Andhra Pradesh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 Jun 2022 04:18:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Andhra Pradesh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সব সম্ভব, পরীক্ষা দেবার ২৪ বছর পর স্কুল শিক্ষকের চাকরি পেলেন শাসক দলের বিধায়ক https://thenewsbangla.com/ysrcp-mla-karanam-dharmasri-get-govt-school-teacher-job-after-24-years-of-exams/ Wed, 22 Jun 2022 04:10:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15636 সব সম্ভব, পরীক্ষা দেবার ২৪ বছর পর; স্কুল শিক্ষকের চাকরি পেলেন শাসক দলের বিধায়ক। ২৪ বছর আগে ১৯৯৮ সালে; সরকারি স্কুলে শিক্ষক হবার আবেদন করেছিলেন তিনি। পরীক্ষায় পাশ করে ইন্টারভিও দেন; কিন্তু চাকরি পাননি। তারপর রাজনীতিতে যোগ দিয়ে; এখন তিনি রাজ্যের বিধায়ক। ৫৪ বছর বয়সি এই বিধায়কই, ২৪ বছর আগে স্কুল শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য; আবেদন জানিয়েছিলেন। সম্প্রতি এই বিধায়কের নামই; শিক্ষক নিয়োগের যোগ্য চাকরি প্রার্থীদের তালিকায় উঠেছে।

আদালতে মামলা, আইনি জটিলতা এবং দুর্নীতির কারণে; বছরের পর বছর স্কুলের চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী। এই ঘটনা বাংলার ক্ষেত্রে অতি পরিচিত ঘটনা। তবে দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানাতেও; এই দৃশ্য নতুন কিছুই নয়। বিগত ২৪ বছর ধরে সেখানে শিক্ষক নিয়োগ ঝুলে; বিভিন্ন জটিলতার জেরে। এই আবহেই, ২৪ বছর পর এক চাকরি প্রার্থীর নাম এল যোগ্যদের তালিকায়; এবং সেই প্রার্থী আজ অন্ধ্রপ্রদেশের শাসক দলের বিধায়ক!

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি, শিবসেনা বি’দ্রোহী বিধায়করা পৌঁছে গেলেন মহারাষ্ট্র থেকে অসমে

সরকারি চাকরি না পেয়ে, আন্দোলন করতে করতে; রাজনীতিতে প্রবেশ করেছিলেন করনম ধর্মসারি। ৫৪ বছর বয়সি এই বিধায়ক ২৪ বছর আগে স্কুল শিক্ষক পদে; চাকরি পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন, পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিয়েছিলেন। সম্প্রতি এই বিধায়কের নামই, শিক্ষক নিয়োগে চাকরি প্রার্থীদের তালিকায় উঠেছে। বর্তমানে তিনি ওয়াইএসআর কংগ্রেসের সদস্য; রাজ্যের শাসক দলের বিধায়ক।

আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা

অন্ধ্রপ্রদেশের বিধায়ক করনম ধর্মসারি বলেন, “আমি রাজ্যের শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে; একটি ফোন পাই সোমবার। তিনি বলেন যে সরকারের প্রকাশিত নয়া তালিকা অনুসারে; ১৯৯৮ সালের শিক্ষকের চাকরির জন্য যোগ্য প্রার্থীদের মধ্যে আমার নাম ছিল। এরপরে, আমার সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন বন্ধুর কথা হয়। আমি আবেগ তাড়িত হয়ে পড়েছিলাম”।

ধর্মসারি আরও বলেন, “সেই সময় আমার বয়স ছিল ৩০; কংগ্রেস নেতা ওয়াই এস রাজশেখর রেড্ডির দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমি রাজনীতিতে আসি। এখন চাকরি পাবার খবরে অন্যরকম অনুভুতি হচ্ছে”।

]]>
তিন নাবালক সহ মোট ছয়জন মিলে লাগাতার গণধর্ষণ নাবালিকাকে https://thenewsbangla.com/minor-girl-gang-rape-including-three-minors-for-five-days-in-andhra-pradesh/ Mon, 24 Jun 2019 06:36:25 +0000 https://www.thenewsbangla.com/?p=14307 ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। টানা পাঁচদিন ধরে তিন নাবালক সহ; মোট ৬ জনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ওংগো জেলায়।

