Amethi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 06 May 2019 09:52:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Amethi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আমেঠীতে জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে https://thenewsbangla.com/smriti-irani-complains-forced-vote-conducted-by-congress-in-amethi-poll/ Mon, 06 May 2019 09:51:35 +0000 https://www.thenewsbangla.com/?p=12466 আমেঠীতে জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে; আজ পঞ্চম দফার নির্বাচন চলাকালীন, আমেঠীর বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী এক ভোটারের অভিযোগের ভিত্তিতে একটি ভিডিও ট্যুইট করেন; যেখানে দেখা যায় এক বৃদ্ধা মহিলা অভিযোগ করছেন তাকে জোর করে কংগ্রেসে ভোট দেওয়ানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গৌরীগঞ্জে; এই এলাকাটি আমেঠীর একটি অংশ; যেখানে স্মৃতি ইরানী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ভিডিও ট্যুইটে আপলোড করে নির্বাচন কমিশনকে ট্যাগ করে দৃষ্টি আকর্ষণ করেছেন স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ রমজানে ভোটের সময় পরিবর্তনের দাবিকে নস্যাৎ নির্বাচন কমিশনের

স্মৃতি ইরানীর ট্যুইট করা ভিডিওতে বৃদ্ধা মহিলাকে বলতে দেখা যাচ্ছে; আমি পদ্মে ভোট দিতে এসেছিলাম; কিন্তু আমাকে জোর করে ইভিএম মেশিনে কংগ্রেসকে ভোট দেওয়ানো হয়েছে; ওনাকে একথাও বলতে শোনা যায় যে রাহুল গান্ধী বুথ ক্যাপচার করেছে।

কংগ্রেসের গড় বলে পরিচিত আমেঠীতে পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে সোমবার; আমেঠীতে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি; কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগও তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে নরেন্দ্র মোদীর ডাকা বৈঠক বাতিল করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

ভোটের দিনে আমেঠীর কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর আমেঠীতে উপস্থিত না থাকাকে কেন্দ্র করেও স্মৃতি ইরানী কটাক্ষ করেন; মানুষের পাশে কোনদিনই কংগ্রেস থাকেনি এই বলেও কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী।

গত ৫ বছরে বিজেপি এই কেন্দ্রে নিজেদের ভালোই গুছিয়ে নিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এছাড়া উত্তরপ্রদেশে সপা ও বসপার সাথেও কংগ্রেসের কোনও আসনরফা হয়নি। সেক্ষেত্রে কংগ্রেসের কোনও অঘটন ঘটে, সেরকম কোনও রিস্ক নিতে চাইছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের

নির্বাচন কমিশনকে ট্যাগ করে ভিডিওটি স্মৃতি ইরানী নিজের টুইটারে আপলোড করেন; নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ট্যুইট আপলোড করে নির্বাচন কমিশনকে ট্যাগ করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে হারের ভয়ে ভুল বকছেন স্মৃতি ইরানী।

]]>
বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর https://thenewsbangla.com/smriti-irani-keeps-changing-husband-says-congress-ally-jaydeep-kawade/ Wed, 03 Apr 2019 06:06:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9805 আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠীতে রাহুল গান্ধীর বিপরীতে বিজেপির স্মৃতি ইরানীর নাম ঘোষনা হতেই ব্যক্তি আক্রমণের শিকার হচ্ছেন তিনি। মঙ্গলবার কংগ্রেসের জোটসঙ্গী পিপল রিপাবলিকান পার্টির নেতা জয়দীপ কাওয়াডে তাকে কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী মন্তব্য করেন। বারবার স্বামী বদল করেন স্মৃতি, কুরুচিপূর্ণ আক্রমন ভোট রাজনীতিতে।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

স্মৃতি ইরানী বারবার স্বামী বদল করেন, এমনই কুৎসিত মন্তব্য করেন ওই নেতা। এদিন তিনি বলেন, সংসদে স্মৃতি ইরানী নিতিন গড়করীর পাশে বসে অনেক কিছু পরিবর্তনের কথা বলেন, কিন্তু তার বারবার স্বামী পরিবর্তনে সুখ্যাতি আছে, এমনই মন্তব্য করেন জয়দীপ কাওয়াডে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

এখানেই থেমে থাকেননি তিনি। আম্বেডকরের সংবিধান পরিবর্তন স্মৃতি ইরানীর মতো বারবার স্বামী পাল্টানোর মতো সহজ ব্যাপার নয় বলে তিনি মন্তব্য করেন।

