Akhilesh Yadav – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Apr 2019 07:01:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Akhilesh Yadav – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি https://thenewsbangla.com/2-percent-tax-on-upper-class-mentioned-in-samajwadi-party-manifesto/ Sat, 06 Apr 2019 07:01:17 +0000 https://www.thenewsbangla.com/?p=10152 আসন্ন লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি তাদের দলীয় ইস্তাহারে উচ্চবর্ণের জন্য ২% কর চাপিয়েছে। তাদের ব্যখ্যা, এতে সামাজিক সমতা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে ৫ই এপ্রিল শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

আরও পড়ুনঃ মোদী কি করে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, মাথাভাঙায় বিস্ফোরক মমতা

দলীয় ইস্তাহারে বলা হয়েছে, যদি তারা ক্ষমতায় আসেন, তবে উচ্চবর্ণের যাদের পারিবারিক সম্পত্তি আড়াই কোটির বেশি, তাদের ওপর ২% কর চাপানো হবে। অখিলেশ আরও বলেন, দেশের ৬০% সম্পদ কুক্ষিগত করে রেখেছে মাত্র ১০% লোক।

ইস্তাহারে বলা হয়েছে, যারা বেশি পরিমানে আয় করেন, তাদের অনেকেই আয়ের সঠিক পরিসংখ্যান বাইরে প্রকাশ করেন না। নতুন এই নিয়মের ফলে তারা কর প্রদানে বাধ্য থাকবেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কৃষকদের পাশে দাঁড়িয়ে এদিন তিনি বলেন, কৃষকরা তখনই সুবিচার পাবেন, যদি তাদের ঋণ সম্পূর্ণ মকুব করা হয়। অখিলেশ আরও বলেন, বিজেপির সময়েই ধনী ও গরিবের ভেদাভেদ আগের তুলনায় বেড়েছে।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

এদিন জিএসটি নিয়ে বিজেপির রাজনীতিরও সমালোচনা করেন অখিলেশ। সামাজিক সাম্যতার ভিত্তিকে বিজেপি নড়বড়ে করে দিয়েছে বলে তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
উত্তরপ্রদেশে চরম অসম্মানজনক প্রস্তাব মহাজোটকে, ক্রুদ্ধ অখিলেশ মায়াবতী https://thenewsbangla.com/mayabati-and-akhilesh-yadav-angry-on-rahul-gandhis-congress/ Mon, 18 Mar 2019 10:48:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8709 আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে। কংগ্রেসের সাথে জোট না হলেও রায়বেরেলি ও আমেঠির আসন দুটি ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য।

সম্প্রতি বিভিন্ন সংস্থার ভোটের আগের সমীক্ষায় দেখা দিয়েছে ২০১৯ লোকসভা নির্বাচনে এনডিএ শিবির পুনরায় ক্ষমতায় আসতে পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য বিজেপির প্রধান বাধা উত্তরপ্রদেশ। ফলে ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি নাও হতে পারে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

এদিকে এককভাবে কংগ্রেস অনেক পিছিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য মহাজোটই ভরসা কংগ্রেসের। একমাত্র উত্তরপ্রদেশ সমস্ত হিসেব নিকেশ বদলে দিতে পারে। সেই সম্ভাবনা থেকে উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির সাথে জোট ঘোষণা করেই একসাথে এগোতে চাইছে কংগ্রেস, যাতে কিছুতেই বিজেপি জায়গা না পায়।

কিন্তু জোট প্রস্তাবে উত্তরপ্রদেশের বড় দুই দল এসপি ও বিএসপিকে যে আসন ছাড়ার প্রস্তাব কংগ্রেস দিয়েছে, তাতে চরম অসন্তুষ্ট অখিলেশ ও মায়াবতী। কংগ্রেস নিজেদের জন্য ৭৩ টি আসন রেখে বাকি ৭ টি আসন এসপি, বিএসপি ও আরএলডিকে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

আর তাতেই বেজায় চটেছে অখিলেশ ও মায়াবতী। মায়াবতী জানিয়ে দিয়েছেন, কংগ্রেস চাইলে তারা নিজেরা ৮০ টি সিটেই লড়াই করতে পারে। কংগ্রেসের সাথে তাদের জোটের দরকার নেই। এসপি, বিএসপি ও আরএলডি মিলেই বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে বলে জানিয়ে দিয়েছেন মায়াবতী।

