Amit Shah BJP President – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 12 Apr 2019 13:01:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Amit Shah BJP President – The News বাংলা https://thenewsbangla.com 32 32 হিন্দু ও বৌদ্ধ ছাড়া দেশ থেকে তাড়ানো হবে বাকি অনুপ্রবেশকারীদের https://thenewsbangla.com/amit-shah-says-we-will-remove-all-infiltrators-except-hindus-and-buddhists/ Fri, 12 Apr 2019 12:35:18 +0000 https://www.thenewsbangla.com/?p=10722 অসমে ক্ষমতায় এসেই অসম একর্ডের দাবি মেনে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নাগরিকপঞ্জী পেশ করেছে অসমের বিজেপি সরকার। বিজেপির জোটসঙ্গী অসম গন পরিষদ সহ অন্যান্য কিছু আঞ্চলিক দলের বহুদিনের দাবি ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বিদেশীদের তাদের দেশে ফেরাতে হবে। কিন্তু বিজেপির উত্থাপিত নাগরিকত্ব বিল ২০১৬ তে বলা হয়েছে, প্রতিবেশী দেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন তথা অমুসলিমরা ভারতের নাগরিকত্ব পাবেন।

আরও পড়ুনঃ অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না

অমুসলিমদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে যদিও এখনও বিজেপির সাথে অসম গন পরিষদ মতানৈক্যে পৌঁছাতে পারেনি। এদিকে নাগরিকত্ব বিলের বিরোধিতায় সরব হয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য। লোকসভায় বিজেপি নাগরিকত্ব বিল ২০১৬ পাশ করালেও বিজেপি বিরোধী দল গুলোর বিরোধিতার কারনে রাজ্যসভায় বিলটি আটকে রয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে ভোটে তৃণমূলের সন্ত্রাস, নির্বাচন কমিশন দফতরে মুকুল রায়ের বিক্ষোভ

এরই মধ্যে বৃহস্পতিবার আরও একবার নাগরিক পঞ্জী অনুযায়ী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়ন, একই সাথে নাগরিকত্ব বিল পাশ করিয়ে প্রতিবেশী দেশ থেকে আসা অত্যাচারিত হিন্দু ও বৌদ্ধদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুধু রাজ্য থেকেই নয়, সারা দেশেই নাগরিকপঞ্জী পেশ করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আরও একবার সংখ্যালঘু তোষনের অভিযোগ তোলেন অমিত শাহ। অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাংকে পরিনত হয়েছে বলে জানান তিনি। দার্জিলিং প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়বাসীদের দাবি দাওয়া এবং বঞ্চনার ইতিহাস দীর্ঘ দিনের। রাজ্য সরকার পাহাড়ের উন্নতির লক্ষ্যে কিছুই করেনি বলে জানান তিনি। অমিত শাহ বলেন, দার্জিলিংয়ের সৌন্দর্য ও সংস্কৃতি আকৃষ্ট করে বহু বিদেশীদের। কিন্তু মমতা ব্যানার্জি সেই সংস্কৃতি রক্ষার পরিবর্তে নষ্ট করছেন বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিং, শিলিগুড়ি, তরাই ও ডুয়ার্স সংক্রান্ত সমস্যার সমাধান করবেন বলে তিনি এদিন প্রতিশ্রুতি দেন৷ আগামী ১৮ই এপ্রিল লোকসভার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট হবে দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে মোর্চা ও জিএনএলএফের যৌথ সমর্থনে বিজেপির টিকিটে লড়ছেন রাজু বিস্ত।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন
আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের https://thenewsbangla.com/amit-shah-regarding-rahuls-wayanad-procession-is-it-in-india-or-pakistan/ Wed, 10 Apr 2019 05:51:37 +0000 https://www.thenewsbangla.com/?p=10424 আমেঠীর পাশাপাশি কেরালার ওয়ায়াড লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্র আদৌ ভারতে অবস্থিত কিনা, তা নিয়ে মঙ্গলবার নাগপুরের একটি জনসভা থেকে সন্দেহ প্রকাশ করেন অমিত শাহ। আর এই নিয়েই তুলকালাম বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

এদিন নাগপুরে সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ীর সমর্থনে অমিত শাহ একটি জনসভা করেন। সেখানেই তিনি বলেন, ওয়ানাডের রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে অতিক্রম করলে বোঝা মুশকিল, আদৌ এই কেন্দ্রটি ভারতে অবস্থিত নাকি পাকিস্তানে! এরপরেই কংগ্রেসের তরফ থেকে তুমুল সমালোচনা করা হয়েছে অমিত শাহের।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

মূলত কটাক্ষ করেই অমিত শাহের এই মন্তব্য। গত ৪ঠা এপ্রিল ওয়ানাডে রাহুল গান্ধীর নির্বাচনী জনসভায় রাস্তার দুই পাশে ব্যাপক হারে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের চাঁদ তারা খচিত সবুজ পতাকা নজরে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে বিজেপি নেতার কনভয়ে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃত বিধায়ক সহ ছয়

