Arjun Kapoor – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 30 Mar 2019 09:20:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Arjun Kapoor – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন https://thenewsbangla.com/malaika-arjun-will-marry-in-new-year-despite-the-12-years-age-difference/ Sat, 30 Mar 2019 07:23:53 +0000 https://www.thenewsbangla.com/?p=2805 অনেক লুকোচুরির পর এবার নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চলেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। সম্পর্ককে অনেকটাই ঢেকে রাখার চেষ্টা করেছিলেন মালাইকা-অর্জুন। তবে এবার শোনা যাচ্ছে, তাঁরা নাকি সেই সম্পর্ককেই স্বীকৃতি দিতে চলেছেন। এপ্রিলেই বিয়ে করতে চলেছেন মালাইকা ও অর্জুন। আর এই নিয়েই জোর চর্চা বলিউডে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে ‘দ্য তাশকেন্ট ফাইলস’, মুক্তি আগামী মাসে

সূত্রের খবর, ২০১৯-এর এপ্রিলেই তাঁর থেকে ১২ বছরের ছোট অর্জুন কাপুরকে বিয়ে করতে চলেছেন মালাইকা। বর্তমানে অর্জুন কাপুরের বয়স ৩৩ বছর আর মালাইকা তার ৪৫ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন বেশ কয়েক মাস আগে।

Image Source: Google

তবে বয়স যে প্রেম, সম্পর্ক, বিয়ে এসবের ক্ষেত্রে আর কোনও বাধাই নয় সে প্রমাণ বি-টাউনে কিছু কম নেই। প্রিয়াঙ্কা-নিক, অনুপ জালোটা-জসলিন, সাইফ-কারিনা সহ রয়েছেন আরও অনেকেই। শোনা যাচ্ছে মালাইকা-অর্জুন নাকি খুব শীঘ্রই তাদের বিয়ের কথা সাংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে আনবেন। আর সেটা হবে এই এপ্রিলেই।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

যদিও মালাইকা-অর্জুন প্রেমের গুঞ্জন বি-টাউনে এই প্রথমবার নয়। এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের আগেই মালাইকা অর্জুনের-প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যে কারণে আরাবাজের পরিবারে অশান্তিও কম কিছু হয়নি।

Image Source: Google

শুধুই তাই নয় সেই সময় সলমানের বোন অর্পিতা খানের সঙ্গেও অর্জুন প্রেম করছিলেন বলে শোনা যায়। আর অর্পিতার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই অর্জুন-মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ান। যে কারণে ভেঙে পড়েছিলেন সলমানের আদরের বোন অর্পিতা।

আরও পড়ুনঃ ৬৪ তম ফিল্মফেয়ার পুরস্কারে নতুন মুখের জয়জয়কার

শুধু তাই নয়, অর্জুন মালাইকার সম্পর্কের জন্য ফাটল ধরে আরবাজ-মালাইকার ১৮ বছরের বিবাহিত জীবনে। মালাইকার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন অর্জুনের বাবা বনি কাপুরও। তিনি সে সময় অর্জুনকে মালাইকার থেকে দূরে থাকার পরামর্শ দেন।

Image Source: Google

বনি কাপুরের আশঙ্কা ছিল মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ালে সলমানের খারাপ নজরে পড়তে পারেন অর্জুন, যা তার কেরিয়ারের ভয়ানক ক্ষতি হতে পারে। বাবার কথায় অর্জুন-মালাইকার সঙ্গে মাঝে দূরত্ব তৈরি করলেও পরে ফের সেই সম্পর্কের পিছনেই ছোটেন।

আরও পড়ুনঃ যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা

সম্প্রতি, মালাইকা-অর্জুনের বিয়ের কথা নতুন করে প্রকাশ্যে আসছে। বিশেষ করে কয়েকদিন আগেই মালাইকার সঙ্গে এই নিয়ে কথা বলেন অর্জুন, এমনটাই জানা যাচ্ছে।

