভ সম্ভবত এখনও ভুলতে পারেননি; বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁ। একুশের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির ফলাফল আশানুরূপ না হওয়ায়; তাঁর গতিবিধিও বিশেষ ভাল ঠেকছিল না। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া; রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠক এড়িয়ে, দলের আরেক নেতা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ; এ সবই আগেও জল্পনা উসকে দিয়েছিল যে; তিনি বোধহয় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলের দিকে পা বাড়িয়ে রাখছেন।

কিন্তু সেবারও সেই সব গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়ে, সৌমিত্র খাঁ স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন; “যেদিন অভিষেক আসবে বিজেপিতে; সেদিন আমি যাব তৃণমূলে”। এবারও অনেকটা একই কথা বললেন; সৌমিত্র খাঁ। এদিন অর্জুন সিং বলেন, “সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়; ওয়েট অ্যান্ড সি, অনেকে তৃণমূলে আসবে, এটা বলতে পারি”। তারপরেই সৌমিত্র খাঁকে নিয়ে শুরু হয় জোর জল্পনা।

]]>
একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব, সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের https://thenewsbangla.com/abhishek-banerjee-give-arjun-singh-big-responsibility-in-tmc/ Tue, 24 May 2022 08:11:26 +0000 https://www.thenewsbangla.com/?p=15175 একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব; অন্যদিকে সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের। তিনি যে সত্যিই হেভিওয়েট রাজনীতিবিদ; সেটা আবার প্রমান করলেন অর্জুন সিং। দলবদলের পরদিনই তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের সঙ্গে; বৈঠকে সারলেন অর্জুন। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল; দলের কোন দায়িত্ব দেওয়া হবে অর্জুনকে। আশঙ্কা ছিল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত অন্য কোন রাজ্যে; নির্বাসনে না পাঠিয়ে দেওয়া হয় অর্জুনকেও। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণিত হল। দলের বৈঠকে তৃণমূল বনগাঁ সাংগাঠনিক জেলার দায়িত্ব সামলানোর; দায়িত্ব দেওয়া হল অর্জুনকে। সরকারিভাবে সেই দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া না হলেও, দলীয় বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে; জানিয়ে দিয়েছেন সৌগত রায়।

“যারা দলের বিপদে দল ছেড়ে গেছেন; তাদের ফিরিয়ে নেওয়া হবে না। ফেরানো হলেও প্রায়শ্চিত্ত করে; তবেই ফিরতে হবে”। তৃণমূল কর্মীদের বার্তা দিয়েছিলেন; তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জেরে, তৃণমূলে ফিরে আজও নিজের এলাকায়; রাজনীতি শুরু করতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায়শ্চিত্ত করছেন ত্রিপুরায় পরে থেকে। কিন্তু অর্জুন সিং-এর ক্ষেত্রে; সেই নিয়ম মানেননি স্বয়ং অভিষেক। টিটাগড়ের কার্যালয়ে বৈঠকে অর্জুনের উপরে আস্থা রেখে; তাকে গুরুদায়িত্বই দেওয়া হয়েছে। রাজনীতিবিদদের ধারনা, বনগাঁ লোকসভায় মতুয়া ভোট ব্যাংক, তৃণমূলের পক্ষে ফিরিয়ে আনতে; বিজেপি ফেরত অর্জুনের উপরেই ভরসা রাখল তৃণমূল।

আরও পড়ুন <a href=”https://www.thenewsbangla.com/mamata-banerjee-also-lying-about-reducing-petrol-diesel-price-said-tarunjyoti-tewari/”>“পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

