amitabh bachchan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 17 May 2019 13:12:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg amitabh bachchan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী হিসেবে মোদীর থেকে বেশি যোগ্য অমিতাভ, মন্তব্য প্রিয়াঙ্কার https://thenewsbangla.com/amitabh-bachchan-more-qualified-than-modi-as-pm-says-priyanka-gandhi/ Fri, 17 May 2019 12:40:37 +0000 https://www.thenewsbangla.com/?p=13030 শুক্রবার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা; কটাক্ষের সুরে কংগ্রেস সভানেত্রী প্রিয়াঙ্কা বঢরা বলেন; নরেন্দ্র মোদীর চেয়ে অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রী হিসেবে বেশি যোগ্য।

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গে বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন; জনগন পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। কিন্তু এর চেয়ে অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রী হলে সেটা আরও ভালো হত বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া

শুক্রবার সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারে উত্তরপ্রদেশের মির্জাপুরে জনসভা করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা; সেখানেই প্রধানমন্ত্রীর সাথে অভিনেতা অমিতাভ বচ্চনের তুলনা টানেন তিনি। আগামী ১৯শে মে এই কেন্দ্রে শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানসিকতার, বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

প্রিয়াঙ্কা বঢরার বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সাথে অমিতাভ বচ্চনের সুসম্পর্ক বজায় ছিল। রাজীব গান্ধীর রাজনীতিতে প্রবেশের পরেই সাময়িক কালের জন্য অমিতাভ বচ্চনও রাজনীতির দুনিয়ায় পা রাখেন; ১৯৮৪-১৯৮৫ সালে এলাহাবাদ থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন; যদিও অমিতাভ রাজনৈতিক ভাবে সাফল্য লাভ করতে পারেননি।

]]>
অভিনয় জীবনে প্রথমবার রূপান্তরকামীর চরিত্রে অমিতাভ বচ্চন https://thenewsbangla.com/amitabh-bachchan-acts-as-a-transgender-role-in-south-indian-remake-kanchana/ Thu, 02 May 2019 07:10:59 +0000 https://www.thenewsbangla.com/?p=12161 অভিনয় জীবনে এই প্রথমবার রূপান্তরকামীর ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে; তাও আবার এই রূপান্তরকামীর চরিত্রটি কোনও সাধারণ চরিত্র নয়; এটি হল একটি রূপান্তরকামী অতৃপ্ত আত্মার চরিত্র; সিনেমা নির্মাতা এই সিনেমার প্রধান চরিত্রে বেছে নিয়েছেন আমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারকে।

কাঞ্চনা সিনেমাটি ২০১১ সালে প্রথম মুক্তি পায় তামিল ভাষায়; এটি একটি তামিল ধারাবাহিকের পর্ব। ২০১১-র পরে আবারও কাঞ্চনার পরের পর্ব তৈরি হয়; কাঞ্চনার দ্বিতীয় পর্ব ২০১৫ সালে মুক্তি পায়; তামিল ভাষায় নির্মিত একটি ভৌতিক ও কমেডি ধাঁচের চলচ্চিত্র।

ছবিটি পরিচালনা ও প্রযোজনা অভিনেতা রাঘব লরেন্স এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। দক্ষিনে এই সিনেমাটি ব্যাপক হিট হয়; এত জনপ্রিয়তা পাবার জন্য পরিচালক রাঘব সিনেমাটি হিন্দী ভাষায় পুনর্নির্মিত করতে চলেছেন।

আরও পড়ুনঃ তৃণমূলের জেলা সভাপতি হবার যোগ্যতা নেই নরেন্দ্র মোদীর, দাবি মমতার

তামিল সুপারহিট ছবির হিন্দি রিমেক আসতে চলেছে খুব তাড়াতাড়ি; পরিচালক রাঘব লরেন্স হিন্দিতে এই ছবির নাম রেখেছেন ‘লক্ষ্মী বম্ব’। এই ছবির নায়ক ও নায়িকার ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে ও কিয়ারা আদবানিকে; এর আগে কিয়ারা আর অক্ষয় একসাথে করন জহরের ‘গুড নিউজ’ সিনেমায় কাজ করেছে।

