Akhilesh Yadav Increases Tax by 2% – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Apr 2019 07:01:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Akhilesh Yadav Increases Tax by 2% – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি https://thenewsbangla.com/2-percent-tax-on-upper-class-mentioned-in-samajwadi-party-manifesto/ Sat, 06 Apr 2019 07:01:17 +0000 https://www.thenewsbangla.com/?p=10152 আসন্ন লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি তাদের দলীয় ইস্তাহারে উচ্চবর্ণের জন্য ২% কর চাপিয়েছে। তাদের ব্যখ্যা, এতে সামাজিক সমতা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে ৫ই এপ্রিল শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

আরও পড়ুনঃ মোদী কি করে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, মাথাভাঙায় বিস্ফোরক মমতা

দলীয় ইস্তাহারে বলা হয়েছে, যদি তারা ক্ষমতায় আসেন, তবে উচ্চবর্ণের যাদের পারিবারিক সম্পত্তি আড়াই কোটির বেশি, তাদের ওপর ২% কর চাপানো হবে। অখিলেশ আরও বলেন, দেশের ৬০% সম্পদ কুক্ষিগত করে রেখেছে মাত্র ১০% লোক।

ইস্তাহারে বলা হয়েছে, যারা বেশি পরিমানে আয় করেন, তাদের অনেকেই আয়ের সঠিক পরিসংখ্যান বাইরে প্রকাশ করেন না। নতুন এই নিয়মের ফলে তারা কর প্রদানে বাধ্য থাকবেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কৃষকদের পাশে দাঁড়িয়ে এদিন তিনি বলেন, কৃষকরা তখনই সুবিচার পাবেন, যদি তাদের ঋণ সম্পূর্ণ মকুব করা হয়। অখিলেশ আরও বলেন, বিজেপির সময়েই ধনী ও গরিবের ভেদাভেদ আগের তুলনায় বেড়েছে।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

এদিন জিএসটি নিয়ে বিজেপির রাজনীতিরও সমালোচনা করেন অখিলেশ। সামাজিক সাম্যতার ভিত্তিকে বিজেপি নড়বড়ে করে দিয়েছে বলে তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>