রবিবার তৃণমূলে যোগ দিয়েই অর্জুন অভিযোগ করেছিলেন, বিজেপিতে তাঁকে সাংগঠনিক পদ দেওয়া হলেও; কাজ করার সুযোগ দেওয়া হয়নি। তাঁর উপর বিশ্বাস ছিল না বিজেপি নেতৃত্বের। বৈঠক শেষে অর্জুনের দাবি; “আগামীদিনে বারাকপুর শিল্পাঞ্চলের ৯০ শতাংশ বিজেপি কর্মী-সমর্থক; তৃণমূলে যোগদান করবে”। তৃণমূলে যোগ দিয়ে, তিনি চাপমুক্ত হয়ে; মানুষের জন্য কাজ করতে পারবেন বলেও জানিয়েছেন অর্জুন। আগামী কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালি; অর্জুন সিংকে বনগাঁ অঞ্চলের দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

তৃণমূলে ‘কামব্যাক’ করেই, সল্টলেকের সব্যসাচী দত্তের মত বড় দায়িত্ব পেলেন; দাপুটে নেতা অর্জুন সিং। অন্যদিকে, দিদির ছবি বুকে নিয়ে কাঁদতে-কাঁদতে দল ছেড়েও; তৃণমূলে ফিরে এসে বড় শাস্তি জুটেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কপালে।

]]>
ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে কমিশনারেট ঘেরাও https://thenewsbangla.com/barrackpore-bjp-mp-arjun-singh-led-gherao-to-police-commissionerate/ Fri, 21 Jun 2019 10:07:55 +0000 https://www.thenewsbangla.com/?p=14230 ভাটপাড়ার দুষ্কৃতী সংঘর্ষকে কেন্দ্র করে; যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়; তা ক্রমশই ছড়িয়ে পড়ছে পাশাপাশি এলাকাগুলিতে। পরিস্থিতিকে সামাল দিতে; সাংসদ অর্জুন সিং-য়ের নেতৃত্বে ঘেরাও অভিযান।

ব্যারাকপুর এসডি অফিসের সামনে; শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের। ঘটনাকে কেন্দ্র করে; সাংসদ অর্জুন সিং-এর নেতৃত্বে ঘেরাও শুরু হয়েছে। ইতিমধ্যে সিপি অফিস ও বারাকপুর কমিশনারেট ঘেরাও করেছে বিজেপি। বিক্ষোভকে কেন্দ্র করে; বৈঠকের ডাক দিয়েছে তারা। জানানো হয়েছে, কমিশনারেট ঘেরাওয়ের পর; জমা দেওয়া হবে স্মারকলিপি। তারপরে মৃতদেহ নিয়ে; মিছিল শুরু হবে বিজেপির।

আরও পড়ুন: উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

ইতিমধ্যে; ভাটপাড়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দল; পাঠাচ্ছে বিজেপি। বিজেপির প্রতিনিধি দল রিপোর্ট দেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। অপসারিত করা হয়েছে পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরীকে। নিয়োগ করা হল নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।

সকাল থেকে শুরু করে বোমা, গুলি বর্ষণে ক্ষিপ্ত সাধারণ বাসিন্দা। প্রশ্ন উঠছে পুলিশের দায়িত্ব নিয়ে। দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছে এক বৃদ্ধ। পরিস্থিতি থেকে বিজেপি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের কথা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে।

আরও পড়ুন: বাকি ছিল এটাই, মুখ্যমন্ত্রী মমতার পুলিশে এবার সিভিক গোয়েন্দা নিয়োগ

বিক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিল বিজেপি। দুপুরের মধ্যে মৃত ব্যক্তিদের দেহ নিয়ে মিছিল শুরু হবে। কেবল সংলগ্ন এলাকা নয়; দুপুরে কলকাতাতেও বিজেপির প্রতিবাদ মিছিল বেড় হবে। সূত্রের খবর, মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

পরিস্থিতি সামলাতে ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু হয়েছে। রাজ্যপালের সতর্কবার্তা অনুযায়ী; কেবলমাত্র ভাটপাড়া নয় সমগ্র রাজ্যে শান্তি বজায় রাখতে হবে। প্রশাসন সচেষ্ট হচ্ছে দ্রুত পরস্থিতি স্বাভাবিক করতে।