মধ্যপ্রদেশ পুলিশের তরফ থেকে জানা গেছে; ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী এম সুচারিতা অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব, বাংলার সব এসপি অফিস ঘেরাও করল বিজেপি

প্রকাশম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সিদ্ধার্থ কৌশল সাংবাদিকদের জানান; ১৭ জুন; ওংগোতে আরটিসি বাস স্টেশন এ তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল মেয়েটি। সেখানেই অভিযুক্তদের মধ্যে একজন মেয়েটির সঙ্গে বন্ধুত্ত করে।

নাবালিকাকে ভুল বুঝিয়ে; বাসস্ট্যান্ড থেকে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় ছেলেটি; এবং তারপর টানা পাঁচদিন ধরে ৬ জন বন্ধু মিলে লাগাতার ধর্ষণ করে নাবালিকাকে।

আরও পড়ুনঃ খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, কাটমানি নিয়ে মমতাকেই আক্রমণ নচিকেতার

ওংগোর পাশের গন্টুর জেলায় বাড়ি মেয়েটির। পাঁচদিন পরে; ধর্ষকদের কবল থেকে মেয়েটি পালাতে সক্ষম হয়। শনিবার সন্ধ্যেবেলায় পালিয়ে বাসস্ট্যান্ডে আসে মেয়েটি; সেই সময় এক হোম গার্ড মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানা যায়।

এরপর মেয়েটিকে সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়; এবং তার চিকিৎসা শুরু হয়। নাবালিকার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং বিভিন্ন স্থান থেকে তাদের আটক করেছে।

আরও পড়ুনঃ খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, কাটমানি নিয়ে মমতাকেই আক্রমণ নচিকেতার

ঘটনার নিন্দা করে; অন্ধ্রপ্রদেশের ডিজিপি বলেন, নারী ও শিশু সুরক্ষা ও নিরাপত্তার দিকে কড়া নজর দেওয়া হবে। তাদের উপর ঘটা অপরাধ প্রতিরোধে উচ্চতর ব্যাবস্থা নেওয়া হবে।

পোকসো আইন এর তরফ থেকেও বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের এই ঘটনা নারী নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল বর্তমান সরকারকে।

]]>
লোকসভা ভোটে টিকিট না পেয়ে আত্মহত্যার অভিনয় বিধায়কের https://thenewsbangla.com/andhra-pradesh-mla-pretends-to-slit-wrist-for-being-denied-election-ticket/ Mon, 18 Mar 2019 09:50:29 +0000 https://www.thenewsbangla.com/?p=8697 আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষন বাছাইয়ের পর শুরু হয়েছে বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষণা। আর প্রার্থী তালিকা ঘোষনার পরেই বিভিন্ন দলের টিকিট না পাওয়া নেতাদের ক্ষোভ বাড়তে শুরু করেছে। চলছে দল বদলের পালাও। এবার টিকিট না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের এক বিধায়ক।

বিধায়কের নাম সুনীল কুমার। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ভোটে লড়ার টিকিট পাবেন বলে প্রত্যাশা করেছিলেন। কিন্তু তিনি আগেই খবর পান যে এবার তাকে টিকিট দেওয়া হচ্ছে না। আর তাতেই ক্ষোভ প্রকাশ করে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। দলীয় প্রধানের কাছে আত্মহত্যার চেষ্টার ভিডিও পাঠিয়ে দেন।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

সোশ্যাল মিডিয়ায় সুনীল কুমার হাতের শিরা কাটার একটি ভিডিও আপলোড করে দেন। ভিডিওটিতে তাকে দলের প্রধান জগন মোহন রেড্ডির উদ্দেশ্যে বলতে শোনা যায়, তিনি ৫ বছর দলের সাথে থাকা সত্ত্বেও তাকে দলের তরফে টিকিট দেওয়া হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীকে উপযুক্ত জবাব দিতে চান নিজের আত্মহত্যার মাধ্যমে।

আরও পড়ুনঃ ভারত-পাক ক্ষেপণাস্ত্র যুদ্ধ শুরু হওয়ার আগেই কি কারণে বন্ধ হল

আত্মহত্যার চেষ্টা করলেও তার আঘাত তেমন গুরুতর নয়। অনেকে বলছেন, দলের প্রধানকে ব্ল্যাকমেল করতেই তিনি পুরোটাই অভিনয় করছেন।