তামিলে এই সিনেমাতে অভিনয় করেছিলেন শ্রীমান, দেবদর্শিনী, রায় লক্ষ্মী, আর. সরথকুমার, মনোবালা, রাঘব লরেন্স, দেবান, বাবু অ্যান্টনি, মাইলসামি, কোভাই সরলা, দেবান,দেবা, প্রিয়া, দেবাদর্শনীর মত বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা।

আরও পড়ুনঃ মোদী সরকারের বড় সাফল্য, মাসুদ আজাহার আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

আক্কির বিপরীতে তাঁর প্রেমিকার ভূমিকায় কিয়ারা আদবাণীকে মানাবে বলে মনে করছেন পরিচালক; গত শনিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং; জানা যাচ্ছে এই ছবিতে অতৃপ্ত রূপান্তরকামী আত্মা অমিতাভ বচ্চনের খপ্পরে পড়বেন অক্ষয়; যদিও এই চরিত্রে অভিনয় করা নিয়ে বিগ-বি নিজে এখনও মুখ খোলেন নি।

তামিল ছবি ‘কাঞ্চনা’-তে এই অতৃপ্ত রূপান্তরকামী আত্মার ভূমিকায় দেখা গিয়েছিল শরত কুমারকে; এবার এই ভূমিকাতেই দেখা যাবে অমিতাভকে; বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কাঞ্চনার হিন্দি রিমেক হবে; অবশেষে সেটাই হতে চলেছে।

আরও পড়ুনঃ দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা

আর এই ‘লক্ষ্মী বম্ব’ ছবিটির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী পরিচালক রাঘব লরেন্স; এটি একটি হরর-কমেডি ছবি। পরিচালকের কথায়; ছবির গল্প সকলের জানা থাকলেও হিন্দিতে অন্যরকম টুইস্টে গল্পটিকে তুলে ধরা হবে; আগামী বছর মুক্তি পেতে পারে ছবিটি।

]]>
অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’ https://thenewsbangla.com/unbelievable-bollywood-mega-hit-badhaai-ho-hit-bahubali/ Thu, 29 Nov 2018 08:03:05 +0000 https://www.thenewsbangla.com/?p=3272 মেঘা ভট্টাচার্য, The News বাংলা, কলকাতাঃ কেউ স্বপ্নেও ভাবেন নি। কেউ আশাই করে নি যে এটা হতে পারে। আর সেটাই হয়েছে। সব বিগ বাজেটকে মাত করে ২০১৮ তে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’।

আরও পড়ুনঃ ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে না হীরালাল সেন?

‘অন্ধাধুন’,’বাধাই হো’-র মতো ছবির পর পর সাফল্য এসে পড়েছে তাঁর ঝুলিতে। একেবারে চুপচাপ থেকে বলিউডে যে তিনি লম্বা দৌড়ের ঘোড়া হয়ে উঠেছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ‘অন্ধাধুন’,’বাধাই হো’ ভারত ও বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৩২৫ কোটি টাকার ব্যবসা করেছে। যা কোন অভিনেতার নেই। সলমান খানকেও টপকে গেছেন আয়ুষ্মান খুরানা।

Image Source: Google

‘বাধাই হো’র চোখ কপালে তোলা সাফল্যের পর, এবার তাই আয়ুষ্মান খুরানা বলিউডের অন্যতম সেরা অভিনেতা হয়ে ওঠার দিকেই পা বাড়িয়েছেন। আর এবার আয়ুষ্মানের সাফল্যকে আরও একধাপ বাড়াতে তার কাছে এসে পড়ল একতা কাপুরের সিনেমা।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’। বিশেষজ্ঞরা এই লড়াইকে দেখছেন সরাসরি টিকিট বিক্রির হিসাবে। বক্স অফিসের হিসাবে, ষষ্ঠ সপ্তাহে ‘বাহুবলী-২’-এর টিকিট বিক্রি হয়েছিল মোট ৩ কোটি ৩৫ লক্ষ টাকার। সেখানে ‘বাধাই হো’-র টিকিট বিক্রি হয়েছে মোট ৩ কোটি ৯৫ লক্ষ টাকার।