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে অশান্ত ভাটপাড়ায় বিজেপির কেন্দ্রীয় দল https://thenewsbangla.com/home-minister-amit-shah-instruction-bjp-central-team-bengal-bhatpara/ Thu, 20 Jun 2019 10:33:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14171 অমিত শাহের নির্দেশে শুক্রবার ভাটপাড়ায় আসছে; বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন; শুক্রবার থেকে ভাটপাড়ায় আন্দোলন হবে নন্দীগ্রামের ধাঁচে। বৃহস্পতিবার ভাটপাড়ার সংঘর্ষে বিজেপির তীর মদন মিত্রের দিকে। অর্জুনের দাবি, কামালগাছি থেকে এসে তৃণমূলের দুষ্কৃতীরা অশান্তি সৃষ্টি করছে।

শুক্রবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে ভাটপাড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরো ঘটনার সম্পূর্ণ বিবরণ দেবে; কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই মুহূর্তে ভাটপাড়া ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে চলছে ১৪৪ ধারা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা মদন মিত্র এই ঘটনার পিছনে বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ি করেছেন।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

বৃহস্পতিবার ফের রণক্ষেত্রের রুপ নেয় ভাটপাড়া; গুলির লড়াইয়ে মৃত দুই; শুন্যে পুলিশের ১০ রাউণ্ড গুলি। নতুন থানা উদ্বোধনের আগেই; রণক্ষেত্র ভাটপাড়া। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই; চলছে বোমাবাজি। চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে; দুজনের মৃত্যুৃ হয়েছে।

বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা; উদ্বোধন হওয়ার কথা। থানা উদ্বোধন করার কথা রাজ্যের ডিজি বীরেন্দ্রর। ভাটপাড়ায় এতদিন পুলিশ ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। কিন্তু ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায়; বারবার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে।

মুসলিম তোষণ না করতে মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চিঠি মুসলিম বুদ্ধিজীবীদের

এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে; ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে হচ্ছে নতুন থানা। নতুন থানার ওসি হচ্ছেন রাজর্ষি দত্ত। নতুন থানা উদ্বোধন করতে ডিজি বীরেন্দ্রর আসার আগেই; নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। নতুন থানার নাকের ডগায় শুরু হয় বোমাবাজি ও গুলি বৃষ্টি।

দুষ্কৃতীদের বাগে আনতে; শূন্যে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। ভাটপাড়ায় কার্যত লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর মিলেছে। অর্জুন সিংহ এর দাবী পুলিশের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে ওই দুই ব্যাক্তির।

এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে; দোকানপাট সমস্ত বন্ধ। ভাটপাড়ায় এভাবে সন্ত্রাস, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে; বলেই অভিযোগ স্থানিয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ; পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। ধরপাকড় চলছে ঠিকই; কিন্তু তাতে দুষ্কৃতীদের তাণ্ডব কমছে না।

]]>
তৃণমূলের হাত থেকে বাংলার আরও একটি পুরসভা বিজেপির দখলে https://thenewsbangla.com/bjp-gets-possession-of-another-municipality-of-bengal-from-hands-of-tmc/ Mon, 17 Jun 2019 10:34:17 +0000 https://www.thenewsbangla.com/?p=13951 রাজ্যের আরও একটি পুরসভা; হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। হিসাব অনুযায়ী, বনগাঁ পুরসভাও চলে গেল বিজেপির দখলে। আগেই ১১ জন কাউন্সিলর; তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই বিক্ষুব্ধদলে নাম লেখালেন; আরও বেশ কয়েকজন কাউন্সিলর।

১৪-১৫ জন কাউন্সিলর বিদ্রোহী হয়ে ওঠায়; উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভাও; তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। এদিকে তৃণমূলের তরফে পদত্যাগের নির্দেশ দেওয়া হল; বনগাঁ পুরসভার প্রধান শংকর আঢ্যকে।