সম্প্রতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সাথে তার সখ্যতা বাড়ছিল বলে সূত্রের খবর। তার ফলেই দলের তরফে তাকে টিকিট দেওয়া হয়নি। আর তার জেরেই এই সিদ্ধান্ত নেন ঐ বিধায়ক।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

কিন্তু বিধায়কের এই আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যার ভিডিও দেখিয়ে ব্লাকমেলের চেষ্টা শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। টিকিট না পেয়ে দল ছাড়া থেকে শুরু করে অনেক কিছুই করেছেন নেতারা। তবে হাতের শিরা কেটে লোকদেখানোর চেষ্টা ভারতীয় গণতন্ত্রে এই প্রথম বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিশ্ববিখ্যাত তিরুপতি মন্দিরের পাশে আরও এক তিরুপতি https://thenewsbangla.com/world-famous-tirupati-temple-gets-a-twin-in-jubilee-hills/ Thu, 14 Mar 2019 11:41:07 +0000 https://www.thenewsbangla.com/?p=8413 অন্ধ্রপ্রদেশের জুবিলি হিলসের ৯২ নম্বর রাস্তা জুড়ে “গোবিন্দ গোবিন্দ”, “নমঃ ভেঙ্কটেশ” মন্ত্রোচ্চারণ গত বুধবার থেকে শুরু হয়েছে। উপলক্ষ্য ভগবান ভেঙ্কটেশের মন্দির স্থাপন যা দেখতে অনেকটা ছোট তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরের মত। এই মন্দিরও নির্মাণ করেছে “তিরুমালা তিরুপতি দেবস্থানাম”।

আরও পড়ুনঃ কেন মা কালীর পায়ের নিচে বাবা মহাদেব

তিরুমালা তিরুপতি দেবস্থানামের মন্দির হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলা অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত।

আরও পড়ুনঃ জেনে নিন সিদ্ধপুরুষ ‘জয় বাবা লোকনাথ’ এর অজানা কাহিনী

হিন্দু বিশ্বাস অনুসারে, কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ‘বেঙ্কটেশ্বর’ রূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই মন্দিরটিকে ‘কলিযুগ বৈকুণ্ঠম্‌’ বলা হয় এবং বেঙ্কটেশ্বরকে বলা হয় ‘কলিযুগ প্রত্যক্ষ দৈবতম্‌’ (কলিযুগের প্রত্যক্ষ দেবতা)। বেঙ্কটেশ্বর ‘বালাজি’, ‘গোবিন্দ’ ও ‘শ্রীনিবাস’ নামেও পরিচিত।

এই তিরুপতি মন্দিরের আদলেই তৈরি হল আরও একটা ভেঙ্কটেশের মন্দির। তিরুমালা পুরোহিতরা ছাড়াও বৈদিক পন্ডিত, দর্শনার্থী, পূজারী সহ তিন হাজার পুণ্যার্থী গতকাল এই পবিত্র স্থানের উদ্বোধনে ভিড় করেন। উদ্বোধনের পুণ্যযোগ হিসেবে “মহা কুম্ভঅভিষেকম” এর নির্ঘন্ট ঠিক হয় সকাল ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে। মন্দিরের উদ্বোধনের সময় “মিনা লগনম” নামক পবিত্র ধর্মীয় লোকাচার অনন্য মাত্রা যোগ করে।

আরও পড়ুনঃ নরকঙ্কালের খুলি সাজিয়ে জাগ্রত মহাশ্মশান কালীর পুজো

মন্দির উদ্বোধনের পরে মন্দিরের চারদিকে এবং ৮.৬ ফুট দীর্ঘ বিষ্ণুর মূর্তিতে পবিত্র জল ছেটানো হয়। “টি.টি.ডি” এর এক্সিকিউটিভ অফিসার হায়দ্রাবাদের মানচিত্রে এমন এক মন্দির স্থাপনের পর বলেন,”টিটিডির সমস্ত সদস্যদের পরিশ্রমের ফলেই এই মহান ধর্মীয় প্রতিষ্ঠান সম্ভব হয়েছে। আমাদের পুরোহিত 8ই মার্চ “অনুকারাপরম” পরিবেশন করবেন”।

