Anushka Sharma – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 23 Nov 2018 19:31:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Anushka Sharma – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান https://thenewsbangla.com/bollywood-film-stars-in-new-era-get-how-much-money/ Fri, 23 Nov 2018 19:07:45 +0000 https://www.thenewsbangla.com/?p=2972 The News বাংলা, মুম্বাইঃ বলিউড তারকাদের ‘গলাকাটা’ পারিশ্রমিক সবসময়ই আমাদের অবাক করে। বলিউডের নতুন তারকারা ‘খান’দের মতো কিংবা অক্ষয়কুমার, অজয় দেবগন এবং হৃতিক রোশনের মতো পারিশ্রমিক না পেলেও খুব একটা কমও পান না। খুব তাড়াতাড়ি তাঁরা বলিউডের সবচেয়ে বড় তারকাদের চ্যালেঞ্জ করবেন বলেই বিশ্বাস ফিল্ম সমালোচকদের।

আরও পড়ুন: বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

তবে, বক্স অফিস সংগ্রহের ক্ষেত্রে এরা কিন্তু সেরা তারকাদেরও টেক্কা দিতে সক্ষম হয়েছেন ২০১৮ সালে। আপনি কি জানেন, এই নতুন যুগের তারকারা প্রতি চলচ্চিত্রে কত পারিশ্রমিক পান? নতুন নায়ক- নায়িকারা ফিল্ম পিছু কত দাবি করেন? চলুন জেনে নেওয়া যাক।

Image Source: Google

রনবীর কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১৫-১৮ কোটি
কাপুর পরিবারের এই ছোট কাপুর বেশ কিছু চলচ্চিত্রে দারুণ কাজ করেছেন, যেমন- রকস্টার, বরফি, আয় দিল হ্যায় মুশকিল ইত্যাদি। প্রতিটি চলচ্চিত্রে তিনি ১৫ থেকে ১৮ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

বরুণ ধাওয়ানঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১২-১৫ কোটি
তার ঝুলিতে কোন ফ্লপ ছবি নেই, ৯টি চলচ্চিত্রের সবগুলোই হিট। বলিউডের নতুন যুগের সবচেয়ে আশাপ্রদ অভিনেতাদের তিনি একজন। প্রতিটি চলচ্চিত্রে তিনি ১২-১৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

Image Source: Google

দীপিকা পাড়ুকোনঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১৩ কোটি
বর্তমানে বলিউড নায়িকাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালো কাজ করছেন। তাঁর প্রতিটি ছবিই এখন হিট হচ্ছে। পদ্মাবতের সাফল্যের পর তিনি তাঁর পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ১৩ কোটিরও বেশি পারিশ্রমিক দাবি করছেন।

Image Source: Google

রনবীর সিংঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৮-১২ কোটি
তিনি এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন। এই কথাটি তার সাথে পুরোপুরি যায়। তিনি একজন বহুমুখী অভিনেতা। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৮-১২ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সুশান্ত সিং রাজপুতঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
টিভি শো-এর মাধ্যমে জনপ্রিয় হওয়া এই অভিনেতা দিন দিন আরও ভালো চরিত্রভিনেতা হয়ে উঠছেন। তাঁর অভিনয়ের গভীরতার সকলে প্রশংসা করেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

Image Source: Google

অর্জুন কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
‘ইশেকজাদে’ চলচ্চিত্রে দারুণ অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন। তার অভিনয় বেশ শক্তিশালী। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন। যদিও অভিনয় আরও ভালো করে শেখা উচিত বলে মনে করেন সমালোচকরা।

অনুষ্কা শর্মাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৬ কোটি
‘রব নে বানা দি জোড়ি’ চলচ্চিত্রে অভিষেকের পর থেকে তিনি আমাদের তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৬ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সোনম কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫ কোটি
বলিউডের ফ্যাশন আইডল তিনি। তিনি বেশ কিছু দারুণ চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: শুভ জন্মদিনে জেনে নিন শাহরুখ খান এর জীবনের অজানা কাহিনি

আলিয়া ভাটঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪-৫ কোটি
আলিয়া ভাট বর্তমানে বলিউডের সবচেয়ে শক্তিশালী এবং আশাপ্রদ তারকা। তাঁর প্রতিটি চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৪-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

শ্রদ্ধা কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪ কোটি
এই অভিনেত্রী প্রতিটি চলচ্চিত্রে নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। সুপারস্টার প্রভাসের বিপরীতে ‘সাহো’ চলচ্চিত্রে তাঁকে দেখা যাবে। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৪ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সোনাক্ষী সিনহাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪ কোটি
সোনাক্ষী সিনহা এমন একজন অভিনেত্রী যিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। ‘দাবাং’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হওয়া এই তারকা প্রতিটি চলচ্চিত্রে ৪ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