Image Source: Google

এখনও অবধি ‘বাধাই হো’ মোট ব্যবসা করেছে ১৩২ কোটি ৩৫ লক্ষ টাকার। রাজকুমার রাও-শ্রদ্ধা কপূর অভিনীত ‘স্ত্রী’-কে টপকে এটা এখন ২০১৮ সালে বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় ষষ্ঠ।

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

জানা গেছে, শিগগিরই আয়ুষ্মান খুরানাকে নিয়ে শুটিং শুরু করতে পারেন একতা কাপুর। একতার এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে রয়েছেন নুসরত বারুচা। এই সিনেমায় নুসরতের সঙ্গেই তাঁর সম্পর্কের রসায়ন উঠে আসবে পর্দায়।

Image Source: Google

একনজরে দেখে নি ‘অন্ধাধুন’ ও ‘বাধাই হো’-র এখনও পর্যন্ত রোজগারঃ
‘বাধাই হো’ ভারতে রোজগার করেছে ১৬৩.৯৭ কোটি। বিদেশেঃ ৪৫.০২ কোটি। মোট ২০৮.৯৯ কোটি টাকা। ‘অন্ধাধুন’ ভারতে রোজগার করেছে ৯২.০১ কোটি। বিদেশেঃ ১০.৩৭ কোটি। মোট ১০২.৩৮ কোটি টাকা।

Image Source: Google

আয়ুষ্মানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত বলেও ইতিমধ্যেই জানিয়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’র অভিনেত্রী। ডিসেম্বর থেকেই আয়ুষ্মান এবং নুসরত বারুচাকে নিয়ে শুটিং শুরু করবেন একতা কাপুর।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

একতা কাপুরের এই নতুন প্রজেক্টের পাশাপাশি হনশল মেহতার আর একটি সিনেমার কাজও শুরু করেছেন নুসরত। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন রাজকুমার রাও। অজয় দেবগণ, লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ একযোগে রাজকুমার রাও এবং নুসরত বারুচার সিনেমায় প্রযোজনার কাজ করছেন।

Image Source: Google

এদিকে সম্প্রতি স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যান্সারের চিকিত্সা নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান খুরানা। কিন্তু, তার মাঝেই শুটিং সেরেছেন পর পর দুটি সিনেমার। আপাতত ভাল আছেন তাহিরা। ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার পর ‘করবা চৌথ’-এ স্ত্রীর নাম হাতে লিখে তাঁকে সারপ্রাইজ দেন আয়ুষ্মান। প্রত্যেকবার তাহিরা যা করেন তাঁর জন্য, এবার তিনি সেই কাজ করলেন বলেও ভক্তদের জানান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

Image Source: Google

কোন নামকরা নায়ক-নায়িকা ছাড়াই মাত্র ২৯ কোটি বাজেটের ‘বাধাই হো’ এইভাবে বাজার মাত করবে সেটা ভাবাই যায় নি। অন্যদিকে আমিতাভ-আমির-ক্যাটরিনার ৩০০ কোটির ‘থাগস অফ হিন্দস্তান’ মুখ থুবড়ে পরেছে। ফলে বলিউডে এটাও প্রমাণিত হল যে, গল্প ঠিক থাকলে অভিনেতা বা বাজেটের উপর কোন কিছু নির্ভর করে না।

]]>
অনেক চমক নিয়ে ২৪ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু https://thenewsbangla.com/the-24th-kolkata-international-film-festival-started-with-many-surprises/ Sat, 10 Nov 2018 17:30:53 +0000 https://www.thenewsbangla.com/?p=2138 The News বাংলা, কলকাতা: শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল সহ অনেকেই। ছিলেন বাংলা ফিল্ম ও টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরাও।

চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে শনিবার দুপুরেই শহরে এসে পৌঁছান অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। বিমানবন্দরে তাঁদের দেখতে ছিল অনুরাগীদের ভিড়। তাঁদের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় এই দুই সুপারস্টারকে। অমিতাভ, শাহরুখ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ছিলেন জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, মহেশ ভাট প্রমুখ।

Image Source: Google

এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন: আমার আপনার ‘অসুখ’ নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ‘অসুখওয়ালা’

ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও অস্কার পুরস্কার প্রাপ্ত বিখ্যাত ইরানীয় পরিচালক মজিদ মাজিদিও অতিথি হিসেবে এসেছিলেন এই অনুষ্ঠানে।

Image Source: Google

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলবে, ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত৷ এ বছর এই চলচ্চিত্র উৎসবে ৩৩২টি ছবি দেখানো হবে ৷ বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবির স্ক্রিনিং-এর ওপর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরেই। এই বছর ফিল্ম দেখানোর কেন্দ্র ১৪ থেকে বাড়িয়ে ১৬ টি করা হয়েছে। নয়া কেন্দ্র হাওড়া। সঙ্গে দমদমও রয়েছে।

আরও পড়ুন: ভয়ংকর বিপদের মধ্যেই বিয়ে করতে গেলেন রণবীর দীপিকা

এ বছর বাংলা ছবির রমরমা যেন আরও কিছুটা বেশি। এ বছরের উদ্বোধনী ছবি উত্তম-তনুজা অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গী। ‘শতবর্ষে বাংলা চলচ্চিত্র’ নামের আলাদা বিভাগও রয়েছে উৎসবে। ১১ থেকে ১৭ নভেম্বর প্রতিদিন বিকেল চারটে এবং ছটার সময় চলচ্চিত্র শতবর্ষ ভবনে এই বিভাগের ছবি প্রদর্শিত হবে।

Image Source: Google

ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার ফিল্ম ফেস্টিভাল বিশ্বসেরা। এত বড় উৎসব আর কোথাও হয় না। এই উৎসবের উদ্দেশ্য বিশ্বের সিনেমাকে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া”।

আরও পড়ুন: ‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’ কে টেক্কা দেবে ‘থাগস অফ হিন্দুস্তান’

তবে সংস্কৃতির মঞ্চেও সেই ৩৪ বছরের প্রসঙ্গ টানলেন মমতা। “আমিই নন্দন থেকে এটা (চলচ্চিত্র উৎসব) নেতাজী ইনডোর স্টেডিয়ামে নিয়ে এলাম। এবার ২০,০০০ থেকে এক লক্ষ মানুষের বসার জায়গা করব। সিনেমা দেখার জায়গা করব”, বললেন মুখ্যমন্ত্রী।

Image Source: Google

রশিদ খানের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদ এবং বিক্রম ঘোষের তবলা, এবং লোপামুদ্রা মিত্রের গান। অমিতাভ বচ্চনকে সম্মান প্রদান করেন দেব। দেওয়া হয় KIFF ট্রফি। শাহরুখ খানকে আপ্যায়ন করেন মিমি। বাংলা সিনেমার ১০০ বছর পূর্তির উপলক্ষে ট্রফি উন্মোচন হয়। কোয়েল মল্লিক ট্রফি প্রদান করেন ওয়াহিদা রহমানকে।

আরও পড়ুন: বিশ্বের সেরা একশোয় সত্যজিতের পথের পাঁচালি

নিজের বক্তব্যে বাংলা ছবির সংরক্ষণের অভাবের কড়া ভাষায় সমালোচনা করলেন অমিতাভ। আবার রাজ্য সরকারকে ছবি সংরক্ষণের ব্যবস্থা করার জন্য ধন্যবাদও জানালেন তিনি। বাংলা ও হিন্দি সিনেমার পর্দার নেপথ্যের হিরোদের নিয়ে কথা বললেন তিনি। সুব্রত মিত্র, গুরু দত্ত, রণবীর কাপুর, মৃণাল সেন, কার কথা বলেন নি সেখানে !