মন্দির খোলা থাকবে বিকেল পাঁচটা থেকে আটটা ও বন্ধ থাকবে দুপুর দুটো থেকে চারটে। এছাড়া নানান ধর্মীয় আচার পালিত হবে মন্দির চত্ত্বরে। চল্লিশ দিন পর থেকে, মন্দির প্রাঙ্গনে ভোর ৫টায়ে “সুপ্রাভাতম”। সকাল ৭টায়ে “থোমালা সেবা” এবং “অভিষেখম” এর মত আচারও পালন করা হবে।

আরও পড়ুনঃ অজানা কাহিনির আড়ালে সিদ্ধপিঠ তারাপীঠের তারা মা

স্পেশাল অফিসার জগন মহানাচারি বলেছেন যে পুণ্যার্থীদের জন্য বিশেষ টিকিটের ব্যবস্থা করা হবে যাতে তাঁদের সুবিধা হয়। মন্দির প্রাঙ্গনেই তৈরি হবে পুরোহিতদের থাকার কোয়ার্টার। দর্শনার্থীদের জন্যও হবে হোটেল। ভারতবাসী পাবে অন্ধ্রপ্রদেশে এক নতুন টুরিস্ট স্পট।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জমি না দেওয়ায় কৃষককে পিটিয়ে বিষ খাইয়ে মারল পুলিশ https://thenewsbangla.com/farmers-mysterious-death-police-beat-and-poisoned-for-not-giving-land-for-cm-helicopter/ Wed, 20 Feb 2019 12:12:13 +0000 https://www.thenewsbangla.com/?p=7047 অন্ধ্রপ্রদেশের গুন্টার জেলার কোনডাভেডুতে এক কৃষককে পিটিয়ে ও বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, নিজের ফসল ভর্তি জমিতে মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করতে জমি দিতে অস্বীকার করেছিলেন কৃষক কোটেশ্বর রাও ওরফে কোটাইয়া। এরপরেই ওই চাষিকে বিষ খাইয়ে ও পিটিয়ে খুন করে পুলিশ। আর এই নিয়েই সরগরম গোটা দেশ। সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ পুলিশ।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সভা ছিল অন্ধ্রপ্রদেশের গুন্টার জেলার কোনডাভেডুতে। কৃষক কোটেশ্বর রাও ওরফে কোটাইয়ার ক্ষেতটাই ছিল সভাস্তলের সবচেয়ে কাছে। কিন্তু নিজের ভরা পেঁপে ক্ষেতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হেলিকপ্টার নামতে জমি ছাড়তে অস্বীকার করেছিলেন তিনি। পরিস্কার না করে দিয়েছিলেন অন্ধ্র পুলিশকে। আর মুখ্যমন্ত্রীর সভা চলাকালীনই কোটাইয়ার রক্তে মাখামাখি মৃতদেহ পাওয়া গেল তাঁরি ওই পেঁপে ক্ষেতেই।

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জমি না দেওয়ায় কৃষককে পিটিয়ে বিষ খাইয়ে মারল পুলিশ/The News বাংলা
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জমি না দেওয়ায় কৃষককে পিটিয়ে বিষ খাইয়ে মারল পুলিশ/The News বাংলা

অপরাধ, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হেলিকপ্টার নামবে জেনেও জমি ছাড়তে না চাওয়া। অভিযোগ, এরই শাস্তি হিসাবে ওই চাষিকে পিটিয়ে ও বিষ খাইয়ে খুন করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পুলিশ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গুন্টার জেলার কোনডাভেডুর সব চাষী কৃষক। ঘটনাকে কেন্দ্র করে সে রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ অস্বীকার করেও নিহত কৃষকের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

নিহত কৃষকের নাম কোটেশ্বর রাও ওরফে কোটাইয়া। চন্দ্রবাবুর হেলিকপ্টার নামার কিছুক্ষণ আগেই পেঁপে ক্ষেত থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। অভিযোগ, তাঁকে হাসপাতালে পৌঁছনোর থেকে মুখ্যমন্ত্রীকে নিয়েই ব্যস্ত ছিলেন পুলিস আধিকারিকরা। স্থানীয় চাষি কৃষকরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পরিবারের অভিযোগ পেয়েও অনেক পরে চাপে পড়ে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাদের দাবি, পুলিশি পিটিয়ে মেরেছে ওই কৃষককে। তাঁর ভরা পেঁপে ক্ষেতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামতে দিতে অস্বীকার করায় এই পরিণতি হয়েছে কোটেশ্বরের।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, অচৈতন্য ওই কৃষককে কাঁধে করে একটি গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন ২ ব্যক্তি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে প্রতিনিধি দল পাঠিয়েছে অন্ধ্রপ্রদেশের অন্যতম বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস।

