Akhilesh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 04 Jun 2019 04:45:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Akhilesh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিধানসভা ভোটের আগেই ভাইপোর হাত ছাড়লেন পিসি https://thenewsbangla.com/mayawati-akhilesh-sp-bsp-alliance-end-mayawati-fights-alone-assembly/ Tue, 04 Jun 2019 04:45:56 +0000 https://www.thenewsbangla.com/?p=13517 বিধানসভা উপনির্বাচনের আগেই; ভাইপোর হাত ছাড়লেন পিসি। লোকসভা ভোট মিটতে না মিটতেই; উত্তরপ্রদেশে প্রশ্নের মুখে বিরোধী মহাজোটের ভবিষ্যৎ। রাজ্যের ১১ বিধানসভা উপনির্বাচনে একাই লড়তে চলেছে; মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সোমবার দলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন; বিএসপি নেত্রী মায়াবতী। মহাজোটের ওপরে তাঁর আর আস্থা নেই বলেও জানিয়েছেন।

লোকসভা ভোটে অনেক আশা জাগিয়েও; উত্তরপ্রদেশে বিজেপিকে কোনও চ্যালেঞ্জই ছুঁড়তে পারেনি মায়াবতী-অখিলেশ জোট। বিজেপিকে রুখতে অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলকে (আরএলডি)কে নিয়ে; ‘মহাগঠবন্ধন’ হয়েছিল বহুজন সমাজ পার্টি (বসপা) ও সমাজবাদী পার্টির (সপা)।

কিন্তু নির্বাচনের ফলাফল বেরনোর পর দেখা গেল; মুখ থুবড়ে পড়েছে তিনদলের জোট। রাজ্যের ৮০টি লোকসভা আসনের ৬২টি পেয়েছে বিজেপি; ২০১৪-র প্রাপ্ত আসন থেকে মাত্র ৯টি কম। তাদের জোটসঙ্গী আপনা দল জিতেছে ২টি আসনে; মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ১৫টি আসন।

মহাগঠবন্ধন গঠন করে বিজেপিকে রুখতে গিয়ে; ভোটে বেশি লোকসান হয়েছে ২০১৭ অবধি; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা অখিলেশের। তাঁর স্ত্রী ডিম্পল যাদব; দুই আত্মীয় অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও নিজেদের আসন খুইয়েছেন। ২০১৪-য় শূন্য থেকে এবার ১০-এ পৌঁছেছে মায়াবতীর দল; কিন্তু সপা যে ৫-এ ছিল, সেখানেই রয়েছে এবারও।

এই প্রেক্ষাপটে এককালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থেকে মিত্র হয়ে ওঠা; মায়াবতী, অখিলেশের জোট কি এবার ভেঙে যেতে বসেছে? তেমনই ইঙ্গিত মিলল মায়াবতীর কথায়। লোকসভা ভোটে জোটের বিপর্যয়ের ফলে; এই জোটে আস্থা হারিয়েছেন মায়াবতী।

বৈঠকে বিএসপি নেত্রীকে বলেন; “এই জোট কোনও কাজের নয়। একটাও যাদব ভোট আমাদের দিকে আসেনি; কিন্তু আমাদের ভোট ওদের (সমাজবাদী পার্টি) পক্ষে গিয়েছে। যেখানে মুসলিমরা সপাকে দু-হাত ভরে ভোট দিয়েছে; একমাত্র সেখানেই ওরা জিতেছে। এমনকী অখিলেশ যাদবের পরিবারের সদস্যরাই; যাদব ভোট পাননি”। যে কারণে ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে; একাই লড়ার পথে বিএসপি।