Image Source: Google

সিদ্ধার্থ মালহোত্রাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩-৫ কোটি
‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের হার্টথ্রুব অভিনেতাদের একজন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

টাইগার শ্রফঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩-৫ কোটি
বলিউডের ‘র‍্যাম্বো’ তাঁর নাচ এবং অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মুগ্ধ করতে কখনো ভুল করেন না। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

Image Source: Google

জ্যাকলিন ফার্নান্ডেজঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩ কোটি
সালমান খানের বিপরীতে ‘কিক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

আয়ুষ্মান খুরানাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
তিনি সত্যিই জনগণের চাহিদা বোঝেন এবং সেই অনুযায়ী চলচ্চিত্র করেন। গভীর অভিনয়ের সাথে হাস্যরস তার চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই অভিনেতাকে লম্বা রেসের ঘোড়া মনে করা হচ্ছে। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন। তবের’বাধাই হো’র সাফল্যের পর তাঁর পারিশ্রমিক যে বাড়তে চলেছে তা বলাই যায়।

]]>
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’ https://thenewsbangla.com/indian-cricketers-claim-bananas-and-wife-before-cricket-world-cup/ Tue, 30 Oct 2018 04:16:00 +0000 https://www.thenewsbangla.com/?p=1652 The News বাংলা: ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই অদ্ভুত দাবি বিরাটদের। আগামি বছরের ইংল্যান্ড বিশ্বকাপে বৌদের সারা সময়ের জন্য সঙ্গে রাখতে চান বিরাটরা। সঙ্গে দাবি কলা খাবার। আগামী বছরের ৩০ মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল হবে ১৫ জুলাই।

Image Source: Google

আরও পড়ুন: ক্রিকেট ও সিনেমার দাম্পত্য প্রেমের করবা চৌথ

সমস্যাটা বহুদিনের। স্ত্রী বা সঙ্গিনীদের বিদেশ সফরে একসঙ্গে থাকতে দেওয়া হবে কিনা। কখনও অনুমতি দেওয়া হয়েছে, কখনও আবার দেওয়া হয় নি। ‘নারী সঙ্গ করলে মাঠে পারফরম্যান্স খারাপ হবে’, ক্রিকেট কর্তাদের এই দাবি বরাবর উড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা।

Image Source: Google

বিরাটদের আমলেও বেশ কিছুদিন ধরেই আলোচনায় আসছিল, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে রাখার বিষয়টি। ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা দাবিটা বেশি করে তুলছিলেন। যদিও, সেটা ছিল আড়ালে-আবডালে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ড সফর থেকেই এবার জোরালোভাবে এই দাবি তুলেছেন।

Image Source: Google

ক্রিকেটারদের দাবি পৌঁছে গেছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) এর কাছে। কোহলিদের এই দাবিতে বিসিসিআইও নড়েচড়ে বসেছে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, এ ব্যাপারে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা। তবে বোর্ডের পরবর্তী সভায় এ প্রসঙ্গটি উত্থাপন করা হবে।

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

এ ব্যাপারে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটারদের স্ত্রীরা দলের সঙ্গে সফরে যান। অবশ্য পুরো সময়টা থাকতে পারেন না। নির্ধারিত সময়ের পর দেশে ফিরে যেতে হয়। আর এই নিয়মেরই বদলের দাবি তুলেছেন কোহলিরা।’

Image Source: Google

অবশ্য এ বিষয়ে বোর্ডগুলো দ্বিধাবিভক্ত। এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারও এমন দাবি তুলেছিলেন। তবে অনেকেই বলছেন, সফরে স্ত্রীরা সঙ্গে থাকলে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটে। অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা দুই সপ্তাহের জন্য স্ত্রীদের সঙ্গে রাখতে পারেন। পরে তাদের দেশে ফিরতে হয়। এই নিয়মেরই বদল চাইছেন তাঁরা।

Image Source: Google

বৌদের পাশাপাশি বেশি করে কলা খেতে চান বিরাটরা। গত ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের পছন্দ মত কলা সরবরাহ করতে পারে নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর ব্রেকফাস্ট সহ সবসময়ই কলা খান ভারতীয় ক্রিকেটাররা। পর্যাপ্ত কলা সাপ্লাই দেবার দাবিও তুলেছেন বিরাটরা।

Image Source: Google

বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই তাই এই দুটো দাবি নিয়ে সোচ্চার হয়েছে মেন ইন ব্লু ব্রিগেড। সঙ্গে জিম সহ ভালো হোটেল, সফরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য একটা রেল কোচ, এইসব দাবি তো আছেই।