বিজেপির তরফে সিবিআই তদন্ত দাবি করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জমি না দেওয়াতেই ওই কৃষককে পিটিয়ে আধমরা করে তারপর তাঁর মুখে বিষ ঢেলেছে পুলিশই। যদিও তা অস্বীকার করেছে পুলিশ। সবমিলিয়ে লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে চন্দ্রবাবু নাইডুর সরকার।

]]>
পথ পরিবর্তন করে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তিতলি https://thenewsbangla.com/cyclone-titali-is-changing-the-way-towards-bengal/ Thu, 11 Oct 2018 07:23:30 +0000 https://www.thenewsbangla.com/?p=1013 নিজস্ব সংবাদদাতা : ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের পর তিতলির প্রধান অভিমুখ এবার বাংলা। হঠাৎই গতিপথ পরিবর্তন করে বাংলা উপকূলের দিকেই আসছে তিতলি। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে দিঘা, শংকরপুর, মন্দারমনি সহ বাংলা উপকূলে। হালকা থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

প্রাথমিকভাবে দেখা গিয়েছিল, ঘূর্ণিঝড়ের প্রধান অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় তিতলি অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।

কিন্তু, গত কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে তিতলি। যার ফলেই আবহাওয়াবিদদের কপালে চিন্তার ভাঁজ। মনে করা হচ্ছে, এভাবে অগ্রসর হলে পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে অপেক্ষা করে রয়েছে প্রবল দুর্যোগ। তবে, ঝড়ের চেয়ে ভারি বৃষ্টির সম্ভাবনার কথাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ভোরেই শক্তিশালী তিতলি ঝড় আছড়ে পড়ে৷ ওড়িশা উপকূলের গঞ্জাম জেলার গোপালপুরে ও অন্ধ্র উপকূলের পালসায় ভয়ঙ্কর ঘূর্ণীঝড় আছড়ে পড়ে৷ সেই সঙ্গে ঘণ্টায় ১৩০-১৪০ কিমি বেগে ঝড় শুরু হয়েছে। দুই রাজ্য উপকূল থেকে প্রায় ১০,০০০ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এখনও পর্যন্ত।

১১ তারিখ সকালেই অন্ধ্র ও ওড়িশা উপকূলে তিতলির আছড়ে পড়ার পূর্বাভাষ দিয়েছিল আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছিল, ১৪০-১৫০ কিলোমেটার বেগে বইবে ঝড়ো হাওয়া। সেই আশঙ্কা সত্যি করেই আসছে তিতলি। হাওয়ার বেগ আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধেই বঙ্গোপসাগরের উত্তর ভাগ ও ওড়িশার দক্ষিণ উপকূলে সবচেয়ে তীব্র হয়েছে তিতলির আক্রমণ। অন্যদিকে, ওড়িশার দক্ষিণ উপকূলে এর তীব্রতা রয়েছে ১০০-১২০ কিলোমিটার মতো।

বাংলা উপকূলের দিকে অভিমুখ পরিবর্তন করায় বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিতলির জেরে কলকাতা ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়ে এই ভয়ানক ঝড়। আগেই ওড়িশা জুড়ে ভারী সতর্কতা জারি করা হয়েছিল। ইতিমধ্যেই ওড়িশা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে জানা যাচ্ছে, কিছুটা হলেও ইতিমধ্যেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় তিতলি। শেষ কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে এই ঘূর্ণিঝড়। আর এর ফলে জোরালো হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে তিতলির আছড়ে পড়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এখবর জানা গেছে।

পরবর্তী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শক্তি আর বাড়বে না বলেই মনে করা হচ্ছে। তাই স্থলভাগে আছড়ে পড়ার পর ঝড়ের দাপট কম থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। তবে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ইতিমধ্যেই দিঘা সহ সব উপকূলেই সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরও। মাইকিং করে সতর্কতা শুরু করেছে জেলা প্রশাসন।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জরুরি বৈঠক করেছেন তিতলি এফেক্ট নিয়ে। দুই রাজ্যের তরফেই প্রশাসনিক স্তরে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীরা। জরুরিকালীন অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন অফিসারদের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশাসনিক স্তরে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন।

]]>