গত জানুয়ারিতে মহাগঠবন্ধন তৈরির সময়; ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন মাথায় রেখে; জোট বহাল থাকবে বলে জানিয়েছিলেন সপা প্রধান অখিলেশ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল, মায়াবতীর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ, পরিস্থিতি তৈরি হলে; তাঁকে সমর্থন করবেন অখিলেশ। পাল্টা বসপা নেত্রী রাজ্য বিধানসভা ভোটে ও মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অখিলেশের পাশে থাকবেন। যদিও সেই প্রত্যাশা বিন্দুমাত্র বাস্তবায়িত হওয়ার দিকে এগোয়নি।

]]>
মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়ল পিসি ভাইপো https://thenewsbangla.com/narendra-modi-amit-shah-defeated-akhilesh-mayawati-alliance-in-up/ Thu, 23 May 2019 17:22:47 +0000 https://www.thenewsbangla.com/?p=13214 ভারতের সবচেয়ে বেশি লোকসভা আসন উত্তরপ্রদেশে। গতবারে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে; একাই ৭১ টি আসন পেয়েছিল বিজেপি। এবার মনে করা হচ্ছিল, পিসি ভাইপোর জোট; অর্থাৎ মায়াবতী ও অখিলেশের জোট; এবার বেশির ভাগ আসনেই জিতবে।

আরও পড়ুনঃ মমতাকে নিজের ক্ষমতা ও যোগ্যতা দেখালেন অর্জুন

কিন্তু উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত যে ফল জানা গিয়েছে; তাতে ৮০টির মধ্যে ৫৯টি আসনে জিতেছে বিজেপি। মায়াবতীর বহুজন সমাজ পার্টি; জিতেছে ১২টি আসনে এবং অখিলেশের সমাজবাদী পার্টি; জিতেছে ৬টি আসনে। কংগ্রেস মাত্র একটি আসনে জিতেছে। রায়বরেলিতে জিতেছেন; ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী

আরও পড়ুনঃ কোন ১০ টি কারণে বাংলার মানুষ মুখ ফেরাল মমতার দিক থেকে

সপ্তদশ লোকসভা নির্বাচনে; নির্ণায়ক কেন্দ্র হয়ে উঠবে উত্তরপ্রদেশ। এমনটাই মনে করা হচ্ছিল। সেখানে মোট ৮০ টি আসন রয়েছে। এ দিন ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই; স্বাভাবিক ভাবেই গোটা দেশের নজর ছিল; তাই উত্তরপ্রদেশের দিকেই।

আরও পড়ুনঃ মুনমুনের খোঁড়া কবরে পড়লেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

কিন্তু শেষ পর্যন্ত ৫৯ টি আসন জিতে; রাজনৈতিক মহল ও সব পূর্বাভাষকে উড়িয়ে দিয়ে; গতবারের মত না হলেও; ৫৯ টি আসন পেল বিজেপি। মাত্র ৬ টি আসন অখিলেশের সমাজবাদী পার্টির। ১২ টি পেয়েছে প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার থাকা; মায়াবতীর বহুজন সমাজ পার্টি।

আরও পড়ুনঃ বাংলায় তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি

আমেঠিতে হেরেই গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রিয়াঙ্কাকে নামিয়েও শেষ রক্ষা হল না কংগ্রেসের। পিসি-ভাইপোর জোটকে; ল্যাজেগোবরে করে জিতলেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। বুঝিয়ে দিলেন মায়াবতী অখিলেশ এখনও ভোট যুদ্ধে; তাঁদের কাছে শিশু।

আরও পড়ুনঃ বাংলায় ১৮ টি আসনে জিতল বিজেপি, একনজরে চোখ বুলিয়ে নিন ফলে

মোদী ঝড়ে উড়ে গেল মায়াবতী ও অখিলেশের জোট। গেরুয়া ঝড়ে উড়ে গেল; সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট। মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়লেন পিসি ভাইপো। অন্যদিকে একাই ৩০০ আসন ও এন ডি এ জোট ৩৫০ আসন নিয়ে; ফের ৫ বছরের জন্য ভারতের শাসন ব্যবস্থায় মোদী অমিত শাহ জুটি

]]>