২২ আসনের বনগাঁ পুরসভায়; সংখ্যাগরিষ্ঠতা হারাল তৃণমূলের বর্তমান পুরবোর্ড। বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে; অনাস্থা আনেন তৃণমূলেরই ১৪ জন কাউন্সিলর। ২২ আসনের বনগাঁ পুরসভায় বিরোধীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৪। আরও কাউন্সিলর বিজেপিতে যোগ দিচ্ছেন।

আরও পড়ুনঃ মমতার ঘর ভেঙ্গে বিজেপিতে যোগ দিতে বিধায়ক সহ নেতারা দিল্লিতে

ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে তৃণমূল পুরবোর্ড; ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই পুরসভায় ২০টি আসন ছিল তৃণমূলের দখলে। ১টি আসন সিপিএমের দখলে এবং ১টি নির্দলের। এই মুহূর্তে ২-৩ জন ছাড়া; সবাই গেরুয়া শিবিরে। এদিকে তৃণমূলের তরফ থেকেও; পদত্যাগের নির্দেশ দেওয়া হল; বনগাঁ পুরসভার পুরপ্রধান শংকর আঢ্যকে।

বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে; ২০টি ছিল তৃণমূলের দখলে। কিন্তু তাও এবারের লোকসভা নির্বাচনে; বনগাঁ পুরসভা এলাকায় বিজেপির থেকে প্রায় কুড়ি হাজার ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল। আসনটিও হাতছাড়া হয়েছে শাসক দলের।

আরও পড়ুনঃ নবান্ন বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুই দফায়, প্রথমে ১১ জন ও তারপর ৩ জন; মোট ১৪ জন কাউন্সিলর পুরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। আরও বেশ কয়েকজন সোমবার বিজেপিতে যোগ দেবেন। তাঁদের অভিযোগ, পুরপ্রধানের অনৈতিক কাজকর্ম, স্বৈরাচারী মনোভাব এবং স্বজনপোষণ লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির একমাত্র কারণ।

বনগাঁ পুরসভার উপপুরপ্রধান কৃষ্ণা দেবীর অভিযোগ; “এলাকায় প্রচুর উন্নয়ন সত্ত্বেও লোকসভায় বিপর্যয়ের কারণ পুরপ্রধানের ভাবমূর্তি”। কাউন্সিলর অভিজিত্‍ কাপুরিয়া, মনোতোষ নাথ, সুমঞ্জনা মুন্সি জানান, “পুরপ্রধানের দুর্নীতিতে এলাকার মানুষ সকলেই ক্ষুব্ধ। সে কারণেই ভোটে আমাদের এভাবে হার হয়েছে”।

এই ডামাডোলের মধ্যেই বনগাঁ পুরসভা; ভোটের মাধ্যমে সরকারি ভাবে দখল করার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। রাজ্যের আরও একটি পুরসভা তৃণমূলের হাত থেকে বিজেপির হওয়া; এখন শুধুই সময়ের অপেক্ষা।

]]>
অর্জুনের দাপটে, তৃণমূলের হাত থেকে ভাটপাড়া পুরসভা কেড়ে নিল বিজেপি https://thenewsbangla.com/arjun-singh-bjp-mp-barrackpore-recover-bhatpara-municipality-from-tmc/ Tue, 28 May 2019 10:40:21 +0000 https://www.thenewsbangla.com/?p=13426 বিজেপি কাউন্সিলর ১৯ জন; অন্যদিকে তৃণমূলের হাতে মাত্র ১৪ জন। চেষ্টা করেও ভাটপাড়া পুরসভা আর হাতে রাখতে পারল না মমতার তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে; অর্জুন সিংয়ের হার হয়। ভোটের পর ফের ভাটপাড়া পুরসভা; দখল করতে চলেছেন সেই অর্জুন সিং।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই; ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে হার হয় চেয়ারম্যান অর্জুন সিংয়ের। আর তারপরেই রণক্ষেত্র হয়ে ওঠে; গোটা ভাটপাড়া এলাকা। তৃণমুল ও বিজেপি কর্মীদের মধ্যে; সংঘর্ষে উত্তপ্ত হয় গোটা অঞ্চল। এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী।