Image Source: Google

ভানু আথাইয়ার নাম উল্লেখও করলেন বিগ বি। যিনি গান্ধী ফিল্মের জন্য প্রথম ভারতীয় হিসাবে অস্কার পেলেও “যোগ্য সম্মান পান নি” বলেই জানান অমিতাভ। পরিচালনা, সিনেমাটোগ্রাফি, এডিটিং, পোস্ট প্রডাকশন, মহিলা সিনেমাটোগ্রাফার – সবার সিনেমার জার্নি নিয়ে কথা বললেন তিনি।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন সিনেমা এবার নমিনেশন পেয়েছে।
ইন্টারন্যাশনাল ছবির ক্যটাগরিতে নমিনেশন পেয়েছে চূর্ণী গাঙ্গুলী পরিচালিত ছবি ‘তারিখ’।

Image Source: Google

ইন্ডিয়ান ল্যঙ্গুয়েজ ক্যটাগরিতে রয়েছে অরিজিত বিশ্বাস পরিচালিত ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’, অরূপ মান্না পরিচালিত ‘আমৃত্যু’, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘কেদারা’, অর্জুন দত্ত পরিচালিত ‘অব্যক্ত’ এবং অরুণ রায় পরিচালিত ‘হীরালাল’।

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

ইন্ডিয়ান শর্ট ফিল্ম ক্যটাগরিতে নমিনেশন পেয়েছে দেবজ্যোতি রায় চৌধুরী পরিচালিত ‘অনুগামী’, তথাগত ঘোষ পরিচালিত ‘দৈত্য’, সম্রাট চক্রবর্তী পরিচালিত ‘বিষাদ বিন্দু’, রাতুল মূখার্জী পরিচালিত ‘পালক’, নিলিমেশ কর পরিচালিত ‘অন্তরালে অনন্যা’, সৌরভ দাস পরিচালিত ‘কফির দাগ’ ,তংসু কর্মকারের ‘ধূপকাঠি’।

The News বাংলা

সুযোগ পেয়েছে ডাইরেক্টর পলাশ দে-র অসুখওয়ালা। আগামী ৭ দিন কলকাতাবাসীর সঙ্গে আপনিও মেতে উঠুন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

]]>
‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’ কে টেক্কা দেবে ‘থাগস অফ হিন্দুস্তান’ https://thenewsbangla.com/thugs-of-hindostan-will-earn-more-money-than-dangal-and-bahubali-2/ Fri, 09 Nov 2018 14:49:34 +0000 https://www.thenewsbangla.com/?p=2056 মুম্বাই: মুক্তির প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল থাগস অফ হিন্দুস্তান। প্রথম দিনেই ৫২ কোটি টাকারও বেশি ব্যবসা করল অমিতাভ বচ্চন-আমির খান অভিনীত এই ছবি।

‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমার তামিল ও তেলুগু ভার্সন মিলিয়ে এখনও পর্যন্ত ৫২ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। শুধু হিন্দি ভার্সনটি ব্যবসা করেছে ৫০.৭৫ কোটি টাকার। এমনকি বাহুবলী ২ কেও পেছনে ফেলে দিলো ছবিটি।

Image Source: Google

‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমা প্রথম দিন ৫২.২৫ কোটি টাকার ব্যবসা করে প্রথম দিনের নিরিখে পিছনে ফেলল শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার (৪৫ কোটি) ও প্রভাসের বাহুবলী ২ (৪১ কোটি) কে। এক সপ্তাহে আরও অনেক রেকর্ড ভাঙবে বলেই মনে করছে সিনেমা সমালোচকরা।

আরও পড়ুন: বিশ্বের সেরা একশোয় সত্যজিতের পথের পাঁচালি

শুক্রবার ৮ নভেম্বর, ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় থাগস অফ হিন্দুস্তান। তারকা সমৃদ্ধ এই ফিল্মটি নিয়ে বেশ কয়েকটি প্রভাবশালী মিডিয়ায় নেতিবাচক রিভিউ ছড়িয়ে পড়ে। মুক্তির আগেই এমন অবস্থার সৃষ্টি হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ছিলেন ছবির সঙ্গে জড়িত সকলে।