পিপল রিপাবলিকান পার্টির সুপ্রিমো যোগেন্দ্র কাওয়াডের পুত্র জয়দীপ কাওয়াডে। মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের জোটসঙ্গী এই পিপল রিপাবলিকান পার্টি।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

নেতার এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে, আমেঠীতে রাহুলের হার নিশ্চিত, তাই কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা এরূপ কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমনে নেমেছে। এটাই কংগ্রেসের সংস্কৃতি বলে বিজেপি কংগ্রেসকে কটাক্ষ করে।

২০১৪ সালে অমেঠী লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানীকে মাত্র ১ লক্ষ ৭ হাজার ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু স্মৃতি হাল ছেড়ে দেননি। অমেঠী লোকসভা কেন্দ্রে দিনের পর দিন মানুষের সাথে থেকেছেন স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ ৩.৬২ কোটির কর ফাঁকি দেওয়ায় গিলানীর দিল্লির বাড়ি সিল করল আয়কর দপ্তর

তার ফলাফল মেলে ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। অমেঠী লোকসভার অন্তর্ভুক্ত ৫টি বিধানসভার মোট প্রাপ্ত ভোটসংখ্যা কংগ্রেসের থেকে অনেক বেশি হয়। ৫ টি বিধানসভার মধ্যে ৩ টি তেই বিজেপি কংগ্রেসকে পরাজিত করে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

যত ভোট এগিয়ে আসছে তত রাজনৈতিক ইস্যু ছেড়ে ব্যক্তিগত আক্রমন বাড়ছে। তবে এবার সব নজির ছাড়িয়ে গেল এই বারবার স্বামী বদল এর অভিযোগ। বিজেপির পাশাপাশি এই নিয়ে মুখ খুলেছে মহিলা কমিশনগুলিও।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
আমেঠীর মানুষের প্রশ্নের জবাব এড়াতেই কেরালা থেকে লড়ছেন রাহুল, কটাক্ষ অমিতের https://thenewsbangla.com/rahul-gandhi-has-fled-from-amethi-to-kerala-out-of-fear-said-amit-shah/ Sun, 31 Mar 2019 13:18:24 +0000 https://www.thenewsbangla.com/?p=9580 এবার রাহুলের কেরালা থেকে লড়া নিয়ে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। “আমেঠীর মানুষের প্রশ্নের জবাব এড়াতেই কেরালা থেকে লড়ছেন রাহুল”, কটাক্ষ অমিতের। তবে অমিতের এই কটাক্ষ উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

ঘরের মাঠ আমেঠীর পাশাপাশি কেরালার ওয়াইনাড লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন রাহুল গান্ধী। আর সেজন্যই রাহুলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ। রবিবারই পশ্চিম উত্তরপ্রদেশের একটি নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ রাহুল গান্ধীকে কটাক্ষ করেন।

অমেঠীর পাশাপাশি লড়তে পারেন কেরালার কোনও একটি লোকসভা আসন থেকে। এমনই সম্ভাবনা আগে থেকেই ছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। এক্ষেত্রে কেরালার ওয়াইনড লোকসভা আসন থেকে কংগ্রেস সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জল্পনা চলছিল। অবশেষে শুক্রবার ওয়াইনাডেই রাহুলের দ্বিতীয় নির্বাচনী কেন্দ্র হিসেবে ঠিক হয়।

কিন্তু হঠাৎ দুটি কেন্দ্রে লড়াই এর সিদ্ধান্ত কেন রাহুলের? বিজেপির সূত্র বলছে, এবার অমেঠীতে রাহুলের জেতার সম্ভাবনা একদমই নেই। ওখানে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানীর জেতার ভাল সুযোগ আছে। তাই চক্ষুলজ্জার কারণে আমেঠীর পাশাপাশি একটি নিশ্চিত আসন থেকে প্রার্থী হতে চাইছেন রাহুল।

উল্লেখ্য, কেরালার ওয়াইনড লোকসভা কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে অমেঠীতে হেরে গেলেও এই আসনে জিতে রাহুল গান্ধী নিজের সম্মান কিছুটা বজায় রাখতে পারবেন। যেতে পারবেন সাংসদে। হবেন কংগ্রেসের মুখ।

কিন্তু ঘরের মাঠে রাহুলের এই দশা কেনো? যদি একটু ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল ফিরে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে, সেবার অমেঠী লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানীকে মাত্র ১ লক্ষ ৭ হাজার ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু স্মৃতি হাল ছেড়ে দেননি। অমেঠী লোকসভা কেন্দ্রে দিনের পর দিন মানুষের সাথে থেকেছেন স্মৃতি ইরানী। এমনটাই দাবি বিজেপি নেতাদের।