বিজেপিকে হারাতে যেভাবে জোটে অংশগ্রহনকারী দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারছে না এবং নিজেরাই নিজেদের জমি ছাড়তে নারাজ, তাতে লাভের গুড় যে বিজেপির ঝুলিতে যাবে, তাতেই সীলমোহর দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

শেষ পর্যন্ত যে কোনরকমে উত্তরপ্রদেশে মহাজোট হচ্ছে না সেটা এখন পরিষ্কার। এখন ত্রিপক্ষের লড়াইয়ে উত্তরপ্রদেশ কার হয় সেটাই দেখার। উত্তরপ্রদেশে বেশি আসন মানেই যে দেশের ক্ষমতা দখলে দিকে এককদম এগিয়ে যাওয়া জানে কংগ্রেস, বিজেপি সহ সবাই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কোনো রাজ্যেই জোট নয় কংগ্রেসকে ধাক্কা দিয়ে ঘোষণা নেত্রীর https://thenewsbangla.com/narendra-modis-bjp-wont-form-alliance-with-the-congress/ Wed, 13 Mar 2019 06:56:35 +0000 https://www.thenewsbangla.com/?p=8260 কোনো রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ না হওয়ার ঘোষণা করে দিয়েছেন উত্তরপ্রদেশের রাজনীতিবিদ ও দলিত নেত্রী মায়াবতী। মায়াবতী তার রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টির (বিএসপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরই বিএসপির তরফে এই ঘোষণা করে দেওয়া হয়। ফলে জোর ধাক্কা খেল বিজেপি বিরোধী মহাজোট।

আরও পড়ুনঃ মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা

বিএসপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শীর্ষ নেতাদের বৈঠকে স্থির হয়েছে যে বিএসপি ভারতের কোন রাজ্যে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী বোঝাপড়ায় যাবে না। বৈঠকে মায়াবতী জানিয়েছেন, বিএসপি ও সমাজবাদী পার্টির জোটটি সৎ উদ্দেশ্যে এবং পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

তিনি আরও জানান , এটিই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে প্রথম এবং পরিপূর্ণ জোট। যারা কিনা সামাজিক পরিবর্তনের প্রয়োজন মেটাতে সক্ষম ও বিজেপিকে পরাজিত করার ক্ষমতা রাখে।

বিএসপি এর তরফে দাবি করা হয়, অনেক রাজনৈতিক দলই বিএসপির সঙ্গে হাত মেলাতে আগ্রহী। কিন্তু সংকীর্ণ নির্বাচনী সফলতা পেতে মায়াবতী এমন কিছু করবেন না, যা দলের স্বার্থবিরোধী।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

আগামী এপ্রিলে হতে চলা লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিকে পরাজিত করতে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে বাদ দিয়ে জোটবদ্ধ হয়েছে বিএসপি ও সমাজবাদী পার্টি। মায়াবতীর ভেটোর মাধ্যমে এটি নিশ্চিত হলো যে বিএসপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে না কংগ্রেস।

আরও পড়ুনঃ বিজেপির লোকসভা প্রার্থী হচ্ছেন কিনা জানাবেন বৈশাখী শোভন

মায়াবতী জানান, কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ না হওয়ার কারণ হলো, আগে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে দেখা গেছে, কংগ্রেস তাদের ভোট বিএসপির পক্ষে প্রদান করতে ব্যর্থ হয়েছে। গত জানুয়ারিতেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দেন মায়াবতী। তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো সুবিধা আমরা দেখছি না’।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

২০১৭ সালে অনুষ্ঠিত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল সমাজবাদী পার্টি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। যদিও এই নির্বাচনে জোটের ভরাডুবি হয়। আর তাই কংগ্রেসের বিষয়ে সম্পূর্ণ নীরব আছেন অখিলেশ।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