Image Source: Google

কিন্তু প্রথম দিনের শেষেই বক্স অফিসে ৫২ কোটি টাকাও বেশি আয় করে চলতি বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিল অমিতাভ বচ্চন-আমির খান অভিনীত এই ছবি। তবে দঙ্গল সিনেমার বাজেট ছিল মাত্র ৭০ কোটি টাকা। সেখানে দঙ্গল মোট রোজগার করে প্রায় ১৭৪৩ কোটি টাকা। পিছনে ফেলে দেয় ১৫৩০ কোটি রোজগার করা বাহুবলী ২ কে।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

যদিও দেশে ‘বাহুবলী ২’ প্রায় ১২৫৩ কোটি টাকা রোজগার করে টেক্কা দেয় আমিরের ৭১৪ কোটির দঙ্গলকে। তবে বিদেশে দঙ্গল (১০২৫ কোটি) অনেক পিছনে ফেলে দেয় বাহুবলী ২ কে (২৭৭ কোটি)।

Image Source: Google

১৮০ বছর আগে লেখা ফিলিপ মিডোস টেইলরের উপন্যাস ‘কনফেশন অফ এ থাগ’ অবলম্বনে তৈরি হয়েছে তারকা বহুল থাগস অফ হিন্দুস্তান। উপন্যাসটি সেই সময়ে বেস্টসেলার ছিল।

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

প্রায় দুশো বছর আগে লেখা একটি উপন্যাসের চলচ্চিত্রায়ন কীভাবে নেয় ভারতীয় দর্শক, সেটা নিয়েই ছিলো যতো দুশ্চিন্তা। এমন দ্বিধার মধ্যেই বাজি ধরেছিলেন আমির। যার ফল তিনি পেলেন মুক্তির প্রথম দিনেই! একেবারে হাতে নাতে!

Image Source: Google

পৃথিবী জুড়ে মোট ৭ হাজার স্ত্রিনে মুক্তি পায় থাগস অফ হিন্দুস্তান। এরমধ্যে ভারতেই ছবিটি ৫ হাজার স্ক্রিনে মুক্তি পায়। এই ৫ হাজার স্ক্রিন থেকেই মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৫২ কোটি টাকা। ছবির মোট বাজেট ছিলো প্রায় ৩০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা ধারণা করছেন, দু দিনের মধ্যেই ছবিটি শত কোটির মাইলফলক স্পর্শ করবে।

আরও পড়ুন: বিয়ে না করেই মা হলেন দঙ্গল অভিনেত্রী

থাগস অফ হিন্দুস্তান ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। এই প্রথম একসঙ্গে সিনেমার পর্দায় দেখা গেল অমিতাভ ও আমিরকে। আর এটাই এই সিনেমার সবচেয়ে বড় ইউএসপি।

Image Source: Google

আমির খান মানেই বক্স অফিসে বড় সাফল্য। ভারতের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করে আমিরের ফিল্ম। এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার জগতে সবচেয়ে বেশি অঙ্কের ব্যবসা করা ছবি আমিরেরই ‘দঙ্গল’। শুধুমাত্র চিনেই এই সিনেমা ১০০০ কোটি টাকার বেশি উপার্জন করে। ‘থাগস অফ হিন্দুস্তান’ এখন ‘দঙ্গল’কেও ছাপিয়ে যায় কিনা সেটাই দেখার।

Image Source: Google
]]>
রেকর্ড সৃষ্টিকারী শোলে ছবির নানান অজানা কাহিনী https://thenewsbangla.com/some-unknown-information-of-the-film-sholey/ Fri, 28 Sep 2018 05:59:33 +0000 https://www.thenewsbangla.com/?p=643 ১৯৭৫ সালের ১৫ আগস্ট। অখ্যাত এক ছোট্ট গ্রাম রামগড় বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস। ‘ঠাকুর’এর ডাকে জয় আর বীরু নামে দুই তরুণের ডাকাত ধরার গল্প বলিউডের নতুন ইতিহাস তৈরি করে। এক নজরে দেখে নিন এমন কিছু তথ্য যা ‘শোলে’র আড়ালে চাপা পড়েছিল এত কাল।