৩৫ আসনের ভাটপাড়া পুরসভায়; ১ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি ৩৪ জনের মধ্যে ৩৩ জনই ছিল তৃণমূলের। অর্জুন সিং বিজেপিতে যোগ দেবার পর তৃণমূলের দাবি ছিল; তাঁদের হাতে রয়েছে অন্তত ২২ জন কাউন্সিলর আছে। তারপরেই ভাটপাড়ায় এক সভায়; ১৯ জন কাউন্সিলরকে মঞ্চে হাজির করায় উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব।

তারপর পুরসভায় আস্থা ভোটে; হেরে যান চেয়ারম্যান অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার বোর্ডও ভেঙে যায়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েই; আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং। ৩৩ জন কাউন্সিলরের ভোটে; ২২/১১ ভোটে হেরে যান অর্জুন। এরফলে পুরপ্রধানের পদ থেকে; সরতে হয় অর্জুন সিংকে।

আস্থা ভোটে অর্জুন সিংয়ের হারের পরই; ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এলাকার বিজেপি কর্মীদের বাড়িতেও ভাঙচুর চলে। গোটা ভাটপাড়ায় উত্তেজনা ছড়ায়। পুরসভায় হেরে গেলেও; বিধানসভায় ছেলেকে জিতিয়ে ও লোকসভায় নিজে জিতে প্রমাণ করে দেন; ব্যারাকপুর ও ভাটপাড়া অঞ্চলে তিনিই সব।

ভাটপাড়ায় ১৮ জন কাউন্সিলরের সমর্থন পেলেই; বোর্ড গঠন করতে পারবে বিজেপি। এই মুহূর্তে অর্জুন সিং এর হাতে ১৯ জন কাউন্সিলর। অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই; ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয় রাজনীতির ময়দানে। অর্জুনকে পদচ্যূত করতে; অনাস্থা আনে তৃণমূল। ফলে আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব। শেষ পর্যন্ত হার হয় অর্জুন সিংয়ের।

লোকসভা ভোটের পরই এবার; সেই ভাটপাড়া পুরসভার ফের দখল নিলেন অর্জুন সিং। বুঝিয়ে দিলেন এই তল্লাটে তিনিই শেষ কথা। দীনেশ ত্রিবেদীর জন্য; অর্জুনকে বলি দিয়ে বড় ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়; মত রাজনৈতিক মহলের।

]]>
মমতাকে নিজের ক্ষমতা ও যোগ্যতা দেখালেন অর্জুন https://thenewsbangla.com/arjun-singh-demonstrates-his-power-ability-to-mamata-banerjee-tmc/ Thu, 23 May 2019 15:17:27 +0000 https://www.thenewsbangla.com/?p=13207 তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে; নিজের ক্ষমতা ও যোগ্যতা দেখালেন অর্জুন সিং। চ্যালেঞ্জ নিয়ে নিজে ব্যারাকপুর কেন্দ্রে; তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারালেন। শুধু তাই নয়; ভাটপাড়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের মদন মিত্রকে হারিয়ে; মমতাকে উপযুক্ত জবাব দিলেন অর্জুন।

একসঙ্গে মমতা, অভিষেক ও জ্যোতিপ্রিয় মল্লিক সহ; সবাইকে কুপকাত করলেন অর্জুন সিং। অর্জুন সিং ২ লাখের কম ভোটে হারলে; রাজনীতি ছেড়ে দেবেন বলে কথা দিয়েছিলেন। সে কথা তিনি রাখবেন কিনা; সেটাই এখন প্রশ্ন।

লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী; বিজেপির অর্জুন সিং। ১১ হাজারেরও বেশি ভোটে জিতলেন তিনি। তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারালেন তিনি। ২০০৯ ও ২০১৪ সালে দীনেশ ত্রিবেদীই জিতেছিলেন এই কেন্দ্রে। এবার তাঁকে হারিয়ে; সেই জায়গা দখল করে নিলেন বিজেপির অর্জুন সিং।

