Amanullah Khan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Apr 2019 08:43:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Amanullah Khan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও https://thenewsbangla.com/karnataka-congress-leader-amanullah-khan-wants-bjp-leaders-beheaded/ Sat, 06 Apr 2019 07:56:34 +0000 https://www.thenewsbangla.com/?p=10168 বিজেপি নেতাদের শিরচ্ছেদ করার নিদান দিচ্ছেন কংগ্রেস বিধায়ক, একমই একটি ভিডিও ভাইরাল হয় শুক্রবার। কর্নাটকের কৃষ্ণরাজাপুরমের কংগ্রেস বিধায়ক বিরতি বাসবরাজের অনুগামী নেতা আমানুল্লাহ খান দলের অন্যান্য নেতাদের বলছেন, বিজেপি নেতাদের শিরচ্ছেদ করার জন্য। এমনই একটি ভিডিও নিয়ে তুলকালাম রাজনৈতিক মহলে।

বিজেপির তরফ থেকে সেই ভিডিও পোস্ট করে টুইট করা হয়েছে। এই ইস্যুতে কংগ্রেসের তুমুল সমালোচনা করেছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে এই ভিডিও দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে।

বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও/The News বাংলা
বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও/The News বাংলা

আরও পড়ুনঃ ৩৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান

অভিযুক্ত ওই নেতার নাম আমানুল্লাহ খান, যাকে ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের শিরচ্ছেদ করার নিদান দিচ্ছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দা করে এবং এই ঘটনাকে ইস্যু করে সরব হয়েছে বিজেপি। নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়েই। এই ধরণের হিংসার রাজনীতি একেবারেই সমর্থন যোগ্য নয় বলে মুখ খুলেছেন অনেক দলের নেতাই।

আরও পড়ুনঃ ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু

রাজ্যের বিজেপি মুখপাত্র প্রকাশ এই ঘটনায় একটি প্রতিবাদ সংঘটিত করেছে এবং আমানুল্লাহ খানের গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন। দলের অন্য একজন মুখপাত্র মালবিকাও ওই অভিযুক্ত নেতাকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

কর্নাটক বিজেপির তরফে একটি ট্যুইট করে বলা হয়েছে, কংগ্রেসের বোঝা উচিৎ যে তারা একটি ডুবন্ত জাহাজ এবং এই ধরনের মন্তব্যেরও প্রতিক্রিয়া হবে পরে; কংগ্রেসের মন্তব্যই তাদের তৃতীয় শ্রেনীর মানসিকতা ও দেশ বিরোধী চেতনার বহিঃপ্রকাশ।

আরও পড়ুনঃ একই মঞ্চে শোভন, বৈশাখী ও সব্যসাচীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>