তার ফলাফল মেলে ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। অমেঠী লোকসভার অন্তর্ভুক্ত ৫টি বিধানসভার মোট প্রাপ্ত ভোটসংখ্যা কংগ্রেসের থেকে অনেক বেশি হয় বিজেপির। ৫ টি বিধানসভার মধ্যে ৩ টিতেই বিজেপি কংগ্রেসকে পরাজিত করে।

গত ৫ বছরে বিজেপি এই কেন্দ্রে নিজেদের ভালোই গুছিয়ে নিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এছাড়া উত্তরপ্রদেশে সপা ও বসপার সাথেও কংগ্রেসের কোনও আসনরফা হয়নি। সেক্ষেত্রে কংগ্রেসের কোনও অঘটন ঘটে, সেরকম কোনও রিস্ক নিতে চাইছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর এইকারনেই রাহুলকে ঠুকছেন বিজেপি নেতারা। তবে কংগ্রেসের তরফ থেকে এই কটাক্ষ উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কেরালায় ভাল আসন পেতেই রাহুলের কেরালা যাত্রা। তবে রাহুলের কেরল যাত্রা যে বিজেপির ভোট প্রচারের হাতিয়ার হবে তা বলাই যায়।

]]>
রাহুলের জেতা নিয়ে সংশয় আমেঠীতে, সম্মান রাখতে লড়তে পারেন দক্ষিনের এই কেন্দ্র থেকে https://thenewsbangla.com/amethi-is-not-safe-rahul-gandhi-contest-lok-sabha-polls-from-2-seats/ Sat, 23 Mar 2019 16:57:34 +0000 https://www.thenewsbangla.com/?p=9146 আমেঠীর পাশাপাশি লড়তে পারেন কেরালার কোনও একটি লোকসভা আসন থেকে, এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। সূত্র মারফত জানা যাচ্ছে, এক্ষেত্রে কেরালার ওয়াইনড লোকসভা আসন থেকে কংগ্রেস সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

কিন্তু হঠাৎ দুটি কেন্দ্রে লড়াই কেনো রাহুলের? বিজেপির সূত্র বলছে, এবার আমেঠীতে রাহুলের জেতার সম্ভাবনা একদমই নেই। তাই চক্ষুলজ্জার কারণে একটি নিশ্চিত আসন থেকে প্রার্থী হতে চাইছেন রাহুল। উল্লেখ্য, কেরালার ওয়াইনড লোকসভা কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে আমেঠীতে হেরে গেলেও এই আসনে জিতে রাহুল গান্ধী নিজের সম্মান কিছুটা বজায় রাখতে পারবেন।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

কিন্তু ঘরের মাঠে রাহুলের এই দশা কেনো? যদি একটু ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল ফিরে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে, সেবার আমেঠী লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানীকে মাত্র ১ লক্ষ ৭ হাজার ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু স্মৃতি হাল ছেড়ে দেননি। আমেঠী লোকসভা কেন্দ্রে দিনের পর দিন মানুষের সঙ্গে থেকেছেন স্মৃতি ইরানী। এলাকায় পরে থেকেছেন দিনের পর দিন।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

তার ফলাফল মেলে ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। আমেঠী লোকসভার অন্তর্ভুক্ত ৫টি বিধানসভার মোট প্রাপ্ত ভোটসংখ্যা কংগ্রেসের থেকে অনেক বেশি হয়। ৫ টি বিধানসভার মধ্যে ৩ টি তেই বিজেপি কংগ্রেসকে পরাজিত করে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী সরকারের চাপে লন্ডনে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক নীরব মোদী

গত ৫ বছরে বিজেপি এই কেন্দ্রে নিজেদের ভালোই গুছিয়ে নিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এছাড়া উত্তরপ্রদেশে সপা ও বসপার সাথেও কংগ্রেসের কোনও আসনরফা হয়নি। সেক্ষেত্রে কংগ্রেসের কোনও অঘটন ঘটে, সেরকম কোনও রিস্ক নিতে চাইছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

আর এবার আমেঠীর লড়াইকে চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছেন স্মৃতি ইরাণী। আর কংগ্রেস সভাপতি স্বয়ং নিজের গড় থেকে হেরে গেলে মুখ লুকোনোর জায়গা থাকবে না কংগ্রেসের। তাই আমেঠীর পাশাপাশি কেরলের এই নিরাপদ আসনে দাঁড়াতে পারেন রাহুল গান্ধী, এমনটাই মনে করা হচ্ছে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই প্রচারে নেমে পরেছে বিজেপি। যদিও কংগ্রেসের তরফ থেকে অফিসিয়াল কিছু ঘোষণা করা হয় নি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>