APJ Abdul Kalam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 27 May 2019 09:17:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg APJ Abdul Kalam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এপিজে আবদুল কালাম, রাষ্ট্রপতি ভবনে বন্ধ করেছিলেন ইফতার পার্টি https://thenewsbangla.com/apj-abdul-kalam-former-president-of-india-closed-ramadan-iftar-party/ Mon, 27 May 2019 08:34:49 +0000 https://www.thenewsbangla.com/?p=13373 রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টির রেওয়াজ বহুকাল ধরে চলে এলেও; ছন্দপতন ঘটিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবদুল কালাম। তিনি যদিও ধর্মপ্রাণ মুসলমান ছিলেন; কিন্তু রাষ্ট্রপতি ভবন তার আমলে ছিল ইফতার পার্টি মুক্ত।

আবদুল কালামের প্রাক্তন সচিব; অবসরপ্রাপ্ত আইএএস পিএম নায়ারের একটি লেখা থেকে জানা যায় এই সিদ্ধান্তের পিছনের আসল কারণটি। ‘দি কালাম এফেক্ট; মাই ইয়ার্স উইথ দি প্রেসিডেন্ট’ বইটি প্রকাশিত হয়েছিল ২০০২ সালে; সেখনেই আছে এই ঘটনাটি।

সেখানে পিএম নায়ার বলেছিলেন; ২০০২ সালে ডক্টর আবদুল কালাম যখন রাষ্ট্রপতির দায়িত্ব নেন; তখন রমজান ছিল জুলাই-আগস্ট মাসে। রাষ্ট্রপতির জন্যে একটা নিয়মিত রেওয়াজ ছিল যে; তিনি রমজানে ইফতার পার্টির আয়োজন করবেন।

সে অনুযায়ী এ আয়োজনের উদ্যোগ নেওয়ার পর ডক্টর কালাম তার সচিব পিএম নায়ারকে প্রশ্ন করেন; কেন তিনি ইফতার পার্টির আয়োজন করবেন? কারণ এই পার্টিতে যে সব অতিথিরা আসবেন; তারা তো সবসময় ভালো খাবার খেয়েই অভ্যস্ত।

রাষ্ট্রপতি এও জানতে চান; একটি ইফতার পার্টির আয়োজনে কত খরচ পড়ে। সচিবের তরফ থেকে জানানো হয়; প্রায় ২২ লাখ টাকা খরচ করা হয় এই ইফতার পার্টিতে। ডক্টর কালাম তখন নির্দেশ দেন; ঐ টাকা দিয়ে খাবার; পোশাক ও কম্বল কিনে কয়েকটি অনাথ আশ্রমে দান করতে।

ডক্টর কালামের নির্দেশে অনাথ আশ্রম বাছাইয়ে রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তাদের একটি টিম গঠন করা হয়; এরপর ডক্টর কালাম পিএম নায়ারকে ডেকে এক লাখ টাকার চেক দেন এবং জানান; সরকারী সাহায্যের সাথে তিনি তার ব্যক্তিগত সঞ্চয় থেকে এই অর্থ দান করছেন।

পিএম নায়ার তখনই এই খবর সবাইকে জানাতে চেয়েছিলেন। কিন্তু আবদুল কালাম বলেন; এ তথ্য কারো কাছে প্রকাশ করা যাবে না। নায়ার তাঁর বইয়েতে লেখেন তিনি সবাইকে জানাতে চেয়েছিলেন। কারণ; মানুষের জানা উচিত এমন একজন মানুষ আছেন; তার যা অর্থ খরচ করা উচিত; তিনি সেটা শুধু দানই করেননি; তিনি সেই সঙ্গে নিজের অর্থও বিলিয়ে দিয়েছেন।

পিএম নায়ার এমন অনেক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন তাঁর বইতে। ডক্টর এপিজে আবদুল কালাম যখনই বিদেশ যেতেন; তখন তিনি দামি উপহার পেতেন। এই উপহার প্রত্যাখ্যান করা হলে তা হত কোনো জাতির প্রতি অসম্মান করা এবং তা দেশের পক্ষে বিব্রতকর।

সুতরাং তিনি বিনা বাক্য ব্যয়ে এসব উপহার নিতেন। কিন্তু ফিরে আসার পর তাঁর নির্দেশ থাকত; সব উপহারসামগ্রীর ছবি তুলতে হবে; ক্যাটালগ করতে হবে; এরপর তা রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় রেখে দিতে হবে।