কিছুদিন আগেই অমিত শাহ বলেছিলেন, রাহুল গান্ধী এমন একটি আসন থেকে লড়ছেন, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। সংখ্যাগুরু হিন্দুদের ভোটে রাহুল ভরসা করতে পারছেন না বলে অনেকে কটাক্ষ করেছিলেন। আমেঠীতে রাহুলের প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী রাহুলকে বলেছিলেন, আমেঠীতে হার অপেক্ষা করছে রাহুল গান্ধীর জন্য, তাই তিনি কেরালা থেকে নিরাপদ আসনে লড়তে চলেছেন।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

বিজেপির একটি সূত্রের দাবি, এবার অমেঠীতে রাহুলের জেতার সম্ভাবনা একদমই নেই। তাই চক্ষুলজ্জার কারণে একটি নিশ্চিত আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন রাহুল। উল্লেখ্য, কেরালার ওয়াইনড লোকসভা কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে অমেঠীতে হেরে গেলেও এই আসনে জিতে রাহুল গান্ধী নিজের সম্মান কিছুটা বজায় রাখতে পারবেন।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২৩ আসনেই জয় নিশ্চিত, বাংলা দখলের লক্ষ্যে অবিচল অমিত শাহ https://thenewsbangla.com/amit-shah-bjp-president-is-determined-to-win-23-seats-out-of-42-in-bengal/ Sat, 30 Mar 2019 07:56:20 +0000 https://www.thenewsbangla.com/?p=9504 ২৩ আসনেই জয় নিশ্চিত, বাংলা দখলের লক্ষ্যে অবিচল অমিত শাহ। বাংলায় ২৩ আসনে জয় নিশ্চিত বলেই ঘোষণা বিজেপি সভাপতি অমিত শাহের। “বিজেপির দিবাস্বপ্ন”, বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী গৌতম দেব। আর এই কত আসনে কে জিতবে সেই নিয়েই জমজমাট বাংলার ভোটের লড়াই।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

২৩ আসনে আসবে জয়, আর তারই মন্ত্রনা দিলেন অমিত শাহ। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ভারতে বিশেষ করে ৪২ লোকসভা আসন বিশিষ্ট বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। এর মধ্যে বাংলা থেকেই ২৩টি, মানে রাজ্যের প্রধান শাসক দল হিসেবে তুলে ধরার সুস্পষ্ট ইঙ্গিত অমিত শাহের।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

বাংলা দখলের লক্ষ্যে পশ্চিমবঙ্গে ২১টি নির্বাচনী জনসভার চিন্তাভাবনা করেছে বিজেপি নেতৃত্ব। মোদী, অমিত শাহ সহ অন্যান্য বিজেপির হেভিওয়েট নেতারা প্রচার চালাবেন ২৩ টি আসনের লক্ষ্যে। শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভায় বক্তৃতা দিয়ে ২৩ আসন জেতার ঘোষণা করে দেন অমিত শাহ।

আরও পড়ুনঃ কংগ্রেস ক্ষমতায় এলে মোদীর নীতি আয়োগ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল

এদিন আগাগোড়াই রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলায় গণতন্ত্র নেই, এখানে জনগন নিজের ভোট নিজে দিতে পারেন না, এখানে জনগনকে ভয় দেখিয়ে শাসক দলের প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়। তিনি বলেন, বাংলায় ভোটের সময় শুধু বোমের শব্দ শোনা যায়, যার ফল পঞ্চায়েতে বহু মানুষের মৃত্যু।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

তৃণমূলকে “তৃণমূল তোলাবাজি ট্যাক্স” বলে কটাক্ষ করেন তিনি। বাংলা চলছে সিন্ডিকেটের ওপর বলেও তিনি অভিযোগ করেন। রাজ্যে কোন শিল্প নেই, কর্মসংস্থান নেই, এমনকি চাকুরি পেতে হলেও মোটা অংকের টাকা দিয়ে অনৈতিকভাবে চাকুরিতে ঢুকতে হয় বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

রাজ্য ক্রমেই অনুপ্রবেশকারীদের হাতে চলে যাচ্ছে বলে তিনি বিষ্ফোরক অভিযোগ আনেন। মুখ্যমন্ত্রী বাংলায় তোষনের রাজনীতি প্রথম থেকে করে আসছেন বলে তিনি অভিযোগ করেন। রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যে বসবাসকারী অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বিতাড়িত করার হুঁশিয়ারি দেন অমিত শাহ।

আরও পড়ুনঃ ৬ বারের জয়ী সিপিএম সাংসদের বাড়িতে অর্জুন, শুরু জল্পনা

এবার লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত থাকবে, ফলে সকলেই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন। এভাবেই দলীয় কর্মী থেকে সমর্থকদের জেতার মন্ত্রে উজ্জীবিত করে ২৩ আসন দখলের লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দিয়ে গেলেন অমিত শাহ।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল উত্থান পদ্মের, ইঙ্গিত সমীক্ষায়

তবে অমিত শাহ এর ২৩ আসনে জেতার স্বপ্ন ‘দিবাস্বপ্ন’ বলেই জানিয়ে দেন তৃণমূল নেতা ও রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি জানিয়ে দেন বিজেপি এবার বাংলায় একটি আসনও পাবে না। তবে বিজেপির তরফ থেকে বলে হয়েছে, ভয় পেয়েছে তৃণমূল, তাই উল্টো পাল্টা বকছে।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>