আরও পড়ুন: ভাইরাল ছবির জেরে ‘দুধের বাচ্চা’ নিয়ে বদলি মহিলা পুলিশ

বিদেশ সফরে দাবি দাওয়া নিয়ে আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হত বিসিসিআই কর্তাদের। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেটে বসেছে অ্যাডমিনিস্ট্রেটরস। তাই ক্রিকেটাররা তাদের দাবি দাওয়া রেখেছেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) এর কাছে।

Image Source: Google

এখন দেখার এটাই যে, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) বিরাটদের এই দাবি মেনে নেয় কিনা। আপাততঃ এই নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটা দেখার জন্য ক্রিকেটারদের পাশাপাশি অপেক্ষায় ভারতীয় ক্রিকেট কর্তারাও।

]]>
ক্রিকেট ও সিনেমার দাম্পত্য প্রেমের করবা চৌথ https://thenewsbangla.com/karva-chauth-of-the-love-story-of-cricket-and-films/ Sun, 28 Oct 2018 18:42:13 +0000 https://www.thenewsbangla.com/?p=1574 The News বাংলা: করবা চৌথ। করবা কথার অর্থ মাটির ছোট পাত্র। আর হিন্দিতে চৌথের অর্থ চার। কার্তিক মাসে কৃষ্ণপক্ষ শুরু হওয়ার চতুর্থ দিনে এই অনুষ্ঠান পালন করা হয় বলেই এমন নাম। বিবাহিত নারী-পুরুষদের কাছে এই পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এ দিন সূর্যোদয়ের পর থেকে নির্জলা উপবাসে সারা দিন কাটান বিবাহিত দম্পতিরা। এবারের করবা চৌথে খবরের শিরোনামে সেই বিরুস্কা।

প্রত্যেক বছরের মত এবারও করবা চৌথ পালন করেছেন বলিউড তারকারা। কে নেই এই তালিকায়। ঐশ্বর্য বচ্চন, শিল্পা শেঠি, করিনা কাপুর, কেউই বাদ যাননি। তবে এবার করবা চৌথটা বিরাট কোহলি – অনুষ্কা শর্মা, নবদম্পতির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কারণ বিয়ের পর এটাই যে অনুষ্কার প্রথম করবা চৌথ। স্বামীর মঙ্গল কামনায় এবার অন্যান্য ভারতীয় নারীর মতোই করবা চৌথের ব্রত রাখলেন অনুষ্কাও।

The News Bangla

চলছে ভারত – ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজ। তার মাঝেই সময় বের করে বউকে সারাদিনের উপোস ভাঙাতে চলে এলেন ক্যাপ্টেন বিরাট কোহলি। আর অন্যদিকে সিনেমার শুটিং থেকে রীতিমতো ছুটি নিয়ে করবা চৌথের ব্রত রাখলেন অনুষ্কা শর্মা।

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

এদিন হলুদ রঙের শাড়িতে ভারতীয় নারী অবতারে বিরাট গিন্নীকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আর বিরাটের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। প্রথমেই চাঁদ ওঠার পর বউয়ের উপোস ভাঙালেন বিরাট। তারপর করবা চৌথের রাতে সেই আকাশের চাঁদকেই সাক্ষী রেখে, চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে কাছের মানুষটির সঙ্গে একের পর এক ছবি তুললেন অনুষ্কা।

The News Bangla

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

জ্যোৎস্নার আলোয় এদিন বিরাটের পাশে অনুষ্কাকে দেখাচ্ছিল আরও বেশি মোহময়ী। এই ছবি ইনস্টাগ্রামে ও টুইটারে পোস্ট করে বিরাট স্বীকার করে নিয়েছেন যে অনুষ্কাই তাঁর জীবন ও ব্রহ্মাণ্ড। একই ভাবে অনুষ্কাও বিরাটকে তাঁর জীবনের সূর্য, চন্দ্র, তারা এবং সমস্তকিছু বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: বিয়ে না করেই মা হলেন দঙ্গল অভিনেত্রী

The News Bangla

আর ইনস্টাগ্রামে বিরুষ্কার করবা চৌথের ছবি পোস্ট হতেই সেই ছবি ভাইরাল। ইতিমধ্যেই কয়েক লাখ লাইক ও শেয়ার। এবারের করবা চৌথে মুম্বাইয়ের বলিউড নায়ক – নায়িকাদের অনেক পিছনে ফেলে খবরের শিরোনামে সেই বিরাট – অনুষ্কা জুটি। সনাতন ভারতবর্ষের পুরোনো সেই ঐতিহ্যই যেন নতুন করে তুলে ধরলেন এই নবদম্পতি। অতি আধুনিকতার জুগে বিরাট – অনুষ্কার এই সনাতন প্রথা ও ঐতিহ্যকে মেনে চলার ঘটনায় মুগ্ধ গোটা ভারত।

]]>