পিএম নায়ার জানান; আবদুল কালাম যখন রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেন; তখন তাকে কোন জিনিস তো দূরে থাক; একটি পেনসিলও নিয়ে যেতে দেখা যায়নি। নায়ার জানান; ডক্টর কালাম তার আত্মীয়দের একবার দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের নগর পরিদর্শন করাতে তিনি একটি বাস ভাড়া করেছিলেন; এবং সেই টাকা তিনি নিজে শোধ করেন।

কোনো সরকারি গাড়ি তার আত্মীয়দের জন্যে ব্যবহৃত হয়নি। ডক্টর কালামের নির্দেশে তাঁর আত্মীয়দের থাকা-খাওয়ার খরচ হিসাব করা হয়েছিল; বিল দাঁড়াল দুই লাখ টাকা; যা তিনি নিজে পরিশোধ করেছিলেন। দেশের ইতিহাসে এটা আর কেউ করেননি।

]]>
নেতাদের কথা নয়, জীবন দর্শন নিয়ে মনে রাখুন কালামের উক্তি https://thenewsbangla.com/not-the-words-of-leaders-remember-the-words-of-life-philosophy-of-abdul-kalam/ Mon, 15 Oct 2018 06:43:48 +0000 https://www.thenewsbangla.com/?p=1192 নিজস্ব সংবাদদাতা : ১৫ ই অক্টোবর, ১৯৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম। যাকে আমরা আবদুল কালাম বলেই চিনি।
৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান উক্তি।

তাঁর জন্মদিনে একনজরে চোখ বুলিয়ে নিন আবদুল কালামের অসাধারণ কিছু উক্তির দিকে। তাঁর বিখ্যাত ২৫ টি উক্তি দেখে নিন।

আবদুল কালামের অসাধারণ ২৫ টি উক্তি দেখে নিন
………………………………………………………………………

১. স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যেটা পুরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।

২. তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করবে।

৩. একটি ভাল বই একশত ভাল বন্ধুর সমান কিন্তু একজন ভাল বন্ধু একটি লাইব্রেরীর সমান।

৪. সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে।

৫. জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।

৬. জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।

৭. তোমার কাজকে ভালবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালবাসো না। কারন তুমি হয়ত জান না কখন কোম্পানিটি তোমাকে ভালবাসবে না।

৮. তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো।

৯. ব্যর্থ স্বপ্ন আরও নতুন স্বপ্নের জন্ম দিতে পারে। ছাত্র জীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে, হয়ে গেলাম রকেট বিজ্ঞানী।

১০. জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।

১১. জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।

১২. পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া। একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটা হঠাৎ করে আসে না। ধীরে ধীরে আসে।

১৩. যারা মন থেকে কাজ করে না, তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক মনের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।

১৪. আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো, শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো।

১৫.
যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে, যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক।

১৬. শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে।

১৭. তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো, ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যে পথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা।

১৮. জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব, যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে।

১৯. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ। সব না এর মধ্যেই পরের সুযোগ লুকিয়ে আছে। N.O. means “Next Opportunity”।

২০. শিক্ষাবিদদের বিচক্ষণতা, সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃত হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত।

২১. আমরা শুধু সাফল্যের উপরেই জীবন গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। একবার ব্যর্থ হলেই সব কিছু শেষ নয়। কারণ, F.A.I.L. মানে “First Attempt In Learning”।

২২. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশী শিখতে পারে ।



২৩.
আকাশের দিকে তাকাও। আমরা একা নই। মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুপ্রতীম। যারা স্বপ্ন দেখে ও সেই মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা ধরা দেয়।

২৪. আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে বেশী বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন।

২৫. স্বপ্ন শেষ হয় না। কারণ END মানেই শেষ নয়। E.N.D. মানে “Effort Never Dies”।

রাজনৈতিক নেতাদের কথা না শুনে আব্দুল কালামের উক্তি মনে রাখুন। জীবনের যে কোন সময়ে এই কথাগুলি আপনাকে মনের জোর বাড়াতে খুব সাহায্য করবে। আপনাকে ভালো থাকতে সাহায্য করবে।

]]>