দুই দলের নেতারা ঘোষণা দিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে উভয় দলই ৩৮টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি দুটি আসন তারা কংগ্রেসের জন্য ছেড়ে দেবেন। এ দুটি আসন হলো কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেথি ও রায়বেরেলি। ২০১৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশের এই দুটি আসনেই জয়লাভ করেছিল কংগ্রেস।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হতে আলোচনায় বসেছিলেন মায়াবতী। আলোচনায় ব্যর্থ হওয়ার পর থেকেই কংগ্রেসের প্রতি বেজার তিনি।

এই ঘোষণার পর উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানেও কোন মহাজোট হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। আর এর ফলে বিজেপি বিরোধী মহাজোট জোর ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘পহেলে মন্দির, ফির সরকার’ আশঙ্কায় ‘বাবরি মসজিদের’ অযোধ্যা https://thenewsbangla.com/rama-temple-first-then-government-slogan-at-ayodhyas-babri-mosque/ Sat, 24 Nov 2018 09:52:05 +0000 https://www.thenewsbangla.com/?p=3014 The News বাংলা, ফৈজাবাদ: লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, রামমন্দির নিয়ে উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করেছে। প্রতিবারের মতোই, এবারের লোকসভা ভোটেও রামমন্দিরের দাবী অন্যতম বড় ইস্যু হয়ে উঠতে চলেছে উত্তরপ্রদেশের রাজনীতি ও দেশে রাজনীতিতে। আর সেই নিয়েই অযোধ্যায় শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় শঙ্কিত প্রশাসন থেকে সংখ্যালঘুরা। ফের একবার ১৯৯২ এর স্মৃতি ফিরছে বাবরি মসজিদ এলাকায়।

Image Source: Google

রবিবার, রাম মন্দির নির্মাণের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ, ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ও শিবসেনার কর্মসূচিকে ঘিরে অযোধ্যায় আবার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গেরুয়া বাহিনী এতদিন বলছিল, ‘মন্দির ওহি বনায়েঙ্গে।’ এখন স্লোগান, ‘মন্দির জলদি বনায়েঙ্গে।’ যার ফলে, অযোধ্যায় রামমন্দির তৈরিতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের জন্য চাপ দিতে শুরু করে দিল শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস।

Image Source: Google

আগামীকাল রবিবার, অযোধ্যায় এই তিন সংগঠনেরই রয়েছে কর্মসূচি। আর সে বিষয়কে কেন্দ্র করেই অযোধ্যায় কড়া সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। এদিকে, শনিবারই অযোধ্যায় দুদিনের সফরে এসেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। জানা গেছে, রাম মন্দিরের দাবিতে অযোধ্যায় ও রাজ্যের সব বিধানসভা এলাকায় প্রার্থনার আয়োজন করবে শিবসেনা। ইতিমধ্যেই, শনিবার সকালে অযোধ্যায় হাজির প্রায় ২৫ হাজার শিবসেনা সমর্থক।

Image Source: Google

অন্যদিকে, একইদিনে অযোধ্যায় বিক্ষোভ সমাবেশ করবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। অযোধ্যা পুলিশের অনুমান, রবিবার আরএসএস ও শিবসেনার অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তরপ্রদেশের এই শহরে লক্ষাধিক লোকের সমাবেশ হতে পারে।

আরও পড়ুনঃ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় সংখ্যালঘুরা

আগে থেকেই রামমন্দির বিষয়ে বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক বেশ উত্তপ্ত। শুক্রবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘মাত্র ১৭ মিনিটে আমরা বারবি মসজিদ ভেঙে ধুলিস্যাৎ করে দিয়েছিলাম। অথচ এতবছরেও মন্দির নির্মাণের জন্য আইন পাশ করে নি বিজেপি’।

Image Source: Google

এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছিলেন, ‘অনেক হয়েছে। এবার প্রথমে মন্দির, তারপর সরকার’। এসব বিষয় বিবেচনা করে বিজেপি সরকারের বিরুদ্ধে তির্যক মন্তব্য করে অযোধ্যায় রবিবার সেনা মোতায়নের দাবিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।

আরও পড়ুন: মার্চে বন্ধ দেশের অর্ধেক এটিএম কি মোদীর নোটবন্দীর কুফল

উত্তরপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিজেপি সুপ্রিম কোর্ট কিংবা সংবিধানে বিশ্বাস করে না। ওরা যে কোনও কিছুই করতে পারে। অযোধ্যায় এখন যা পরিস্থিতি তাতে সেখানে সেনা ডাকা প্রয়োজন’।

