Anupam Hazra – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 30 Apr 2019 08:36:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Anupam Hazra – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মায়ের মৃত্যু নিয়ে আমার সঙ্গে রাজনীতি করেছেন অনুব্রত, দাবী অনুপমের https://thenewsbangla.com/anubrata-mondal-played-politics-with-mother-death-says-anupam-hazra/ Tue, 30 Apr 2019 08:36:09 +0000 https://www.thenewsbangla.com/?p=12016 দলের চাপে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভোল বদল যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার। মায়ের মৃত্যু নিয়ে আমার সঙ্গে রাজনীতি করেছেন অনুব্রত, মঙ্গলবার বিজেপি দফতরে দাবী করলেন অনুপম। মুকুল রায়কে পাশে নিয়ে এদিন কলকাতায় সাংবাদিক করলেন অনুপম হাজরা।

সোমবার, চতুর্থ দফার ভোটের দিন আচমকা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত করতে আসেন অনুপম হাজরা। শুধু দেখাই করা নয়, জমিয়ে মাছ-ভাতও খান যাদবপুরের বিজেপি প্রার্থী। ফিরে এলে সাংসদ করতেই পারি, বলেন অনুব্রত। ফলে উস্কে যায় জল্পনা। এরপরেই অনুপমকে শো কজ করে বিজেপি।

আর মঙ্গলবার সম্পূর্ণ ভোলবদল করে অনুপম হাজরা জানান, মায়ের মৃত্যু নিয়েও তাঁর সঙ্গে রাজনীতি করলেন অনুব্রত মণ্ডল। তাঁকে বাড়িতে ডেকে, তারপর দলিয় অফিসে আসতে বলে ফাঁসিয়েছেন অনুব্রত, এমনটাই দাবি তাঁর। মুকুল রায়কে পাশে নিয়ে কৈফিয়ত অনুপমের।

আরও পড়ুনঃ ভোটের দিন স্বয়ং প্রার্থীই ঘুম থেকে উঠলেন দুপুর ১২ টায়, বাংলায় ভোট রঙ্গ

সৌজন্য না ঘরে ফেরা, ভোটের দিন অনুব্রত অনুপম সাক্ষাতে উঠে যায় প্রশ্ন। সোমবার ভোট দিয়ে ফিরে যখন তাঁর দলিয় দফতরে বসে অনুব্রত, তখনই তাঁর কাছে আসেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

শুধু ‘কেষ্ট কাকার’ কাছে আসাই নয়। অনুব্রতর বাড়িতে জমিয়ে মাছ-ভাতও খান অনুপম। লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গেরুয়া শিবিরে যোগদান করেন অনুপম। এরপরই তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি।

সেই যাদবপুর কেন্দ্রের প্রার্থীই সোমবার সটান চলে যান অনুব্রতর দরবারে। তাও আবার চতুর্থ দফার ভোটের দিন। অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। জানিয়ে দেন, “কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা”।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন, বললেন মোদী

সোমবার স্নেহের সুরে অনুব্রত বলেন, “বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম”। আবার দলে ফিরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দেন কেষ্টদা। সুধু তাই নয়, অনুব্রত মন্ডলও বলেন “ওকে ঠিক দলে নিয়ে নেব, সাংসদ করব, রাজ্যসভা ভোট আছে”।

বিজেপিতে যোগদান করার পরেও কেন অনুব্রতর বাড়িতে? ‘কেষ্ট কাকার’ বাড়িতে বসেই অনুপম বলেন, “কাকার কাছে এসেছি, ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে”। তারপরেই তাঁকে শো কজ করে ক্ষুব্ধ বিজেপি।

আরও পড়ুনঃ মোবাইলে হুমকি দিয়ে নির্বাচন কমিশনকে হাস্যকর প্রমাণ করলেন অনুব্রত মণ্ডল

মঙ্গলবার গেরুয়া শিবিরের ক্ষোভ চাপা দিতেই সব অভিযোগ চাপান সাংবাদিকদের উপর। জানিয়ে দেন, মায়ের মৃত্যু নিয়ে আমার সঙ্গে রাজনীতি করেছেন অনুব্রত। মিডিয়া ডেকে তাঁকে ফাঁসান হয়েছে বলেই জানান তিনি।