অন্যদিকে, ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনেও ৩৬০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন; অর্জুন সিংয়ের পুত্র পবন ছিল। দিল্লি গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর; কয়েকদিন নিজের বিধানসভা কেন্দ্র ভাটপাড়ায় ঢুকতেই পারেননি অর্জুন সিং।

এরপরেই হাতছাড়া হয়; ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের পদ। সঙ্গীদের অনেকেই আজ পাশে নেই। তবু, তিনি অর্জুন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জিতে; তার প্রমাণ দিলেন অর্জুন সিং। যে তিনিই ভাটপাড়া ও ব্যারাকপুরের শেষ কথা।

ব্যারাকপুর থেকে দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদী; গতবার জিতেছিলেন ২ লক্ষ ৬ হাজার ভোটের ব্যবধানে (প্রাপ্ত ভোট ৪৬ শতাংশ)। ৭টি বিধানসভার মধ্যে একমাত্র অর্জুনের ভাটপাড়া বিধানসভা থেকেই তিনি ‘লিড’ পাননি। বিজেপি-র থেকে পিছিয়ে ছিলেন ২ হাজার ভোটে।

তবে এবার অর্জুন প্রার্থী হওয়ায়; বাড়তি লাভ হয় দীনেশের। পঞ্চায়েত ভোটে এলাকায় সন্ত্রাস, তোলাবাজি-সহ তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে; ‘অর্জুনের কীর্তি’ বলেই দায় ঝেড়ে ফেলতে সুবিধা হয় তৃণমূলের। দোরে দোরে কড়া নেড়ে; অর্জুনের কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশও করে তারা।

তবে কোন কিছুতেই কোন লাভ হল না। দীনেশ ত্রিবেদী যে অর্জুনের ভরসাতেই ভোট জিততেন; এটা আজ জলের মত পরিষ্কার করে দিলেন; ব্যারাকপুরের ‘বাঘ’ অর্জুন সিং। মমতার ‘গদ্দার’ মমতাকে উপযুক্ত জবাব দিলেন; বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যারাকপুর ও ভাটপাড়ায় আবার সম্রাট সেই অর্জুন সিংই।

]]>
ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের https://thenewsbangla.com/arjun-singh-bjp-candidate-cracked-face-by-tmc-workers-at-barrackpore/ Mon, 06 May 2019 04:04:27 +0000 https://www.thenewsbangla.com/?p=12447 ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের; ও পরে পুলিশের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। ব্যারাকপুরের মোহনপুরে চাঁপাডালিয়াতে; তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় অর্জুনের। অবস্থা সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের কর্মীরা তাঁর উপর আক্রমণ করেছে; বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিং গুন্ডাগিরি করছেন; মানুষ জবাব দিয়েছে; পাল্টা জানিয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

ভোট শুরু হতেই উত্তপ্ত ব্যারাকপুর; কাঁকিনাড়া। দলে দলে বহিরাগত ঢোকার অভিযোগ; দুদলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বারাকপুর, হালিশহরে বোমাবাজির অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে মাথা ফেটে যায় দুজনের। তৃণমূলের বিরুদ্ধে; বিজেপির একটি ক্যাম্প অফিসে ভাংচুরের অভিযোগ।

দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস; ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কার্যালয়ের মধ্যে উদ্ধার গুলির খোল। বিজেপির একটি ভোটের ক্যাম্প অফিসে; তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালায় বলেই অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই নিয়ে উত্তপ্ত গোটা এলাকা।

ভোটগ্রহণ শুরুর পরেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর লোকসভা। এমনকি রবিবার রাত থেকেই উত্তপ্ত ছিল; ব্যারাকপুর ও কাকিনাড়ার বিস্তীর্ণ অঞ্চল। দলে দলে বহিরাগত ঢোকানোর অভিযোগ; তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই। দুপক্ষের এই সংঘর্ষে; অনেকেরই মাথা ফেটেছে। তবে তৃণমূল ও বিজেপি দুপক্ষই এলাকায় বহিরাগত ঢুকিয়েছে; বলেই অভিযোগ স্থানিয় বাসিন্দাদের।