Image Source: Google

২০১৯ এ লোকসভা ভোটের আগেই অযোধ্যায় রামমন্দির তৈরিতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের জন্য চাপ দিতে শুরু করে দিল শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস। শনিবারই ৫টি ট্রেন ভর্তি শিবসেনা ও গেরুয়া সমর্থকরা পৌঁছেছেন অযোধ্যায়৷ আরও কর্মী সমর্থক আসছেন।

আরও পড়ুন: “নীচু জাতের মোদীর হিন্দু ধর্ম নিয়ে বলার অধিকার নেই” বিতর্কে কংগ্রেস নেতা

ইতিমধ্যেই দুদিনের অযোধ্যা সফরে পৌঁছে গিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার শিবসেনার ‘মন্দির জনসভা’। শিবসেনার লাখখানেক সমর্থক থাকবে এই সভায়। সেটাই আবার বিশ্ব হিন্দু পরিষদের ‘ধর্ম সভা’। সেখানে এই ধর্মীয় সংগঠনের প্রায় ১ লক্ষ কর্মী-সমর্থক জড়ো হবেন। আরএসএস-এর ১ লক্ষ সমর্থকও র‌্যালিতে থাকবেন বলে জানা গেছে। সঙ্গে মন্দিরের দাবিতে বহু সাধু সন্ত।

Image Source: Google

বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস ও শিবসেনার হুঙ্কার, একদম এক। ‘পহেলে মন্দির, ফির সরকার।’ ঘটনাপ্রবাহে স্পষ্ট, লোকসভার আগে হিন্দুত্ব ইস্যুতে এককাট্টা গেরুয়া দলগুলি। ভোটের ইস্যু একটাই, রাম মন্দির।

আরও পড়ুন: গরু তুমি কার ? বিজেপির ‘গোমাতা’য় হাত কংগ্রেসের

ফৈজাবাদ জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংলগ্ন বিতর্কিত এলাকায়। স্থানীয় পুলিশ,বিএসএফ, সিআরপিএফ,আরএএফ নিয়ে প্রায় ৪০০০ নিরাপত্তা কর্মী দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা। গেরুয়া বাহিনীর এই সব তাণ্ডব দেখে, অযোধ্যা ছেড়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। গোটা রাজ্যজুড়ে রবিবারের শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা নিয়ে সতর্কবার্তা জারি হয়েছে।

]]>
‘তাজমহল’ গড়া শেষ না করেই মারা গেলেন ‘শাহজাহান’ https://thenewsbangla.com/shah-jahan-died-without-completing-taj-mahal/ Thu, 15 Nov 2018 06:32:23 +0000 https://www.thenewsbangla.com/?p=2415 The News বাংলা: না, শেষ হল না ‘তাজমহল’। মাঝপথেই আটকে গেল ‘তাজমহল’ তৈরির কাজ। কারণ, পথ দূর্ঘটনায় মারা গেলেন ‘শাহজাহান’। অবাক হচ্ছেন? এ শাহজাহান মুঘল সম্রাট নন, ইনি ফইজুল হাসান কাদরি, এযুগের ‘শাহজাহান’।

উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার কাসের কালান গ্রামে ছিল ফইজুল হাসান কাদরি ও তাজমুল্লি বেগম-এর সুখের সংসার। কিন্তু, গলার ক্যানসার হয়ে তাজমুল্লি বেগম মারা যান ২০১১ সালে। ৫৮ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ে। আর তার পরের বছরই সম্রাট শাহজাহানের মত স্ত্রীর সমাধির উপরে ‘মিনি তাজমহল’ গড়ার কাজে হাত দেন কাদরি।

Image Source: Google

সাধ থাকলেও সাধ্যের তো সীমা থাকে! নিজের সব সম্বল নিয়ে নেমেছিলেন মাঠে। কিনেছিলেন মার্বেল আর ইমারতি সরঞ্জাম। কিন্তু বেশ খানিকটা গাঁথনি ওঠার পরে আটকে যায় কাজ। কারণ টাকা-পয়সার সংকুলান ছিল না।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা ও তারপরের গণহত্যার না জানা সত্যি