Image Source: Google

সম্পর্কের শুরুতেই মিলান বিমানবন্দরে তাঁদের একসঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর একটি ছবি ভাইরাল হয়। এমন কি গত বছরে আবুধাবিতে সন্দীপ খোসলা ও আবু জানির পার্টিতেও মালাইকার সঙ্গে গিয়েছিলেন অর্জুন।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

গত বছর নিজের ছবি ‘নমস্তে ইংল্যান্ড’-এর প্রমোশনে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’র মঞ্চে গিয়েছিলেন অর্জুন। যেখানে অর্জুন ও মালাইকা নিজেরাই হাত ধরাধরি করে মঞ্চে উঠতে দেখা যায়। মঞ্চে উঠে নাচতেও দেখা যায় তাদের। অন্যদিকে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে অর্জুনের নায়িকা পরিণীতি চোপড়া তখন মালাইকার চেয়ারে বসে তাদের নাচ দেখেন।

Image Source: Google

এদিকে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ -এর বিহাইন্ড দ্যা শোয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয় যেখানে করণ জোহরকে মালাইকাকে প্রশ্ন করতে দেখা যাচ্ছে যে তিনি কার সঙ্গে বার্থডে ট্রিপে গিয়েছিলেন, এবং সেটা কেমন ছিল? করণের এই প্রশ্নের উত্তর যদিও মালাইকা এড়িয়ে যান। করণের এই প্রশ্নই বুঝিয়ে দিতে যথেষ্ট যে মালাইকা বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই সময় থেকেই এই প্রেম খবরে আসে।

শোনা যাচ্ছে মালাইকা ও অর্জুন নাকি একে অপরের সঙ্গে ভীষণ খুশি। তাই এবার তাঁরা এই সম্পর্কের পরিণতি দিতে চান। নতুন বছরেই এই নতুন জুটি নিজেদের বাঁধছেন বিবাহ বন্ধনে, এমনটাই খবর ছিল। সেটা এই সামনের এপ্রিলেই বাস্তবায়িত হতে চলেছে। এটাই জোর খবর বলিউডে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান https://thenewsbangla.com/bollywood-film-stars-in-new-era-get-how-much-money/ Fri, 23 Nov 2018 19:07:45 +0000 https://www.thenewsbangla.com/?p=2972 The News বাংলা, মুম্বাইঃ বলিউড তারকাদের ‘গলাকাটা’ পারিশ্রমিক সবসময়ই আমাদের অবাক করে। বলিউডের নতুন তারকারা ‘খান’দের মতো কিংবা অক্ষয়কুমার, অজয় দেবগন এবং হৃতিক রোশনের মতো পারিশ্রমিক না পেলেও খুব একটা কমও পান না। খুব তাড়াতাড়ি তাঁরা বলিউডের সবচেয়ে বড় তারকাদের চ্যালেঞ্জ করবেন বলেই বিশ্বাস ফিল্ম সমালোচকদের।

আরও পড়ুন: বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

তবে, বক্স অফিস সংগ্রহের ক্ষেত্রে এরা কিন্তু সেরা তারকাদেরও টেক্কা দিতে সক্ষম হয়েছেন ২০১৮ সালে। আপনি কি জানেন, এই নতুন যুগের তারকারা প্রতি চলচ্চিত্রে কত পারিশ্রমিক পান? নতুন নায়ক- নায়িকারা ফিল্ম পিছু কত দাবি করেন? চলুন জেনে নেওয়া যাক।

Image Source: Google

রনবীর কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১৫-১৮ কোটি
কাপুর পরিবারের এই ছোট কাপুর বেশ কিছু চলচ্চিত্রে দারুণ কাজ করেছেন, যেমন- রকস্টার, বরফি, আয় দিল হ্যায় মুশকিল ইত্যাদি। প্রতিটি চলচ্চিত্রে তিনি ১৫ থেকে ১৮ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