এদিন ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসে; ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে। নৈহাটির একাধিক বুথে; সিপিএমের এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে বলেই অভিযোগ ওঠে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

দত্তপুকুরে বিজেপির আরও একটি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। উলুবেড়িয়া লোকসভা আসনে; বিজেপির এজেন্ট হওয়ার অপরাধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

গৌরহাটি কমিউনিটি হলে ২৭ নং বুথে; ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ শুরু হয়নি। বৈদ্যবাটি ফান্ডা মেন্টাল এডুকেশনের ১২ ও ১৪ নং বুথে একই কারণে ভোট শুরু হয়নি। শ্রীরামপুরের চাঁপসরা প্রাথমিক স্কুলের ২১৬ ও ২১৭ পাশাপাশি দুটি বুথে মেশিন খারাপ। ভোট বন্ধ রয়েছে।

বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভার তেঁতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বুথ নম্বর ২০০ তে; ইভিএম খারাপ থাকায় এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। বাইরে ভোটারদের লম্বা লাইন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ ভোটাররা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর বালিকা বিদ্যালয়; বুথের একটা পার্টে ইভিএম খারাপ। ওই বুথে ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।

আজ রাজ্যে ৭ আসনে ভোটগ্রহণ চলছে। ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা আসনে ভোট আজ সোমবার। পঞ্চম দফাতেও রাজ্যে কমিশনের বাহিনী দাওয়াই। সব বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

৩ জেলার ৭ আসনে মোতায়েন রয়েছে; মোট ৫২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথে রয়েছে আধা সেনা। তবে এবারের নির্বাচনে বনগাঁ ও ব্যারাকপুরের ওপর বিশেষ নজর রয়েছে কমিশনের।

]]>
মুখ্যমন্ত্রীকে নজরবন্দী করার কথা বললেন অর্জুন সিং https://thenewsbangla.com/mamata-banerjee-must-be-house-arrested-says-arjun-singh-at-bhatpara/ Fri, 03 May 2019 06:58:14 +0000 https://www.thenewsbangla.com/?p=12244 গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; জনসভায় কম উপস্থিতি দেখে রেগে যান মুখ্যমন্ত্রী; তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তোলেন মুখ্যমন্ত্রী।

ব্যারাকপুর জুড়ে সন্ত্রাস ছড়ানো ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর হামলার ঘটনায় বহু জায়গায় বিজেপির নাম জড়িয়েছে; বুধবার ভদ্রেশ্বরের জনসভা থেকে মুকুল রায়কে গদ্দার বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী; গতকাল জগদ্দল থেকেও মুকুল রায় ও অর্জুন সিংকে গদ্দার বলে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

এরপরেই অর্জুন সিংও মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেন; অর্জুন বলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকেই তিনি গদ্দারি শিখেছেন; মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় সভা করে জনসাধারণকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন তিনি; এর পরিপ্রেক্ষিতে উল্টে মুখ্যমন্ত্রীকেই নজরবন্দী করার দাবি তোলেন তিনি।

এদিনের জগদ্দলের জনসভা নিয়েও কটাক্ষ করেন অর্জুন সিং; মুখ্যমন্ত্রীর সভায় লোক হয়নি বলে জানান তিনি; বাইরে থেকে সিভিক ভলান্টিয়ার দিয়ে সভা ভরাতে হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি; লোকসভার টিকিট না পেয়েই রাতারাতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন ভাটপাড়ার দাপুটে এবং প্রভাবশালী নেতা অর্জুন সিং।

আরও পড়ুনঃ পুরীতে ঢুকে পড়ল ফণী, চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় ঢুকবে বাংলায়