৬ বছর চেষ্ঠা করেও কাজ পুরো শেষ করতে পারেননি ‘শাহজাহান’ কাদরি। শেষ সম্বল দু’লক্ষ টাকা দিয়ে জয়পুর থেকে ফের মার্বেল আনাবেন বলে মনস্থ করেছিলেন। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না।

Image Source: Google

লাঠি ঠুকঠুক করতে কাজেকর্মে এখানে-ওখানে চলে যেতেন। ৮৩ বছর বয়সে গত বৃহস্পতিবার তেমনই বেরিয়েছিলেন। পথে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচাতে পারেননি তাঁকে। পরের দিন শুক্রবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: রামকৃষ্ণ বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন ছেড়ে বিপ্লবী হন এই নারী

মুঘল সম্রাট শাহজাহানের মত বুলন্দশহরের ‘শাহজাহান’, ফইজুল হাসান কাদরির কোনও সাম্রাজ্য ছিল না। দিন কেটেছে পোস্টমাস্টারের চাকরি করে। স্ত্রীর মৃত্যুর পরে কাসের কালান গ্রামে তিল তিল করে গড়ে তুলেছিলেন এই ‘মিনি তাজমহল’।

The News বাংলা

কথিত আছে সম্রাট শাহজাহান তাঁর শিল্পীদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিলেন যাতে তারা আর এইরকম একটি শিল্প সৃষ্টি করতে না পারে। আর একালের ‘শাহজাহান’ কি করলেন?

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী সমাজবাদী দলের নেতা শ্রী অখিলেশ যাদবের কাছে এই রকম এক প্রেম কাহিনীর কথা পৌঁছালে তিনি লখনউয়ে ডেকে পাঠান কাদরিকে। বাড়িয়ে দেন সাহায্যের হাত। টাকা দিতে চান ‘মিনি তাজমহলে’র বাকি কাজ শেষ করার জন্য।

Image Source: Google

কিন্তু, বিনীত ভাবে কাদরি জানান, এটা তিনি নিজেই গড়তে চান। তবে মুখ্যমন্ত্রী চাইলে গ্রামে একটি ইন্টার-কলেজ করে দিলে ভাল হয়। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই জমিতেই গড়ে দেন কলেজ। গাঁয়ের মেয়েরা এখন সেখানেই পড়ে। সেই কলেজের কিছুটা জমি কাদরিরই দেওয়া। মুঘল সম্রাট শাহজাহানকে এখানেও প্রেমে টেক্কা দিয়েছেন কাদরি।

আরও পড়ুন: নেতাদের কথা নয়, জীবন দর্শন নিয়ে মনে রাখুন কালামের উক্তি

তবে এখন তাঁর ইচ্ছাকে মর্যাদা দিতে এগিয়ে এসেছেন তাঁর আত্মীয়রা, এলাকার বাসিন্দারাও। কাদরির শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁর তাজমহলে স্ত্রী তাজমুল্লি বেগমের পাশেই সমাহিত করা হয়েছে তাঁকে। ‘মিনি তাজমহলে’র বাকি কাজও তাঁরাই সম্পূর্ণ করবেন বলে মনস্থ করেছেন।

The News বাংলা

ভালোবাসায় এ ‘তাজমহল’ হার মানিয়ে দিয়েছে আসল তাজমহলকেও। এক সম্রাট তাঁর চার বেগমের মধ্যে একজনের স্মৃতিতে গড়ে তুলেছিলেন বিশ্বের সপ্তম আশ্চর্য! সে তাজমহল নিয়ে রচিত হয়েছে কত কবিতা, গল্প, গান।

আরও পড়ুন: ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

মুঘল সম্রাট শাহজাহানের তাজমহল নিয়ে স্বয়ং কবিগুরুও লিখে গেলেন অমর কবিতা
“কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল”।
কিন্তু, এই ‘শাহজাহানে’র ‘তাজমহল’ নিয়ে লেখা হবে না কোন কবিতা। আদৌ এই ‘তাজমহল’ শেষ হবে কিনা তাও জানা নেই। তবুও ভালোবাসায় সে তাজমহলের চেয়ে এই অর্ধসমাপ্ত ‘তাজমহল’ অনেক- অনেক বেশি উজ্জ্বল।

]]>