বরুণ ধাওয়ানঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১২-১৫ কোটি
তার ঝুলিতে কোন ফ্লপ ছবি নেই, ৯টি চলচ্চিত্রের সবগুলোই হিট। বলিউডের নতুন যুগের সবচেয়ে আশাপ্রদ অভিনেতাদের তিনি একজন। প্রতিটি চলচ্চিত্রে তিনি ১২-১৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

Image Source: Google

দীপিকা পাড়ুকোনঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১৩ কোটি
বর্তমানে বলিউড নায়িকাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালো কাজ করছেন। তাঁর প্রতিটি ছবিই এখন হিট হচ্ছে। পদ্মাবতের সাফল্যের পর তিনি তাঁর পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ১৩ কোটিরও বেশি পারিশ্রমিক দাবি করছেন।

Image Source: Google

রনবীর সিংঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৮-১২ কোটি
তিনি এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন। এই কথাটি তার সাথে পুরোপুরি যায়। তিনি একজন বহুমুখী অভিনেতা। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৮-১২ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সুশান্ত সিং রাজপুতঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
টিভি শো-এর মাধ্যমে জনপ্রিয় হওয়া এই অভিনেতা দিন দিন আরও ভালো চরিত্রভিনেতা হয়ে উঠছেন। তাঁর অভিনয়ের গভীরতার সকলে প্রশংসা করেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

Image Source: Google

অর্জুন কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
‘ইশেকজাদে’ চলচ্চিত্রে দারুণ অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন। তার অভিনয় বেশ শক্তিশালী। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন। যদিও অভিনয় আরও ভালো করে শেখা উচিত বলে মনে করেন সমালোচকরা।

অনুষ্কা শর্মাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৬ কোটি
‘রব নে বানা দি জোড়ি’ চলচ্চিত্রে অভিষেকের পর থেকে তিনি আমাদের তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৬ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সোনম কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫ কোটি
বলিউডের ফ্যাশন আইডল তিনি। তিনি বেশ কিছু দারুণ চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: শুভ জন্মদিনে জেনে নিন শাহরুখ খান এর জীবনের অজানা কাহিনি

আলিয়া ভাটঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪-৫ কোটি
আলিয়া ভাট বর্তমানে বলিউডের সবচেয়ে শক্তিশালী এবং আশাপ্রদ তারকা। তাঁর প্রতিটি চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৪-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

শ্রদ্ধা কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪ কোটি
এই অভিনেত্রী প্রতিটি চলচ্চিত্রে নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। সুপারস্টার প্রভাসের বিপরীতে ‘সাহো’ চলচ্চিত্রে তাঁকে দেখা যাবে। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৪ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সোনাক্ষী সিনহাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪ কোটি
সোনাক্ষী সিনহা এমন একজন অভিনেত্রী যিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। ‘দাবাং’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হওয়া এই তারকা প্রতিটি চলচ্চিত্রে ৪ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

Image Source: Google

সিদ্ধার্থ মালহোত্রাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩-৫ কোটি
‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের হার্টথ্রুব অভিনেতাদের একজন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

টাইগার শ্রফঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩-৫ কোটি
বলিউডের ‘র‍্যাম্বো’ তাঁর নাচ এবং অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মুগ্ধ করতে কখনো ভুল করেন না। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

Image Source: Google

জ্যাকলিন ফার্নান্ডেজঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩ কোটি
সালমান খানের বিপরীতে ‘কিক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

আয়ুষ্মান খুরানাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
তিনি সত্যিই জনগণের চাহিদা বোঝেন এবং সেই অনুযায়ী চলচ্চিত্র করেন। গভীর অভিনয়ের সাথে হাস্যরস তার চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই অভিনেতাকে লম্বা রেসের ঘোড়া মনে করা হচ্ছে। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন। তবের’বাধাই হো’র সাফল্যের পর তাঁর পারিশ্রমিক যে বাড়তে চলেছে তা বলাই যায়।

]]>