তাঁর প্রতি পদ্ম শিবিরের ক্ষোভ চাপা দিতেই ভোল বদল, মনে করছে রাজনৈতিক মহল। তবে অনুপমের ভোল বদলে কেষ্ট কাকা কি প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার। তবে মায়ের মৃত্যু নিয়ে রাজনীতি করবেন অনুব্রত, এটা জেলা রাজনীতিতে কেউ বিশ্বাস করেন না বলেই জানা গেছে বীরভূম জেলা সূত্রে।

]]>
অনুপমের হয়ে যাদবপুরে প্রচারে অংশ নিলেন WWE চ্যাম্পিয়ন গ্রেট খালি https://thenewsbangla.com/great-khali-campiaging-for-bjp-candidate-anupam-hazra-at-jadavpur/ Fri, 26 Apr 2019 10:01:53 +0000 https://www.thenewsbangla.com/?p=11696 জোরকদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। প্রথম তিন দফা নির্বাচন সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গে এখনো বাকি চার দফার নির্বাচন। রাজনৈতিক প্রচারে কোনও দলই চমকের খামতি রাখতে চাইছেন না। শুক্রবার সেরকমই চমক দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। আজ প্রচার সারলেন WWE এর চাম্পিয়ন গ্রেট খালির ওরফে দলীপ সিং রানার সাথে।

নির্বাচনের শেষের দিকের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে। শুক্রবারই আলিপুরে মনোনয়ন পত্র জমা দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। প্রার্থী হিসেবে অনুপমের নাম ঘোষণা হতেই প্রতিদিন দফায় দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচার সেরেছেন তিনি। তবে আজ শুক্রবারের রোড শো করে মনোনয়ন জমা দেওয়ার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তার বড় আকর্ষণ কুস্তিগীর গ্রেট খালির উপস্থিতি।

আরও পড়ুনঃ টার্গেট মুর্শিদাবাদ, অধীরকে হারাতে বহরমপুরে ইমামদের নিয়ে সভা শুভেন্দুর

অনুপমের হয়ে প্রচারে গতকালই শহরে এসেছেন এই চ্যাম্পিয়ন কুস্তিগীর। বিজেপির দলীয় সমর্থকদের অনুরোধেই তিনি আজ অনুপমের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। গ্রেট খালিকে বহুদিনের পুরনো বন্ধু হিসেবে জানিয়েছেন বিজেপি প্রার্থী অনুপম। পেশাদার কুস্তিগীর হিসেবে উত্থানের পূর্বে তিনি পাঞ্জাব পুলিশের একজন পুলিশ আধিকারিক ছিলেন।

আরও পড়ুনঃ প্রচারে বেড়িয়ে দুষ্কৃতীর ভোজালি হামলার মুখে বিজেপি প্রার্থী, কর্মীর গলায় কোপ

আজ শুক্রবার সকাল ১১ টা নাগাদ যাদবপুরের রানীকুঠি থেকে নির্বাচনী র‍্যালি শুরু হয়। এরপর টালিগঞ্জ, আনোয়ার শাহ, মুদিয়ালি, রাসবিহারী, হাজরা মোড় হয়ে আলিপুর জেলা শাসকের দফতরে গিয়ে শেষ হয় র‍্যালি। সেখানেই মনোনয়ন জমা দেন অনুপম।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই হচ্ছে ত্রিমুখী। লড়াই তৃণমূল, বিজেপি এবং সিপিএমের মধ্যে। তৃণমূলের তরফে অভিনেত্রী মিমি চক্রবর্তী, সিপিএমের তরফে কলকাতার প্রাক্তন মেয়র তথা পোড় খাওয়া আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপির পক্ষে অধ্যাপক অনুপম হাজরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদবপুর কেন্দ্রে অতীতে বিজেপির সেভাবে উপস্থিতি না থাকলেও এবার সারা বাংলায় একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভের লক্ষ্য নিয়েছে বিজেপি। এই কেন্দ্রেও হেভিওয়েট নিয়ে প্রচার বিজেপিকে অনেকটা অক্সিজেন জোগাবে, তা বলাই বাহুল্য।

]]>
সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের https://thenewsbangla.com/mukul-roy-magic-failed-only-expelled-tmc-mp-anupam-hazra-joins-bjp/ Tue, 12 Mar 2019 14:00:39 +0000 https://www.thenewsbangla.com/?p=8229 সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের। সেই তৃণমূলের বাতিল সাংসদ অনুপম হাজরাকেই মঙ্গলবার বিজেপিতে যোগদান করালেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়।

ঘোষিত হল আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই দিল্লিতে মুকুল রায় এবং বিজেপির কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বোলপুরের সাংসদ অনুপম হাজরা।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