২০১৪ লোকসভা নির্বাচনেই তিনি দলের তরফে লোকসভার টিকিট পাবেন বলে প্রত্যাশা করেছিলেন; কিন্তু এবারেও লোকসভার টিকিট না মেলায় আর দ্বিতীয়বারের জন্য ভাবেননি তিনি; শিবির বদলে গেরুয়া দলে ভিড়ে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছেন তিনি।

]]>
প্রার্থী না পেয়ে এক মাতালকে টিকিট তৃণমূলের, মদনকে কটাক্ষ অর্জুনের https://thenewsbangla.com/madan-mitra-drunken-man-gets-ticket-for-tmc-said-arjun-singh-at-vatpara/ Fri, 26 Apr 2019 04:26:15 +0000 https://www.thenewsbangla.com/?p=11652 প্রার্থী না পেয়ে এক মাতালকে টিকিট তৃণমূলের, মদনের ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে দাঁড়ানোকে কটাক্ষ ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন তৃণমূল নেতা ও বর্তমান বিজেপি নেতা অর্জুনের। মদন মিত্রকে মাতাল বলে কটাক্ষ করলেন অর্জুন। আর এই নিয়ে ফের তরজা শুরু বিজেপি তৃণমূলের মধ্যে। হারার ভয়েই বাজে বকছে অর্জুন, জানিয়েছে তৃণমূল।

“মদন মাতাল, সন্ধের পর মাতাল হয়ে যায়, চিটফান্ড কেসে জেলও খেটেছে, আর কাউকে প্রার্থী হিসেবে পেলেন না মমতা ব্যানার্জি”, বৃহস্পতিবার ভাটপাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষনার পরেই কটাক্ষ করেন ভাটপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

ভাটপাড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের ফলে ওই আসনটি খালি হয়। এই আসনেই উপ নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মদন মিত্রের নাম ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের নাম ঘোষনার পরেই মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে অর্জুন সিংয়ের কটাক্ষ, মদন সন্ধ্যের পর মাতাল হয়ে থাকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রার্থী পেলেন না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, লোকসভার টিকিট না পেয়েই রাতারাতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন ভাটপাড়ার দাপুটে এবং প্রভাবশালী নেতা অর্জুন সিং। ২০১৪ লোকসভা নির্বাচনেই তিনি দলের তরফে টিকিট পাবেন বলে প্রত্যাশা করেছিলেন। কিন্তু এবারেও লোকসভার টিকিট না মেলায় আর দ্বিতীয়বারের জন্য ভাবেননি তিনি। শিবির বদলে গেরুয়া দলে ভিড়ে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছেন তিনি। এই ভাটপাড়া আসনে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন অর্জুন পুত্র পবন সিং।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

মদন মিত্র অবশ্য টিকিট পেয়ে বলেছেন, এটা কোটি টাকার লটারী পাবার মতো অনুভূতি। লোকসভায় টিকিট না পেলেও বিধানসভার টিকিট পেয়ে বেজায় খুশি তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটি বিধানসভা থেকে হেরে গিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র। সেবার জেল থেকে ভোটে লড়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ বাংলায় সুরাপ্রেমিদের চিন্তা বাড়াল নির্বাচন কমিশন, নতুন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ

সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। তারপর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে ধীরে ধীরে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছেন। নিজের এলাকায় পড়ে থেকে সংগঠনের কাজ করেছে কামারহাটিতে। ভোটে হারলেও মাটি ছাড়েননি। এবার নিজেরই প্রাক্তন দলের প্রার্থীকে চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের। মদন বনাম পবন এর লড়াইয়ে পবনকে জেতাতে যে জান লড়িয়ে দেবেন অর্জুন, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার দখল গেছে অর্জুন সিং এর। বাকি আছে ভাটপাড়া বিধানসভা। সেখানেও মদন মিত্রকে দাঁড় করিয়ে চমক দিয়েছেন মমতা। তাই ভাটপাড়া উপ নির্বাচনে না জিতলে অর্জুনের রাজনৈতিক জীবন যে সংকটে পরে যাবে, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই জন্যই বাজে বকছে অর্জুন, দাবী তৃণমূলের।

]]>