● ঠাকুরের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল ধর্মেন্দ্রর। কিন্তু তাঁকে বীরুর চরিত্রের জন্য নির্বাচিত করেন রমেশ সিপ্পি। আর সে সময় হেমা মালিনীর প্রেমে পাগল ধর্মেন্দ্র রমেশের এক কথাতেই রাজি হয়ে যান।

● শোলের শুটিং শুরু হওয়ার আগে হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব কুমার। কিন্তু তাতে সায় ছিল না হেমার। তিনি জানিয়ে দিয়েছিলেন ছবিতে যেন সঞ্জীব কুমারের সঙ্গে তিনি কোনও দৃশ্য শুট করবেন না।

● সঞ্জীব কুমারের চরিত্রের নাম ঠাকুর বলদেব সিং রাখা হয়েছিল চিত্রনাট্যকার সেলিম খানের বাবা বলদেব সিং চরকের নামের অনুপ্ররণায়।

● ‘শোলে’ থেকে প্রায় বাদ পড়তে বসেছিলেন আমজাদ খান। কারণ গব্বর সিংয়ের চরিত্রের জন্য আমজাদ খানের গলার আওয়াজ জাভেদ আখতারের প্রথমে পছন্দ হয়নি। আমজাদের গলা গব্বরের চরিত্রের তুলনায় নাকি অনেক সরু ছিল।

● জয়ের চরিত্রের জন্য রমেশ সিপ্পির প্রথম পছন্দ ছিলেন শত্রুঘ্ন সিন্হা। কিন্তু অমিতাভ বচ্চন প্রযোজকদের বুঝিয়েছিলেন উনিই এই চরিত্রের জন্য সেরা। আর বলার অপেক্ষা থাকে না বিগ বি সে কথা প্রমাণও করেছিলেন।

● জয়ের চরিত্রের জন্য অমিতাভকে নেওয়ার কথা প্রযোজকদের প্রথম বলেন সেলিম খান। প্রথমে তাঁরা রাজি না হলেও ‘জঞ্জির’এর সাফল্যের কথা মাথায় রেখে জয়ের চরিত্রে অমিতাভকে নির্বাচিত করা হয়।

● জাভেদ আখতার আমজাদের ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’ নামের একটি নাটক দেখেছিলেন। সেখানে আমজাদের অভিনয় দেখেই তাঁকে গব্বর চরিত্রের জন্য পছন্দ করেন তিনি।

● টাকার অঙ্কে পারিশ্রমিক পাননি শচীন পিলগাঁওকর । পারিশ্রমিক হিসেবে তাঁকে একটি ফ্রিজ দিয়েছিলেন প্রযোজক।

● সাম্বার চরিত্রে অভিনয়ের জন্য ২৭ বার বম্বে থেকে বেঙ্গালুরু যাতায়াত করতে হয় ম্যাক মোহনকে। পুরো ছবিতে তাঁর একটাই কালজয়ী সংলাপ ছিল, ‘‘পুরে পচাশ হাজার’’।

● ‘মেহবুবা মেহবুবা’ গানটি প্রথমে মান্না দে-র গাওয়ার কথা ছিল । কিন্তু, আর ডি বর্মনের গলায় রেকর্ড হওয়ার পর তা মান্না দে-র খুব পছন্দ হয়। তখন উনি ওটাই রাখার অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে নেন রাহুল দেব বর্মণ।

● প্রায় আড়াই বছর ধরে মোটামুটি ৩ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল ‘শোলে’।

● কয়েন টস করার দৃশ্যের জন্য ৬টি বিশেষ কয়েন তৈরি করা হয়েছিল।

]]>