তার সঙ্গেই হবিবপুরের ৩ বারের জয়ী সিপিএমের বিধায়ক খগেন মূর্মূ এবং বাগদার কংগ্রেসের বিধায়ক দুলালচন্দ্র ভরও বিজেপিতে যোগ দেন। এর বাইরে উল্লেখযোগ্য কাউকেই বিজেপি মঞ্চে মঙ্গলবার যোগ দিতে দেখা যায়নি। এমনকি বিজেপিতে যাবার কথা অস্বীকার করেছেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সিও।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকেই বহুবার দাবি করে এসেছেন, তার সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দলগুলোর অনেক তাবড় তাবড় সাংসদ ও বিধায়ক তলায় তলায় যোগাযোগ রাখছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বহুবার একই দাবি করেছেন। কিন্তু দল ভাঙানোর যাবতীয় দায়িত্ব ছিল মুকুলের হাতেই। কিন্তু এখন পর্যন্ত কোন বড় নেতাকেই দলে নিতে পারেননি মুকুল রায়।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

একদা তৃণমূল দলে ‘চাণক্য’ নামে খ্যাত মুকুল রায়ের কথার ওপর ভর করে রাজনৈতিক পট পরিবর্তন দেখার অপেক্ষায় নজর রেখেছিল বাংলার রাজনৈতিক মহল। কখনো পুজোর পর, আবার কখনো মমতার ব্রিগেডের পরেই তৃণমূলে ধস নামবে, প্রায়ই মুকুলের এরকম বক্তব্যে আশায় বুক বেঁধেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল

শেষ অবধি প্রত্যাশা করা হয়েছিল, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই তৃণমূলের অনেক বড় নেতাই দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেবেন। কিন্তু তার কিছুই হল না। উল্টে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরাকে দলে নিয়েই সন্তুষ্ট থাকতে হল বিজেপিকে। দল থেকে বহিষ্কৃত হবার পরে রাজনৈতিক কেরিয়ার সচল রাখতে অনুপমের গন্তব্য হবে বিজেপি, তা আগে থেকেই একপ্রকার নিশ্চিত ছিল।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

সম্প্রতি প্রাক্তণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির পত্নী দীপা দাশমুন্সির বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছিল। মুকুল রায়ের সাথে অধীর চৌধুরীর দিল্লির বাসভবনে সাক্ষাতের বিষয়েও আলোচনা হয়। কিন্তু গত রবিবারই অধীর চৌধুরী সেই দাবিকে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার হচ্ছে বলে মন্তব্য করেন। এদিকে আজ মঙ্গলবার দীপা দাশমুন্সিও জানিয়ে দেন, বিজেপিতে যোগদানের কোনও সম্ভাবনাই তাঁর নেই।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

এর আগে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিজেপিতে সামিল হওয়ার ব্যাপারেও বিতর্ক তৈরি হয়। মুকুল রায় তাঁর বাড়িতে গিয়ে সাক্ষাৎও করেন। মাত্র ১ দিন পরেই তিনি জানিয়ে দেন, তিনি বিজেপিতে আসছেন না। উল্টে মুকুলের উদ্দেশ্য তিনি বুঝতে পারেননি বলে তিনি মন্তব্য করে মুকুল রায়কে চরম লজ্জায় ফেলে দেন সব্যসাচী।

আরও পড়ুনঃ গেরুয়া ভোটে থাবা বসাতে অধিকাংশ আসনেই ব্রাহ্মণ প্রার্থী ঘোষণা দলিত নেত্রী মায়াবতীর

আগে রাজ্য বিজেপির তরফে বলা হয়েছিল, তৃণমূল ত্যাগ করে অন্য দলে নাম লেখালেই তাদের নামে রাজ্য পুলিশ মিথ্যা মামলা দায়ের করছে। উল্লেখ্য, অনুপম হাজরার সাথে একই সময়ে বহিষ্কৃত হয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। পরে সৌমিত্র খানের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। এই আশঙ্কা থেকেই অনেকে বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে সাফাই দেওয়া হয় বিজেপির তরফে।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা হয়ে গেলেও মুকুলের বক্তব্যের সাথে বাস্তবের ফারাকই বেশি নজরে আসছে। এখনও উল্লেখযোগ্য কাউকেই সেভাবে মুকুল রায় তাঁর ম্যাজিকে বশ করতে পারেননি। এখন মুকুল ম্যাজিক দেখার আশার বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকার দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে বিজেপি কর্মীরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>